Hello visitor, i would like to share with you about online earning system by creating link building.
অনলাইন থেকে উপার্জন কথাটি বহুবার শুনেছি। শোনার সময় মনে হয়েছিল আমিও বুঝি পারব। কিন্তু কাজ করতে গিয়ে দেখি নানা সমস্যা। আমরা অনলাইনে বেশ নতুন। হতে পারে, এটি আমাদের জন্য সবচেয়ে বড় অন্তরায়। কিন্তু এমন কোন সহজ কাজ কি নেই যা আমরা সকলে পারব? কম হোক কিন্তু আসবে কিছু অর্থ তাও আবার অনলাইন থেকে, এটিই তো সবচেয়ে বড় স্বপ্নপূরন।সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আর্টিকেল। উপরের মন্তব্যটি যাদের মনে এখনও বিদ্যমান কিংবা মনকে দোলা দিচ্ছে বারংবার, মূলত তাদের জন্যই আজকের আর্টিকেল। তবে একেবারে কিছুই পারি না যারা বলবেন তাদের জন্য এ আর্টিকেলটিও কোন উপকারে আসবে না। তবে হ্যাঁ, অনলাইন থেকে অর্থ উপার্জনের প্রত্যাশাকে আরও বেশি গতিশীল করে দিতে পারবে। যা আপনাকে এনে দিতে পারবে সফলতা, আজ না হোক কাল। কেননা যারা অনলাইন থেকে উপার্জন করছে তারাও আপনার আমার মত মানুষ, পার্থক্য শুধু দক্ষতা। তাই বলব নিয়মিত চেষ্টা করলে আপনিও পারবেন.......
আজকে যে সাইটটি সম্পর্কে বলব, তার নাম হচ্ছে এডিএফ ডট এলওয়াই । সাইটটির ব্যবহার খুবই সহজ। আমরা যারা ইমেইল প্রেরন, ফেসবুক, টুইটার, কমেন্ট পোষ্ট, ব্লগিং ইত্যাদি কাজগুলো করতে পারি তারাই মূলত এ সাইট থেকে আয় করতে সক্ষম হব। এ সাইট থেকে আয়ের উদ্দেশ্যে নিচের ধাপগুলো পরিপূর্নভাবে অনুসরন করুন। আর কাজ শুরুর একটি উদাহরন দেখতে ক্লিক করুন।
১. এডিএফ ডট এলওয়াই সাইটে প্রবেশ করুন।
২. Join now বাটনে ক্লিক করুন ।
৩. প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন এবং account type Link Shrinker রাখুন।
৪. আপনার মেইলে প্রবেশ করে রেজিষ্ট্রেশনটি Active করুন।
৫. ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৬. Tools বাটনে ক্লিক করে বাম পাশ থেকে Easy Link বাটনে ক্লিক করুন।
৭. এবার যে লিঙ্কটি প্রথমে পাওয়া যাবে সেটি কপি করে সংরক্ষন করুন।
৮. যেখানে www.google.com লেখা আছে সেখানে আপনার নির্ধারিত লিঙ্ক বসিয়ে ইমেইল, ফেসবুক, টুইটার কিংবা ব্লগের মাধ্যমে সকলের জন্য ছড়িয়ে দিন। (এ ধরনের লিঙ্ক কিন্তু আপনার কাজের প্রয়োজন অনেক ব্যবহার করতে পারবেন)
৯. এখন থেকে যারাই এই লিঙ্কে ক্লিক করবে তারাই প্রথমে এডিএফ সাইটে যাবে এবং সেখানে Skip ad বাটনে ক্লিক করলে মূল সাইটে যেতে পারবে। এভাবে প্রত্যেক ক্লিকের জন্য আপনি পাবেন .০০৪ সেন্ট। অর্থাৎ প্রত্যেক ১০০০ ক্লিক=৪ ডলার। তারপরেও বলব এটি খুব একটা খারাপ হবে না যদি কাজটি করতে পারেন।
১০. এভাবে করে যখন আপনার মোট ডলারের পরিমান নূন্যতম ৫ ডলার হবে তখন এ সাইট থেকে একটি নির্ধারিত দিনে আপনার পেপাল কিংবা এলার্টপে একাউন্টে সরাসরি চলে যাবে আপনার উপার্জিত অর্থ। সেজন্য withdraw অপশনে গিয়ে আপনার পেমেন্ট পদ্ধতিটি সঠিকভাবে লিখে দিন।
সকল প্রকার তথ্যকে আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপনের চেষ্টা করলাম মাত্র। এখন শুরু করে দিন আপনার প্র্যাকটিস। সফল হবেন ইনশাল্লাহ.........
No comments:
Post a Comment