আস সালামু আলাইকুম কেমন আছেন সবাই ? অনেক ভাল তাই না? আমিও অনেক ভাল আছি। আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আমারা অনেক সময় কম্পিউটার এর সকল ড্রাইভার হারিয়ে ফেলি , তাছাড়া নতুন ল্যাপটপ কিনলে প্রায়ই তার ড্রাইভার এর ব্যাকআপ থাকেনা। সেই কারনে ল্যাপটপে সাধারনত উইন্ডোজ ৭ এর পরিবরতে উইন্ডোজ এক্সপি ইন্সটল করতে পারি না । আর উইন্ডোজ এক্সপি ইন্সটল করলেও ড্রাইভার না থাকার ফলে ল্যাপটপে সাউন্ড আসেনা। তাই আমি একটি ছোট একটি সফটওয়্যার শেয়ার করব ।যেটা খুব কাজ দিবে । এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের কনফিগার এবং ড্রাইভার ডাউনলোড করা যাবে।
এখান থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।এরপর সফটওয়্যারটি ওপেন করার পর , যেই ড্রাইভার টি আপনার দরকার ৩ ডি চিপ থেকে তার উপর ক্লিক করলে মজিলা ফায়ার বক্স এ একটা বক্স দেখা যাবে । সেখানে থেকে দুইটা অপশন থাকবে । একটি উইন্ডোজ এক্সপি,২০০০ এর জন্য এবং অপরটি উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ৭ এর। আপনার দরকারীটার উপর ক্লিক করলেই ড্রাইভার টি ডাউনলোড হবে। আর মাদারবোর্ড এর ড্রাইভার সাধারনত ৩০ থেকে ৫০ মেগাবাইট এর হয়।ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
এখান থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।এরপর সফটওয়্যারটি ওপেন করার পর , যেই ড্রাইভার টি আপনার দরকার ৩ ডি চিপ থেকে তার উপর ক্লিক করলে মজিলা ফায়ার বক্স এ একটা বক্স দেখা যাবে । সেখানে থেকে দুইটা অপশন থাকবে । একটি উইন্ডোজ এক্সপি,২০০০ এর জন্য এবং অপরটি উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ৭ এর। আপনার দরকারীটার উপর ক্লিক করলেই ড্রাইভার টি ডাউনলোড হবে। আর মাদারবোর্ড এর ড্রাইভার সাধারনত ৩০ থেকে ৫০ মেগাবাইট এর হয়।ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
No comments:
Post a Comment