Wednesday, May 28, 2014

ইনকাম করুন BIT COIN দিনে ৫ মিনিট কাজ করে।…১০০ % পেমেন্ট প্রুফ

আমি বিট কয়েন ইঙ্কামের নতুন উপাই বলছি এই ভাবে আপনি প্রতি ঘন্টা কাপচা করার থেকে ভালো বিট কয়েন ইনকাম করতে পারবেন।।অনলি দিনে ৫ মিনিট সময় দিয়ে।।5 দিনে আপনি পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ্‌।
*বিট কয়েন এর উপর আমার অন্য পোষ্ট দেখতে নিচের লিঙ্ক গুলোতে কিল্ক করুন।।
১।  লিঙ্ক ১
২। লিঙ্ক ২
৩। লিঙ্ক ৩
এইটা থেকে আপনি ফ্রী বিট কয়েন /প্রতি ঘন্টায় কাপচা করে যে বিট কয়েন ইনকাম করেন তারচেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন...রিকুয়েস্ট ঃ আপনারা দয়া করে আমার রেফারেল এ একাউন্ট খুলবেন।

একাউন্ট খুলতে এই খানে ক্লিক করুন...SING UP NOW
একাউন্ট খোলার জন্য এই লিঙ্ক এ ক্লিক করুন
একাউন্ট খোলার সময় বিট কয়েন অ্যাড্রেস এর যায়গায় আপনার ফ্রী বিট কয়েন / যেটা প্রতি ঘন্টায় ইনকাম করার জন্য যে বিট কয়েন অ্যাড্রেস করাছে সেইটা ব্যবহার করবেন।।

ইমেইল ভেরিফিকেশন করুন...তারপর লিগিন করুন।।
এখন ভিউ আড এ ক্লিক করুন তারপর আপনি কিছু লিঙ্ক পাবেন অগুলো একটা তে ক্লিক করুন তার পর একটা কাপচা আসবে অইটা লিখুন।। তার পর টাইম কাউন্ট হবে ১০ সেকন্ড।।কাউন্ট শেষ হলে লাল কালার এর Close লেখা দেখতে পাবেন ওখানে কিক করুন...এই ভাবে সবগুলো শেষ করুন...

4 দিন পর আপনার বালেঞ্চ ০.১0 mBTC হইলে কাশ আউট এ ক্লিক করুন ১২-২৪ ঘন্টা অপেক্ষা করুন দেখবেন বালেঞ্চ আপনার বিট কয়েন একাউন্টে অ্যাড হইসে ...

যদি কনো সমসসা হয় আমার ফেসবুকে কমেন্ট করতে পারেন।। এইখানে
অথবা আমাকে কল করতে পারেন ০১৯৪৭-৬০৩২৬২ এই নাম্বারে ...

***আপনারা যারা http://freebitco.in এইটাতে প্রতি ঘন্টা কাপ্টচা করে বিটকয়েন ঈঙ্কাম করেন।তারা ইনকাম বারাতে চাইলে স্ক্যাইপিতে আমার সাথে যোগাযোগ করবেন...আমি আপনাদের বিটকয়েন এর ইনকাম বারিয়ে দেওয়ার চেষ্টা করবো।।

আমার স্ক্যাইপি shohanbd211
আমার সাথে একটিভ থাকতে আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করবেন...

Thursday, May 15, 2014

এবার খুব সহজে বিটকয়েন উইথড্র(ক্যাশ) করুন বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে। {{১০০% নিশ্চিত উপায়}}

যারা এতদিন পর্যন্ত খুব টেনশনে আর দ্বিধাদন্দে ছিলেন যে বিটকয়েন থেকে আসলেই আয় করা যায় কিনা বা আপনাদের আয় করা করা বিটকয়েন আসলেই কোনদিন ক্যাশ করতে পারবেন কিনা, তাদের জন্য আজ আমি সুখবর নিয়ে এসেছি। আমি থাকতে আপনাদের কষ্ট কখনো বৃথা যাবেনা।
বি.দ্রঃ অনেকেই বিটকয়েন ক্যাশ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে (BTC-e, Localbitcoin etc.) রেজিস্ট্রেশন করে সময় নষ্ট করেন। এতে টাকা পাওয়া সাবার জন্য সহজ হয়না অথবা অনেক দেরি হয়। তাই আমি আপনাদের জন্য নতুন পদ্ধতি নিয়ে হাজির হয়েছি।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বিটকয়েন উইথড্র(ক্যাশ) করতে পারবেন বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে। যেমন- ডাচ বাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক, মারকেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক………… ইত্যাদি সকল অনলাইন ব্যাংক(শুধু বাংলাদেশ নয়, অন্নান্য দেশেও এই পদ্ধতি কাজ করবে)।
বি.দ্রঃ যারা আমার আগের পোস্টটি দেখেননি তারা এ ব্যাপারে কিছু বুঝবেননা।

