প্রযুক্তির এই যুগে Social site যেমনঃ Facebook, Twitter, YouTube, Google+, LinkedIn ইত্যাদি নানান ধরনের সামাজিক যোগাযোগের Website এর সাথে আমরা সবাই কম বেশি জড়িত। আপনি যদি ইচ্ছা করেন তাহলে Social site থেকেই Earn করতে পারবেন।
এর আগেও অনেকে এই ব্যাপারে টিউন করেছে। আমার টিউন করার উদ্দেশ্য হল যারা এই সাইট টাকে ভুয়া মনে করেছেন তাদের ভুল ভাঙ্গানোর জন্য। আমি নিজেও এইটাকে ভুয়া মনে করে আসতাম। কিন্তু, অনেক ভেবে চিন্তে আমি দুইটা Account করলাম। তারপর এই Account থেকে কিছু Earn করে আমার দুইটা YouTube এর ভিডিও Visitor বাড়ানোর জন্য সেই Website এ আমার Account এ YouTube অপশনে গিয়ে Video link add করে দিলাম। পরের দিন দেখলাম আমার Visitor বেড়ে গেছে।
তারপর থেকে শুরু হল আমার Fanslave ছোট-খাট ইনকাম।
এই সাইট থেকে পাওয়া আমার Payment Proof Picture নিচে দেওয়া হলঃ
Payza তে টাকা পাওয়ার পর তার Screenshot
রেজিস্ট্রেশনপদ্ধতি:
রেজিস্ট্রেশনের পর নিচের ধাপ গুলো অনুসরন করুন:-
১ম ধাপ: রেজিস্ট্রেশন করার পর “Your Account” মেনু থেকে আপনার Facebook এবং Twitter একাউন্টের সাথে Connect করুন। এজন্য নিচের চিত্রগুলো অনুসরন করুন-
তারপর-
উপরের ছবিতে দেখানো স্থানে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। তারপর Go to App বাটনে ক্লিক করুন।
*একই ভাবে আপনি Your Account মেনু থেকে Twitter-এ অনুসরন করতে পারেন।
*এখন আপনার রেজিস্ট্রেশন পুরোপুরি শেষ হল। এবার আপনি আয় করার জন্য প্রস্তুত।
যেভাবে আয় করবেন:
প্রথমে Fanslave এ আপনার Username ও Password দিয়ে Login করুন। তারপর, Your Account মেনু থেকে Facebook অথবা Twitter এ ক্লিক করুন। তারপর নিচের চিত্রের মত একটি পেজ আসবে।
উপরের চিত্রে দেখানো এগুলো একেকটি ফেসবুক/টুঁইটার ফ্যান পেজ। এখানে ক্লিক করে ওপেন করে Like বা Follow করুন। সবগুলো পেজ Like বা Follow করা হয়ে গেলে Update বাটনে ক্লিক করুন।
**মনে রাখবেন Update বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার একাউন্টে Cash জমা হবে না। নিচের চিত্রটি দেখুন-
Update দেয়ার পর দেখবেন আপনার একাউন্টে Cash জমা হয়ে গেছে। এভাবে আপনি Google+ লাইক এবং YouTube ভিডিও দেখেও ইনকাম করতে পারেন।
*এভাবে প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে পেজ লাইক করবেন।
রেফারেলের মাধ্যমে বাড়তি আয়:
এখানে আছে আয় করার জন্য ১৫% রেফারেল ইনকাম। আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা জয়েন করবে, তারা যত ইউরো আয় করবে আপনি পাবেন তার পুরো আয়ের ১৫%. প্রচুর পরিমানে আয় করার জন্যে এটা একটা বড় সুযোগ নয় কি? রেফারেল লিংক পেতে Affiliate Program মেনু থেকে Your Ref link এ ক্লিক করুন।
