Thursday, March 28, 2013

কয়েক ঘন্টায় হাজার ভিজিটর নিয়ে আসুন

আসলে আমাদের যাদের ওয়েব সাইট আছে আমরা কম বেশি সবাই ইমেইল নিউজলেটার ব্যবহার করি। সাইটের ভিজিটর বাড়াতে এটার যে কি সুবিধা তা দুই এক লাইনে বুঝিয়ে বলা যাবে না। গত কিছু দিন আগে আমি একটা   প্রিমিয়াম ইমেইল সেন্ডার পেলাম। যাই হোক আমাদের কাজ হবে ইমেইল সেন্ডারে কয়েক লাখ ইমেইল আপলোড করে মেইল করা যাতে খুব আল্প সময়ে ভাল ভিজিটর পাই। কিন্তু কথা হল এতো গুলো ভ্যালিড ইমেইল এড্রেস কই পাব? সমস্যা নেই আমার কাছে  মস্ত বড় একটা  লিস্ট আছে।
************* একটু খেয়াল করুন ******************
# প্রিমিয়াম  ইমেইল সেন্ডারটি ডাউনলোড করুন এখান থেকে  Premium Email Sender 
# ভ্যালিড ইমেইল লিস্ট (৭ লাখ) ডাউনলোড করুন এখান থেকে Email list   
এখন কথা হল আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই ইমেইল গুলো যে ভ্যালিড তার কি গ্যারান্টি আছে।
হুম কথা সেটাই।  এজন্য আমি আপনাকে একটি ইমেইল ভেরিফায়ার সফটওয়ার দিচ্ছি যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কত গুলো ইমেইল ভ্যালিড। আপনার কাজ হবে অল্প অল্প করে ইমেইল ইম্পোরট করে সেখানে চেক করে দেখা কত গুলো ভ্যালিড।
ডাউনলোড করুন Email verifier 

**********সুতরাং ***********
ভ্যালিডিটি চেক করে দেখার পর আপনি ইমেইল গুলো ইমেইল সেন্ডারে ইম্পোরট করে নিজের সাইটের লিংক দিয়ে একটা সুন্দর ইমেইল লিখে সেন্ড করুন।
ব্যাস কাজ হয়ে গেছে।
******কিন্তু কিছু কথা **********
আমি যে ইনফো গুলো শেয়ার করলাম এগুলোকে  আপনি SEO এর একটা পার্ট বলতে পারেন। সমস্যা এক জায়গায় আপনার সাইটে ভাল কন্টেন্ট নেই, আপনি SEO করেই যাচ্ছেন। লাভ নেই ভাল কন্টেন্ট না থাকলে  ভিজিটর নিজেই লজ্জা নিয়ে বের হয়ে যাবে। আর মান সম্মত কন্টেন্ট থাকলে ভিজিটর ঠিকই আপনার সাইটে বারবার আসবে।
******** আরেকটা কথা ***********
আমি যে জিনিসটা শেয়ার করলাম কন্সেপটা  আসলে পুরনো। কিন্তু আমি একটু ভিন্ন আংগিকে দিলাম । চেষ্টা করে দেখুন কাজ হয় কিনা।

কিভাবে ফটোগ্রাফির মাধ্যমে আয় করা যায়?

আসসালামু আলাইকুম, আসাকরি সবাই আল্লাহর রহমাতে ভালো আছেন।
আজ আপনাদের জানাবো কিভাবে ফটোগ্রাফির মাধ্যমে আয় করা যায়।
আমাদের অনেকেই শখের বশে ছবি তুলে থাকি। আমাদের এই শখের বশে তোলা ছবিগুলো থেকেও আমরা আয় করতে পারি। ইন্টারনেটে ছবি বিক্রি করে আমরা ভালো আয় করতে পারি। ইন্টারনেটে দুই ভাবে ছবি থেকে আয় করা যায়।
১। ছবি বিক্রির মাধ্যমে।
২। ছবি শেয়ারের মাধ্যমে।
ছবি বিক্রির মাধ্যমে।
আমরা ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে ছবি বিক্রি করতে পারি। এমন কিছু সাইটের ঠিকানা নিচে দেওয়া হল।
http://adf.ly/GttMN
http://adf.ly/Lnp06
http://adf.ly/Lnp31
http://adf.ly/Lnp5d
http://adf.ly/Lnp7Y
http://adf.ly/LnpA6
আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হন তাহলে আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরী করে সেখান থেকেও ছবি বিক্রি করতে পারেন।
আজ এ খানেই শেষ করি। আবার সময় সু যো গ হলে ছবি শেয়ারের মাধ্যমে কিভাবে আয় করা যায় তা শেয়ার করব।
ধন্যবাদ।

Sunday, March 24, 2013

আয় করুন সাইটের ট্রাফিক থেকে


Traffic-Revenueঅনলাইনে অর্থ উপার্জনের নানা উপায় রয়েছে। তন্মধ্যে রয়েছে ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইকমার্স ইত্যাদি। এগুলির মধ্যে ব্লগিংয়ের ক্ষেত্রে সাইটে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় করা যায় এটি আমরা সকলেই কম বেশি জানি।
তবে আয় করতে হলে সাইটের ভিজিটরদের অবশ্যই ঐ বিজ্ঞাপনগুলিতে ক্লিক করতে হবে। তবে আজ আপনাদের সাথে আমরা এমন একটি পদ্ধতি শেয়ার করব যেখানে আপনি শুধুমাত্র আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করেই আয় করতে পারবেন। সুতরাং ভিজিটর যদি কোন বিজ্ঞাপনে ক্লিক না করে শুধুমাত্র আপনার সাইট ঘুরে যায় তাতেও আপনার আয় চলতে থাকবে। সাইটে ভি্জিটর বা ট্রাফিকের মাধ্যমে আপনাকে আয় করতে হলে আপনাকে নির্দিষ্ট একটি সাইট থেকে বিজ্ঞাপনের কোড সংগ্রহ করতে হবে। এরপর এটি বসাতে হবে আপনার নিজের সাইটে। তো চলুন জেনে নেওয়া যাক আপনি কোন সাইট থেকে বিজ্ঞাপনের কোড সংগ্রহ করবেন্।

