Thursday, April 30, 2015

লিংক ছোট করে অনলাইনে আয় করুন

আসসালামুআলাইকুম।অনেকে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আমাদের দেশ ইন্টারনেট খরচ অনেক বেশী।সুতরাং কিছু কাজ করে ইন্টানেটের খরচ যোগাতে পারেন।এমন একটি কাজ হচ্ছে লিংক ছোট করে আয় করা।

http://p.pw/?id=146871
 মনে করুন আপনি একটা গুরুত্বপূরণ সংবাদ অনলাইনে দেখেছেন এই সংবাদটির লিংক টা ছোট করে আপনি বন্ধুদের সাথে শেয়ার করে আয় করতে পারেন।
যেমন:
1.আমি tunebdonline.blogspot.comএই সাইট এ গুরত্বপূর্ণ একটা সংবাদ দেখলাম।

2.এই লিংক এ গিয়ে আগে রেজিষ্টার করুন।তারপর নিচের Screenshot অনুযায়ী tunebdonline.blogspot.com এই সাইটাকে বক্স এই লিকে Shrink it এ ক্লিক করলাম।(আপনি যে কোন সাইটকে Shorten url করতে পারবেন)
A1

3.আমাকে tunebdonline.blogspot.com বদলে http://p.pw/baeuiR এই লিংক টা দিল।

4.কেউ যদি http://p.pw/baeuiR লিংকটাতে Visit করলে tunebdonline.blogspot.com সাইটাতে চলে যাবে।

5.কাঙ্কিত পরিমান Visitor http://p.pw/baeuiR লিংকটাতে করলে আপনি টাকা আয় করতে পারবেন।

**যে কোন লিংককে আপনি ছোট করে আয় করতে পারবেন।
**$5 হলে আপনি টাকা নিতে পারবেন।

ডাউনলোড করে নিন Viber এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন আর কথা বলুন ফ্রী তে।

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হয়তো আপনারা সবাই  Viber ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো Viber এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন।



Viber এর সুবিধা সমূহঃ
  • ১। HD সাউন্ড কওয়ালিটির সাহায্যে ফ্রি কল
  • ২।সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায়
  • ৩।সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে
  • ৪।আপনার অবস্থান শেয়ার করতে পারবেন
  • ৫।কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন
  • ৬।পজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার viber বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ
    করতে পারবেন
  • ৭।অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং
    ভিডিও পাঠাতে পারবেন
  • ৮।কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি
ডাউনলোড লিঙ্ক :-  এখানে ক্লিক   করুন ।।
ডাউনলোড করার নিয়ম :-
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
আপনার ডাউনলোড করা RAR ফাইলটি Winrar দিয়ে ওপেন করুন । এবার সেটআপ ফাইলে ক্লিক করে   ইন্সটল করে নিন । ইন্সটল করার পর মোবাইল এ একটা কোড যাবে ঐ কোড এন্টার করার পর কম্পিউটার এ ভাইবার চালু হয়ে যাবে ।

ভালোবাসার মানুষের উপর নজরদারি করার নতুন অ্যাপ্লিকেশন!

দিন দিন স্মার্ট ফোন আমাদের জীবনের একটি অংশ হিসেবে রূপ ধারণ কড়ছে। তবে এটি যেমন উপকারি তেমনি এর কিন্তু অপকারি দিক গুলোও
রয়েছে। যেমন ইদানীং একটি অ্যাপ্লিকেশন বের করা হয়েছে নতুন জুটি বা কাপল দের জন্য।
মানে আপনি নতুন প্রেম করছেন বা আপনার কারো সাথে বিয়ের আংটি আদান প্রদান হয়েছে?
এবং আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে সব সময় চিন্তিত? মানে জেলাস ফিল করেন?
তাহলে আপনার এখন থেকে আর চিন্তা নেই।


এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষের ফোনের এসএমএস, কোথায় কোথায়
ফোন করলো, ফেসবুকে কার কার সাথে চাট করলো, ওর ফোনের কন্টাক্ট এ কার কার নাম্বার রয়েছে,
এমনকি বর্তমানে সে কোথায় রয়েছে এবং কোথায় যাচ্ছে? এ-সব কিছু কন্ট্রোল করতে পারবেন।
তবে রক্ষা যে এই এক্সেসটি পেতে আপনাকে আপনার পার্টনার এর মোবাইলেও এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল
করতে হবে। মানে দুই পক্ষের ফোনেই এই অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। এবং একবার ইন্সটল করার পর
আটোমেটিক একটি আইডি তৈরি হবে এবং প্রথম বারের মতো এক্সেস চাইবে। আকবর এক্সেস দেওয়া হয়ে গেলে আপনার পার্টনার এর আর কোন যাক
নেই। মানে এখন থেকে ও আপনার কন্ট্রোল এ চলে আসলো।
তবে অনেকে এই কাজটি আপনার পার্টনারকে না জানিয়ে লুকিয়ে তার ফোন ইন্সটল করে এক্সেস করিয়ে নিতে পারেন, তবে হে – যদি সে এই
অ্যাপ্লিকেশনটি সম্পর্কে না যা জানে? তাহলেই আপনি এই কাজটি করতে পারবেন।
আর যারা জানে তারাও বাধ্য হয়েই আপনাকে তার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে এক্সেস দিতে হবে। কেননা এই পদ্ধতির পর
সে চাইলেও অন্য কারো সাথে কিছু করতে পারবেনা…।
অন্তত তার নিজের ফোন দিয়ে।
ও আমরাতোঁ সেই অ্যাপ্লিকেশনটির নামী বলতে ভুলে গিয়েছি? সেই অ্যাপ্লিকেশনটি নাম mCouple
এন্ড্রয়েড ব্যবহার কারীরা ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ।

একটিভ করে নিন আপনার Windows 7 কে আর ব্যাবহার করুন ধুমছে ।

একটিভ করে নিন আপনার Windows 7 কে আর ব্যাবহার করুন ধুমছে ।
Windows Active করা খুব ভেজাল তবে আপনি খুব সহজেই এক্টিভ করতে পারেন শুধু মাত্র একটি সফটওয়্যার ব্যবহারের মাধমে।