আমি এখানে একটি হিসাব দিচ্ছি-
মনে করুন, আপনি ৫০ জনকে রেফার করলেন। এবং তারা প্রত্যেকে মাসে ৩০ ইউরো করে আয় করছে। তাহলে আপনার আয় দাড়াল (৫০*৩০=১৫০০)১৫% সমান ২২৫ ইউরো বা (২২৫*১০১=২২৭২৫) ২২৭২৫ টাকা প্রতি মাসে অতিরিক্ত আয়। আপনি যদি আরও বেশি রেফার করতে পারেন, তাহলে তো আরো অনেক বেশি ইনকাম। আর আপনার নিজস্ব আয় তো থাকবেই। এত সহজে এরকম আয় করার সুযোগ আর কোথাও কারো জানা আছে কি??????? অনেকে প্রশ্ন করতে পারেন যে, এত তারাতারি এত রেফার করব কিভাবে? আমি বলব, যেকোন ধরনের আয় করতে হলে প্রথমে কম কম আয় করে হলেও দু-এক মাস কাজ করার পর আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন। উল্লেখ্য, প্রথম প্রথম আপনি খুব বেশি পেজ পাবেন না। তাই প্রথমে আপনি খুব বেশি আয় করতে না পারলেও কাজ চালিয়ে যান। যখন আপনার Fan Rank বাড়বে সাথে সাথে আপনার আয়ও বাড়বে, প্রথমে আপনার Fan Rank 01 ( One) থাকবে, যা পরবর্তীতে 10 (Ten) পর্যন্ত বাড়বে। তবে তার জন্য আপনার রেফার বাড়াতে হবে এবং Facebook এর ফ্রেন্ড সংখ্যাও বাড়াতে হবে। রেফার না বাড়ালে Fan Rank ও বাড়বে না, আর Fan Rank না বাড়লে আয়ও বাড়বে না। সুতরাং যত বেশি রেফার, তত বেশি আয়।
***তবে আর দেরি কেন? আজই রেজিস্ট্রেশান করে আয় শুরু করে দিন।
Fanslave থেকে অন্যান্য সুযোগ সুবিধা:
এখান থেকে আপনি উপার্জন ছাড়াও অন্যান্ন সুযোগ-সুবিধা পেতে পারেন। যেমন- আপনার যদি একটি ফেসবুক ফ্যান পেজ থাকে তাহলে আপনি কিছু ক্রেডিটের বিনিময়ে আপনার পেজের লাইক বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও রয়েছে অন্যান্ন সুযোগ-সুবিধা। যা আপনি তাদের সাইট ভিসিট করলেই জানতে পারবেন।
এই সাইটের কিছু নিয়মাবলীঃ
১। আপনি আপনার Account এর সাথে একের অধিক Facebook, twitter, Google+, YouTube এর Account যোগ করতে পারবেন না।
২। এই ওয়েবসাইট এ যদিও বলা আছে একটার বেশী Account খোলা বৈধ নয়, তবে আমি একসাথে দুইটা Account চালাচ্ছি। আমার কোন সমস্যা হয়নি।
৩। আপনি ১৫ ইউরো না হলে Cash out করতে পারবে না।
টাকা উত্তোলন:
আপনার একাউন্টে মাত্র ১৫ ইউরো হলেই আপনি তা Payza বা Paypal এর মাধ্যমে বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংক এ ট্রান্সফার করে টাকা উত্তোলন করতে পারবেন। ওহ ভাল কথা, আপনাকে টাকা তুলতে হলে payza(সাবেক Alert pay) একাউন্ট করলেই ভাল হবে। কারন বাংলাদেশে এর ক্ষেত্রে এখনো কিছুটা সমস্যা রয়ে গেছে, যা মাস খানেক পর সমাধান হয়ে যেতে পারে। তবে অনিশ্চিতের আশায় না থেকে নিশ্চিতের দিকে যাওয়াটাই উত্তম বলে মনে করি আমি।
PAYZA সাইনআপ করুন এখান থেকে(ফ্রী).
