Wednesday, November 14, 2012

আয় করুন আনলাইনএ জানুন এর বাস্তবতা

অনলাইন এ আয় ও বাস্তবতা
আমরা অনেকেই অনলাইেন আয় করতে আগ্রহী কিন্তু সঠিক আয়ের পথ খুঁজতে খুঁজতে হয়রান বা বিপথে গিয়ে অনেক অর্থ দণ্ড দিয়েছি। বাস্তবতা হল  অনলাইেন আয় আর সুযোগ অনেক ই আছে কিন্তু কোনটা আপনার জন্য সঠিক ও সহজলভ্য তা বেছে নিতে হবে আপনাকেই। এজন্য বিভিন্ন ব্লগ পড়ুন অভিজ্ঞতা সঞ্চয় করুন বিভিন্ন আর্টিকেল পরে। সব শেষে চিন্তা করুন ও নিজের পথ তি নিজেই তিক করুন। প্রয়োজনে অভিজ্ঞদের সাহায্য নিন। নিজের আক্তি ব্লগ বা ওয়েব সাইট তৈরি করুন সেটিকে করে তুলুন মানসম্মত। ভুলেও কার পোস্ট কপি পেস্ট করবেন না। তাহলে নিজের উদ্ভাবনী ক্ষমতা যেমন নস্ট হবে তেমনি  ব্লগ বা ওয়েব সাইট টির গ্রহন যোগ্যতাও কমবে। মোটামুটি ৫০ টি পোস্ট হলে অ্যাডসেন্স অ্যাপ্লাই করুন। আর যদি রিজেক্ট হন তবে অ্যাডসেন্স আর বিকল্প কম্পানী গুলোতে অ্যাপ্লাই করে দাক্তে পারেন। পুনরায় ২-৩ মাস পর আবার অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরিশ্রম করুন সফলতা আপনার কাছে ধরা দিবেই ইনশাআল্লাহ।
আমার ব্লগে আনলাইন আরনিং এর কিচু অভিনব পন্থা দেয়া আছে ইচ্ছা করলে ঘুরে আস্তে পারেন।

No comments:

Post a Comment