bitcoin কি?
bitcoin হল peer-to-peer (P2P) payment system. অর্থাৎ perfectmoney,payza,paypal এর মত একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে যার মাধ্যমে আপনি ইন্টেরনেটের মাধ্যমে টাকা আদান-প্রদান করতে পারবেন।
কিন্তু bitcoin এর প্রধান সুবিধা হল 1bitcoin=750-850 USD
মানে bitcoin এর value US Dollar এর চেয়েও অনেক বেশি
bitcoin wallet address এর জন্য www.coinbase.com
এ রেজিস্টার করুন
bitcoin এর এড্রেস একটু ভিন্ন রকমের হয়। যেমন আমার এড্রেস “1DVYndAVYaavGstwcfg6A3xhFMBMHYUeqQ”
প্রতি ঘণ্টায় ফ্রি bitcoin পেতে হলে নিচের সাইটে রেজিস্টার করুন। তার আগে অবশ্যই একটি bitcoin address open করে নিবেন।
freebitco.in
প্রতি ঘণ্টায় একটি captcha সমাধান করে জিতে নিন ফ্রি bitcoin. আপনি ১ ঘন্টা পরপর ১ টা করে captcha পাবেন এগুলো টাইপ করে ড়ল্ল এ ক্লিক করুন আবার ১ ঘন্টা পর নতুন captcha পাবেন..আমি দুইবার পেমেন্ট পেয়েছি।
প্রতি সোমবার পেমেন্ট করে।
এখানে কোনও টাকা হারাবার ভয় নাই। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। ইচ্ছা হলে মোবাইল দিয়েও captcha সমাধান করতে পারবেন যেখানে খুশি সেখান থেকে। সময় ও তেমন নষ্ট হয় না। তাছাড়াও bet এর মাধ্যমে প্রতি মিনিটে জিতে নিতে পারেন আপনার bet amount এর দুই থেকে দশ গুন bitcoin
একটু চেষ্টা করলেই পারবেন
যেকনো সমস্যায় ফেসবুকে পোস্ট করুন |
Ever try to automate your satoshi claims by utilizing a BTC FAUCET ROTATOR?
ReplyDeleteRegister on BitFun Faucet to earn 100% free bitcoins. Re-claim after 5 mins.
ReplyDeletePlay the dice game for a shot to 2x your bitcoins.