Thursday, July 25, 2013

অনলাইন ব্যবসায় ইমেল মার্কেটিং এর প্রয়োজনীয়তা

অনলাইন বিজনেস ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজকের এই আরটিকোল।
বর্তমান বিশ্বই বিজ্ঞাপন নির্ভর। আপনার কোম্পানী ভালো একটি প্রডাক্ট তৈরি করে অথচ আপনি সেই প্রডাক্টের বিজ্ঞাপন করলেন না! আপনার কোম্পানী সফল হওয়ার সম্ভাবনা কম। আমরা আমাদের চারপাশের পন্য গুলোর দিকে তাকালেই দেখব অনেক ভালো ভালো প্রডাক্ট শুধুমাত্র সঠিক প্রচারের অভাবে উপযুক্ত সাফল্য পাচ্ছে না আবার কম গুনগত মান সম্পন্ন অনেক প্রডাক্টই আমাদের চারপাশে আছে যেগুলো সঠিক প্লানিং এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করেছে এবং সাফল্যের চুড়ান্ত স্থান থেকে কেউই টেনে নামাতে পারছে না। সুতরাং বলা চলে, বিজ্ঞাপন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ্য অধ্যায় যা ব্যবসার শুরুতেই প্লানিং করে এগিয়ে নিতে হয়।

ক্ষুদ্র ব্যবসায় সাফল্যের জন্য ইমেল মার্কেটিং কতটা প্রয়োজনীয়?
বিজ্ঞাপন করার অনেক মাধ্যমই রয়েছে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ‘ইমেল মার্কেটিং’। ইমেল মার্কেটিং এর মাধ্যমে বিজ্ঞাপন করার অনেক সুবিধা রয়েছে। যেমন, প্রফেশনাল মানের সফটওয়্যার ব্যবহার করে অল্প টাকায় বিজ্ঞাপন করা যায়। ফলে বিজ্ঞাপনের পেছনে অধিক টাকা ব্যয় করার প্রয়োজন নাই। বর্তমান বিশ্বই যেহেতু ওয়েব মিডিয়াতে ঝুকে পড়েছে তাই ইমেল মার্কেটিং এর সিদ্ধান্ত আপনার জন্য সুদূর প্রসারী সাফল্য এনে দেবে। ইমেল মার্কেটিং এর ম্যাধ্যমে প্রডাক্টের বিস্তারিত বিজ্ঞাপন এবং তথ্য গ্রাহকের কাছে পৌছে দেয়া সম্ভব হয় যা বিজ্ঞাপনের অন্য কোন প্রক্রিয়াতে সম্ভব নয়। ইমেল মার্কেটিং এর মাধ্যমে গ্রাহকের কাছে পন্যের তথ্য দীর্ঘস্থায়ীভাবে পৌছে দেয়া সম্ভব। সুতরাং ইমেল মার্কেটিং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সঠিক পাথেয় হতে পারে।
বাংলাদেশে ইমেল মার্কেটিং এর অবস্থান কোথায়?
বাংলাদেশে ইমেল মার্কেটিং এর অবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। আমরা আমাদের ইমেলগুলো অপেন করলেই প্রচুর সংখ্যক বিদেশী ইমেল পাই। কিন্তু বাংলাদেশীদের কাছে এই কাজটি এখনো নতুন তাই এই ক্ষেত্রে বড় কিছু করার সুযোগ রয়েছে। ইমেল মার্কেটিং কাজ শিখে স্থানীয় মার্কেট থেকে যেমন কাজ করে আয় করা সম্ভব তেমনী ফ্রিলেন্স মার্কেটগুলোতে কাজ করে আয় করার সুযোগ রয়েছে। তাই যারা ইমেল মার্কেটিং শিখে আয় করার কথা ভাবছেন তাদের জন্য এটাই উপযুক্ত সময়।
undefined
ইমেল মার্কেটিং এর কাজ পাওয়ার জন্য ইমেল মার্কেটিং শেখার কতটুকু প্রয়োজন?
ইমেল করার জন্য আমরা গুগল, ইয়াহু ইত্যাদি সেবা গ্রহন করেছি। প্রফেশনাল কাজের জন্য তাদের সীমাবদ্ধতা রয়েছে। নির্দিষ্ট সংখ্যক ইমেল পাঠানোর পর আর ইমেল পাঠানো সম্ভব হয় না। তাই প্রফেশনাল কাজের জন্য টেকনিকগুলো জেনে নেয়াই উচিত। যেমন, যেকোন ধরনের প্রডাক্টের বিজ্ঞাপন ইমেল মার্কেটিং এর মাধ্যমে কেবলমাত্র লোকাল গ্রাহকদের কাছে তথ্য পৌছে দেয়া সম্ভব। লোকাল গ্রাহক খুজে নেয়ার টেকনিক তাই জেনে নিতে হবে। আসলে কিছু সফটওয়ার রয়েছে যা সার্চ করার মাধ্যমে আপনার প্রয়োজনীয় গ্রাহকেই খুজে নেয়া সম্ভব। যেমন আপনি যদি বাংলাদেশী হোন তবে কেবল মাত্র বাংলাদেশী ইমেল ইউজার খুজে বের করে তাদের কাছে ইমেল পাঠানো সম্ভব। আবার আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হোন তবে গ্রাফিক্স ডিজাইনিং এ যাদের আগ্রহ আছে কেবল তাদের খুজে বের করে ইমেল মার্কেটিং করা সম্ভব। আবার প্রতিদিন ১০ হাজার থেকে ১০ লাখ ইমেল সেন্ড করা সম্ভব। এজন্য প্রফেশনাল সফটওয়্যারগুলো সংগ্রহ করতে হবে এবং ব্যবহার করার পদ্ধতি জানতে হবে।
কোথায় শিখব ইমেল মার্কেটিং?
ইমেল মার্কেটিং শেখার জন্য গুগল, ইউটব সহ ব্লগ সাইটগুলো আপনাকে সাহায্য করবে তাছাড়া এই ওয়েব সাইট থেকেও প্রচুর ধারনা পাবেন।