তাই দয়া করে আগে আমার আগের পোস্ট দেখে আসুন- [[ খুব সহজে প্রতি ঘণ্টায় আয় করুন ফ্রি বিটকয়েন [1 BITCOIN = $819.36!!! ]]

এখন আসি আসল কথায়। 

টাকা ক্যাশ আউট/উইথড্র পদ্ধতিঃ

১ম ধাপঃ Payza:

বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য আপনার অবশ্যই একটি Payza একাউন্ট থাকতে হবে। কারন বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য এটিই সবচেয়ে বেশি ব্যাবহার করা নির্ভরযোগ্য একটি সাইট।
যাদের Payza একাউন্ট নেই তারা এই লিংকে এ গিয়ে Sign up এ ক্লিক করে আপনার সঠিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। অর্থাৎ আপনার সঠিক নাম, ঠিকানা,ইমেইল, লোকেশন ইত্যাদি তথ্য সঠিক ভাবে দেবেন।

ধাপ ২: Exchange E-Currency:

এরপর আবার এই লিংকে ক্লিক করে আপনার সঠিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। এটি অনলাইনে কারেন্সি এক্সচেঞ্জ করার নির্ভরযোগ্য একটি মাধ্যম। মূলত এই সাইটের মাধ্যমে আপনার বিটকয়েন ডলারে পরিনত হয়ে Payza একাউন্টে যাবে।


রেজিস্ট্রেশন করতে বাম পাশে +Sign up লেখাতে ক্লিক করুন। নিচের চিত্রের মত একটি পেজ আসবে। এখানে সব তথ্য দিয়ে পুনরায় Sign up লেখাতে ক্লিক করুন।
তারপর আপনার ইমেইল ইনবক্সে একটি ভেরিফিকেশন মেসেজ আসবে। এখান থেকে একাউন্ট ভেরিফাই করে নিন। এবং সাইটে লগ ইন করুন।
এরপর (1) Buy & Sell E-Currency তে ক্লিক করুন। তারপর (2)I send from =Bitcoin এবং I want to receive =Payza USD নির্ধারণ করে দিন। তারপর আপনার বিটকয়েন পরিমান (minimam 0.1 BTC) লিখে (3) Send বাটনে ক্লিক করুন।
বি.দ্রঃ আপনার coinbase একাউন্টে যে পরিমান BTC জমা হয়েছে তা উপরের দেখানো বিটকয়েন পরিমানে লিখবেন। কম বেশি হলে হবেনা।
তারপর নিচের মত একটি পেজ আসবে। এখানে আপনার Payza একাউন্টে যে ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করেছেন সে ইমেইল আইডি লিখে Send বাটনে ক্লিক করুন।
খানে আপনাকে একটি বিটকয়েন এড্রেস দেয়া হবে। এটি কপি করে রাখুন, একটু পর কাজে লাগবে।

ধাপ ৩: Send Money:

এখন আপনার Coinbase একাউন্টে লগইন করুন। তারপর My Wallet=>Send Money তে ক্লিক করুন।
নিচের মত একটি পেজ দেখাবে। এখানে To: তে কিছুক্ষন আগে যে বিটকয়েন এড্রেস পেয়েছেন তা Paste করুন। Amount এ আপনার বিটকয়েনের পরিমান (যা GOLDUX সাইটে লিখেছিলেন) লিখে Send Moneyতে ক্লিক করুন। এখানে সার্ভিস চার্জ হিসাবে আপনার একাউন্ট থেকে কয়েনবেসে 0.002BTC কেটে রাখা হবে। তাই হিসাব করে Amount লিখুন।
আপনাকে Confirmation মেসেজ জানানো হবে।
আপাতত আপনার কাজ শেষ। অপেক্ষা করুন এবং চেক করে দেখুন আপনার Payza একাউন্টে টাকা জমা হয়েছে কিনা।  বেশিক্ষণ লাগার কথা নয়।
যখন আপনার Payza তে ডলার জমা হবে তখনি আপনি বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে পারবেন।