1

বিজ্ঞাপন কোড সংগ্রহের সাইট: TrafficRevenue

এ বিজ্ঞাপনগুলি সাইটে প্রদর্শন করে PTP বা Paid-To-Promote সিস্টেমের মাধ্যমে আপনি আয় করতে পারেন। এখানে পেমেন্ট আসবে আপনার সাইটের USA, Canada বা Europe এর ভিজিটরদের সংখ্যার উপর ভিত্তি করে। এসব দেশ থেকে ভিজিটর আসলে আপনার পেমেন্ট রেট হবে অনেক বেশি। উদাহরণস্বরুপ যদি US থেকে 1000 ভিজিটর আপনার সাইটে আসে তাহলে আপনি পাবেন $3.44 অন্যান্য বিজ্ঞাপনের তুলনায় এখানে পেমেন্ট রেট বেশি। তবে  সবচেয়ে বড় সুবিধা হল এখানে আয় করতে হলে আপনার সাইটের ভিজিটরদের বিজ্ঞাপনে ক্লিক করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। বরং আপনার সাইটে ভিজিটর আসলেই আপনার একাউন্টে টাকা জমা হবে। আপনার একাউন্টে ৫ ডলার জমা হলেই আপনি পেমেন্ট তুলতে পারবেন।

পেমেন্ট সিস্টেম

এ সাইটের পেমেন্ট সিস্টেম পেপাল। নাম শুনে আপনার দুশ্চিন্তাগ্রস্থহওয়ার কোন কারণ নেই। এখন অনেকেরই পেপালের ভেরিফাইড একাউন্ট রয়েছে এবং এটির মাধ্যমে টাকাও তুলছেন। আপনি একটু খোজ খবর নিলেই পেপালের ভেরিফাইড একাউন্ট আছে এরকম কারো সন্ধান পেয়ে যাবেন। এরপর আপনার কাজ হবে তার একাউন্টের সাথে আপনার ইমেইল একাউন্ট যোগ করতে অনুরোধ করা। আপনার ইমেইল একাউন্ট যদি তার একাউন্টের সাথে যোগ করে তাহলেই কাজ হয়ে গেল। এরপর ডলার এলে আপনার একাউন্টে এ সংক্রান্ত একটি মেইল আসবে এবং কত ডলার জমা হয়েছে সেটি উল্লেখ থাকবে।


একাউন্ট সেটআপ

TrafficRevenue সাইটে রেজিস্ট্রেশন করা অন্যান্য সব সাইটের মতই। এখানে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, ইমেইল আইডি দিয়ে একাউন্ট খুলতে হবে। আর প্রাথমিকভাবে পেমেন্ট মেথড পেপাল সিলেক্ট করে দিয়ে পরবর্তীতে পেপালের পেমেন্ট আইডি দিলেও চলবে।

বিজ্ঞাপনের কোড বসানো

রেজিস্ট্রেশন কমপ্লিট হলে একাউন্টে লগইন করে Code অপশনে যাবেন এবং সেখানে বিজ্ঞাপনের যে কোড পাবেন সেটি কপি করে এনে আপনার সাইটে পেস্ট করে দিবেন। এখানে যে কোডগুলি পাবেন সেগুলি দেখতে এক রকম। তবে রেটের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে।

নিশ্চিতভাবেই বলা যায় এটি অর্থ উপার্জনের জন্য একটি দারুন উপায়। আপনিও বিজ্ঞাপনের কোডগুলি আপনার সাইটে বসিয়ে আয়ের একটি পথ চালু করতে পারেন। তবে এক্ষেত্রে টার্গেট করতে হবে US, CA এবং Europe এর ভিজিটরদের। কারন এসব দেশের ভিজিটরগনই আপনার একাউন্টের ব্যালেন্স বৃদ্ধি করে তুলতে পারে।

আপনার সাইট প্রমোট করার জন্য বা সাইটে ভিজিটর আনার জন্য আপনি এসইও, এসইএম ইত্যাদি করতে পারেন। এছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার সাইটের নামে ফ্যানপেজ খুলতে পারেন। এতে আপনার সাইটের ভিজিটর বাড়বে সেইসাথে আয়ও বাড়বে।

Saturday, March 23, 2013

Earn 1000tk in a Easy way bY McenT(100% true)

McenT নিয়ে একটা পোস্ট দিছিলাম কিন্তু দুঃখের ব্যপার যে অধিকাংশরাই বিস্বাস করেন নাই।আনন্দের ব্যপার এই যে আমি গত দুই সপ্তাহে ৫০০ করে মোট ১০০০ জিতলাম!
MCENT এর WINNER List এ আমার নাম এখনো আছে( Shohanur Rumel )।এটা জিতার শর্তেই হচ্ছে রেফার করা।এ জন্য যা করতে হবে তা হলো প্রথমে Click Here OR https://fb.mcent.com/ref/MQZ35H/ গিয়ে সাইন আপ করুন।সাইন আপ করতে হলে আপনার মোবাইলে একটি কোড পাঠানো হবে সেটি ওয়েবসাইটে প্রবেশ করান ।সাথে সাথে আপনার একাউন্টে ১০ টাকা জমা হবে . এবার আপনাকে একটি রেফারেল লিঙ্ক দেওয়া হবে যেটি আপনি আপনার ৫০ জন বন্ধুদের সাথে শেয়ার করে মোট 1000 টাকা পেতে পারেন।মনে রাখবেন টাকা টা সাথে সাথেই ACCOUNT এ যোগ হয় না।যেদিন রেজাল্ট ঘোষনা করা হয় সেদিন এটা যোগ হয়।সর্বনিম্ন ক্যশ আউট হচ্ছে ৫০টাকা।ব্যপারটা প্রথম দিকে আমার কাছেও ভুয়াই মনে হচ্ছিল
কিন্তু ১০০০ টাকা FLEXI এর মাধ্যমে পেলাম।বিস্বাস করা না করা আপনার ব্যপার। জলদি করুন।
TotaLL  25People will get differenT amount of recharge.today is the last date so be quick!!result will be published 1am
For Contact Call Me 01831-348054