কিভাবে ব্লগ লিখে ADSENSE তাড়াতাড়ি Approve করাবেন …( Part – One )

আলহামদুলিল্লাহ । আশা করি ভাল আছেন ।
কিভাবে ব্লগ লিখে বেশি ভিজিট্র পাবেন । আর adsense তারাতারি Apporve করতে পারবেন । নিচে তার point উল্লেখ করেন -

v  on pege optimization ভালো ভাবে করতে হবে |
v  h1 tag  use করতে হবে keyword  এ
v  URL র ভিতর keyword   থাকতে হবে
v  Title descriptive  হতে পারে কিন্তু keyword phrase টি টিক থাকবে |
v  Low  compititive keyword choice করতে হবে
v  কন্টেন্ট লিখার আগে দেখতে হবে কম্পিটিটর কত শব্দের আর্টিকলে লিকচে এবং ডেনসিটি কত ?
v  তার চাইতে ভালো কন্টেন্ট লিখেন আপনি
v  Long keyword সেলেক্ট করুন বা যে সকল keyword এর ৩ তা বা তার অধিক word  দিয়া গঠিত
v  Img tag  use করুন পোস্ট এ
v  Selected keyword  র competition বুজতে চেষ্টা করুন
v  Selected keyword গুলোর search volume ১০০০ এর ভিতর থাকলে ভালো মনে হয়
উপরের point গুলো ফলো করুন । না বুঝতে পারলে কমেন্ট করুন ।
আর যদি ADSENSE কিনতে বা সহজে পাওয়ার Way জানতে চান নিচে ভিজিট করতে পারেন ।