ধাপ ৪: Payza ক্যাশআউট পদ্ধতিঃ

এবার আপনার Payza একাউন্টে লগইন করে Withdraw Funds এ ক্লিক করে Bank Transfer সিলেক্ট করুন।
তারপর ধাপে ধাপে আপনার নিজস্ব ব্যাংক একাউন্ট সেটআপ করতে থাকুন।  তারপর Accept, add bank account এ ক্লিক করুন।
এভাবে পরের/৩য় ধাপে একাউন্ট সেটআপ সম্পন্ন করুন।
তারপর আবার Withdraw Funds এ গিয়ে আপনার ব্যাংক ট্রান্সফার সম্পন্ন করুন।
Account processing হতে কিছু সময় লাগবে।
কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে।
এভাবেই আপনি আপনার বিটকয়েন হতে টাকা আয় করতে পারবেন।
****************************************************************
কি! এবার দুশ্চিন্তামুক্ত হল তো!??
তাই বলছি আপনারা ঘরে বসে না থেকে তারাতারি মাঠে নেমে পরুন। প্রথমে ফ্রি বিয়কয়েন আয় করুন। আর প্লিজ প্লিজ মিনিমাম ০.৫ BTC- ১.০ BTC না হওয়া পর্যন্ত টাকা তোলার কথা চিন্তা করবেননা। তাহলে তেমন লাভ পাবেননা। একটু সময় নিয়ে নিয়মিত কাজ করন। দেখবেন একদিন ঠিকই সফল হবেন।
আজ আপাতত এই পর্যন্ত। পরবর্তীতে আসব নতুন এক উপায় নিয়ে। কিভাবে আপনার কয়েন বেস এর ইনকাম বাড়াবেন তার উপায় নিয়ে।
অপেক্ষায় থাকুন। আর কোন সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন।
পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে তবে প্লিজ ফেসবুকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

 

Wednesday, May 14, 2014

সেরা অনলাইন Earning সাইট..টাকাই টাকা

বর্তমান সময়ে ইন্টারনেটে প্রচুর অনলাইন আর্টিকেল লিখে আয় করা যায়। আপনি যদি ভাল লিখতে পারেন (ইংরেজীতে) তাহলে আপনি তাদের মত আয় করতে পারবেন। এখানে আমি কয়েকটি সাইটের মাসিক কত টাকা আয় করে তার একটা হিসাব দিব। আপনিও চাইলে তাদের মত আয় করতে পারবেন ভাল কন্টেন্ট লিখে।
তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি সবচেয়ে বেশি টাকা আয় করা সাইট নিয়ে। এই আর্টিকেল পড়ে আপনি কোন সাইট মাসিক কত আয় করে এবং সাইট গুলো কি নিয়ে জানতে পারবেন....

১. Huffingtonpost :

এই সাইটটি হচ্ছে নিউজ ব্লগ টাইপের। এই সাইটের প্রতিষ্ঠাতা হচ্ছে আরিয়ান্না হাফিংটন। এই সাইটের মাসিক আয় হচ্ছে 23,30,000 ডলার। তারা এই টাকা আয় করে পিপিসি এবং ব্যানার এডের মাধ্যমে।

২. Mashable-

ম্যাশেবল সাইটটাতে আপনি প্রায় সবকিছু পাবেন। তারা টেকনোলিজি এবং লাইফ স্টাইল নিয়েই বেশি লিখে থাকে। সাইটটির প্রতিষ্ঠাতা হচ্ছে ক্যাশমোর। মাসিক  5,60,000 ডলার আয় করে শুধু মাত্র ব্যানার এড দিয়েই।

৩. Perezhilton-

মারিও ল্যাভেনডেইরা হচ্ছে এই সাইটের প্রতিষ্ঠাতা। মুভি এবং সেলেব্রেটি নিয়েই এই সাইটটি লিখে থাকে। তারা 4,50,000 ডলার আয় করে ব্যানার এডের মাধ্যমে।

৪. Techcrunch-

মাইকেল এরিনগটন হচ্ছে এই সাইটের প্রতিষ্ঠাতা। সাইটটি বেশির ভাগ টেকনোলজি দিক নিয়েই আলোচনা করে। এই সাইটি বেশির ভাগেই বিজ্ঞাপন ব্যানার দিয়েই 4,00,000 মাসিক আয় করে।

৫. Smashingmagazine-

টিউটোরিয়াল, কোডিং, ওয়েব ডিজাইন, মোবাইল, গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস নিয়ে এই সাইটটি লিখে থাকে। ভিটালি ফ্রিডমেন এই সাইটটির প্রতিষ্ঠাতা। সাইটটি 1,90,000 ডলার মাসিক ইনকাম করে থাকে ব্যানার এডের মাধ্যমে।

৬. Gothamist.com-

এই সাইটটি ফান, ফুড, আর্টস নিয়ে লিখে থাকে। জেক ডবকিন এই সাইটটির প্রতিষ্ঠাতা। 1,10,000 ডলার মাসিক ইনকাম করে থাকে পিপিসি বিজ্ঞাপন থেকে।

৭. Tutsplus.com-

কলিস টাইট হচ্ছে এই সাইটির প্রতিষ্ঠাতা। তারা প্রিমিয়াম বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরী করে বিক্রি করে তাদের সাইটে মেম্বার হওয়ার মাধ্যমে। তারা 110,00 0 ডলার আয় করে শুধু মেম্বার করার মাধ্যমে।