Facebook Page

Craigslist এর PVA এবং IP এর দারদাম সম্পর্কে

প্রথমে আমার সালাম নিবেন। আশা করি সবাই ভাল আছেন। আমরা যারা cl এর কাজ করি। আমরা অনেকেই জানি না যে PVA and Ip এর দাম। তাই আজকে এর দর দাম তুলে ধরা হল।
প্রথমে ip এর দাম তুলে ধরলাম।
Ip একটা আছে ১৪ থেকে ১৫ দিন life time তার দাম হল $35 এবং এটা থেকে প্রতিদিন ২০ টা করে Ip use করা যাবে।
Ip একটা আছে এটাও ১৪ থেকে ১৫ দিন life time তার দাম হল $৬০ এবং প্রতিদিন ৬০ টা করে Ip use করা যাবে।
Ip একটা আছে ১ মাস life time তার দাম হল $৭৫ এবং এটা থেকে ২০০০ টা Ip use করা যাবে।
এবার আসা জাক PVA এর দাম।
PVA একটা আছে ১৪ থেকে ১৫ দিন life time তার দাম হল $২
PVA একটা আছে ১ মাস life time তার দাম হল $৬.৫
আর কোন question থাকলে PVA এবং IP এর দারদাম সমপরকে
এবং Craigslist এর কাজ সমপরকে তাহলে
Contract with me

পেনড্রাইভে পাসওয়ার্ড দিন যেন আপনার পেনড্রাইভ অন্য কেউ ব্যবহার করতে না পারে।

পেনড্রাইভ বা মেমোরি কার্ডে অনেক জরুরি ও গোপন ফাইল থাকে। পেনড্রাউভটি অন্য কেউ ব্যবহার করতে গিয়ে এসব জরুরি বা গোপন ফাইলের ক্ষতি করতে পারে। এতে পাসওয়ার্ড ব্যবহার করে এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পেনড্রাইভে পাসওয়ার্ড ব্যবহারের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তাই অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করতে হয়। এমন সফটওয়্যারের অধিকাংশই টাকা দিয়ে কিনতে হয়। তবে 'ইউএসবি সিকিউর' সফটওয়্যারটি মেমোরি কার্ড এবং পেনড্রাইভের পাসওয়ার্ড দিতে বিনা মূল্যে ব্যবহার করা যায়। সফটওয়্যারটি ব্যবহার করলে পাসওয়ার্ড ছাড়া পেনড্রাইভ বা মেমোরি কার্ডে থাকা তথ্যগুলো দেখা বা ব্যবহার করা যাবে না। এই লিংক থেকে : ক্লিক করুন
কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করুন। এবার ড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড করার জন্য প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে কম্পিউটারে সংযুক্ত করুন। এবার ড্রাইভটি Open করে Set Password এবং Confirm Password ঘরে নিজস্ব পাসওয়ার্ড লিখুন। এতে পেনড্রাইভটি পাসওয়ার্ড প্রটেক্টেড হয়ে যাবে। পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে নতুবা ড্রাইভটির সব তথ্যই হারিয়ে যাবে।
ফেইসবুকে নিয়মিত সাথে থাকতে এখানে ক্লিক করুন

আপনার সাইট বা যে কুন কিছুর জন্য এ্যাড দিন ফ্রিতে

আচ্ছা যাই হক কাজের কথায় আসি।এডভেডাইস এমন একটা জিনিস যা আপার পন্য বা সাইটের তাড়াতাড়ি জনপ্রিয় করে তুলে
আপনি যত এড দিবেন তত আপনার জিনিসটা জনপ্রিয় হবে।যাই হক আমি শিরনামেই বলছি যে ফ্রিতে এড দেয়ার কথা।এখন আবার এড দেয়ার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ওয়েব ফেইজ গুলা।আমি আপনাদের এমন একটা সাইটের bdsolved.tkকথা বলব যেখানে আপনার সাইটের বা পন্যর এড দিতে পারেন সম্পুন্ন ফ্রিতে।আপনাদের এড গুলু এই সাইটে প্রচার করা হবে।যার জন্য আপানাদের কুন মুল্য দিতে হবেনা।কেউ আবার এটাকে নেগেটিভ দৃষ্টিতে নিবেন না।এটা শুধু মাএ দেয়া হচ্ছে যে সাইটের কিছু অংশ খালি আছে যেখানে আপনাদের এড গুলা পরজায় ক্রমে প্রচার করা হবে।আর যে কথাটি সাইটি আলেক্সাতে বাংলাদেশ র‍্যাংকিং নিছে পিকচার আকারে দেয়া হল।

