Wednesday, July 8, 2015

খুব সহজে আপনার পিসিতে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ ব্যবহার করুন কোন প্রকার সফটওয়্যার বা ভার্চুয়াল মেসিন ছাড়া

অ্যান্ড্রয়েড ডিভাইস এখন সবার কাছেই আছে, কিন্তু প্রতিনিয়ত যেই ভাবে তা আপগ্রেড হচ্ছে তাতে আমাদের সবার পক্ষে সম্ভব না
নিজেদের ডিভাইস আপগ্রেড করা তাই আজকে আমি আপানাদের কে দেখাবো কিভাবে আপনি আপনার পিসিতে খুব সহজে
অ্যান্ড্রয়েড এর সর্বশেষ ভারসন ললিপপ ৫.১ ব্যবহার করতে পারবেন কোন ভার্চুয়াল মেসিন ছাড়া।
তো চলুন  কথা না বারিয়ে কাজ শুরু করি।
১. প্রথমে নিচের লিঙ্ক থেকে  ললিপপ ৫.১ এর iso  ফাইল ডাউনলোড করুন।

""ললিপপ ৫.১ iso ফাইল ডাউনলোড করুন এখান থেকে""।
http://adf.ly/1KTqcM
 ২. এখন আমরা যেহেতু পেনড্রাইভ কে বুত (boot able) করাবো তাই তার জন্য ১ টা বুত করার সফটওয়্যার
ডাউনলোড করতে হবে। বুত করার অনেক সফটওয়্যার আছে কিন্তু আমি যেই সফটওয়্যার টা শেয়ার করছি সেইটা আমার কাছে সব থেকে
সহজ বলে মনে হয়.  নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন সফটওয়্যার টি ..
""পেনড্রাইভ বুত মেকার"' (Pendrive Boot able Maker Download)
http://adf.ly/1KTqek

৩.সব  ডাউনলোড হলে এখন নিচের স্ক্রীন সর্ট লক্ষ্য করুন।
প্রথমে Rufus portable  সফটওয়্যার ওপেন করুন,

তারপর স্ক্রীন সর্টের মত করে ডিভাইস এ ক্লিক করে আপনার ইউএসবি ডিভাইস দেখিয়ে দিন।
তার পর,

আপনার ডাউনলোড করা iso  ফাইল টি দেখিয়ে দিন.

তার পর স্টার্ট বাটনে ক্লিক করুন এবং ফাইল বার্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।।

বার্ন হওয়া শেষ হলে হলে ক্লোজ করে দিন। তার পর আপনার পিসিতে পেন ড্রাইভ টি বুত করান।
বুত করার সময় বুত ডিভাইস হিসাবে ইউএসবি সিলেক্ট করুন।। যখন ইউএসবি ডিভাইস সিলেক্ট করবেন তখন ৩ টি অপশন
পাবেন।
*Android -X86 ver Live
*Android -X86 ver Debug
*Android -X86 ver Install
আপনি এই খানে *Android -X86 ver Live সিলেক্ট করবেন . 
তাহলে আপনার কাঙ্ক্ষিত ললিপপ ৫.১ ওপেন হবে।। আর এতে করে আপনার অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হবে না।
ইউএসবি খুলেই আপনি আপনার অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন আবার ইউএসবি লাগিয়ে আপনার কাঙ্ক্ষিত ললিপপ ৫.১ ব্যবহার
করতে পারবেন।

যদি কোথাও বুঝতে সমস্যা হয়,
Facebook

No comments:

Post a Comment