৮. Caradvice-

এই সাইটটি হচ্ছে পুরাটা কার বিষয় নিয়ে। তারা শুধু কার রিলেটেড বিভিন্ন সংবাদ এবং টিপস নিয়ে লিখে থাকে। সাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে আলব্রুজ ফাল্লাহ। সাইটি 70,000 ডলার ইনকাম করে বিভিন্ন প্রকারের বিজ্ঞাপর এর মাধ্যমে।

৯. Slashgear-

টেকনোলজি সর্ম্পকে বিভিন্ন নতুন নিউজ এবং নতুন পণ্য নিয়ে এই সাইটটি লিখে থাকে। এওডিসন হচ্ছে এই সাইটের প্রতিষ্ঠাতা। সাইটি থেকে 60,000 ডলার ইনকাম হয় বিভিন্ন টাইপের ব্যানার  এবং পিপিসি বিজ্ঞাপন থেকে।

১০. lifehacker-

নাইক ডেনটন হচ্ছে এই সাইটের প্রতিষ্ঠাতা। এই সাইটটি দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা, টেকনোলজি এবং টেকনোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে লিখে থাকে। সাইটটি 60,000 ডলার আয় করে বিজ্ঞাপনের মাধ্যমে।
আজকে এই পর্যন্তই, সামনে ইনশা'আল্লাহ আরো ভাল কিছু নিয়ে আসব।

Saturday, May 10, 2014

Facebook এর মাধ্যমে দিনে ৩ ডলার ইনকাম করুন

এই পর্বে আমি আপনাদের দেখাব কীভাবে অতি দ্রুত লাইকসপ্লানেটে কাজ করে দিনে ৩ ডলারের অধিক ইনকাম করতে পারবেন।
আপনি কী জানেন আপনার নেট স্পিড যদি নূন্যতম ১৮ কেবিপিএস স্পিড এভারেজ হয় তাহলে আপনি মাত্র ৩০ মিনিটের মধ্যে .১ ডলার ইনকাম করতে পারবেন। আর যদি মিনিমাম ৪ ঘন্টা আপনি শ্রম দিতে পারেন তাহলে আপনি ১ ডলার ইনকাম করতে পারবেন।
তো শুরু করা যাক কিভাবে দ্রুত ইনকাম করবেন।
সাইন আপ করার পর আপনি নিচের চিত্র অনুসরণ করুন।
http://adf.ly/kiPFC
দেখবেন ছবির বাম পাশে আর্নস পয়েন্টস নামে একটি অপশন আছে। সেখানে আপনি আপনার মাউস নিয়ে যান। ফেসবুক নামে একটি অপশন দেখতে পাবেন। আর্নস পয়েন্টস ক্যাটাগরিতে যে কয়েকটি অপশন আছে তন্মধ্যে ফেসবুক এর কাজ করে সবচেয়ে দ্রুত ইনকাম করা যায়।
ফেসবুক লাইক, শেয়ার, ফটো লাইক, ফলোয়িং করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক ইউজার নেইম প্রোভাইড করে একাউন্ট চিনে দিবেন। এক্ষেত্রে পারসোনাল প্রোফাইল ইউজ না করাই উত্তম। কারণ অনেক খারাপ ছবি বা ফাউল লোক থাকে যাদের লাইক বা ফলো করতে হয়। এজন্য আপনি একটি ফেক প্রোফাইল ক্রেইট করে সেই আইডি আপনি লাইকস প্লানেটে ইউজ করতে পারেন। আর যে ভাইদের ফেক প্রোফাইল আছে তাদের আর নতুন করে ক্রেইট করার পয়োজন নাই।
ফেসবুক প্রোফাইল এড করার পর যে কাজটি করবেন সেটা আপনার সময় এবং মেগাবাইট বাচাবে। সেটা হল আপনি আপনার ব্রাউজারের কন্টেন্ট সেটিংস এ গিয়ে ইমেজ লোড বন্ধ করে দিন। এটি যদি আপনি সাক্সেসফুল্লি করতে পারেন তাহলে আপনি দ্রুত লাইক, শেয়ার সব করতে পারবেন। এভাবে আপনার পয়েন্ট প্রচুর পরিমানে বাড়তে থাকবে।
আপনার যখন লাইক দেওয়া শেষ হবে তখন আপনি আবার রিলোড দিবেন তাহলে আপনি আবার নতুন পেজ পাবেন। সবচেয়ে টাকা এবং পয়েন্ট পাওয়া যায় পেজ লাইক এবং ফটো লাইকে।
এখানে আপনি লাইক করবেন, পেজ শেষ হবে, আবার রিলোড দিবেন।
যখন আপনি দেখবেন আপনি মিনিমাম ৫০০ পয়েন্ট অর্জন করেছেন তখন আপনি উপরের ছবির মত আর্নস পয়েন্ট ট্যাবে গিয়ে নিচে দেখবেন ডেইলি কন্টেস্ট, সেখানে ক্লিক করে আপনি আরও বোনাস পয়েন্টস জিততে পারবেন।
আরও শত শত পয়েন্ট জিততে চাইলে আপনি একটি সিম্পল ব্লগ তৈরী করে ইংলিশে আপনি আপনার পেমেন্ট প্রুফ সহ লাইকস প্লানেটের কাজের বর্ননা দিয়ে একটি ব্লগ তৈরী করবেন। তারপর সেটা আপনি Earn per blog এ গিয়ে আপনার ব্লগের এড্রেস সাবমিট করবেন। এভাবে আপনি নূন্যতম না হলেও ৫০০ পয়েন্টস জিততে পারবেন।
[মনে রাখবেন ৫০০০ পয়েন্টেস এ ১ ডলার]
সুতারং একটু কষ্ট করলে ফ্রি ফ্রি আপনি অনেক পয়েন্টস পাবেন।