বি দ্র:কেউ অসংযত কমেন্টস করবেননা এটা শুধু আমি এটা সাইটের জায়গা খালি থাকার কারনে দিয়েছি যারা ইচ্ছুক তারা তাদের এড এর কেআড গুলি কমেন্টস বক্সে দিবেন আমি ওখান থেকে নিয়ে আপনাদের এড গুলি প্রচার করব সাইটের বাম পাশের খালি জায়গায়।আপনাদের সুবিধার জন্য আপনার সাইট ও দেখে আসতে পারেন bdsolve

Wednesday, March 20, 2013

নিয়ে নিন ৫০০টি সোশাল বুকমার্কিং সাইট লিস্ট। এস.ই.ও এক্সপার্টরা সবায় নিয়ে নিন ।

লিঙ্ক বিল্ডিং করতে আমরা কতো কিছুই না করে থাকি । টাকা পইসা খরচ করতেও রাজি থাকি । আমি এর আগেও আপনাদের কিছু বুকমার্ক সাইট লিস্ট দিয়ে ছিলাম । আজ আবার কিছু এনে দিলাম । যারা গুগলে সার্চ করে খুজতে খুজতে বিরক্ত হয়ে উঠেছেন তারা আমার কালেকশন করা লিঙ্ক গুলো ব্যাবহার করতে পারেন ।
প্রথম কিছু সাইট এর পেজ রেঙ্ক দিয়ে দিয়ালাম । পরের গুলো আর দিলাম নাহ । কাজ করার সময় কষ্ট করে বসিয়ে নিয়েন। এই সব লিস্ট আমার নিজ হাতে কালেক্ট করা আর সব গুলো তেই আমি আমার ব্লগ বুকমার্ক করেছি। টাই ফেক চিন্তা নায় । সব গুলর পেজ রেঙ্ক ভালো ।যারা নিজের ওয়েব সাইট এর রেঙ্কিং করতে চান সুধু তাদের জন্য আমার এর আর্টিকেল ।
৫০০টি  সোশাল বুকমার্কিং সাইট লিস্ট ডাউনলোড করুন এখান থেকে সরাসরি

ডাউনলোড করুন Avast Antivirus 8 Free Edition

কম্পিউটার কে ভাইরাস মুক্ত রাখার জন্য মোটামুটি মানের একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করা দরকার । অনেকেই বলেন অ্যান্টিভাইরাস ব্যবহার করলে পিসি স্লো হয়ে যায় । সেটা কিছুটা ঠিক । তবে টা নির্ভর করে কী অ্যান্টিভাইরাস ব্যবহার করছেন তার উপর । যেমন নরটন বেশ ভারী একটা সফ্টওয়্যার । এটা লো configuration এর পিসি স্লো করবে । আমি নিজে MSE ব্যবহার করি । কিছুদিন আগে avast চালাইছিলাম । স্টার্ট হতে বেশ সময় লাগতো । পরে আবার MSE তে ফেরত আসছি । এই Avast Free Edition । কিন্তু কাজ বেশ ভাল করে । ফ্রী গুলোর ভেতর এটাই সবচেয়ে ভাল । আর যদি সন্তুষ্ট না হন । তবে দয়া করে টাকা দিয়ে কিনে অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন । আমাদের আবার চোর হিসেবে একটু খ্যাতি আছে । অভ্যাস তো আর কি ............

তবে যেখানে Possible সেখানে ফ্রী টা ব্যবহার করা ভালো ।
তুলনামূলক চিত্র দেখুন :

ডাউনলোড লিঙ্ক

Download Avast! Free Antivirus:


AVG Internet Security 2013 With 6 months (180 days) Trial ডাউনলোড [[এটার সিরিয়াল Key লাগবে না ]]




আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের নরমাল এন্টিভাইরাস সেরকম সাপোর্ট দিতে পারে না । তাই সবাই চায় একটু ভাল ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করে তার পিসি কে ভাইরাস এবং মেলওয়ার থেকে সুরক্ষিত থাকতে । এই দিক থেকে Avg internet security মোটামুটিভাবে জনপ্রিয় । এর এখন Avg internet security 2013 বের হয়েছে । যার ডাউনলোড লিংক পাওয়া যায় খুব সহজেই কিন্তু সিরিয়ালগুলো পেতেই ঝামেলায় পড়তে হয় ।

AVG Internet Security 2013 With 6 months (180 days) trial (32-bit):

Download From Here

 AVG Internet Security 2013 With 6 months (180 days) trial (64-bit):

Download From Here

$49.95 ডলারের Folder Locker Software ডাউনলোড করুন একদম ফ্রি।

আপনারা অনেকেই গুরুত্বপূর্ণ ফাইল / ফোল্ডার লক করার জন্য বিভিন্ন Folder lock software ব্যাবহার করেন ।তাই আজ আমি আপনাদের সাথে এটি ”ফোল্ডার লক” সফটওয়্যার শেয়ার করব। এটি  ফাইল নিরাপত্তার জন্য একটি অত্যন্ত শক্তিশালী সিকিউরিটি সফটওয়্যার ।  এটির প্রাইজ $49.95 ডলার হলেও আমি আপনাদের দিচ্ছি এক দম ফী। মানে লাইসেন্স কী সহ। এই ফোল্ডার লক  দিয়ে  আপনারা  USB ফ্ল্যাশ ড্রাইভ, ডিস্ক CD-RWs, নোটবুক,হার্ড ডিস্ক এবং আপনার ফাইল রক্ষা করতে পারবেন। তাহলে আপনার ফাইল আর কেউ খুজেই পাবে না। কিন্তু এই সফটওয়্যার uninstall করলে ফাইল আর আনলক করা যাবে না।

Features:

  • Encrypt Files
  • Make Wallets
  • Protect USB / CD
  • Password Security
  • Auto Protection
  • Hack Security
  • Shred Files
  • Lock Files
  • Backup Online
ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।

