আমরা অনেকে ইন্টারনেট থেকে সহজে আয় করতে চাই আসলে সহজে আয় করার জন্য কোন সহজ উপায় নেই। তাও অনেক খোজ খবর নিয়ে আপনাদের জন্য আজ একটি সহজ আয়ের পথ নিয়ে আসলাম । যারা এই সম্পর্কে জানেন তার কমেন্ট করে জানাবেন । এবং আপনি কত আয় করেছেন তা বলতে বুলবেন না।
আসুন আসল কথায়
- ১. কাজের নাম: বিজ্ঞান প্রকাশ করে আয় (পপ আপনার সাইটে কেউ ভিজিট করলে অটো বিজ্ঞাপন দেখাবে, ক্লিক করতে হবে না।)
- ২. কারা আয় করতে পারবে? : যাদরে ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে তারা ।
- ৩. কত টাকা আয় হবে? : আপনার সাইটে ভিজিটর যতো বেশি আপনার আয়ও তত বেশি।
- ৪. কত টাকা হলে উঠাতে পারব?: ১০ দশ ডলার।
- ৫. কীভাবে উঠাব? : পেপাল, পেইজা ইত্যাদি।
এইবার আসুন কাজ শুরু করি
- ১. প্রথমে এইখানে ক্লিক করে একাউন্ড করুন। একটি ফরম আসবে তা পূরণ করুন।
- ২. এইবার হোম পেজের বাম পাশে দেখবেন Websites নামে একটা অপশন আছে, এইবার এই পেজ add new site (একের অধিক সাইট বসাতে পারবেন।)ক্লিক করে আপনার ওয়েব সাইট বা ব্লগ যোগ করুন। (এপপ্রোপ করতে ২৪ ঘন্টা সময় নিবে)
- ৩. এর পর আপনি কোড লগ অন করে Get Codes এ যাবেন
- ৪. সেখানে যে কোড আছে তা আপনার ওয়েব সাইটে বা ব্লগে HTML অংশে এড এ গেজেট এর মাধ্যমে যোগ করবেন। আর যাদের ওয়াপকা সাইট আছে তারা কোডটি Head auto content এ বসান।
- ৫. কাজ শেষ।
- ৬. আশা করি ১০-১৫ দিনের মধ্যে আপনার একাউন্ডে ১০ বা তার বেশি টাকা জমা হবে, যদি আপনার সাইটের ভিজিটর বেশি থাকে তো,।
- আমি আমার এই সাইট টি তে ব্যবহার করি http://topchotigolpou.blogspot.com/
No comments:
Post a Comment