ইন্টারনেটে ইনকাম করুন মাসে ১০০-২০০ ডলার ফ্রী ব্লগ এর মাধ্যমে।। সহজে


আপনারা যারা অনলাইনে নুতুন কিন্তু অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চান।।
আমি তাদেরকে মাসে ১০০-২০০ ডলার ইনকাম করার মত কাজ শিখিয়ে দিব...
জেইটা করে আপনি মাসে ভাল একটা এমাঊন্ট ইনকাম করতে পারবেন অনলাইন থেকে।।

আমার এই কাজটা শুধু নতুন দের জন্য আর যাদের অনেক ইচ্ছা আছে অনলাইনের মাধ্যমে ইনকামের কিন্তু পারতেছেন না...

বি দ্র:আপনাদের যাদের ইন্টারনেট এর স্পীড ৫১২ kbps বা তার চেয়ে বেশী তারা আমার সাথে স্কাইপি তে যোগাযোগ করবেন।।আমি আপনাদের সকল কাজ শিখিয়ে দিব।কিন্তু দয়া করে যাদের কাজ করার ইচ্ছা নাই কাজ করার তারা আমাকে স্ক্যাইপি তে অ্যাড করবেন না...

আমার স্কাইপি আইডি shohanbd211

আমাদের ফেসবুক গ্রুপ MAKE MONEY ONLINE এই খানে জয়েন করতে পারেন।

Monday, May 5, 2014

জনপ্রিয় মিডিয়া প্লেয়ার K-Lite Codec Pack 10.4 (নতুন ভার্সন) ডাউনলোড করে নিন ।

মিডিয়া প্লেয়ার এর জন্য K-Lite Codec Pack খুবই ভাল । তা আপনারা ভাল করেই জানেন । এখন নতুন করে আর কি বলব ।  নতুন ভার্সনটা ডাউনলোড করে নিয়ে যান ।
তথ্য-
Title: K-Lite Codec Pack 10.40 (Full)
File size: 26.73MB (28,030,411 bytes)
Requirements: Windows 2000 / XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64
Languages: en-US
License: Freeware
Date added: March 25, 2014
 

টপ কনভাটার Format Factory 3.3 (নতুন ভার্সন) ডাউনলোড করে নিন ।

Format Factory 3.3 (নতুন ভার্সন)ডাউনলোড করুন
কনভাটার এর জগতেFormat Factory সবার থেকে ভাল এর রয়েছে অনেক গুন যারা আগে ব্যবহার করেছেন তারাত ভাল করেই জানেন নতুনরা ও ডাউনলোড করে দেখেন অনেক ভাল লাগবে  
তথ্য:-
Title: Format Factory 3.3.3
File size: 52.14MB (54,671,192 bytes)
Requirements: Windows XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64
Languages: Multiple languages
License: Freeware
Date added: March 17, 2014
2014-04-09_000558
যে সকল ফাইল সাপোট করবে –
  • Video formats: MPG, WMV, 3GP, FLV, SWF, MP4, AVI, …
  • Audio formats: WAV, WMA, OGG, MP3, AAC, AMR, …
  • Image formats: PNG, JPG, TIF, ICO, BMP, GIF, TGA, …
নতুন ভার্সনে যা যা করা হয়েছে -
  1. 1 Fixed a problem “All to 3GP”
  2. Added JPG Quality option
  3. Added some profiles of “All to ICO”
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

USB Disk Security 6.4 ডাউনলোড করুন । 3.8 এমবি , অনেক কাজের সফটওয়্যার ।


পিসিকে অটোরান ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য এটি একটি সর্বজন স্বীকৃত আদর্শসফটওয়্যারUSB Disk Security এটির আবার কোন আপডেটরও প্রয়োজন হয় নাতাই যাদের কম্পিউটারেইন্টারনেট কানেকশন নেই তাদের জন্য এটি অনেক সুবিধার। আর এইটা Free , ব্যবহার করতে কোন ঝামেলা নেই ।
58598721


