য়েব সাইট তৈরি করার ক্ষেত্রে যেটি সবচাইতে বেশি খেয়াল রাখতে হয় সেটি হল সাইট লোড টাইম। আপনার সাইটে যতই ভালো কনটেন্ট থাকুক না কেন বা যতই ভালো লুক থাকুক না কেন সাইট লোড টাইম যদি বেশি হয় তবে ভিজিটরদের আপনার সাইটে ধরে রাখা খুব কষ্টকর হবে। তাছাড়া সাইট লোড টাইম বেশি হলে গুগল মামাও মাইন্ড করতে পারে। আপনার সাইটের লোড টাইম কেমন জানতে গুগলের Speed Checker Tool টি ব্যাবহার করতে পারেন।
কিভাবে আপনার সাইটকে ফাস্ট করবেন?
নিচে কিছু টিপস দেওয়া হল সাইটকে ফাস্ট করার ক্ষেত্রে, আশা করি নিচের স্টেপ গুলো ফলো করলেই আপনার সাইট আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে, ইনশাল্লাহ।JavaScript ব্যাবহার যথাসম্ভব কম করুন
ভালো থিম বা টেম্পলেট ব্যাবহার করুন
বেশি ছবি ব্যাবহার থেকে বিরত থাকুন
ছবির ফরম্যাট ঠিক রাখুন
বেশি উইজেট ব্যাবহার করবেন না
খুব বেশি বিজ্ঞাপন ব্যাবহার করবেন না
পপআপ বিজ্ঞাপন ও উইজেট ব্যাবহার থেকে বিরত থাকুন
সঠিক ইমেজ সাইজ ব্যাবহার করুন
"Read More" লিঙ্ক ব্যাবহার করুন
হোম পেজ কম পোস্ট রাখুন
আশকরি পোস্টটি দ্বারা আপনারা উপকৃত হবেন, কোন সমস্যা হলে মন্তব্য করতে পারেন।
No comments:
Post a Comment