Saturday, October 26, 2013

আর্টিকেল লেখার বিবেচ্য বিষয়

মাইক্রোওয়ারকার্স এ ৫০ ওয়ার্ড এর একটি আর্টিকেল  লিখে ৫০-৭৫ সেন্ট উপার্জন করা যেতে পারে তাও আবার মাত্র কয়েক মিনিটে। তবে আর্টিকেল লেখার কিছু টেকনিক যদি আপনার জানা থাকে তবেই কাজটি সঠিকভাবে এবং সহজে করা যেতে পারে। প্রতিটি মূহূর্তে আমি এই টেকনিকগুলো অনুসরন করে থাকি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে মাইক্রোওয়ারকার্স এ কাজটি করে উপার্জনের জন্য আপনার নূন্যতম একটি PR-1 যুক্ত সাইট থাকতে হবে। এবার বলছি কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে:
  1. প্রথমে তাদের দেয়া সাইটের লিংকে প্রবেশ করে পুরো সাইটটিকে পর্যালচনা করতে হবে।
  2. আর্টিকেল এর বিষয় সম্পর্কে অতিরিক্ত জানার জন্য গুগলে সার্চ করতে হবে।
  3. এই দুটি মাধ্যম থেকে কমপক্ষে ১০০ ওয়ার্ড সংগ্রহ করতে হবে।
  4. এবার আর্টিকেলকে ইউনিক করতে ১০০ ওয়ার্ড থেকে কিছু বিষয়কে বাদ এবং নতুন কিছু অংশ যুক্ত করতে হবে। তবে অবশ্যই গ্রামার এবং শব্দের বানানের প্রতি লক্ষ্য রাখতে হবে।
  5. বায়ারের দেয়া কী ওয়ার্ড এর উপরে নির্ধারিত লিঙ্ক  আর্টিকেল এর মধ্যে ব্যবহার করতে হবে।
  6. এম এস ওয়ার্ড এর Tools—Word count অপশন থেকে দেখে নিন মোট শব্দের পরিমান।
  7. ৫০ ওয়ার্ড কিংবা তার অধিক কিছু ওয়ার্ড হলে আর্টিকেলটি ইউনিক এবং সম্পূর্ন হয়েছে বলে ধরে নিবেন।

সবশেষে এই আর্টিকেলকে আপনার নিজেস্ব সাইটে পেষ্ট করুন এবং যে স্থান থেকে আর্টিকেলটি দেখা যাবে সেই লিঙ্কটি বায়ার এর উদ্দেশ্যে পাঠিয়ে দিন।

No comments:

Post a Comment