 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সেই ব্রিটিশ আমলের DxBall আর কত খেলবেন । এবার খেলুন 3D Magic Ball 2 । পুরাই DxBall এর মতন ।…

আমার জীবনের কম্পিউটার শুরু হয় DxBall দিয়ে । আমি এক সময় জানতাম ঐ টিবির মতন যন্ত্রটা শুধু DxBall খেলার জন্য । শুধু আমার নয় , সবারই প্রিয় একটা গেম DxBall । সেই ব্রিটিশ আমলে (ব্রিটিশ=পুরনো) থেকে শুরু করে এখনো পর্যন্ত DxBall সবার মন কেড়ে নিয়েছে । এখন যদিও এই গেমটি অন্য নতুন সব গেম আসার কারনে এর চাহিদা কমে গেছে ।rr
অসুবিধা নাই আপনাদের জন্য থাকছে Magic Ball 2 । পুরো DxBall এর স্টাইলের । খেলে অনেক মজা পাবেন । সত্যি কথা বলতে কি এই গেমটা আমার কাছে এসে ছিল প্রায় ১ বছরেরও আগে । কিন্তু ফুল ভার্সন না পাওয়ায় আপনাদের দিতে পারি নাই । বিশ্বাস না হলে গুগলে সার্চ দিন দেখেন ফুল ভার্সন পান কি না ।

2014-04-25_232857 2014-04-25_232829 2014-04-25_232750 2014-04-25_232634

>>> গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন <<<
গেমটির সাইজ ৮ মেগাবাইট । সব ধরনের পিসিতেই চলবে এই গেমটি ।
গেমটি সবার সাথে শেয়ার করুন ।

Saturday, May 3, 2014

দেখে নিন Google Adsense এর High paying সেরা ৭০ টি keywords

আপনারা যারা Adsense user তারা সকলেই জানেন এডসেন্স সকল ক্লিকে সমান মূল্য দেয় না। এটা নির্ভর করে আপনার সাইটে কি ধরনের কন্টেন্ট আছে আর তাতে কি ধরনের keywords আছে তার উপর। কখনো কখনো এডসেন্স এক ক্লিকেই আপনাকে দিয়ে দিবে $5 আবার হয়তো কখনো কখনো আপনি 50 টা ক্লিকে পেয়েছেন মাত্র $0.77। এর কারন হল গুগল সাইটের keywords related এড প্রদর্শন করে। আপনার যে কন্টেন্টটিতে High paying keyword আছে সেই পেইজে এডসেন্স যে এড প্রদর্শন করবে তাতে ক্লিক পড়লেই আপনি বেশি এমাউন্ট পাবেন। যার মানে হচ্ছে আপনার এদসেন্স ইনকাম বাড়াতে হলে এই কী-ওয়ার্ডস এর উপর জোড় দিতে হবে এবং আপনার সাইটের niche এর সাথে মানানসই এমন দেখে নিচের ৭০ টি সেরা কীওয়ার্ডস থেকে বেছে নিয়ে কন্টেন্ট লিখুন আপনার সাইটের জন্য এবং দেখুন কিভাবে আপনার এডসেন্স রেভিনিউ বেড়ে যায়
MESOTHELIOMA LAW FIRM ($ 179.01)
DONATE CAR TO CHARITY CALIFORNIA ($130.25)
DONATE CAR FOR TAX CREDIT ($126.65)
DONATE CARS IN MA ($125.58)
DONATE YOUR CAR SACRAMENTO ($118.20)
HOW TO DONATE A CAR IN CALIFORNIA ($111.21)
SELL ANNUITY PAYMENT ( $ 107.46 )
DONATE YOUR CAR FOR KIDS ($106.01)
ASBESTOS LAWYERS ( $ 105.84 )
STRUCTURED ANNUITY SETTLEMENT ($100.8)