জেনে নিন কিভাবে ওডেস্ক এর টাকা ব্যাংক এর মাধ্যমে তুলবেন।

প্রথমেই আপনার অডেস্ক অ্যাকাউন্টে লগইন করুন তারপর [Wallet] এ ক্লিক করুন ।

তারপর নিচের ইমেজ এর মত করে অ্যাড বাটন এ ক্লিক করুনঃ
pic2
তাহলে নিচের মত দেখতে পাবেন । ওয়্যার ট্রান্সফার এর পাশে সেট আপ এ ক্লিক করুন ।
pic4
ওয়্যার ট্রান্সফার এর পাশে সেট আপ এ ক্লিক করলে নিচের মত আপনার কাছে আপনার ব্যাংক এর SWIFT কোড চাইবে । না জানলে, গুগল করুন । প্রত্যেক শাখার জন্য আলাদা আলাদা সুইফট কোড থাকে । আপনার ব্যাংক যদি মফস্বলে হয় তাহলে হেড অফিস এর সুইফট কোড ব্যাবহার করুন । হালবত কাজ হইবেক icon biggrin যেভাবে অডেস্ক এর টাকা ব্যাংক এর মাধ্যমে তুলবেন
pic51
সুইফট কোড লিখে GO বাটন এ ক্লিক করুন তাহলে ব্যাংক এর নাম চলে আসবে নিচের মত পুরণ করুন বক্স গুলোঃ
pic6
অ্যাড হয়ে গেল আপনার ব্যাংক অ্যাকাউন্ট । অ্যাড হয়ে গেলে ওয়ালেট অপশন এ নিচের মত দেখতে পাবেনঃ
pic7
৫১ ডলার হলেই ব্যাংক এর মাধ্যমে টাকা তুলতে পারবেন । প্রথম বার অডেস্ক কোন ফী রাখবে না । কিন্তু ২য় বার থেকে ৪ পয়েন্ট ৯৯ ডলার হারে ফী প্রযোজ্য হবে ।
৫১ ডলার হলে আপনার ওয়ালেট অপশন থেকে Withdraw ক্লিক করুন । নিচের মতনঃ
pic8
http://kasperwindow.blogspot.com/
তারপর ড্রপ ডাউন থেকে ব্যাংক এর নাম সম্বলিত অপশন সিলেক্ট করুন । তারপর অ্যামাউন্ট লিখে নিচের মতন ক্লিক করুনঃ
pic9
এরপর আপনি ১-২ দিন ওয়েট করে, ব্যাংক এ খোঁজ নিন, এসে যাবে

IDM নিয়ে আর কোন কথা নয় । পিসির জন্য এক বার IDM এর ফুল ভার্শন ডাউনলোড করুন আর সারা জীবন ব্যবহার করুন।

আশা করি সবাই রোজা আছেন।যাই হক আজকে IDM নিয়ে লিখবো। কারণ IDM নিয়ে সব সাইটে বিভিন্ন সময় পোস্ট হয়। IDM এর এই ভার্সন সেই ভার্সন কিন্তু আসলে কিছুই না। আমি একই ভার্সনএত দিনও ব্যবহার করে আসছি। এতে আমার কোন সমস্যাই হয় না ।এটা আমি কত দিন আগে কোথা থেকে ডাউনলোড করেছি মনে নাই কিন্তু ব্যবহার করছি অনেক দিন।

তাই মনে হল যেহুতু IDM টা ঝামেলা মুক্ত তাই সবার সাথে শেয়ার করি যাতে করে সবার IDM সমস্যার সমাধান হয়।
এটাতে কোন কিছু করতে হবে না । শুধু সেট আপ দিবেন আর ব্যবহার করবেন।
তো আর দেরি কেন ডাউনলোড করে নিন এখনি।
আর ব্যবহার করুন লাইফ টাইম।