Saturday, March 9, 2013

নিয়ে নিন ফ্রী তে ২০১৩ লেটেস্ট Nimbuzz Messenger

কেমন আছেন সবাই আসা করি ভালো আছেন?  আমি ও অনেক ভালো আছি ।





নিয়ে নিন
নিমবাজ ২০১৩ এর নতুন ভার্সন । যারা হইত ব্যাবহার করছেন ।তারা খুব তাড়াতাড়ি ডাউনলোড় করে নিবেন আশা করি
আর যারা এখন ও ব্যাবহার করেন নাই। তারা খুব জলদি ডাউনলোড় করে নিন । কারণ এই মেসেঞ্জার এর মধ্যমে আপনি
Yahoo, ICQ, AIM, Google Talk, Facebook, MySpace এক সাথে কন্নেকট করা যায়।

পিসির জন্য Nimbuzz দেয় বিনামূল্যে এবং কম খরচে কল আপনি, বিনামূল্যে ইনস্ট্যান্ট মেসেজিং এবং এক জায়গায় সব 
আপনার বন্ধুদের রাখে
একযোগে সমস্ত বন্ধুদের সাথে সংযোগ করুন\
সব জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং এবং সামাজিক নেটওয়ার্ক জুড়ে আপনার বন্ধু এবং IM একটি বাস্তব চ্যাট আছে রিয়েল টাইমে, 
বিনামূল্যে জন্য,!
সঙ্গে এক নিরাপদ লগ ইন উইন্ডোজ লাইভ মেসেঞ্জার (এমএসএন), ইয়াহু, আইসিকিউ, এইম, গুগল টক, ফেসবুক, 

মাই স্পেস, গাদু গাদু, Hyves এবং আরো অনেক অ্যাক্সেস করতে পারেন. প্লাস, আপনি আপনার সমস্ত Nimbuzz ফোনবুক 
একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মজুত নাম
বিনামূল্যে আপনার বন্ধুদের কল করুন
Nimbuzz বিনামূল্যে কোনো ব্যাপার আপনার বন্ধুদের যেখানে তারা এবং অপরাজেয় অডিও গুণমান এবং আরাম-এর ব্যবহার, 
সর্বশেষ রাষ্ট্র অফ আর্ট অডিও ইঞ্জিন দ্বারা চালিত ভোগ কল ব্যবহার করুন.
কম খরচে NimbuzzOut সঙ্গে আন্তর্জাতিক কল
NimbuzzOut ক্রেডিট কিনুন এবং কম খরচে আন্তর্জাতিকে থেকে আপনার পিসি landlines এবং মোবাইল ফোনের মধ্যে
বিশ্বের কোথাও সরাসরি কল করতে পারবেন
ডাউনলোড়  করতে এখানে ক্লিক করুন

কোন ভূল ত্রুটি হলে প্লীজ ক্ষমা করে দেবেন।

রেজিস্টার করুন IDM একদম সর্বশেষ ভার্সন আপনার নিজের নামেই!

আপনাদের জন্য একটি সফটওয়্যার নিয়ে এলাম যা দিয়ে আপনার প্রিয় IDM টি কে ফূল ভার্সন করে ফেলতে পারবেন মাত্র কয়েক ক্লিক এ।  IDM Patch টি ডাওনলোড করে নিন এখান থেকে >>IDM Patch<<
ডাওনলোড হয়ে গেলে IDM এর সর্ব শেষ ভার্সন টি ইন্সটল করে নিন এখান থেকে >>Try Internet Download Manager for Free<<
  • IDM Patch টি এক্সট্রাক্ট করলে  Patch নামক একটা ফাইল দেখতে পাবেন, এটা কপি করুন এবং ইন্সটলেড ফাইল খুলুন ।  সাধারণত C Drive এ ইন্সটল করা হয়, যদিনা আপনি অন্য Drive e ইন্সটল দিয়ে থাকেন।
  • সেটআপ ফোল্ডার এ পেস্ট করুন। Patch ফাইল্টি ওপেন করুন। এবার আপনার প্রথম নাম ও শেষ নাম চাইবে, নিশ্চিন্তে দিয়ে দিন। এর পর দেখেন কি মজা!
না বুঝলে কমেন্ট এ প্রশ্ন করুন, উত্তর দিতে চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে

$199.90 USD মূল্যের সফ্ট আপনার জন্য ফ্রি, না নিলে পরে পস্তাইবেন…

এই সফ্টরটি নিয়ে যদি কোন টিউন হয়ে থাকে তবে আমি দুঃখিত, তবে আমি টেকটিউনস-এ খোজ করে পাইনি।
সফ্টরটির নাম USB Safely Remove, নাম শুনেয় বুঝতে পারছেন কি কাজ এই সফ্টরটির, হ্যা আপনি যে টা মানে করছেন সেইটাই।



আপনাকে যে টি করতে হবে প্রথমে সফ্টরটি ডাউনলোড করে ওপেন করেন এবং সেটাপ দিয়ে প্যাচ ফাইলটি পেষ্ট করেলেই হবে।





আপনার কাজ শেষ, আপনি সহজে ব্যবহার করতে পারবেন এবং পেন ড্রাইভ দেখে রিমুভ করতে পারবেন।
.......................................................................................... বেশি কিছু লিখলাম না.
" এটা আমার ১ম পোষ্ট তাই ভূল হতে পারে তাই, ক্ষমা করে দিয়েন, কেও যদি এই সফ্টরটি  পোস্ট করে থাকে তাহলে তাহার কাছে,Sorry."
আমি খুব একটা লিখতে পারিনা , সে হেতু অনেক কষ্ট হয়েছে, আসলে আমি বুঝতে পারছি এখানে যাহারা পোষ্ট করে তাদের কিরকম কষ্টহয়, আমি কি নেওফঅ সুধুমাত্র নেওয়ার জন্য টেকটিউনসে জোগদিয়েছি? এই ভেবে পোষ্ট করলাম হইত ভালো হবেনা, Comment Please!