কথা না বলে নিচের থেকে ডাউনলোড করুন ।
Click Here →

হাতে সময় কম তাই এর ব্যাবহার দিতে পারলাম না ।
তবে হ্যা আপনি সহজেই ব্যাবহার করতে পারবেন ।
তবুও যদি কোন সমস্যাই পড়েন তবে কমেন্ট বক্স ত আছেই।

পোষ্টটি পড়ার জন্য Thanks.
আমাদের সাথেই থাকুন।

সকল নকিয়া ফোনের ভুলে যাওয়া পাসওয়ার্ড খুজে বের করুন । ১০০% কার্যকারী টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো থাকুন এটাই আমার কামনা।
আজ কে আমি একটি মজার বিষয়ে টিউন করবো, আশা করি পোস্ট টি আপনাদের ভালো লাগবে। মোবাইল আমাদের সকলের কাছে একটি প্রিয় জিনিস। বর্তমানে নোকিয়ার ফোনই সবার হাতে বেশি দেখা যায়। প্রায় সবারই ইচ্ছা হয় নোকিয়ার একটি ভাল মোবাইল ব্যবহার করার এবং তাতে ভাল ভাল সফটওয়ার ব্যবহার করার।   আর শখের মোবাইলে বিভিন্ন কারণে পাসওয়ার্ড দিয়ে যখন ভুলে যান তখন কি রকম লাগে ।।। তখন মন টা ও খারাপ হয়ে যায় ।। আর দাও মোবাইল ফ্লাশ দোখানে  হারাও সকল বন্ধু ও বান্ধবীর ছবি,গান, মেসেজ, contact number ইত্যাদি ।। আর এই সব থেকে পরিত্রান পেতে আমি আপনাদের জন্য নিয়ে এলাম কীভাবে আপনি ঘরে বসে ক্যাবল ও পিসি সুইট দিয়ে হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া  পাসওয়ার্ড বের করবেন ।

এক নজরে দেখে নিন আপনার মোবাইল ফোনটি কী সাপোটেড কিনা :

 Supported Nokia Infineon X-Gold213 Models for log file reading:
  • C1-01 (RM-607),C1-01.1(RM-608),C1-02 (RM-607),C1-03 (RM-607)
  • C2-00 (RM-704),C2-02 (RM-692),C2-02.1 (RM-693),C2-03 (RM-702)
  • C2-05 (RM-724),C2-05 (RM-725),C2-06 (RM-702),C2-07 (RM-692)
  • X2-05 (RM-772),Nokia Asha 200 (RM-761),Nokia Asha 200 (RM-762)
Supported Nokia Broadcomm Models for log file reading:
  • C3-00 (RM-614),X2-00 (RM-618),X2-01 (RM-709),X2-03 (RM-709)
  • X2-01.1 (RM-717),2710c (RM-586),2710b-2 (RM-586),7020 (RM-497)
Supported Nokia RAPUYAMA v11 Models for log file reading:
  • 5630 (RM-431),5730 (RM-465),6700 Classic (RM-470),6700 Slide (RM-576)
  • 6710 Navigator (RM-491),6720 Classic(RM-424),6730c-1 (RM-547, RM-566)
  • 6750 Mural (RM-381),C3-01 (RM-640),C5-00 (RM-645, RM-688),C5-03 (RM-697)
  • C6-01 (RM-601),C7-00 (RM-675),E52 (RM-469),E55 (RM-482),E5-00 (RM-632)
  • E7-00 (RM-626),E72 (RM-529, RM-530),E73 (RM-658),N8 (RM-596)
  • X3-02 (RM-639),X5-01 (RM-627),X7-00 (RM-707)
Supported Nokia RAPUYAMA v21 Models for log file reading:
  • Nokia Asha 201 (RM-799),Nokia Asha 201 (RM-800)
  • Nokia Asha 300 (RM-781),Nokia Asha 303 (RM-763)
  • Nokia 500 (RM-750),Nokia 600 (RM-701)
  • Nokia 603 (RM-779),Nokia 700 (RM-670)
  • Nokia 701 (RM-744)
Supported Nokia RAPIDO Models for log file reading:
  • C6 (RM-612),E63 (RM-437),E66 (RM-343),E71-1 (RM-346)
  • 5250 (RM-684),5230-1b (RM-593),5230-1b (RM-594),5230 (RM-588)
  • 5530 (RM-504),5730s (RM-465),5800d-1 (RM-356),6120C (RM-243)
  • 6760s (RM-573),6790s (RM-492),N97-1 (RM-505),N97-3 (RM-506)
  • N97-4 (RM-507),N86 (RM-484/485),N97mini (RM-555),X6 (RM-551/559)
Supported Nokia RAP3v4 Models for log file reading:
  • 3710a-1 (RM-509, RM-510), 3710f (RM-509), 3710a-1b (RM-510)
  • 3711a (RM-511), 3711a-1 (RM-511), 5330 (RM-479/478), 6303ci (RM-638)
  • 6303i (RM-638), 7230 (RM-598/604), C2-01 (RM-721), C2-01 (RM-722)
  • X3-00 (RM-540), X5-01 (RM-627)
যা যা লাগবে :

১। ১টি ডাটা ক্যাবল
৩। Nemesis Service Suite (NSS)  সফট টি ডাউনলোড করতে এখানে ক্লীক করুন ।।
যাদের নকিয়া পিসি সুইট নাই  তারা এখান থেকে ডাউনলোড করে নিয়েন।।সাথে Nemesis Service Suite (NSS ) ও ডাউনলোড করে নিন ।।
কীভাবে সিকিউরিটি কোড বাহির করবেন :
 

    • প্রথমে নকিয়া পিসি সুইট(Nokia PC Suite) ইন্সটল করুন ।।
    • Nemesis Service Suite (NSS) এই টা ও ইন্সটল করুন ।।
    • এরপর ক্যাবল দিয়ে মোবাইলটি পিসির সাথে Connect  করুন । মোবাইল স্কীনে PC Suite এ ক্লীক করুন ।। ( your phone to your PC with data cable. If the phone ask for connection mode, choose default mode or PC Suite mode (But don’t open Nokia PC Suite.)
 
