Thursday, September 5, 2013

এয়ারটেল সিম দিয়ে পিসিতে ফ্রি ইন্টারনেট চালান (নতুন ট্রিক)

ভাল আছেন তো সবাই ?
এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে এয়ারটেল সিম দিয়ে পিসিতে ফ্রি ইন্টারনেট চালানো যায় । পদ্ধতি টা ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে । অরিজিনাল পোস্ট করেছিলেন সাগর ভাই । তাই ক্রেডিট টা তার আমি শুধু শেয়ার করছি আপনাদের সাথে ।
তাহলে সুরু করি :
০১. নিচ থেকে অপেরা Handler for PC ডাউনলোড করুন এবং ডেক্সটপে রেখে Winrar দিয়ে এক্সাট করুন ।
০২. ফোল্ডারটা ওপেন করে Setting.exe নামের ফাইলটা ওপেন করুন ।
০৩. Manualy setting এ টিক দিন । তারপর প্রক্সি দিন : proxy: 10.6.0.2
port : 8080
০৪. Save এ ক্লিক করুন ।
০৫. এখন Operamini71.exe ওপেন করুন । একটা Handler Menu পাবেন মোবাইল এর মত ।
০৬. Handler menu যে Fornt quary নামে একটা ঘর আছে ওখানে লিখুন :
0.facebook.com.server4.operamini.com?0.facebook.com/tipsview
অথবা , Handler menu তে দেখুন Back quary নামে একটা ঘর আছে ওখানে লিখুন ঃ
?0.facebook.com/tipsview
০৭. Save all and start এ ক্লিক করুন
০৮. প্রথম বার ইনস্টল হতে একটু সময় লাগবে । ইনস্টল হয়ে গেলে ডানদিকের Opera icon এ ক্লিক করুন তারপর Setting-advance এ গিয়ে Http/socket কে HTTP করে Save করে দিন ।
০৯.ডাউনলোড করার সময় ফোনের মত
e://
c://
এমন আসবে যে কোন একাটা সিলেক্ট করে ডাউনলোড দিন । আপনি যে ফোল্ডারে এক্সাট করেছিলেন সেখানে দেখুন File system নামে একটা ফোল্ডার আছে ওটা ওপেন করলে উক্ত ফোল্ডার পাবেন ।
১০. কোন সমস্যা থাকলে কমেন্ট করুন ।
DOWNLOAD LINK : (Mediafire)
Click Here
Tutorial : Written by Sagor and Modified by Chinmoy (Me)
Download L : Collected from Internet (Mediafire)

নিয়মিত আর্টিকেল লিখছেন ও এসইও করছেন তাও রেঙ্কিং ও ট্রাফিক বাড়ছে নাহ? এই আর্টিকেল টি দেখুন হয়তো আপনার সমসসার সমাধান পাবেন।