মোবাইলের জন্য দুটি নিত্য প্রয়োজনীয় এ্যাপলিকেশন

আগেই বলে রাখি এই এ্যাপলিকেশনগুলো নিয়ে যদি টিউন হয়ে থাকে তাহলে এর জন্য ক্ষমাপ্রার্থী । যে এ্যাপলিকেশনগুলো আপনাদের উপহার দিচ্ছি সেগুলো জাভা সাপোর্টেট । প্রথমে যে এ্যাপলিকেশনটির কথা বলব সেটি হল Bangla calender । কোন কোন সময় দেখা যায় বাংলা তারিখের প্রয়োজন পরে । তাই এ বাংলা ক্যালেন্ডারটি নিয়ে এলাম । এটির সাহায্যে আপনি বাংলা সনের তারিখ সহজেই জানতে পারবেন এবং পূর্বের ইংরেজি তারিখসহ জানতে পারবেন । ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন ।
আমাদের অনেক সময় বয়স নির্ণয় করতে হয় । দেখা যায়, অনেকে হয়ত বয়স নির্ণয় করতে হিমসিম খেতে হয় । মোবাইলে Age calculator থাকলে সহজেই বয়স নির্ণয় করতে পারবেন । এতে কোন খাতা-কলম লাগবেনা । ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন । এ্যাপলিকেশনগুলো খুবই ছোট । তাই আপনার মোবাইলে সংগ্রহে রাখতে পারেন । যে কোন সময় কাজে লাগতে পারে । ধন্যবাদ

দারুন মজার একটি গাড়ি রেসিং + ফাইটিং গেইমের রিভিউ ও ডাউনলোড লিংক – PC এর জন্য

অনেকেই আছেন রেসিং গেইম এর মহাভক্ত।  তাদের জন্য নিয়ে এলাম Deadly Race, একইসাথে রেসিং ও শুটিং ২ গেমের স্বাদ পাবেন এক গেমে।
যদিও গেমটি খুব বড় নয় তারপরো তুলনামূলক ভাবে অসাধারন লোকেশন আর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে গেইমটিতে।
সাইজ নিয়ে ভাবছেন? ভাবার কিছু নেই গেইমটি মাত্র ৪৩ মেগাবাইট।
গেইমটিতে অনেক গুলা লেভেল আছে।
প্রতিটি রেস সফল ভাবে শেষ করলে যে পয়েন্ট/ টাকা পাবেন তা দিয়ে বিভিন্ন মডেলের ভালো ভালো অস্ত্রসহ গাড়ি কিনতে পারবেন।
রেসের পাশাপাশি আপনার প্রতিদ্বন্দিকে অস্ত্র দিয়ে ঘায়েল করুন।
প্রতিটি গাড়ির সাথে আছে বিল্ট ইন হেলিকপ্টার গানশিপ।
গেইম টি খেলে আমি অনেক মজা পেলাম। আশা করি আপনারাও মজা পাবেন।
নিচে Screenshot গুলো দেখে নিন।



Download করে গেইম টি উপভোগ করুন।
Download Link ( Media Fire)
PC থেকে ডাউনলোড করবেন।
মিডীয়া ফায়ারের দোষ হল কপি রাইট ফাইলে রিমুভ করে দেয়।
ডাউনলোড লিংক কাজ না করলে জানাবেন।

Android এর জন্য সেরা গেম ডাউনলোড করে নিন এখনি,সাথে থাকছে আরও অনেক কিছু

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই।
আশা করি ভালই আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
যে ভাইয়েরা Android মোবাইল ব্যাবহার করেন আমার জানামতে তারা বেশিরভাগই গেম পাগল হয়ে থাকেন।
কেনই বা হবেন না Android মোবাইল এ গেম খেলার যে মজা তা কি আর অন্য কোথাও পাওয়া জায় নাকি।
গেম পাগল হলে কি হবে পছন্দের গেম তো খুজে বের করতে হবে।জখন পছন্দের গেমটি খেলতে ইচ্ছা করে তখন
যদি গেমটি ডাউনলোড করার মত ভালো কোনো সাইট খুজে না পাই,গেমটি ডাউনলোড করতে না পারি মনটা
খারাপ হয়ে জায়।আর বেশি প্যাচাল না পারি কাজের কথায় আসি।
আমি আপনাদের জন্য Android গেম এর একটি সাইটের ঠিকানা দিচ্ছি।আশা করি এখানে আপনা্রা জে গেমগুলো পাবেন আপনাদের পছন্দ হবে।আর এখান থেকে ডাউনলোড করতে কোন সমস্যা হবে না। এখানে যে গেমগুলো পাবেন Total Recall, Temple Run: Oz, GUN BROS 2, Rage of the Gladiator, Subway Surfers, Ducati Challenge,God of Blade্‌,Enemy Strike্‌, Asphalt 7: Heat, Reckless Moto, ZENONIA 5, Gun Club 2, Funky Hoops, Hotel Story, Crash Drive 3D - Offroad race
এই সাইটে গেম ছাড়াও অনেক কিছুই পাবেন।
ডাউনলোড এড্র্যেস নিচে দেয়া হল
http://adfoc.us/10793421522402
ভালো লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।
পারলে পেইজটাতে like দিয়েন
Like Here

বাংলা একাডেমী Engish To Bangla And Bangla To English (দুটো একসাথে ) ডিকশনারী ডাউনলোড

