আমরা যারা ব্লগিং করি বা ফ্রিল্যান্সিং করি তারা সবাই জানি ওয়েবসাইট প্রমোটের জন্য কীওয়ার্ডভিত্তিক ব্যাকলিংক কতটা জরুরী। আর এ ব্যাকলিংক যদি ভাল পেজ র্যাংক সমৃদ্ধ ওয়েবসাইটে করা যায় তাহলে তো সোনায় সোহাগা। দিনকয়েক আগে ব্যাকলিংকের তৈরীর জন্য খুবই ফলপ্রসু একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে পারলাম। তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আমরা এ সার্চ ইঞ্জিনে যদি আমরা বিষয়ভিত্তিক যেমন; .edu blog এর জন্য সার্চ দেই তাহলে এটি গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে অসংখ্য SEO সম্পর্কিত .edu ব্লগ সার্চ রেজাল্টে প্রদর্শন করবে।
যেগুলি থেকে আপনি প্রচুর পরিমান ব্যাকলিংক তৈরী করতে পারবেন। অথবা, আপনি চাইলেন বিশেষ কোন নিস বা কিওয়ার্ড, যেমন-মোবাইল রিলেটেড সাইটে ব্যাকলিংক দিবেন, উক্ত কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন কাঙ্খিত রেজাল্ট। তো বন্ধুগণ এবার কোন কথা হবেনা, শুধু ব্যাকলিংক হবে…..।
No comments:
Post a Comment