অন্যদের কথা আর কি বলবো, ২০১০ সালে ব্লগিং জগতে পা দিলাম, কষ্ট করে করে আর্টিকেল লিখতাম ডেইলি ১টা করে। সোশ্যাল বুকমার্ক ও ডিরেক্টরি সাবমিশোন ও করতাম। সব মিলিয়ে ডেইলি ট্রাফিক হতো ৩০ থেকে ৬০! কষ্ট লাগে ওই দিন গুলোর কথা ভাবলে। সব কিছুর একটা নিয়ম কানুন থাকে। আজকের আর্টিকেলে চেষ্টা করবো, ওয়েবসাইট এর ট্রাফিক ও রেঙ্কিং বাড়ানো নিয়ে কিছু সাজেশন দেওয়ার। ভালো লাগলে জানাবেন ভুল হলেও জাবাবেন। তো, শুরু করি।
ভালো মানের আর্টিকেল যে ভাবে লিখবেনঃ
হুম। আর্টিকেল কিং, কিন্তু সব আর্টিকেল নাহ। আপনার আর্টিকেল হতে হবে তথ্য সম্পূর্ণ। আপনার ওয়েবসাইট যেই টপিক এর সমসময় সেই টপিক নিয়ে আর্টিকেল লিখবেন। মনে করেন, আপনার ওয়েবসাইট SEO Tutorial এর জন্য। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে টেকনোলজি নিউজ দেন তাহলে তো ট্রাফিক বিরক্তবোধ করবেই। রিলেভেন্ত আর্টিকেল পাবলিশ করুন আপনার ওয়েবসাইটে। ছোট আর্টিকেল লেখা থেকে বিরত থাকুন। কমপক্ষে ৪০০+ ওয়ার্ড এর আর্টিকেল লিখুন। আপনার আর্টিকেল এর জন্য প্রয়োজনীয় ফটো বা ভিডিও দিন। গুগল ইমেজ সার্চ করে ফটো নিতে পারেন। মনে রাখবেন ফটোটা সরাসরি কপি পেস্ট নাহ করে প্রথমে ডাউনলোড করুন তারপরে ফটোশপ দিয়ে সাইজ কম বেশি করে দিন, সম্ভব হলে কিছুটা এডিট করে দিন। আপনার আর্টিকেল এর মধ্যে যেই ওয়ার্ড গুলোর সাথে আপনার ওয়েবসাইট এর অন্য আর্টিকেল গুলো মিলে সেই ওয়ার্ড এ অন্য আর্টিকেল এর লিঙ্ক যোগ করুন। মিল নাহ থাকলে নাহ করাই ভালো। আপনার আর্টিকেল পরিষ্কার রাখুন ও ছোট ছোট প্যারাগ্রাফ লিখবেন নাহ। যেই টপিক নিয়ে আর্টিকেল লিখবেন সেই টপিক এর সম্পূর্ণ তথ্য দিবেন আপনার আর্টিকেল এর মধ্যে। মনে করেন, আপনি “” On-Page SEO “”নিয়ে আর্টিকেল লিখলেন – তাহলে On-Page SEO এর সকল তথ্য আপনার আর্টিকেলে প্রভাইড করুন, প্রয়োজন হলে, পার্ট, পার্ট করে লিখতে পারেন। আপনার আর্টিকেল এর জন্য সঠিক কি-ওয়ার্ড ব্যাবহার,টাইটেল ও বিবরণ লিখুন। প্রয়জনে, আলাদা ভাবে কি-ওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন। আপনার আর্টিকেল লেখা শেষ হলে সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে শেয়ার করুন। অবশ্যই, কোন প্রকার টুল,সফটওয়্যার বা কপি পেস্ট করবেন নাহ আপনার আর্টিকেল এর জন্য। নিজের যোগ্যতাই যতটুকু পারেন চেষ্টা করুন। আজ নাহ হলে কাল বা পরশু অবশ্যই ভালো ভাবে আর্টিকেল লিখতে পারবেন। ব্লগে বা ওয়েবসাইটে নিয়মিত ভালো মানের আর্টিকেল পাবলিশ করলে ট্রাফিক এমনিতেই বাড়তে থাকবে।
রেঙ্কিং ও ট্রাফিক বাড়ানোর জন্য কিছু টিপসঃ
গেস্ট ব্লজ্ঞিং: সবার আগে গেস্ট ব্লগিং এর কথাই বলি কারন গেস্ট ব্লজ্ঞিং এর মাধ্যমে ভালো মানের ব্যাকলিঙ্ক সহ প্রচুর ট্রাফিক পাবেন, যদি জনপ্রিয় হাই পেজ রেঙ্ক যুক্ত ব্লগ গুলোতে গেস্ট ব্লজ্ঞিং করেন। আপনার রিলেভেন্ত (relevant) ব্লগ গুলো খুজে বের করুন ও সেই ব্লগ গুলোর জন্য আর্টিকেল লিখে সাবমিট করুন। প্রতি সপ্তাহে, ২ থেকে ৩ টা ভালো হাই পেজ রেঙ্ক যুক্ত ব্লগে গেস্ট ব্লজ্ঞিং করলে প্রচুর ট্রাফিক পাবেন। মনে রাখবেন, আপনার রেলেভেন্ত ব্লগ গুলোতেই শুধু গেস্ট ব্লজ্ঞিং করবেন আর যেই ব্লগে ট্রাফিক কম সেই সব ব্লগে নাহ করাই ভালো।
সোশ্যাল বুকমার্কঃ ট্রাফিক এর জন্য মারাত্মক কার্যকর। আপনার ব্লগ এর লিঙ্ক সহ আপনার আর্টিকেল এর লিঙ্ক গুলো দিয়েও সোশ্যাল বুকমার্ক করতে পারেন। আপনার ব্লগের নতুন আর্টিকেল গুলোর লিঙ্ক দিয়ে সোশ্যাল বুকমার্ক করলে সেই আর্টিকেল গুলো সার্চ ইঙ্গিনের সার্চ রেজাল্টে প্রথম দিকে আসবে।