* সবার জন্য নিয়ে এলাম  বাংলা একাডেমী ইংলিশ টু বাংলা ডিকশনারী ।Engish To Bangla And Bangla To English (দুটো একসাথে )
বাংলা একাডেমী ইংলিশ টু বাংলা ডিকশনারী সবচেয়ে ভাল ইংলিশ টু বাংলা ডিকশনারী । এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় ।
এটা ইন্টারনেটে খুজে পাওয়া কষ্টকর । আমি আপনাদের এর ডাউনলোড লিংক দিলাম ।
*  ডাউনলোড করুন এখান থেকে : http://adfoc.us/10793421521859
আজ এ পর্যন্তই । সবাই ভালো থাকবেন ।
খোদা হাফেজ ।

আমার ব্লগ: ডিজিটাল ওয়াল্ড আইটি ।

***Norton Antivirus 2013 – For 60 Days [With Built-In Subscription] – Download From Here ।


***বাংলাদেশ থেকে ইউটিউব-এ ঢুকার উপায় Tutorial

: এইখানে ক্লিক করুন  ।


**Free Movie, Audio song, Video song, Pdf Book Download: Download From Here ।

কানে শুধু এয়ারফোন নয় ক্যামেরাও ব্যবহার করুন!


looxie বাজারে এই প্রথম নিয়ে এলো কানে বহনের সুবিধা নিয়ে ওয়েব ক্যাম। এটি দেখতে অনেকটা ব্লু-টুথ হেডফোন এর মত।

এটির বৈশিষ্ট্য হলোঃ এটি খুব সহজেই বহন করা যাবে। আপনি যা দেখবেন এটি তাই স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার করবে। এই ক্যামেরাটি আপনি আপনার আইফোন অথবা এ্যাড্রোয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। আপনি এর মাধ্যমে ৩০ সেকেন্ডের যে কোন ভিডিও আপনি কোন প্রিয় সাইট অথবা ইউটিউবে আপলোড করতে পারবেন। ক্যামেরা কোন ব্যাগ বহন করতে হবে, বা পাহাড়ে চড়তে কোন বাধায় পড়তে হবে না। আপনি যেখানে খুশি দেখতে থাকুন, ক্যামেরাও সেগুলো দেখবে এবং ক্যাপচার করবে। কি দারুন তাই না? মডেল looxie LX2, দাম মাত্র ১৪১ ডলার।

বাড়িয়ে নিন আপনার ল্যাপটপের সাউন্ড-100% সত্য………

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি
আজ আমি আপনাদের সাথে খুব ছোট একটা টিপস্ শেয়ার করব। কিভাবে আপনার ল্যাপটপের সাউন্ড বাড়াবেন।
যারা উইন্ডোজ 7 ব্যাবহার করেন তারা কোন সফটওয়্যার ছায়াই ল্যাপটপের সাউন্ড 200% বাড়িয়ে নিতে পারেন । তবে VLC পেয়ারে বাজালে নাও হতে পারে ।কারন VLC তে এমনিতে 200% দেয়া থাকে ।
সাউন্ড বাড়াতে নিচের ধাপ গুলো অনুসরন করেন ।
1)     প্রথমে আপনার ভলিয়ম বা স্পিকার আইকন এর উপর রাইট বাটন ক্লিক করুন ।
2)    এবার Playback Devices- এর উপর ক্লিক করুন ।
3)    এখন Speakers এর উপর ডাবল ক্লিক করুন ।
4)    এর পর Enhancement ট্যাবের উপর ক্লিক করুন ।
5)    এবার Loudness Equalization এর খালি বক্সে টিক চিহ্ন দিন ।
6)    এবার Apply > Ok দিয়ে বেরিয়ে আসুন ।
এখন থেকে আপনি ল্যাপটপের সাউন্ড উপভোগ করতে থাকুন ।
অ-সুবিধা হলে জানাবেন।

UNLIMITED FREE DOWNLOAD WITH 2in1 PROXY FOR OPERA UC BY GP

আসসালামুয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা
আজকে আমি আপনাদের জন্য আরও একটা নিউ LETEST 2in1প্রক্সি দিবো। এই প্রক্সি টার সেটিং খুব সোজা,আপনি নিচের লিঙ্ক থেকে UC BROWSER OR OPERA MINI টা download দিয়ে টার পর prov config file টি আপনার ফোনে Confguration করে নেট ব্যাবহার করতে পারবেন, এই প্রক্সি ও UC BROWSER OPERA দিয়ে UNLIMITED RESUME MODE এ Donwlaod করতে পারবেন। এই প্রক্সি টার স্পীড জোস। RESUME SUPPORTED তাই আপনার ইচ্ছা মত যেকোনো সময় যেকোনো বড় ফাইল খুব সহজে ডাউনলোড দিতে পারবেন। আরও বিস্তারিত জানতে ও ডাউনলোড করতে এখনি নিচের লিঙ্ক ক্লিক দিন।
http://adfoc.us/10793421520954
http://adfoc.us/10793421521158
ভাল থাকবেন ধন্যবাদ।
আমার কাছে আরও uc browser এর জন্য অনেক ফ্রী নেট প্রক্সি আছে, আপনারা আমার সাইট টি নিয়মিত ভিসিত করেন তাহলে পাবেন। আপনারা এই সাইট এ যেকোনো TIPS AND TRICKS পোস্ট করতে পারেন।