Tuesday, July 16, 2013

অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং একটি চমৎকার উদাহরণ

নতুন জন্ম নেয়া এই ব্লগে যে গুটিকয়েক কমেন্ট পড়েছে এবং যে দু’একজন আমাকে মেইল পাঠিয়েছেন তাতে প্রায় সবারই ভাষ্যটা ছিল একইরকম। আপনারা আমাকে অনেকেই বলেছেন আপনাদের অনেকেরই ছোটখাট একটি ব্লগ অথবা ওয়েবসাইট রয়েছে এবং আপনারা জানতে চেয়েছেন এখন কিভাবে আপনারা আপনাদের সেই ব্লগ বা ওয়েবসাইটটি থেকে আয় করতে পারেন। খুবই প্রত্যাশিত ও সঙ্গত একটি প্রশ্ন যখন আমার এই ব্লগটি অনলাইন মার্কেটিং ও ব্লগিং করে কিভাবে আয় করা যায় সেই পাঠই দেয়। কিন্তু প্রথমেই আপনাদের বলে রাখি ব্লগিং করে আয় আঙ্গুল ফুলে কলা গাছ জাতীয় কিছু না। এর পিছনে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে। আমাকে এতটুকু বিশ্বাস করতে পারেন যদি আপনি আসলেই লেগে থাকতে পারেন আপনি ব্লগিং করে টাকার দেখা পাবেন এবং ১০০% পাবেন।
আজ আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বলব যা কিনা ব্লগিং করে আয়ের অন্যতম একটি মাধ্যম।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
সহজ কথায় আপনি কারো কোন সার্ভিস বা প্রোডাক্ট বিক্রয় করতে সাহায্য করবেন, বিনিময়ে আপনি একটি কমিশন পাবেন। আর অনেক সময় এই কমিশনের পরিমাণ দেখে আপনি সত্যিই টাস্কি খাবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি চমৎকার উদাহরণঃ
HostGator হচ্ছে বিশ্বের প্রথম সারির একটি হোষ্টিং প্রোভাইডার কোম্পানী। এই কোম্পানীর অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করলে যদি কেউ আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে HostGator-এ হোষ্টিং নেয় অর্থাৎ একাউন্ট খুলে তবে আপনি প্রতিটি একাউন্টের জন্য ৫০ ডলার করে পাবেন। আর কোন মাসে যদি আপনার মাধ্যমে HostGator ২১ বা তার বেশি একাউন্ট পায় তবে প্রতিটি একাউন্টের জন্য আপনি পাবেন ১২৫ ডলার!! অর্থাৎ ২১ টি একাউন্ট থেকে আপনি পাবেন ২১*১২৫ = ২৬২৫ ডলার যা কিনা দুই লক্ষাধিক টাকার সমান!!!
আমি আমার পরবর্তী পোষ্টে আপনাদের জানাবো ৩ প্রকার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এবং ব্যাখ্যা করবো যে কোনটি সবচেয়ে বেশি ফলপ্রসূ।     Join Here

Thursday, July 11, 2013

Earn Money from Microworkers by Refferal system


Thumrefmicro

মাইক্রোওয়ার্কারস সম্পর্কে ইতিমধ্যে আমরা বেশ কিছু জিনিস জেনেছি, যার মাধ্যমে কাজ করলে ভাল পরিমান উপার্জন সম্ভব। পাশাপাশি আপনি কিন্তু এ সাইটের রেফার সিষ্টেম ব্যবহার করেও উপার্জন করতে পারেন। এখানে একটি রেফার থেকে পাবেন পুরো এক ডলার অর্থাৎ বাংলাদেশী ৭০ টাকা। তবে এখানে শর্ত দেয়া হয়েছে যে, যখন আপনার রেফারে আসা কোন ওয়ার্কার এ সাইট থেকে ২৫ ডলার উপার্জন করবে ঠিক তখনই কেবল আপনি এখান থেকে রেফার হিসেবে পাবেন এক ডলার। এরপরেও বলব যে, যারা এ সাইটে কাজ করবে এটি তাদের জন্য একটি অতিরিক্ত সুযোগ। কেননা এ সাইটে কাজ করে অনেকেই হয়ত উপার্জন করতে পারবে কিন্তু আপনার রেফার ব্যবহারের ফলে আপনি পাবেন এক ডলার তাও আবার আলাদাভাবে খুব একটা পরিশ্রম ছাড
 কিভাবে রেফার করবেন আর কোথায় পাবেন আপনার রেফার আইডি:
১. আপনার কি এ সাইটে কোন রেজিষ্ট্রেশন করা আছে ? না থাকলে রেজিষ্ট্রেশনের জন্য ক্লিক করুন।
 ২. এবার সাইটের লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করুন আপনার ইমেইল এবং পাসওয়ার্ড এর মাধ্যমে।
৩. এবার হেডার অপশনে থাকা My account বাটনে ক্লিক করুন।
৪. এখানে আপনার সম্পর্কিত সকল তথ্য দেখতে পাবেন। আর এ পেজেই আছে আপনার সেই রেফার আইডি যা দিয়ে আপনি অন্যকে এ সাইটে রেফার করতে পারবেন। এ পেইজের ডান পাশে দেখুন Referrals & Bonuses লেখাটি, এর ঠিক নিচেই আছে Your referral link ?
৫. এবার সংগৃহীত লিঙ্কটি আপনি যাকে ইচ্ছা যেকোন মাধ্যমে পাঠিয়ে দিন, আর এ সাইট থেকে উপার্জন করার জন্য আগ্রহী করুন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আয় করবে সে আর রেফার হিসেবে পাবেন আপনিও।
 ৬. রেফার এর প্রচার বাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম সোস্যাল নেটওয়ার্কিং সাইট। যেমন: ফেসবুক, টুইটার, মাইস্পেস ইত্যাদি।
 এ সাইট থেকে কিভাবে আয় করা যায় কিংবা কাজের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