  • ক্যাবল Connect  হওয়ার পর Nemesis Service Suite (NSS) সফটওয়্যরটি ওপেন করুন ।
  • কিছুক্ষণ অপেক্ষা করুন এবং নিচে দেখুন আপনার মোবাইল মডেল দেখাবে । পাশে Detect এ ক্লীক করুন এবং Permanent Memory ক্লীক করুন।। ।
  • এরপর READ এ ক্লিক করুন ।। নিচে স্কীনশট দেখুন :



  • এখন আপনার পিসির C ড্রাইভে চেক করুন । ।
C:\Program Files\NSS\Backup\pm\.pm
অথবা
C:\Users\cyber\AppData\Local\Temp\Rar$EXa0.129\BackUp\352942022669250\352942022669250.pm
Note :  চিএে লাল চিহিত স্থানে ফাইলটি আপনার পিসিতে সেভ হবে ।। ওই খানে .pm নামে ১টি ফাইল পাবেন । । ব্যাস কাজ শেষ ।
  • .pm  ফাইলটি নোটপ্যাড বা নোটপ্যাড ওপেন করুন এবং Press “Ctrl+F “  খুজে বের করুন [308]  তার একটু নিচে (5=) ব্যাস কাজ শেষ
  • উদাহারণ স্বরূপ 5=31323334350000000000
  • Just ignore the red colour font. So, 12345 is your security code.
এটা ১০০% কাজ করে । Nokia E66 ও Nokia 5530 আমি টেষ্ট করছি ।। এটা শুধু মাএ নকিয়া মোবাইল ইউজার এর জন্য ।
ভাই কত কষ্ট করে টিউনটি করলাম তা হইত আপনারা জানেন না। আশা করি লাইক কমেন্ট পাব অনেক।
আমাদের সাথেই থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

এবার আয় হবে শুয়ে শুয়ে প্রতিদিন অন্তত ১$ । [Likesplanet Point Hack]

আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আজকে এক অসাধারন Ultimate Script নিয়ে হাজির হলাম যার মাধ্যমে আপনারা শুয়ে শুয়ে Likesplanet হতে টাকা আয় করতে পারবেন অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না ।আপনারা অনেকেই হয়ত ভাবছেন এই পোস্ট পূর্বেও একবার হয়েছে ।কিন্তু পূর্বের পোষ্টের সাথে এই পোষ্টের যথেষ্ট পার্থক্য আছে তা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন ।
a
যারা এখনও Likesplanet এ অ্যাকাউন্ট খুলেননি তারা Likesplanet.com হতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।
যা যা প্রয়োজনঃ
১। Mozilla Firefox এর যেকোনো ভার্সন  [না থাকলে filehippo.com থেকে Download করুন]

২। iMacros Add-ons  Download Now
৩। New Ultimate Script  Download Now
৪। Facebook,Google,Twitter অ্যাকাউন্ট
যা যা করতে হবেঃ
১। প্রথমে উপরিউক্ত Link হতে সবকিছু Download করুন এবং প্রাপ্ত iMacros Add-ons টি Firefox এর উপর ড্রপ করে ইন্সটল করুন এবং Firefox Restart  দিন ।
২। তারপর New Ultimate Script.rar টিকে আপনার Desktop এ আনজিপ করুন । আনজিপ করলে New Ultimate Script.iim নামে একটি ফাইল পাবেন । প্রাপ্ত ফাইলটিকে নিম্নোক্ত Location এ Copy করুন (Cut করলে হবে না)।
C:/User/Username/My Documents/Imacros/Macros/ [নিচের ছবির মত]
Location
৩। এবার firefox ওপেন করে নিচের চিত্রের মত প্রথমে iMacros বাটনে ক্লিক করুন আর দেখুন বামপাশে আপনার Script এসেছে । সেই Script এ মাউসের Right Button ক্লিক করে Edit Macro তে ক্লিক করুন ।
Edit Macro
৪। Edit Macro তে ক্লিক করলে iMacros Editor ওপেন হবে । সেখানে নিচের চিত্রের মত “অনেক লেখা” থাকলে  Script ঠিক আছে । যদি কোন লেখা না থাকে তবে নিচের Step দেখুন ।
editor
৫।যদি কোন লেখা না দেখা যায় তবে পূর্বের Desktop এ রাখা New Ultimate Script.iim টি Notepad দিয়ে ওপেন করে সকল লেখা Copy করুন এবং iMacros Editor এ Paste করুন। Paste করে Save&Close এ ক্লিক করুন ।
৬।একইভাবে পুনরায় Edit Macro তে ক্লিক করে iMacros Editor ওপেন করুন । আবার Imacros Editor এর ১২ এবং ১৪ নং লাইন এ গিয়ে নিচের চিত্রের মত পরিবরতন করুন ।








৭।তারপর ১৯ নং লাইন এ গিয়ে নিচের চিত্রের মত পরিবরতন করুন (depta কেটে আপনার পিসির Username দিন ।(চিত্রে ২১নং লাইন এ দেওয়া হলেও এটা ১৯ নং লাইন এ খুঁজে পাবেন )
extra
৮। এবার Save&Close এ ক্লিক করে Save করুন ।
৯।ব্যাস, আপনার কাজ শেষ likesplanet.com এ লগ ইন করুন । এখন Play কলামে গিয়ে নিচের চিত্রের মত Max Box এ 24 দিন এবং Play (Loop) এ ক্লিক করুন এবং Yes আসলে Yes দিন আর আপনি ঘুমান । আপনাকে আর কিছুই করতে হবে না ।
start
এই Script কি কি কাজ করতে পারে তা এক নজর দেখে নিনঃ
Likesplanet Login Captcha Bypassed , Facebook Page Likes , Facebook Followers , Youtube Videos Likes , Youtube Video Dislikes , Youtube Channel Subsribe , Youtube Views , Stubmle Upon Followers , Twitter Follow , Twitter Tweet , Linkedin Shares , Website Traffic , Daily Claiming 200 Point.