500 DofollowTop Social Bookmarking Site List
ব্লগ কমেন্টঃ ব্লগ কমেন্ত খুবি কার্যকারী মাধ্যম রেঙ্কিং বাড়ানোর জন্য। আপনার রিলেভেন্ত ব্লগ গুলোতে কমেন্ত করুন। প্রতিদিন ৬/৭ টা এপ্প্রুভ কমেন্ত মেনেজ করুন। হাই পেজ রেঙ্ক যুক্ত ব্লগ গুলো থেকে এপ্প্রভ কমেন্ত নেমাব্র চেষ্টা করুন।
অন্যোন্য এসইও এর কাজ যেমন ডিরেক্টরি সাবমিশোন,আর্টিকেল সাবমিশোন এগুল সপ্তাহে ১ বার করুন। ফোরাম পোস্টিংটা রেগুলার করতে পারেন। তবে এগুল থেকে আশা নুরুপ ফল পাওয়া মুস্কিল।
কুয়ালিটি আর্টিকেল, গেস্ট ব্লজ্ঞিং, সোশ্যাল বুকমার্কিং ও ব্লগ কমেন্ট নিয়মিত করলেই আপনি কাঙ্খিত ট্রাফিক ও রেঙ্কিং পাবেন।
এসইও নিয়ে কোন সমস্যা বা এসইও এর অসংখ্য টিপস ও টুইটোরিয়াল এর জন্য আমাদের ব্লগ ভিজিট করতে পারেন – SEO Tutorial Learning Blog

অনলাইনে কিভাবে অর্থ উপার্জন করবেন

অনলাইনে অর্থ আয় একটি অবাস্তব স্বপ্নের মত মনে হতে পারে অনেকের কাছেই, কিন্তু অনেকেই আছেন যারা এই অবাস্তব স্বপ্নটিকে বাস্তবতায় রূপ দিয়েছেন। আপনিও ঐ সকল সফল মানবের একজন হতে পারেন যদি অনলাইনে আয়ের জন্য যেসকল পদক্ষেপ নিতে হয় তা আপনি যথাযথ ভাবে নিতে পারেন। তবে সফল হতে চাইলে একটি কথা সবসময়েই মনে রাখা উচিত, আর তা হল “আপনি অনলাইন অর্থ উপার্জনের ক্ষেত্রে ঐ পেশাটিকেই বেছে নিন যেটি আপনি করতে ভালবাসেন এবং যেটির উপরে আপনার পূর্নাঙ্গ জ্ঞান আছে”
অনলাইনে আয়ের কমন কিছু মাধ্যম
১. ক্রয় এবং বিক্রয় ইন্টারনেট বাজারের একটা বড় অংশ তাই আপনি আপনার নিজের কোন ফিজিক্যাল বা ডিজিটাল প্রডাক্ট বা সার্ভিস বিক্রির মাধ্যমে অনেক পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। পৃথিবীব্যাপী নিজের প্রডাক্ট বিক্রির জন্য যেসকল পদ্ধতি বা মাধ্যম অনেক বেশি জনপ্রিয় ও ইফেক্টিভ তা হল ইমেইল মার্কেটিং, অনলাইন এডভারটাইজিং, সোস্যালমিডিয়া ও অ্যাফিলিয়েট মার্কেটিং।
২. আপনি যদি ওয়েব সাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট জানেন তবে এর মাধ্যমেও আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি দুভাবে অর্থ উপার্জন করতে পারেন আর তা হল আপনার নিজের জন্য ওয়েব সাইট তৈরি করে এবং অন্যটি হল ক্লায়েন্টদের জন্য ওয়েব সাইট তৈরি করে। আপনি যদি আপনার নিজের জন্য ওয়েব সাইট তৈরি করেন তবে সেখান থেকে ওয়েব এডভ্যারটাইজমেন্ট, ডিজিটাল পণ্য বা সার্ভিস বিক্রি এবং এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থোপার্জন করতে পারেন। অন্যথায় আপনি যদি আপনার ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ট্যালেন্টকে কাজে লাগিয়ে অর্থোপার্জন করতে চান এক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করতে আপনি oDesk.com, FreeLancer.com, Fiverr.com,  PeoplePerHour.com সাইট গুলোতে ট্রাই করতে পারেন।
৩. আপনার যদি ইংরেজির উপর ভালো দক্ষতা থাকে এবং আপনি যদি ইংরেজিতে ভালো কনটেন্ট বা আর্টিকেল লিখতে পারেন তাহলেও আপনি বেশ ভালো পরিমাণ অর্থপর্জন করতে সক্ষম হবেন। আর্টিকেল লিখে অর্থ উপার্জনের জন্য আপনি উপরোক্ত ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ট্রাই করতে পারেন। কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বী অনেক হওয়া এবং মূল্যমান কম থাকার কারণে আপনি হালও ছেড়ে দিতে পারেন। আর্টিকেল লেখার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ উপার্জনের জন্য আপনি ট্রাই করে দেখতে পারেন Click Here এবং Click here সাইট দুটোতে। প্রথম সাইটিতে পৃথিবীর সকল দেশ থেকেই রেজিষ্ট্রেশন করা যায় কিন্তু দ্বিতীয় টিতে শুধুমাত্র আমেরিকা থেকে রেজিস্ট্রেশন করাযায়। এরা দুটোতেই পেমেন্টে দেয়ার মাধ্যম হিসেবে পেপাল ব্যাবহার করে, যা অনেকের কাছেই হতাশাজনক হলেও যারা পেপালের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা উঠাবার পদ্ধতি জানেন তাদের অনেক কাজে লাগবে। সাইট দুটোর সবথেকে বড় সুবিধা হল এখানে কাজের জন্য কোন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না, কাজরে জন্য আপনার যোগ্যতাই সবথেকে বড় ভূমিকা পালন করবে।
এছাড়াও অনলাইনে অনেক কাজের মাধ্যম আছে যা আজ সময়ে জন্য লিখতে পারলাম না, এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, নিজগুণে ক্ষমা করবেন। আবার যদি অবসর সময় পাই তবে অবশ্যই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