Sunday, July 7, 2013

এবার আয় করুন ঘুমিয়ে ঘুমিয়ে RUBLIK দিয়ে (100 % Guranty )

আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূন নুতন একটি সাইট । সাইটটি হলো রাশিয়ান একটা সাইট।
এই সাইট থেকে আয় করা খুবি সহজ। আপনি ১বার হলেও চেষ্টা করা উচিত । এই সাইট থেকে
আয় করতে হলে শুধু মাত্র আপনাকে ১টা সফটওয়্যার ডাইনলোড করে ইন্সটল দিতে হবে । তবে আপনার আয় নিভর করবে আপনার কম্পিউটারের জি,পি,ইউ, এর উপর । যার জি,পি,ইউ, যতো বেশি ভাল হবে তার আয় ততো বেশি হবে ।
রেজিস্ট্রেশনকরতে এখানে ক্লিক করুন

 রেজিস্ট্রেশন এর পর সাইট থেকে সফটওয়্যার ডাইনলোড করুন



আপনি এই সাইট থেকে প্রতিদিন  .50 cent থেকে শুরু করে 1.80 $ পযন্ত আয় করতে পারবেন । এছাড়াও আছে রেফার সিস্টেমের আয় । আপনি এখান থেকে ৫ লেভেল পযন্ত আয় করতে পারবেন ।
ফেসবুক জয়েনের জন্য এখানে ক্লিক করুন ।
রেজিস্ট্রেশন হয়ে গেলে সাইট থেকে সফটওয়্যার ডাইনলোড করুন এবং ইন্সটল দিন । ইন্সটল দেয়া হলে সফটওয়্যার রান করান । নিচের ছবির মতো দেখাবে এবার আপনার লগিন ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন ।

লগিনের পর নিচের ছির মতো দেখাবে
ফেসবুক গ্রুপে জয়েনের জন্য এখানে ক্লিক করুন ।
আপনি এই সাইট থেকে পাইজা, পেপাল, অয়েব মানি, ভিসা কার্ড এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন ।

আপনার সাহায্যের জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন । ফেসবুক জয়েনের জন্য এখানে ক্লিক করুন ।