সতর্কতাঃ

১। একসাথে দুইটি অ্যাকাউন্ট চালাতে যাবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে ।
২।Autopilot দিয়ে কাজ করার পূর্বে আপনি আপনার facebook,twitter,twitter,google অ্যাকাউন্ট এ লগইন করে নিবেন ।

ডাউনলোড করুন ভিডিও এনিমিশন তৈরীর জনপ্রিয় সফটওয়ার Adobe After Effects CC 2014 with crack

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়াতে ভালো আছি, অনেক দিন আপনাদের সাথে কিছু শেয়ার করি না। আজ আমার বিশেষ প্রয়োজনের কারনে Adobe After Effects সফটওয়ারটি দরকার পরে, তারপর গুগলে সার্চ দিয়ে পেয়ে গেলাম, চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারাও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করতে হয় বা আপনি যদি কাজ না যানেন তাহলে ইউটুবে গিয়ে শুধু Adobe After Effects লিখে সার্চ করুন তাহলেই শত শত টিউটোরিয়াল পাবেন, ব্যাস দেখে দেখে কাজ শুরু করুন। আর কথা না বাড়িয়ে এখানে শেষ করলাম এবং নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
Adobe After Effects CC 2014 Key Notes
Adobe after Effects CC 2014 account activation process is extremely simple; all you need to do is follow the steps in setting up instructions or view the image beneath for more information. It may need some complex capabilities nevertheless; you will easily make it if people follow the actual instructions from A-Z.
The patch will crack After Effects CC 2014 “amtlib.dll” file and will make another backup file “amtlib.dll.BAK”. The “amtlib.dll” file can be found in: C:\Program Files\Adobe\Adobe After Effects CC 2014\amtlib.dll.
Adobe after Effects CC 2014 download Free is full compatible with Windows 7 (32-64 bit), Windows 8/8.1 (32-64 bit), Windows Vista (32-64 bit), and Windows XP (32-64 bit).
Adobe After Effects CC 2014 is multilingual and supports languages such as: English, German, French and Chinese.
You can download free here Adobe After Effects CC 2014 Setup, Adobe After Effects CC 2014 Crack, Adobe After Effects CC 2014 Patch, and Adobe After Effects CC 2014 Serial Key.
How to Install After Effects CC 2014 Steps:
Step 1- Install program – double click on “Set-up.exe” in folder “Adobe After Effects CC 2014″.
A. Select “Install” from options.
B. Click on “connect later”.
C. Click on accept and use one of the serial number in “serial.txt”.
Step 2- Do not launch the program. If launched then exit. [Do not open!].
Step 3- Go to crack folder and double click on “adobe.snr.patch-painter.exe”.
A. Select your product [Adobe after Effects CC 2014 (64bit)].
B. Click on “patch” button.
C. Click on Yes to search for “amtlib.dll” file usually in: C:\Program Files\Adobe\Adobe After Effects CC 2014\amtlib.dll then click open.
Step 4- Enjoy! Adobe After Effects CC 2014 Full Version now.

Download After Effects CC 2014 Crack with Serial only
Adobe After Effects CC 2014 (size:1.1GB)

অচেনা নম্বর থেকে কল আসছে? তাহলে যে কল করেছে তার সকল তথ্য জেনে নিন ।

মোবাইলে অচেনা অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে। বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশ টেনশনেও থাকতে হয়। তবে এবার আপনার ফোনের ডিসপ্লেতে ভেসে ওঠা যে কোনো অচেনা ফোন নম্বরের ব্যক্তির তথ্য সহজেই স্মার্টফোন থেকে জেনে নিতে পারবেন। এজন্য অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য রয়েছে বেশ কিছু অ্যাপস। এসব অ্যাপস ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে বিশ্বের যে কোনো প্রান্তের প্রাইভেট কলারের তথ্য পাওয়া যাবে।
True caller :
কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  ।
LINE whoscall :
কলারের নামের সঙ্গে অন্যান্য তথ্যও জানাবে এই অ্যাপ। এছাড়া এই অ্যাপটির সাহায্যেও বিরক্তিকর নম্বর ব্লক করা সম্ভব। অ্যাপটির আরেকটি সুবিধা হচ্ছে, এটি শুধু কলই নয় ওই নম্বর থেকে পাঠানো এসএমএসও ব্লক করতে পারে। অ্যাপটি কোনো অফলাইন ডাটাবেসের ক্ষেত্রেও কার্যকর করা সম্ভব। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  ।
Mobile Number Locator :
অজানা কলারের অপারেটর ও রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  ।
Calls Blacklist :
কলারের নাম-ঠিকানা জানা ছাড়াও এই অ্যপের সাহায্যে কল ও মেসেজ ব্লক করা সম্ভব। একই সঙ্গে ইউজার নির্ধারিত লিস্ট তৈরি করে সেসব নম্বরও ব্লক করা যাবে। অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড করার নিয়ম :-


কেমন লাগল? ভাল না খারাপ? নাকি কোন সমস্যা হল? কমেন্ট করে জানাবেন। ভাল থাকুন, সুস্থ থাকেন

Friday, April 24, 2015

ব্লগ থেকে টাকা ইনকাম করার সব চেয়ে ভাল অ্যাড সাইট। ইনকাম করুন প্রতি মাসে ৩০.০০০+টাকা ১০০%গ্যারান্টি । বার দেখা হয়েছে