টিউনটা করার উদ্দেশ্যঃ
সব কাজের কিছু না কিছু উদ্দেশ্য থাকে। তার পেছনে স্বার্থও থাকে। এখানে আমার স্বার্থ হল আপনি যদি আমার Referral link এর মাধ্যমে Registration করেন তাহলে আপনার ইনকামের একটা নির্দিষ্ট অংশ আমার Account এ জমা হবে। ধরুন আপনি আমার Referral link এর মাধ্যমে Registration করলেন না, তারপরও কারো না কারো Account এর মাধ্যমে আপনি Registration করেছেন। এখানে আমার Referral link এর মাধ্যমে Registration করার জন্য অনূরোধ করা হল (যদি কেউ Registration করতে চান)।
ফেসবুকে আমিঃ Shohanur
Facebook Page : Technogy
বাংলাদেশে যাত্রা শুরু করলো নতুন সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট এবং অ্যাপ মুখচ্ছবি
ReplyDeleteমুখচ্ছবি-র লক্ষ্য অনলাইনে সুষ্ঠু, সুন্দর এবং শৃঙ্খলা বজায় রেখে একটি পরিচ্ছন্ন পরিবেশ গঠন করা সেই সাথে বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালীদের একত্রিত করতে শক্তি প্রদান করা।
মুখচ্ছবি জ্ঞান আহরন ও জ্ঞান চর্চার একটি চমৎকার মাধ্যম।
আমাদের এই মহাবিশ্ব খুবই রহস্যময় এক স্থান , যেখানে প্রতিনিয়ত ঘটে চলছে বিচিত্র , অদ্ভুত আর রহস্যময়ী সব ঘটনা সেসব ঘটনা যে জাতি যত বেশি উদ্বঘাটন করতে পেরেছে , জ্ঞান আর উন্নতিতে সে জাতি তত বেশি এগিয়ে আছে । আপনার আঁশে পাশে এমন কিছু ঘটছে যা থেকে আপনি অনেক কিছু শিখেছেন কিন্তু আমি বা অন্যরা তার কিছুই জানিনা, আবার অন্যরা কিংবা আমি এমন কিছু ঘটনার সাক্ষি হয়ে আছি যার কিছুই আপনি জানেন না । আর এমন সব ঘটনা থেকে আমাদের অর্জিত অভিজ্ঞতা গুলি যদি একে অপরের সাথে ভাগ করি তাহলে আমদের দেশ একদিন নাম লিখাবে বিশ্বের সবচেয়ে জ্ঞানী এবং উন্নতশীল দেশের তালিকায়। আর এই পরিকল্পনা বাস্থবায়ন করতে মুখচ্ছবি চালু করেছে বিশাল এক কমিউনিটি প্লাটফর্ম যেখানে ব্লগ , মাইক্রোব্লগ, পোস্ট, স্টেস্টাস, বিজ্ঞাপন , নিউজ ফিড, ভিডিও প্ল্যাটফর্ম কিংবা প্রশ্ন উত্তর প্লাটফর্মের মাধ্যমে আপনি আপনার অভিজ্ঞতা সারা বিশ্বের বাঙালিদের কাছে পৌছে দিতে পারেন , আর অন্যদের শেয়ার করা অভিজ্ঞতা পৌছে যাবে আপনার কাছে মুখচ্ছবি-র মাধ্যমে অতি সহজেই !
সম্পুর্ণ বাংলা ভাষার অ্যাপ এবং ওয়েবসাইট (মুখচ্ছবি)-র বিশেষ গুন হল :- এই একটি মাত্র অ্যাপ অনলাইনে আপনার সকল সোস্যাল চাহিদা মিটাতে সক্ষম হবে, এটিতে রয়েছে অসংখ্য ফিউচার যেমন:- ফটো শেয়ার করা, ভিডিও শেয়ার করা, স্টেস্টাস , পোষ্ট, বার্তা, পোল, অনুভুতি ইত্যাদি শেয়ার করা , ব্লগিং এবং মাইক্রো ব্লগিং করা , পুরনো বন্ধু এবং অত্মীয়দের খুজে পাওয়া, সংক্ষিপ্ত সময়ে বন্ধু এবং অত্মীয়দের খবর পাওয়া, কোন বিশেষ ঘটনা সকলের সাথে সহজে শেয়ার করা, প্রবাশী আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করা
এছাড়াও বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে পরামর্শ নেয়া এবং কাজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য রয়েছে প্রশ্ন-উত্তর প্লাটফর্ম যেখানে অজানা বিষয়ে জানতে অথবা আপনার জানা বিষয় গুলি অন্যদের জানাতে মুখচ্ছবি আপনাদের সাহায্য করবে। একটি পোস্টারে মুখচ্ছবি সম্পর্কে বলে শেষ করা অসম্ভব , বিস্তারিত জানতে গুগলি প্লে স্টোর থেকে (মাত্র ১.৫ এমবি) মুখচ্ছবি নামক অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন www.mukhocchobi.com
ব্লগ https://mukhocchobi.com/blog
ফেসবুকে সর্বশেষ আপডেট পেতে মুখচ্ছবি-র প্রিতিষ্ঠাতা হেলাল উদ্দীন জহির এর অফিসিয়াল ফ্যানপেজে লাইক দিয়ে রাখুন . পেজের ঠিকানা www.facebook.com/helaluddinzahir