Monday, July 1, 2013

ইমেইল মার্কেটিং: সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার


email-marketingফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিদিন জমা হচ্ছে অসংখ্য কাজ। দেখা যায় এসব কাজের মধ্যে অধিকাংশ কাজ পেতেই ফ্রিল্যান্সারদের তীব্র প্রতিদ্বন্দিতার সম্মুক্ষীণ হতে হয়।
তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এমনও কাজ রয়েছে যেসব কাজের চাহিদা গগণচুম্বী; আবার কাজ পেতেও খুব বেশি প্রতিদ্বন্দিতার সম্মুক্ষীন হতে হয় না। এমনি একটি কাজ হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং মূলত ডাইরেক্ট মার্কেটিং বা সরাসরি বিপণন ব্যবস্থা। এ কাজে প্রধানত বায়ারের উল্লেখিত কোন পন্য সম্পর্কে সুন্দর একটি বিবরণ তৈরী করে গ্রাহকদের নিকট ইমেইল করতে হয়। এর ফলে গ্রাহকগণ ঐ পন্য সম্পর্কে জানতে পারে। ফলশ্রুতিতে ঐ পণ্য/পণ্যগুলির বিক্রি হওয়ার সম্ভাব্যতা বেড়ে যায়। একটি পরিসংখ্যান থেকে দেখা যায় একজন ফ্রিল্যান্সার ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে মাসে ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। আপনি নিজেও ইমেইল মার্কেটিং করার মাধ্যমে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক ইমেইল মার্কেটিংয়ের আদ্যোপান্ত।  

ইমেইল মার্কেটিং কি
ইমেইল মার্কেটিং খুবই সহজ একটি কাজ। সহজভাবে বলতে গেলে কাউকে ইমেইল করা। ইমেইল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদেরকে কোন একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য সম্পর্কে কাস্টমারদের ইমেইল করতে হবে। ফলে কাস্টমার বা গ্রাহকগণ তাদের ইনবক্সে মেইলগুলি পেয়ে যাবে। ফলে গ্রাহকগণ ঐ পণ্যগুলি সম্পর্কে জানতে পারবে এবং হয়তো কেউ কেউ এ পণ্যগুলি কিনতে আগ্রহী হবে। এটির ফলে ঐ কোম্পানীর পণ্য বিক্রির হওয়ার সুযোগ আরো বাড়বে।
ইমেইল মার্কেটিং সম্পর্কে আমরা অনেকেই একটি নেতিবাচক ধারণা পোষণ করে থাকি। আমরা ইমেইল মার্কেটিং বলতে সাধারণত যেটা বুঝি সেটি হচ্ছে মানুষের কাছে স্প্যাম মেসেজ পাঠানো। কিন্তু বিষয়টি মোটেই ওরকম নয়। বরং ইমেইল মার্কেটিং যে কোন কোম্পানীর পণ্যগুলি সম্পর্কে গ্রাহকদের ডিরেক্ট জানানোর একটি কার্যকরী উপায়। আমরা একটি পরিষংখ্যানে দেখতে পাই ২০১১ সালে আমেরিকাতে ইমেইল মার্কেটিংয়ের জন্য ব্যয় করা হয় ১.৫১ বিলিয়ন ডলার। বর্তমানে ইমেইল মার্কেটিংয়ের পেছনে খরচ আরো বেড়েছে। এ খরচের পরিমাণ বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২.৪৮ বিলিয়ন ডলার। আরেকটি তথ্য ইমেইল মার্কেটিংয়ের গুরুত্ব বুঝতে আপনাকে সহায়তা করবে। আর সেটি হচ্ছে অনলাইনে যত বেচাকেনা হয তার ২৪ শতাংশই ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে। সুতরাং বুঝতেই পারছেন ইমেইল মার্কেটিংয়ের গুরুত্ব কতখানি।
ইমেইল মার্কেটিং বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে। অনলাইনে কেনাবেচার বড় একটি নির্ভরতা হয়ে পড়েছে ইমেইল মার্কেটিং। এছাড়াও এফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রেও এটি বেশ কার্যকরী। ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন এফিলিয়েট নেটওয়ার্ক থেকে এফিলিয়েশন প্রোডাক্ট সংগ্রহ করার মাধ্যমে অনেকেই বেশ ভালো অংকের অর্থ উপার্জন করছেন। ইমেইল মার্কেটিং খুবই সহজ সাপেক্ষ একটি কাজ। যার অনলাইন কাজ সম্পর্কে অল্প বিস্তর ধারণা আছে সেও ইমেইল মার্কেটিংয়ের কাজ করতে পারবে। একাজটি শুরু করার জন্য আপনি অভিজ্ঞ কারো নিকট থেকে সহায়তা নিতে পারেন।