আমরা সবাই, যারা ইন্টারনেট ব্রাউজ করি, আমরা সবাই কি জানি যে, ইন্টারনেট থেকে একটি সম্মানজনক আয় করা যায়????? আমাদের মধ্যে অনেকেই এই কথাটি জানি, আবার অনেকেই জানিনা। আমাদের অনেকর চোখের সামনেই আমাদের অনেক পরিচিত মানুষ হতে পারে সে আমাদের বন্ধু বা বান্ধবী, হতে পারে আমাদের কোন বড় ভাই অথবা বোন, হতে পারে ক্লাসমেট অথবা পরিচিত কোন একজন এ ধরনের আয় করছে। আমাদের মধ্যে যারা এ বিষয়টি জানিনা তারা অনেকেই এ বিষয়টি বিশ্বাস করিনা বা করতে চাইনা।
অনলাইনে বসে আয় করা যায় এই কথাটি অনেকে গুজব মনে করেন। অনেকে ভাবেন ধোঁকাবাজী… তাদের দোষ নেই আসলে.. অর্থ উপার্জন নিয়ে এত পরিমান দুইনাম্বারী হয় অনলাইনে যে এই বিষয়ে পজিটিভ মনোভাব বজায় রাখা সত্যিই কঠিন
তো যাই হোক, আমি নিজে এ বিষয় টি বিশ্বাস করি, কারন আমি নিজে ইনকাম করি,
আমরা ইন্টারনেট এ অনেক ধরনের Ads দেখতে পাই যেমনঃ Google Adsence, Infolinks, Chitika, Etc এই এড গুলো আমরা অনেকেই ব্যাবহার করে থাকি। আজ আমি আপনাদের সাথে ইন্টেরনেট এ সব চেয়ে বেশি টাকা পাওয়া যায় এমন একটা Ads এর সন্ধান দিব যা থেকে আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।
Google Adsence, Infolinks, এর পাশা পাশি আপনি এই অ্যাড ব্যাবহার করতে পারবেন ।
আমি যে অ্যাড এর সন্ধান দিব এই অ্যাড থেকে আপনি অনেক ডলার ইনকাম করতে পারবেন।।
কোম্পানিটি দীর্ঘ ১০ বছর যাবত সততার সাথে কাজ করে যাচ্ছে ।
তাদের হেড অফিস কোস্টরিকায় অবস্থিত ।
আমার জানা মতে Google Adsence এর পরে সব চেয়ে ভাল অ্যাড এটা ।

http://www.infolinks.com/join-us?aid=1945356
এই কোম্পানির সুবিধাঃ
১/ তারা প্রতিদিন পেমেন্ট দেয় ।
২/ 50 ডলার হলেই পেমেন্ট Request করতে পারবেন ১২ ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন।
৩/ প্রতি ক্লিক এ Highest ১ ডলার পর্যন্ত পেতে পারেন ।
৪/ MASTERCARD,   BANK ACCOUNT এবং  PAYPAL
৫।/ অন্য অ্যাড এর পাশা পাশি তাদের অ্যাড ব্যাবহার করতে পারবেন
এই কোম্পানির অসুবিধাঃ
১/ আপনার ব্লগ/ওয়েব সাইট ভাল মানের হতে হবে
২/ আপনার ব্লগ এ ভাল ভিসিটর থাকতে হবে
৩/ Application করার পর ১২ ঘন্টা সময় নিবে Site Approve করতে ।
৪/ এক Code সব সাইট এ ব্যাবহার করতে পারবেন না
৫/ নিজের অ্যাড এ নিজে ক্লিক করতে পারবেন না

তাহলে যারা ব্লগ/ওয়েব  সাইট থেকে টাকা ইনকাম করতে চান দেরি না করে এখনি World Best Ads ব্যাবহার করুন এবং প্রচুর টাকা ইনকাম করুন কুভ দ্রুত ।
জয়েন করতে চাইলে প্রথমে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। 
                                                                               Infolinks


Payment Proof  Here   
 

আপনার website বা blog-থেকে আয় করুন popcash- এর ads দেখিয়ে

বাস্তবে আমাদের যেমন কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। নেট থেকেও ঠিক একেই ভাবে কষ্ট করেই টাকা উপার্জন করতে হবে। আপনি যদি আপনার সঠিক গন্তব্যে জেতে চান। তাহলে আপনাকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ জানতে হবে এবং তা খুব ভালোভাবে জানতে হবে, আত্নবিশ্বাস ও ধর্জ্য থাকতে হবে। নিত্য নতুন বিষয় শেখার চেষ্টা করতে হবে।


ধরুন আপনার একটি ওয়েব সাইট বা ব্লগ আছে। আপনার সেই সাইট বা ব্লগে গুগল অ্যাডসেন্স (Google Adsens) বা গুগল অ্যাডসেন্স (Google Adsens) এর মতন অন্যান্য বিজ্জাপন প্রদর্শন করিয়ে আয় করতে চান। তবে হ্যাঁ, আমরা সবাই চাই গুগল অ্যাডসেন্স (Google Adsens) ব্যাবহার করতে। কিন্তু এডসেন্স এপ্রুভ না হওয়া, সামান্য ভুলেই ব্যান হয়ে যাওয়া ইত্যাদি কারনে অনেকেই গুগল এডসেন্স (Google Adsens)  ব্যবহার করতে পারেন না। তাই তারা বিকল্প পথের সন্ধান করে থাকেন।  গুগল অ্যাডসেন্স (Google Adsens) এর অনেক বিকল্প বিজ্ঞাপন আছে তার মধ্যে একটি বিজ্ঞাপন এর কথা আপনাদের মাঝে উল্লেখ করলাম "popcash"। "popcash" থেকে গুগল অ্যাডসেন্স (Google Adsens) ছাড়া অন্যান্য অ্যাডসেন্স থেকে ভালো আয় করতে পারবেন। চলুন "popcash" সম্পর্কে জেনে আসিঃ-

http://popcash.net/register/18698
 সুবিধাঃ-

1. সাইট সাবমিট করার পর ১২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে Site Approve হয়ে যাবে ।
2. কোন ক্লিক করতে হবে না ।
3. ভালো রেভিনিউ দেয় ।
4. সাইটে কোন এড শো করবে না শুধু ভিজিটর আসলে একটা পপ আপ পেইজ খুলবে ।
5. Infolinks, Bidvertiser, Chitika এর পাশা পাশি আপনি এই অ্যাডসেন্স ব্যাবহার করতে পারবেন ।


তাই আর দেরি না করে এক্ষুনি পপক্যাশে (popcash) সাইন-আপ করুন। সাইন আপ করতে এখানে ক্লিক করুন । সাইন-আপ করা খুব সহজ। সাইন-আপ করে আপনি আপনার সাইট টা সাবমিট করবেন, ২৪ ঘন্টার মধ্যে এপ্রুব হয়ে যাবে ইনশাআল্লাহ ।