পেজ রাঙ্ক ১-৫ এর মধ্যে ৪৯ তি বুকমার্ক সাইট

আজ কে আপনাদের আমি এমন কয়েক টি bookmarking সাইট যাদের প্রত্যেক টির পেজ ভালো ভালো । এর মধ্যে ৭ টির পেজ রাঙ্ক ১ , ১৩ টির পেজ রাঙ্ক ২ , ৮ টির পেজ রাঙ্ক ৩ , ৯ টির পেজ রাঙ্ক ৪ , ৫ টির পেজ রাঙ্ক ৫ এবং বাকি তিন টির পেজ রাঙ্ক ৬ , ৭ এবং ৮  । এটি আমার প্রথম টিউন তাই এর বেশি কথা বলতে চাচ্ছি না । তাহলে শুরু করা জাক ।
Digg (8)
Digg (7)
Folkd (6)
Colivia (5)
Diggita (5)
Ebaum's World (5)
LinkaGoGo (5)
News Me Back (5)
Social-Bookmarking.net (5)
So Force (5)
Tagza (5)
A1 Webmarks (4)
iKeep Bookmarks (4)
Murl (4)
Youdoze (4)
BuddyMarks (4)
Bildu (4)
Bookmax (4)
OYAX (4)
SiteJot (4)
Ambedo (3)
Bookmark4You (3)
Bookmark Golden (3)
Bookmark Often (3)
Bukmark (3)
Diggma (3)
eTester (3)
Indofeed (3)
Bookmark Favoriten (2)
Dizzed (2)
Download India (2)
Golden Midas (2)
iClickEM (2)
Klicknews (2)
Look At That (2)
Linksprocket (2)
Mesh Link Sharing (2)
Postolia (2)
StartAid (2)
Yemle (2)
Yoomark (2)
1 Look 4 (1)
28g Bookmarks (1)
Alplist (1)
Bookmarks Ville (1)
Clickets (1)
Directory Firms (1)
Easy Info (1)
Nie Polecamy (1)