ANNUITY SETTLEMENTS ($ 100.72 )
CAR INSURANCE QUOTES COLORADO ($100.93)
NUNAVUT CULTURE ($99.52)
DAYTON FREIGHT LINES ($99.39)
HARDDRIVE DATA RECOVERY SERVICES ($98.59)
DONATE A CAR IN MARYLAND ($98.51)
MOTOR REPLACEMENTS ($98.43)
CHEAP DOMAIN REGISTRATION HOSTING ($98.39)
DONATING A CAR IN MARYLAND ($98.20)
DONATE CARS ILLINOIS ($98.13)
CRIMINAL DEFENSE ATTORNEYS FLORIDA ($98.07)
BEST CRIMINAL LAWYER IN ARIZONA ($97.93)
CAR INSURANCE QUOTES UTAH ($97.92)
LIFE INSURANCE CO LINCOLN ($97.07)
HOLLAND MICHIGAN COLLEGE ($95.74)
ONLINE MOTOR INSURANCE QUOTES ($95.73)
ONLINE COLLEDGES ($95.65)
PAPERPORT PROMOTIONAL CODE ($95.13)
ONLINECLASSES ($95.06)
WORLD TRADE CENTER FOOTAGE ($95.02)
MASSAGE SCHOOL DALLAS TEXAS ($94.90)
PSYCHIC FOR FREE ($94.61)
DONATE OLD CARS TO CHARITY ($94.55)
LOW CREDIT LINE CREDIT CARDS ($94.49)
DALLAS MESOTHELIOMA ATTORNEYS ($94.33)
CAR INSURANCE QUOTES MN ($94.29)
DONATE YOUR CAR FOR MONEY ($94.01)
CHEAP AUTO INSURANCE IN VA ($93.84)
MET AUTO ($93.70)
FORENSICS ONLINE COURSE ($93.51)
HOME PHONE INTERNET BUNDLE ($93.32)
DONATING USED CARS TO CHARITY ($93.17)
PHD IN COUNSELING EDUCATION ($92.99)
NEUSON ($92.89)
CAR INSURANCE QUOTES PA ($92.88)
ROYALTY FREE IMAGES STOCK ($92.76)
CAR INSURANCE IN SOUTH DAKOTA ($92.72)
EMAIL BULK SERVICE ($92.55)
WEBEX COSTS ($92.38)
CHEAP CAR INSURANCE FOR LADIES ($92.23)
CHEAP CAR INSURANCE IN VIRGINIA ($92.03)
REGISTER FREE DOMAINS ($92.03)
BETTER CONFERENCING CALLS ($91.44)
FUTURISTIC ARCHITECTURE ($91.44)
MORTGAGE ADVISER ($91.29)
CAR DONATE ($ 88.26 )
VIRTUAL DATA ROOMS ($ 83.18 )
AUTOMOBILE ACCIDENT ATTORNEY ($ 76.57 )
AUTO ACCIDENT ATTORNEY ($ 75.64 )
CAR ACCIDENT LAWYERS ($ 75.17 )
DATA RECOVERY RAID ( $ 73.22)
MOTOR INSURANCE QUOTES ($ 68.61 )
PERSONAL INJURY LAWYER ($ 66.53)
CAR INSURANCE QUOTES ($ 61.03)
ASBESTOS LUNG CANCER ($60.96)
INJURY LAWYERS ($60.79)
PERSONAL INJURY LAW FIRM ($60.56)
ONLINE CRIMINAL JUSTICE DEGREE ($60.4)
CAR INSURANCE COMPANIES ($ 58.66 )
BUSINESS VOIP SOLUTIONS ($ 51.9 )
আশা করছি এই কী-ওয়ার্ডসগুলোর মধ্য থেকে আপনার সাইটের niche এর সাথে যেগুলোর ভাল সাদৃশ্য আছে সে সম্পর্কিত পোস্ট লিখুন, আশা করছি আপনার ইনকাম বেড়ে যাবে।

