সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। হয়তো ভালো লিখতে পারব না আজকে, তবুও লিখছি।
আজকে আমি একটি নতুন (আসলে পুরাতন ই বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য নতুন) ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে বলব। মার্কেটপ্লেসটির নাম “পিপল পার আওয়ার”। এটা অনেকটা ফিভার এর মত, কিন্তু এখানে সকল কাজে ফিভারের মত ৫ ডলার পাওয়া যায় না। এখানে আপনি অন্যান্য মার্কেটপ্লেস থেকে বেশি রেট পাবেন। বর্তমানে এটি বিশ্বে বহুল প্রচারিত একটি মার্কেটপ্লেস।
Global Alexa Rank: 2,842
পিপল পার আওয়ার এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা জেনিস থারাসেভোলো তার এ মার্টেকপ্লেস সম্পর্কে বলেন, আমি মনে করি দক্ষ ও প্রফেসনাল ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি চমৎকার মার্কেটপ্লেস।
আপনি এখানে আপনি কি পারেন, তা পোস্ট করতে পারবেন এবং আপনার এই সার্ভিসটির জন্য চার্জ নির্ধারণ করে দিবেন। বায়াররা যদি আপনার সার্ভিসটি নিতে ইচ্ছুক হয়, তাহলে অর্ডার করবে এবং আপনার সাথে কন্টাক্ট করবে। বায়ারের কাছ থেকে আপনার যদি কিছু জানা বা নেয়ার থাকে তাহলে তা নিবেন এবং কাজ কমপ্লিট করবেন। কাজ কমপ্লিট হওয়ার পর আপনি ডেলিভারি করবেন। বায়ার যদি আপনার কাজটিকে কমপ্লিট হিসেবে মার্ক করে তাহলে আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে।
আজকে আমি একটি নতুন (আসলে পুরাতন ই বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য নতুন) ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে বলব। মার্কেটপ্লেসটির নাম “পিপল পার আওয়ার”। এটা অনেকটা ফিভার এর মত, কিন্তু এখানে সকল কাজে ফিভারের মত ৫ ডলার পাওয়া যায় না। এখানে আপনি অন্যান্য মার্কেটপ্লেস থেকে বেশি রেট পাবেন। বর্তমানে এটি বিশ্বে বহুল প্রচারিত একটি মার্কেটপ্লেস।
পিপল পার আওয়ার সম্পর্কে কিছু কথাঃ
পিপল পার আওয়ার এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে। এই মার্কেটপ্লেসটির প্রতিষ্ঠাতা “জেনিস থারাসেভোলো“, এটির পিছনে প্রচুর বিনিয়োগ করেন। ফলে অল্পদিনের মধ্যেই মারকেটপ্লেসটি বিশ্বের দরবারে ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে এটি একটি ১ম শ্রেণীর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।Global Alexa Rank: 2,842
পিপল পার আওয়ার এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা জেনিস থারাসেভোলো তার এ মার্টেকপ্লেস সম্পর্কে বলেন, আমি মনে করি দক্ষ ও প্রফেসনাল ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি চমৎকার মার্কেটপ্লেস।
কিভাবে কাজ করে?
পিপল পার আওয়ার মূলত ডুয়াল মারকেটপ্লেস। এখানে আপনি ফিভারের মত আপনার সার্ভিস সেল করতে পারবেন, আবার অডেক/ফ্রিল্যান্সার/ইল্যান্স এর মত জবে বিড করতে পারবেন। তবে বিডিং সিস্টেম থেকে সার্ভিস সেল করাটাই এখানে বেশি জনপ্রিয়।আপনি এখানে আপনি কি পারেন, তা পোস্ট করতে পারবেন এবং আপনার এই সার্ভিসটির জন্য চার্জ নির্ধারণ করে দিবেন। বায়াররা যদি আপনার সার্ভিসটি নিতে ইচ্ছুক হয়, তাহলে অর্ডার করবে এবং আপনার সাথে কন্টাক্ট করবে। বায়ারের কাছ থেকে আপনার যদি কিছু জানা বা নেয়ার থাকে তাহলে তা নিবেন এবং কাজ কমপ্লিট করবেন। কাজ কমপ্লিট হওয়ার পর আপনি ডেলিভারি করবেন। বায়ার যদি আপনার কাজটিকে কমপ্লিট হিসেবে মার্ক করে তাহলে আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে।
No comments:
Post a Comment