পেমেন্ট পদ্ধতিঃ-

1. এরা প্রতি সোমবার ও শুক্রবার পেমেন্ট দিয়ে থাকে।
2. ১০ ডলার হলে আপনি ক্যাশ-আউট(cashout) করতে করবেন।
3. Cashout  এ আপনাকে ৭ দিন অপেক্ষা করতে বলে, কিন্তু আপনি সাধারনত ২৪ থেকে  ৪৮ ঘণ্টার মধ্যে টাকা পেয়ে যাবেন।
4. পাইজা (payza), পেপাল (paypal) এবং পেক্সাম (paxum) এ পেমেন্ট প্রধান করে থাকে ।

পেপাল যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না সেহেতু পাইজা থেকে পে-আউট করবেন। যাদের পাইজা তে একাউন্ট নাই তারা (এই লিঙ্ক ) থেকে একাউন্ট করে নেন।

Internet Download Manager 6.23 Build 11 Retail Incl Patch ডাউনলোড করুন তারতারি

বারতি কথা বলার কোনো দরকার নাই। লেটেস্ট ভার্সন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখনি ডাউনলোড করে নিন।ডাউনলোড করতে

  এখানে ক্লিক করুন

 নতুন ট্যাব ওপেন হবে। সেখান থেকে ডাউনলোড নাউ তে ক্লিক করুন। তাহলেই হবে। সুবিধার জন্য আমি স্ক্রিনশট দিচ্ছি।

এর পরেও মনে হয় না কারো সমস্যা হবে। তার পরও যদি হয় তো ফেইসবুকে আমাকে ম্যাসেজ করুন।

বাংলা নিউজ বা ম্যাগাজিন সাইটের জন্য অসধারন একটি ব্লগার টেম্পলেট

এই পোস্ট টি তাদের জন্য যারা তাদের নতুন ব্লগের জন্য বেসম্ভভ সুন্দর একটি টেম্পলেট খুজছিলেন। এই টেম্পলেট টি মারাত্মক ইউজার ফ্রেন্ডলি । এই একটি টোটাল রেস্পন্সিভ টেম্পলেট। মোবাইল, ডেস্কটপ, আরা ট্যাবলেট সব কিছুরই উপযোগি। সিম্পল আর ক্লিন কালার, ন্যাভিগেশন মেনু, রেডি তিন কলাম ভারটিকেল পোস্ট ।
  • Bangla Press Responsive Template
  • Platform: Blogger / Blogspot
  • Release date : 11th November 2014
  • Author : Mohammad Fazle Rabbi
  • License : Creative Commons Attribution 3.0

এটার মুল ফিচার গুলি হলো

  • Responsive Template Design
  • Unlimited color
  • Auto Blog Post summarize And “Read More” Button
  • Auto Image Crop With Thumbnail (Home Page and Label Page Only)
  • Css And HTML Base Menu With Drop down
  • Auto Date Show At Header Right side
  • Tabs Widgets ready (Powered By Jquery)
  • Simple User Friendly Search Box
  • Auto Pagination Added To Post Footer
  • Font Awesome 4.2.0 based icons
  • Social Icons Collection(Placed Post Footer)
  • Social Share Widget (Placed Post Footer)
  • Related Post Widget (Placed Post Footer)
  • Ads Banner Ready
  • Meta Keywords And Description Support (Official Meta Description Support)
  • Vertical style Recent Post By Label
  • Blogger + Facebook Comment System
  • 4 Column Footer Area
  • Flicker Image Gallery
  • Official “FOLLOW BY EMAIL” Widget
এবার ডাউনলোড এর পালা। ডাউনলোড করুন এখান থেকে। এবার ইন্সটল করুন।
টেম্পলেট এর কালার পরিবর্তন করতে 
Blogger Dashboard এ যান । এরপর Template -> Customize and select Advanced -> Header এ যান আর ইচ্ছা মতো পরিবর্তন করুন।
মেনু কাস্টমাইজেসন করতে
Template -> Edit HTML এ যান । এর পর Ctrl+F চেপে নিচের কোড গুলি বের করুন।
<li> <a target="_blank" href='#'>Menu 1</a></li>
<li><a target="_blank" href='#'>Menu 2</a></li>
<li><a target="_blank" href='#'>Menu 3</a></li>
<li><a class='prett' target="_blank" href='#'>Drop Menu 1</a>
<ul class='menus'>
<li><a target="_blank" href='#'>Drop Menu 1</a></li>
<li><a target="_blank" href='#'>Drop Menu 2</a></li>
<li><a target="_blank" href='#'>Drop Menu 3</a></li>
</ul>
</li>
<li><a target="_blank" href='#'>Menu 4</a></li>
<li><a target="_blank" href='#'>Menu 5</a></li>
<li><a target="_blank" href='#'>Menu 6</a></li>
<li><a class='prett' target="_blank" href='#'>Drop Menu 2</a>
<ul class='menus'>
<li><a target="_blank" href='#'>Drop Menu 1</a></li>
<li><a target="_blank" href='#'>Drop Menu 2</a></li>
<li><a target="_blank" href='#'>Drop Menu 3</a></li>
</ul>
</li>
<li><a target="_blank" href='#'>Menu 7</a></li>
<li><a target="_blank" href='#'>Menu 8</a></li>
<li><a target="_blank" href='#'>Menu 9</a></li>
<li><a target="_blank" href='#'>Menu 10</a></li>
আর # চিহ্নটি আপানার পোস্ট লেভেল URL দিয়ে পরিবর্তন করুন। এবং MENU লেখা গুলি আপানার পোস্ট লেভেল এর নাম দিয়ে পরিবর্তন করুন। এবার সেভ করুন।
নিউজ টিকার পরিবর্তন করতে
Template -> Edit HTML এ গিয়ে Ctrl+F দিয়ে http://banglapress-bsdesign.blogspot.com লিখুন। এবার এই URL টা পরিবর্তন করে আপানার URL টা দিন। সেভ করুন।
সার্চ বক্স পরিবর্তন করতে
Template -> Edit HTML এ গিয়ে Ctrl+F দিয়ে http://banglapress-bsdesign.blogspot.com লিখুন। এবার এই URL টা পরিবর্তন করে আপানার URL টা দিন। সেভ করুন।
ভারটিকেল পোস্ট কনটেইনার পরিবর্তন করতে
আপানি এই  টেম্পলেট এর Layout এ তিনটি ভারটিকেল পোস্ট কনটেইনার পাবেন। ঠিক নিচের ছবিটির মতো।
এবার এডিট এ গিয়ে আপানার ইচ্ছে মতো লেভেল এর নাম বসিয়ে দিন।
এটি একটি ফ্রি লাইসেন্স ব্লগার টেম্পলেট যা আপানি ব্যাক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যাবহার করতে পারবেন। তবে ব্লগের ফুটার থেকে কখনোই ডিজাইনারের ক্রেডিট মুছে দিবেন না।
সবাইকে ধন্যবাদ।