ইমেইল মার্কেটিং কেন করা হয়

অনলাইনে বিভিন্ন কেনাবেচার সাইট রয়েছে। যেগুলি থেকে গ্রাহকগণ বিভিন্ন পণ্য কিনে থাকে। যেমন ‍amazon.com অনলাইন শপিংয়ের জন্য একটি তীর্থস্থান। কিন্তু সবাই তো আর প্রত্যেকদিনই আমাজনের সাইট ভিজিট করছে না। তো আমাজন সাইটে নতুন কোন প্রোডাক্ট আসলে যে ব্যক্তি ঐ সাইটে ভিজিট করছে না সে তো ঐ প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছি না। সুতরাং যদি আমাজন সাইট কতৃপক্ষ ঐ ব্যক্তিটিকে তাদের প্রোডাক্ট সম্পর্কে না জানায় তাহলে তারা একজন সম্ভাব্য ক্রেতাকে হারাল। সুতরাং আমাজান যদি তাদের নতুন প্রোডাক্ট সম্পর্কে ইমেইল মার্কেটিং করে থাকে তাহলে ঐ ব্যক্তি মেইলটি তার ইনবক্সে পেয়ে যাবে। ফলে সে প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারবে। যদি তার প্রোডাক্টটি পছন্দ হয় তাহলে সে এটি কেনার ব্যাপারে আগ্রহী হতে পারে অথবা কাউকে প্রোডাক্টটি সম্পর্কে জানাতে পারে। ফলে আমাজনের সাইট থেকে প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাব্যতা বেড়ে যাবে। সুতরাং ইমেইল মার্কেটিংয়ের গুরুত্ব কতখানি সেটি এ উদাহরণ থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে।

ইমেইল মার্কেটিংয়ের কাজের ধরণ

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কোন একটি নির্দিষ্ট কাজের চাহিদা কখনও বাড়ে আবার কখনওবা সেটি কমে যায়। অথবা কোন একটি নির্দিষ্ট কাজ পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগীতা এত বৃদ্ধি পায় যে কাজ পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে। তবে এ মুহূর্তে নতুন ফ্রিল্যান্সারদের জন্যে আশার আলো হয়ে দাঁড়িয়েছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং হতে যাচ্ছে আগামী দিনের অনলাইন আয়ের একটি বিশাল সেক্টর। ফ্রিল্যান্সারগণ ইমেইল মার্কেটিংয়ের ক্ষেত্রে কয়েক ধরনের কাজ করতে পারেন।
১. বায়ারের জন্য ইমেইলের তালিকা তৈরী করে দিতে পারেন।
২. ইমেইল মার্কেটিংয়ের টেমপ্লেট তৈরী করে সেটি বিক্রি করতে পারেন।
৩. বায়ারের জন্য তার প্রোডাক্ট বা বিষয়বস্তুর উপর ইমেইল মার্কেটিং করা।
৪. এছাড়াও একজন ফ্রিল্যান্সার লোকাল মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ইমেইল মার্কেটিং করতে পারেন্।