গত আগষ্ট থেকে গুগল এডসেন্স থেকে পাঠানো চেক কোন ব্যাংকই গ্রহন করছে না .. :(

ঢাকা ব্যাংক, এবিব্যাংক, ট্রাস্ট ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক গুগল থেকে পাঠানো এডসেন্স আয়ের চেক কালেকশনের জন্যে গ্রহন করা বন্ধ করে দিয়েছে।
তাদের কাছ থেকে জানা গেছে বাংলাদেশের কোন ব্যাংকই ফরেন কারেন্টি চেক গ্রহন করছে না।
এটা সত্য হয়ে থাকলে বাংলাদেশী এডসেন্স পাবলিশারদের জন্যে একটা চরম অশনি সংকেত।
কারো কাছে আপডেট থাকলে জানান।

এসইওর কাজে কিভাবে খুজে বের করবেন আপনার কীওয়ার্ড সম্পর্কিত সাইট। সাথে কিছু ফ্রি এসইও টিপস

White Hat SEO করার জন্য রিলেটেড সাইটে ব্যাকলিংক তৈরি করতে হয়। আমরা সাধারণত ব্লগ কমেন্টিং, গেস্ট ব্লগিং, ফোরাম পোস্টিং কিংবা ডিরেক্টরী সাবমিশনের মাধ্যমে ব্যকলিংক তৈরি করি। এসব সাইটগুলোতে ব্যাকলিংক তৈরি করার জন্য কিভাবে আপনার কীওয়ার্ড রিলেটেড সাইট খুজে বের করবেন, সেটা এখানে দেখাবো।
ধরি আমাদের কী-ওয়ার্ড- ‍SEO

ব্লগকমেন্টিং


ব্লগ কমেন্টিং এসইওর যেমন খুব ভাল একটি পদ্ধতি, তেমনি প্রচুর ভিজিটর পাওয়া যায় এটির মাধ্যমে। তবে সেজন্য আপনার ব্লগ কিংবা ওয়েবসাইট রিলেটেড ব্লগ খুজে কমেন্ট না করলে এ বেনিফিট আপনি কখনোই পাবেননা। নিচের পদ্ধতিতে নিজের কীওয়ার্ড রিলেটেড ব্লগ খুজে বের করুন।
  1. “SEO” site:.gov inurl:blog “post a comment”
  2. “SEO” site:.edu inurl:blog “post a comment”
  3. “SEO” “This blog uses premium CommentLuv”
  4. “SEO” “Notify me of follow-up comments?”
  5. “SEO” “add to this list” site:squidoo.com

গেস্ট ব্লগিং


টেকটিউনস একটি গেস্ট ব্লগিং সাইট। এখানে শুধু টেকনোলজী সম্পর্কিত লেখাগুলো থাকে। আপনি যদি এখানে কোন মেডিসিন নিয়ে লিখেন সেটি বেশি মানুষ পড়বেনা। কারন এখানকার পাঠক টেকনোলজীক্যাল বিষয় পড়ার জন্যই এ সাইটে আসে। সেজন্য আপনি যেসম্পর্কিত বিষয় নিয়ে লিখবেন, সে সম্পর্কিত ব্লগে আপনার লেখা পোস্ট করা উচিত। কিভাবে খুজে বের করবেন, আপনার কীওয়ার্ড সম্পর্কিত গেস্টব্লগিং সাইট।
  1. “SEO” guest writer
  2. “SEO” guest blog post writer
  3. “SEO” submit content
  4. “SEO” submit article
  5. “SEO” submit post
  6. “SEO” submit blog post
  7. “SEO” add article
  8. “SEO” add blog post
  9. “SEO” add content
  10. “SEO” guest blogger wanted
  11. “SEO” Write for us

ডিরেক্টরী সাবমিশন


ডিরেক্টরী সাবমিশনের ক্ষেত্রেও রিলেটেড সাইটে আপনার ওয়েবসাইট সম্পর্কিত তথ্য সাবমিশন করা উচিত। সেজন্য খুজে বের করুন উপযুক্ত ডিরেক্টরী সাইট।
  1. “SEO” directory
  2. “SEO” * directory
  3. SEO * “aquarium”
  4. intitle:directory “SEO”
  5. inurl:directory “SEO”
  6. “list of “SEO” sites”
  7. “list * “SEO” sites”
  8. “list * “SEO” * sites”
  9. “recommended links” “SEO”
  10. “recommended sites” SEO”
  11. “favorite links” SEO”
  12. “favorite sites” SEO”