ইমেইল মার্কেটিং এর অবিশ্বাস্য সফটওয়্যার ইমেইল বক্স

শুনতে মনে হয় ইমেইল মার্কেটিং জানি কত সহজ। কি আর লাগে তা তে? YouTube আছে হাজার ভিডিও। কাজ করতে গেলে ঠেলা বুঝা যায়, ১৪ রকম সমস্যা - এটা আছে ত ওটা নাই। Google খুজেঁ  ইমেইল পাওয়া যায় ঠিকই, কয়টা ভাল কয়টা খারাপ বুঝার উপায় নাই। ঐ তালিকায় মেইল পাঠালে একাউন্ট স্থগিত। এটা সেটা চেষ্টা করে করে কেল্লা ফতে, পরে গরু মেরে জুতা দান। কোটি কোটি ইমেল আইডি থেকে লাভ ত কিছু হয়না, মাঝ থেকে সময় অপচয়। এই ভাই বলে তার কাছে চাদের দেশের সার্ভার আছে, ঐ ভাই বলে তার কাছে মঙ্গলগ্রহ এর সার্ভার আছে। কাজের বেলায় সবই হাওয়া। 
ইমেইল সংগ্রহ এর অনেক সফটওয়্যার থাকলেও এখন কাজ করে না একটা ও। Google খুজেঁ কপি পেস্ট করতে করতে দিন পার। দিন শেষে জমা করা যায় ২০০-৪০০ ইমেল, ওখানে ও থাকে duplicate ইমেল। যাক সমস্যার কথা অনেক হয়ে গেল, এখন সমাধান টা বলি: অনলাইনে আসা নতুন সেবা  “ইমেইল বক্স”। 
বিস্ময়কর এক সফটওয়্যার ইমেইল মার্কেটিং এর জন্য। মিনিটে Google থেকে আপনার মনের মত খুজেঁ নিয়ে আসতে পারে হাজার ইমেল। তাছাড়া সফটওয়্যার টি সক্ষম যে কোন লেখা থেকে ইমেল খুজঁতে। পাশা পাশি আপনি আপলোড করতে পারেন আপনার লিস্ট। সফটওয়্যার খোজেঁ নিবে duplicate ইমেল। আপনি সেভ করতে পারেন আপনার লিস্ট , কাজ করতে পারেন একাদিক লিস্ট নিয়ে।
বড় বিস্ময় এখনও বাকি, লিস্ট তৈরী করার পর আপনি ইমেইল বক্স এর দুই ধাপের যাচাই পদ্ধতি দিয়ে আপনি আপনার লিস্ট যাচাই করতে পারেন। প্রথম ধাপ যাচাই করবে ইমেল টি যথা রীতি বৈধ আছে কিনা এবং ইমেল টির ডমেন জীবিত আছে কিনা। দ্বিতীয় ধাপ যাচাই করবে ঐ ডমেনে এই ইমেল ব্যবহারকারী আছে কিনা। যদিও এই পদ্ধতি অনেক বেশী সময় নিবে। প্রত্যেক ধাপে-ই আপনি চাইলে আপনার লিস্ট রপ্তানি করতে পারেন। এই লিস্ট যাচাই কমিয়ে দিবে আপনার Bounce rate। 
যখন দ্বিতীয় প্রণালী আপনি সম্পন্ন করেছেন, ইমেইল বক্স এ আছে আপনার জন্য আরও একটি যাদু। দ্বিতীয় প্রণালী থেকে যাচাই করা ইমেল গুলোকে আপনি আপনার SMTP দিয়ে ইমেইল বক্স এর মাধ্যমে ইমেল পাঠাতে পারবেন। ইমেইল বক্স দিবে আপনাকে একাদিক SMTP ব্যবহারের সুবিধা। প্রকৃত সময় Track এর পাশা পাশি আপনি দেখতে পারবেন কারা কারা আপনার ইমেল দেখেছে ও ক্লিক করেছে। ইমেইল বক্স এ আছে Spam check, View Online, Unsubscriber, Subject Rotation সহ হাজারও সুবিধা। আমার মনে হয় এবার সফটওয়্যার-টার ব্যবহার নিজে দেখে নেয়া যাক।

Email BOX

Wednesday, April 22, 2015

এবার কিলগার দিয়ে হ্যাক করুন ফেসবুক সহ যে কোন একাউন্ট। হাতিয়ে নিন সব তথ্য

আজকে আমি নতুনদের কে পরিচয় করিয়ে দিবো সেরা কিলগার Ardamax এর সাথে (আমার কাছে এইটা বেস্ট :p) । প্রথমেই, আপনার PC এর অ্যান্টিভাইরাস Disable করুন * ভয় পাইয়েন না, এটা আপনার pc এর কোন ক্ষতি করবে না :D ;) * । এরপর, Ardamax Keylogger ডাউনলোড করে ফেলুন নিচের লিঙ্ক থেকে।
Download
 