Google Adsence পাচ্ছেন না? এর বিকল্পতে চেষ্টা করুন।

আপনারা যারা অনেক চেষ্টা করার পরেও আপনার ব্লগ/ওয়েবসাইট এর জন্য Google Adsence থেকে এড পাচ্ছেন না তারা  এখানে চেষ্টা করে দেখতে পারেন।
এটি ১০০% বিশ্বাসযোগ্য সাইট। আমি নিজে পেমেন্ট পেয়েছি।
এর Popup, Layer এবং Full page এড এর জন্য এডে ক্লিক অনেক বেশি পরে। আর আপনি রেফেরাল লিঙ্ক এর মাধ্যমেও কিছু আয় করতে পারবেন। আর এর সবচেয়ে বড় সুবিধা হল মাত্র $1 হলেই আপনি Payza, PayPal, Reserve অথবা Bank wire এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তবে $10 এর নিচে পেমেন্ট নিলে ওরা $ 0.5 কেটে নিবে।

আবার বলছি যেভাবে আয় করা  এখানে থেকে  ।
>>  এটা একটি অ্যাড প্রভাইডার সাইট এখান থেকে আপনার সাইট এ অ্যাড লাগিয়ে আপনি টাকা আয় করতে পারেন । রেট একটু কম, তবে যদি আপনারে সাইট এ ভিজিটর বেশি থাকে তবে আপনি প্রিমিয়ার পাবলিসার (সাইট ভিজিটর বেশি হলে বা পেজ ভিউ বেশি হলে ওড়াই আপনাকে প্রিমিয়ার ইউজার করে নেবে) হয়ে ভালোই ইনকাম করতে পারেন ।
অ্যাড ট্যাগ
POPUP Ad Tag
LAYER Ad Tag
REDIRECT Ad Tag
PREPOP Ad Tag
FULLPAGE Ad Tag
এটা পেজ ভিউতে পে করে এবং ক্লিকে
এ্যাডাল্ট সাইট সাপোর্ট করে
সপ্তাহ শেষে ১ ডলার হলেই আপনি

ব্লগারদের জন্য সবচেয়ে ভাল ৫ টি অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক

SiteLikeGoogleAdsense
কি খবর বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন । আজ একটু আয়-রোজগার নিয়ে কথা বলতে চাই । আমরা কম-বেশি সবাই আয় করতে চাই তাই না ? ব্লগ থেকে আয় করা যায় তা আমরা কম-বেশি সবাই জানি । তাই যাদের ব্লগ আছে তারা তাদের ব্লগ থেকে কিছু আয় করতে চায় । আপনি একজন অ্যাড পাবলিশার হয়ে আপনার ব্লগথেকে আয় করতে পরেন কিছু অর্থ । এ জন্য প্রথম দরকার একটি অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক । তাই নিচে এরকম টপ ৫টি অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক দেয়া হলঃ
১ । Google Adsense : Google Adsense হল সবচেয়ে ভাল অ্যাড পাবলিশিং নেটওয়ার্ক প্রত্যেক ব্লগারের মতে । অনেক ব্লগার মিলিয়ন ডলারস আয় করে এই Adsense দিয়ে । অ্যাডসেন্স অন্যান্ন সকল পাবলিশিং নেটওয়ার্ক থেকে বেশি পরিমাণ অর্থ প্রদান করে । আপনি ৬৮% রেভেনিউ পাবেন অ্যাডসেন্স থেকে যদি আপনি তাদের সাথে চিটিং না করেন নিজের অ্যাডে নিজে ক্লিক করে বা বন্ধুদের ক্লিক করতে বলেন Social sites এ কারন অ্যাডসেন্স আপনার সকল কর্মকান্ড ট্র্যাক করে । এটা সবচেয়ে ভাল অ্যাডভারটাইজিং ওয়েবসাইট ।
২ । Infolinks : Infolinks পাবলিশারদের intext ads এবং রিলেটেড ট্যাগস , ট্যাগ ক্লাউডস প্রদান করে যা আপনাকে বেশি পরিমানে আয় করার সুবিধা দিবে । Infolinks তাদের পাবলিশারদের ৭০% রেভেনিউ শেয়ার করে । আপনি এখানে খুব সহজেই এপ্রুভ হবেন কিন্তু এখানে এপ্লাই করার পূর্বে তাদের Requirements পড়ে নিবেন ।
৩ । Buy Sell Ads : অন্যান্ন ওয়েবসাইট থেকে Buysellads টা একটু ভিন্ন । এখানে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড স্পেস বিক্রি করতে পারবেন এবং আপনার ইচ্ছা মত দাম ঠিক করে দিতে পারবেন । আপনি আপনার সাইট এ অ্যাডসেন্স এর পাশাপাশি এটা ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনার সাইট এ ভাল ট্রাফিক থাকে । আপনার সাইট ভাল ট্রাফিক থাকলে আপনি এপ্রুভ হবেন । ভাল ট্রাফিক না থাকলে অন্যটা ব্যবহার করতে পারেন ।
৪ । Contextweb : Contextweb-ও একটা ভাল অপশন ব্লগারের জন্য যদি আপনার অ্যাডসেন্স একাউন্ট না থাকে আর যদি থাকে তাহলে অ্যাডসেন্সই ব্যবহার করুন । কনটেক্সটওয়েব হাই-কোয়ালিটির এবং কুল অ্যাড প্রদান করে ।
৫ । Bidvertiser : এটাও একটা ভাল অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক যদি আপনার অ্যাডসেন্স বন্ধ বা একসেপ্ট না হয় । বিডভারটাইজার আপনার ব্লগে কুল অ্যাড প্রকাশ করবে কিন্তু একটা সমস্যা হল এরা কম রেভেনিউ প্রদান করে ।
তো আজ এপর্যন্তই । এখান থেকে যেটা আপনার ভাল লাগে আপনার ব্লগে বা ওয়েব সাইটে ব্যবহার করতে পারেন । সবাই ভাল থাকবেন । হ্যাপি আর্নিং ।