ফোরাম পোস্টিং


আমার কাছে, ফোরাম পোস্টিং অনেক অপছন্দের একটি কাজ। কিন্তু যারা ফোরাম পোস্টিং এর কাজ করেন, তাদের জন্য টিপস দিলাম। আপনার কীওয়ার্ড রিলেটেড সাইট ছাড়া কোথাও ফোরাম পোস্টিং করবেননা। ক্লায়েন্ট চাইলেও করবেননা। নিচের পদ্ধতি ব্যবহার করে আপনার কীওয়ার্ড সম্পর্কিত সাইট খুজে বের করুন।
  1. “SEO” forum
  2. “SEO forum”
  3. intitle:” SEO” forum
  4. inurl:” SEO” forum
সবশেষে বলব, শুধু ব্যকলিংকের জন্য ব্যাকলিংক করে কোন লাভ নাই। এটা আপনার ওয়েবসাইটকে হয়ত ১সপ্তাহের জন্য গুগলের টপ সার্চে নিয়ে আসবে কিন্তু পরে ওয়েবসাইটকে গুগলের কোথাও খুজে পাবেননা। পেঙ্গুইন আপডেটের পর যারা ব্যাকলিংক তৈরি করতে পারাকে এসইওর কাজ মনে করে তাদের অনেকেই ইতিমধ্যে এসইওর জগত থেকে বিদায় নিয়েছে আরও অনেকের বিদায় নেয়ার সময় হয়েছে। ৫০০০-১০০০০ ব্যাকলিংক করে এখন আর গুগলের টপে আসা যায়না। টপে আসতে হলে রিলেটেড সাইট সময় নিয়ে খুজে বের করে কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করতে হয়।

নিজের ওয়েবসাইটে ও ব্লগের সর্বোচ্ছ ভিজিটর বাড়ানোর চরম এবং গরম দশটি টিপস।

সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।আজ আপনাদের জন্য ভিন্ন এক টিউন নিয়ে এসেছি।ওয়েব সাইট বানিয়ে বসে রয়েছেন ভিজিটর নাই ইনকাম ও নাই।শুধু শুধু চিন্তা করেন যে টাকা খরচ করে সাইট বানিয়েছি অথছ কোন ভিজিটরও নাই ইনকাম নাই।আবার অনেকে কস্ট করে ব্লগ সাইট বানিয়েও ভিজিটর পাচ্ছেন না।যাই হোক আমার মনে হয় কয়েকটি নিয়ম মেনে সাইটে কাজ করলে এমনিতে ভিজিটর পাবেন আর তখনি ইনকাম ও শুরু হবে।আমার মনে হয় এই কয়েকটি টিপস আপনাদের কাজে ও লাগতে পারে।