এবার Install করার পালা :D । Setup File টা Open করুন।
১। ‘I Agree’ Button এ ক্লিক করুন।
২। ‘Next’ Button এ ক্লিক করুন।
৩। Destination Folder এ “C:ProgramDataPMG” সেট করুন এবং ‘Install’ Button এ ক্লিক করুন।
৪। ইন্সটলেশন শেষ হয়ে গেলে ‘View the Quick Tour’ অপশনটি uncheck করে ‘Run Ardamax Keylogger’ সিলেক্ট করে ‘Finish’ এ ক্লিক করুন।
এবার setup শেষ হয়ে গেলে টাস্কবারে এরকম একটা icon দেখতে পাবেন । আইকন টাতে রাইট ক্লিক করে ‘Enter registration Key’ তে ক্লিক করুন->>
Name:Nemo / SnD
Key :YFSQSHVVLHUOOQTY
উপরের মত লিখে Register করুন এবং নিচের মত মেসেজ দেখতে পাবেন ->>
এখন আমরা Remote Keylogging করব। এর জন্য একটি File বানাবো যেটা Victim কে পাঠাতে হবে এবং Victim File টা ওপেন করলেই এই কিলগারটি তার পিসি তে অটোমেটিক ইন্সটল হয়ে যাবে এবং তার পিসি এর যাবতীয় সকল অ্যাকাউন্ট এর ইমেইল, পাসওয়ার্ড নির্দিষ্ট সময় পরপর আপনাকে ইমেইল করে পাঠাবে :D :D
চলুন তাহলে শুরু করি :v ->>
Icon টাতে আবার রাইট ক্লিক করুন এবং ‘Pre-Configured Installation’ এ ক্লিক করুন->>
১। ‘Next’ এ ক্লিক করুন।
২। ‘Installation folder on target Computer’ বক্সে ডিফল্ট হিসেবে যা আছে তাই রেখে দিন। আপনি যদি কিলগারটি অন্য কোনো ফাইলের সাথে বাইন্ড করে দিতে চান (Exp. JPEG অথবা .exe ফাইলের সাথে) তাহলে ‘Append keylogger engine to file or another application’ বক্সে চেক মারেন অ্যান্ড একটা মনের মত ফাইল সিলেক্ট করে দেন । নিচের ছবি তে দেখেন আমি কিলগার ফাইল টাকে একটা .png ফাইলের সাথে বাইন্ড করে দিসি। এরপর ‘Next’ এ ক্লিক করুন।
৩। আবার ‘Next’ এ ক্লিক করুন (সবগুলো বক্সে চেক মারবেন :D )
৪। ‘Security’ Window তে পাসওয়ার্ড দিন। এই পাসওয়ার্ড এর কারনে আপনার লগ ফাইল আপনি ব্যতিত আর কেউ পড়তে পারবে না এবং কিলগার কুইট করতে পারবে না, তাই পাসওয়ার্ড দেয়া ভালো। এরপর ‘Next’ এ ক্লিক করুন।
৫। ‘Options’ Window তে নিচের মত কনফিগারেশন দেন এবং নেক্সট চাপুন ->>
 
৬। ‘Control’ Window তে ‘Send logs every’ অপশন টাতে চেক মারেন অ্যান্ড টাইম “1 hour” করে দিন। ‘Delivery Method’ অপশন এ ‘Email’ সিলেক্ট করুন। ‘Send only if Log size exceeds’ option থেকে চেক উঠিয়ে দিন। এরপর নেক্সট চাপুন। (নিচের মত Configure করুন)
 ৭। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ******** “”””পূর্বের Step এ নেক্সট চাপার পর আবার ‘Back’ বাটন এ ক্লিক করুন।””””” তাহলে ‘Email Configuration’ Window আসবে।  ‘Send to’ textfield এ আপনার YAHOO MAIL ID দিন (অন্য কোনোটা না দেয়াই ভাল। আমি নিজে ইয়াহু মেইল ইউজ করছি অ্যান্ড এটাতেই বেষ্ট রেজাল্ট পাওয়া যায়, অন্য গুলতে ব্যান করে দেয় অথবা লগ ফাইল আসে না) :D । ‘Username’ field এ আপনার কমপ্লিট ইয়াহু মেইল আইডি টি পুনরায় দিন। পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ড লিখে দিন। ‘SMTP Server’ field এ লেখুন ‘smtp.mail.yahoo.com’ এবং ‘Port’ এর ঘরে ‘587’ বসান। ‘Security’ তে ‘SSL’ এর জায়গায় ‘TLS‘ সিলেক্ট করুন। নিচের মত করে কনফিগার করে ‘Test’ বাটন এ ক্লিক করুন। সবগুলো কাজ সঠিক ভাবে করলে মেইল successfully delivered হয়েছে মেসেজ দেখাবে এবং আপনার মেইল ইনবক্স চেক করুন (Spam বক্সে গেলে ‘Not Spam মার্ক করুন’)।
৮। ‘Ardamax’ এ ‘Control’ Window তে গিয়ে কোনো settings না চেঞ্জ করে ‘Next’ চাপুন।
৯। ‘Screenshots’ window তে ‘On timer’ সিলেক্ট করে ‘Settings’ button এ ক্লিক করুন। এবং টাইম=৫-১০ মিনিট দেন (As you wish :D )
১০। ওয়েবক্যাম উইন্ডো তে ‘Next’ চাপুন অ্যান্ড ‘Destination’ window তে ফাইলের ডেসটিনেশন ও আইকন সিলেক্ট করে ‘Next’ চেপে finish দেন অ্যান্ড ফাইনালি আপনার কাঙ্ক্ষিত ফাইল টি পাইয়া যান
:D
১১। এবার ফাইল টাকে মেইল, অথবা ফেবু তে পাঠাইয়া দেন। (Password protected Rar format এ পাঠাবেন অথবা কোনো ফ্রি হোসটিং সাইটে ছাড়েন, তবে প্লিজ জিনিস টা যেন ক্রাইম এর পর্যায়ে না চলে যায় :) )
এখন এ ফাইলটাতে ভিকটিম ডাবল ক্লিক করলেই এর সাথে বাইন্ড করা ফাইল টি (slave file) চালু হবে এবং প্রতি এক ঘণ্টা পরপর ভিকটিম এর সমস্ত ইমেইল, পাসওয়ার্ড ও তার কাজের স্ক্রিনশট মেইলের মাধ্যমে পেয়ে যাবেন :D