ইমেইল মার্কেটিং টেমপ্লেট তৈরী করুন, আয়ের পরিমাণ বৃদ্ধি করুন

ইমেইল মার্কেটিং আপনার জন্য নানামুখী আয়ের পথ খুলে দিবে। আপনি যদি ইমেইল মার্কেটিং টেমপ্লেট তৈরী করতে পারেন তাহলে এটি বায়ারের কাছে বিক্রি করে আয় করার সুযোগ তো থাকছেই সাথে আরো রয়েছে themeforest সাইটেও টেমপ্লেট বিক্রি করে আয়ের সুযোগ। আপনার ইমেইল মার্কেটিংয়ের টেমপ্লেট ডিজাইনটি যত সুন্দর হবে এটির বিক্রয় মূল্য তত বৃদ্ধি পাবে। সাধারণত একটি ইমেইল টেমপ্লেট ৩০-৪৫ ডলার পর্যন্ত বিক্রি হয়। সুতরাং বুঝতেই পারছেন ইমেইল মার্কেটিং শুধুমাত্র আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটেই নয় বরং অনলাইনের অন্যান্য মাধ্যমের আয়ের দ্বারও আপনার জন্য প্রসারিত করবে।
ওডেস্কে ইমেইল মার্কেটিংয়ের অসংখ্য কাজ প্রত্যেকদিন জমা হচ্ছে। অনেক নতুন ফ্রিল্যান্সার ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং শুরু করছে। সুতরাং আপনিও কাজটি ভালভাবে শিখে নিয়ে শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। তো বন্ধুগণ চলুন দেখে নেওয়া যাক ওডেস্কে পোস্টকৃত একটি ইমেইল মার্কেটিং জব।
1
উপরের চিত্রে বায়ার তার কাজের একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন এবং কাজটির জন্য তিনি কি ধরনের লোক চান সেটিও উল্লেখ করেছেন।
2
এ চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি ইমেইল মার্কেটিংয়ের এ কাজটি করার জন্য ১৭ জন ফ্রিল্যান্সার বিড দিয়েছে।

ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আয়ের পরিমাণ

পূর্বেই জেনেছেন ইমেইল মার্কেটিংয়ে কাজের পরিধি ব্যাপক। যতই দিন এগোচ্ছে ততই ইমেইল মার্কেটিংয়ের চাহিদা বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রসারের জন্য ইমেইল মার্কেটিংয়ের প্রতি গুরুত্বারোপ করছে। ফলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে কাজের পরিমানও বেড়েই চলছে। আসলে ইমেইল মার্কেটিং একটি সৃজনশীল কাজ। আপনি যে কোন পণ্যের বিবরণ যত সুন্দরভাবে ক্রেতার কাছে উপস্থাপন করতে পারবেন তত পণ্যটির বিক্রির সম্ভাব্যতা বেড়ে যাবে।
ফ্রিল্যান্সারদের জন্য খুশির সংবাদ হচ্ছে ওডেস্কে ইমেইল মার্কেটিংয়ের কাজের পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা যায় ওডেস্কে বিদ্যমান কাজের শতকরা ১৫ ভাগই ইমেইল মার্কেটিংয়ের কাজ। ফ্রিল্যান্সারগণ বর্তমানে ঘন্টায় ৮-১০ ডলারে ইমেইল মার্কেটিংয়ের কাজ করছে। নতুন ফ্রিল্যান্সারগণ ঘন্টায় ৪-৫ ডলারে কাজ করছে। কাজের অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি আপনার কাজের মূল্য বাড়িয়ে নিতে পারবেন।
এছাড়াও যদি আপনি ইমেইল মার্কেটিংয়ের টেমপ্লেট ডিজাইন করতে পারেন তাহলে আপনার আয়ের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। সাধারণত একজন ইমেইল মার্কেটার মাসে ২৫০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। তো বন্ধুগণ আর দেরি কেন, আপনিও শুরু করতে পারেন ইমেইল মার্কেটিংয়ের কাজ। এটির মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।

Get Traffic with Questions and Answers sites


thumquestWould you like expected Traffic for your web site? There are no alternative to build backlines for this purpose. You can generate huge traffic from questions and answer site. Its very easy.
Just sign up & answer of any questions & create backlines for your site. Before creating backlinks, know about terms & condition of these questions and answer sites.
questans1

1. http://cf.ly/1dU9

answers

2. http://cf.ly/1dUB

yahoo-ans

3. http://www.answerbag.com/

answerbag


4. http://www.mahalo.com/answers/

mahola


5. http://answers.wikia.com/wiki/Wikianswers

wiki

Releted Post

SEO-Multi Way to Earn Money from Internet

Top-10 Keyword Research Tools for SEO

Easy way to Social Bookmarking