১| ডোমেনের নাম: ডোমেনের নাম একটা বড় ফেক্টর কারন একটা সহজ নাম কে মানুষ সব মনে রাখে বা মনে চলে আসে।ধরুন আপনি আন্ড্রয়েডের উপর একটা সাইট বানবেন তাহলে এই নামের সাথে মিল রেখে একটা নাম রাখবেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয়।ধরুন আমি একটা নাম দিলাম আন্ড্রয়েডের সাথে মিল রেখে androik.com তাহলে কিন্তু মানুষ সহজে মনে রাখতে পারবে।
২|নিয়মিত পোস্ট: আপনি সাইট বানিয়ে কয়েকটি পোস্ট দিয়ে ফেলে রেখেছেন মনে করছেন এমনিতেই ভিজিটর আসবে তাহলে আপনার এই ধারনা ভুল! কারন আপনার সাইটে যদি আপনি সব সময় নতুন পোস্ট আপডেট করেন তাহলে ভিজিটর ক্রমান্বয়ে বাড়তে থাকবে।কারন মানুষ সব সময় নতুন জিনিস ওয়েব সাইটে দেখতে চায়।এইটা করলে আপনি দরাবাদা ভিজিটর পেয়ে যাবেন।যারা নতুন পোস্টের আশায় বসে থাকে।
৩| প্রচারনা চালানো: সাইট বানিয়েছেন প্রচারনা চালাবেননা তাহলে হবে।আপনি সাইট বানিয়েছেন এটা অনলাইনে অপলাইনে শুধু প্রচার করবেন।কারন প্রচারেই প্রসার।
৪| রিপ্লাই এন্ড কমেন্টস: আপনার সাইটে রিপ্লাই কমেন্সের ব্যাবস্থা রাখবেন যাতে মানুষ বিভিন্ন পোস্টের উপর তার মতামত রাখতে পারেন।আর কমেন্টস বক্স এড করেই বসে থাকবেন না।প্রতিটি কমেন্টসেরি রিপ্লাই করবেন।তাহলে ভিজিটররা একটা ভালো ধারনা নিয়ে আপনার সাইটে সব সময় ভিজিট করবে।
৫| বিভিন্ন পোস্টে ক্লিয়ার ইমেজ এন্ড ভিডিও রাখা: আপনার প্রতিটি পোস্টে ক্লিয়ার ইমেজ দেয়ার চেস্টা করবেন তাহলে আপনার পোস্টটি সম্পর্কে ভালো ধারনা থাকবে।আর যদি পারেন পোস্ট রিলেটেড ভিডিও টিউটোরিয়াল দেয়ার চেস্টা করবেন।
৬| জনপ্রিয় পোস্ট গুলো লেখা: যে বিষয়ের উপর পোস্ট লেখা সেই বিষয়ের উপর সম সাময়িক জনপ্রিয় টপিকসের উপর পোস্ট লেখা।
৭| জনপ্রিয় টুলস গুলু রাখা: আপনার সাইট সম্পর্কিত জনপ্রিয় টুলস গুলু রাখা যাতে ভিজিটর রা সহজে তা নিতে পারে।
৮| সাইটের ভালো দিক নির্দেশনা: আপনার সাইট বানানোর সময় মনে রাখবেন যাতে সাইটটি দেখতে খুব সুন্দর দেখা যায়।সাইটে ভালো দিক নির্দেশনা দিবেন সাইটে পেইজ নাম্বার যুক্ত করবেন।সাইটের পুরাপুরি ম্যাপ দিয়ে রাখবেন যাতে ভিজিটররা সহজে সাইটের সব কিছু খুজে নিতে পারে।সাইটে রিলেটেড পোস্ট যুক্ত করবেন তাহলে দেখবেন পেইজ ভিউ অনেক বেড়ে যাবে।
৯| নিজের প্রতিযোগি সাইট গুলো দেখা: আপনির বিষয়ের উপর আরো যাদের সাইট আছে তাদের লেখা গুলো পড়বেন তাহলে প্রতিযোগিতার মার্কেটে তাদের সাথে টিকে থাকতে পারবেন কারন তারা কি লেখে সেটার উপর বেইজ করে আপনিও আরো ভালো পোস্ট লিখবেন।
১০| এস ই ও : আর সব শেষে বলবো এস ই ও আর কাজ বেশি বেশি করা এটাই আপনার সব চেয়ে বেশি ভিজিটর নিয়ে আসবে।

Sunday, September 1, 2013

Google adsense এবার নিজে নিজেই ফ্রি এক দিনের মধ্যে approve করিয়ে নিন ভিডিও টিউটোরিয়াল।


বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই দেখছি অনেকে Google adsense  নিয়ে নানান রকমের আজেবাজে পোস্ট করে যাচ্ছে, যেমন তারা আপনার adsense approve করিয়ে দিবে কিন্তু তাদের কিছু শর্ত রয়েছে, মানে তাদের কিছু দিতে হবে। যেটা খুব খারাপ একটি কথা। যেখানে এই কাজটি আপনি ফ্রিতে নিজে নিজেই করতে পারেন, কিন্তু কথা হোল আপনারা সেই পদ্ধতিটি জানেননা বিধায় অনেকে ওদের শরণাপন্ন হয়ে থাকেন। তাই আমি আপনাদের সেই সব অসৎ লোকদের হাত থেকে রক্ষা করার জন্য অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি। যেটি দেখে আপনি নিজে নিজেই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে Google adsense নামক সেই সোনার হরিণ পেয়ে যাবেন। তাই দেরি না করে দেখে নিন কিভাবে পাবেন আপনার সেই স্বপ্নের জিনিসটি।
YOUTUBE VIDEO LINK DOWNLOAD IT