 এই বাপারে কারও কিছু জানার থাকলে আমাদের ফেসবুক গ্রুপ এ জয়েন করুন ...।

Thursday, May 1, 2014

ভাল একটি সাইট বিডভারটাইজার হতে আয় করুন! মাসে ২০০-৩০০ ডলার

বর্তমানে ইন্টারনেটে ইনকাম বিষয় নিয়ে অনেকেই পারদর্শী এবং নতুনরাও এই ব্যাপারে উদগ্রীব হয়ে আছেন কিভাবে ইন্টারনেটে আয় করা যায়। আসলে বন্ধুরা ইন্টারনেটে বিভিন্ন ভাবে আয় করা যায়। তার মধ্যে সবচেয়ে ৩ টি ক্যাটাগরী হচ্ছে-
১। ফ্রিল্যান্সিং তথা ওডেস্ক, গুরু, ইল্যান্স সাইটে যারা কাজ করছেন।
২। অ্যাডভারজিং সাইট যেমন: গুগল অ্যাডসেন্স, Bidvertiser, ইনফোলিংক প্রভৃতি সাইট পাবলিশার হিসাবে যারা কাজ করছেন।
৩। পিটিসি সাইট এবং ব্লগিং।

কাজের পরিধি:

ক। তবে এর মধ্যে যারা ফ্রিল্যান্স করেন তাদের ইনকামটা অনেক বেশী। তবে ফ্রিল্যান্স সাইটে কাজ করতে হলে অবশ্যই নিদিষ্ট কাজে ভাল পারদর্শী হতে হবে, ইংরাজী ভাল জানতে হবে, ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। অনেকটা প্রতিযোগীতার মধ্যে দিয়ে ফ্রিল্যান্স সাইটে কাজ নিজেকে বিকশিত করতে হয়। নিজেকে সম্পূর্ণ প্রস্তুত না করা পর্যন্ত ফ্রিল্যান্স সাইটে কোন কাজের সুযোগ নাই। সেইজন্য অআপনাকে একটু সময় হলেও ফ্রিল্যান্স সাইটের কাজ জানতে হবে ও সম্যক ধারনাটা প্রয়োজন।
খ। তবে এর মধ্যে অনেকেই বলবেন ফ্রিল্যান্স ছাড়া কি কোন ইনকামের পথ নাই। হ্যা বন্ধু আছে। সেটি হচ্ছে ফ্রি অ্যাডভারটাইজিং সাইটে পাবলিশার হিসাবে অআয় করা। এই পদ্ধতিটাই সবচেয়ে জনপ্রিয় ও সহজ পদ্ধতি। এখানে যদি আপনার সাইট বেশী পপুলার হয় তাহলে সহজেই ইনকাম করতে পারেন। মূলত বিজ্ঞাপন প্রকাশ ব্যতিত আর তেমন কাজ নাই।
গ। গুগল অ্যাডসেন্স তেমনই একটি অ্যাডভাইজিং সাইট। কিন্তু সবাই যে তাদের সাইটে গুগল অ্যাডসেন্স পাবলিশ করবেন এই চিন্তাটা মাথা হতে দূর করতে হবে। কারন গুগল অ্যাডসেন্স অনেকটাই স্বপ্ন। বিভিন্ন নিয়ম কানুন রয়েছে সাইট অ্যাপ্রোভ হবার জন্য। বিভিন্ন শর্তের জালে আবদ্ধ থাকতে হয়।
ঘ। তবে গুগল অ্যাডসেন্স ব্যতিত এমন কিছু সাইট রয়েছে যেখান হতে ভালভাবে ইনকাম করা যায়। তাহলো বিডভারটাইজার সাইট। গুগলের পরেই এর অবস্থান। আসুন এই সম্পর্কে কিছু তথ্য জেনে নিই-
ফ্রী বাংলা টিউটোরিয়াল
 ১। এরা ইংরাজী সাইটের পাশাপাশি বাংলা ওয়েবসাইটেও বিঞ্জাপন দেয় ।
২। সাইট সাবমিট করলে সহজে এ্যাপ্রোভ করে ।
৩। কঠিন কোন শর্ত নাই .যেমন আমার সাইটে আমি বেশ কয়েকবার ভূলবশত ক্লীক করেছি । তবে ক্লিক করা উচিত নই। এখানে যদি গুগল অ্যাডসেন্স হত তাহলে হয়ত একাউন্ট ব্যান হয়ে যেত।
৪। মাত্র ১০ ডলার হলে পেপাল ১০০ ডলার হলে চেক মাধ্যমে টাকা উঠানো যায় .প্রত্যক মাসে ৩০ তারিখে অবশ্যই পেমেন্ট পাওয়া যায় ।
৫।  বিডভারটাইজার আপনার সাইটের জন্য পার ক্লীক কত দিবে তা প্রথম থেকে নির্ধারন প্রত্যক ক্লিকে একই পরিমান আয় হবে.যেমন বাংলা সাইটের জন্য পার ক্লীক ৩ সেন্ট সেন্ট ১০ সেন্ট ও ইংরেজী ও ভালো মানের সাইটের জন্য যেমনঃ আমার সাইটে পার ক্লীক $ ১ ডলার পর্যন্ত নির্ধারন করা আছে ।
৬। এখানে শুধু ক্লিক নই ইমপ্রেশন, রেফার, কাষ্টম হিটের জন্যও অর্থ পাবেন। যেমন: সাইটে ১০০০ ইমপ্রেশন হলে ১ ডলার পাবেন। সাইট পপুলার কিংবা পূরাতন হলে ৭০০-৮০০ ইমপ্রেশনে ১ ডলার পাবেন।
৭। একটি একাউন্ট ওপেন করলে আপনার ৫/৬ টি ওয়েব সাইট যোগ করতে পারবেন।এই জন্য প্রত্যেক সাইটের জন্য তার নিজ কোড ব্যবহার করতে হবে। ফলে একাধিক একাউন্ট করার প্রয়োজন নাই।
৮। আমার অভিজ্ঞতাতে বলছি- বিডভারটাইজারে আমি প্রায় ৩৫ দিন পূর্বে যোগদান করেছি। এর মাধ্যমে ২ টি সাইট চালু রেখেছি। ২ টি সাইটে একত্রে আমার পার ভিজিটর প্রতিদিনে প্রায় ২০০ এর বেশী। অথচ প্রতি ৩/৪ দিনের মধ্যে ১ ডলার করে পাচ্ছি। এবং যাদের আমার থেকে বেশী ভিজিটর তারা হয়ত ১ দিনেই ১ ডলার করে পাচ্ছেন বা তার বেশী। এমনটা আপনিও পেতে পারেন। তবে ইংরাজী সাইটে বেশী ভিজিটর পাওয়া যায়।
৯। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এমন ব্লগার আছেন যারা ব্লগিং এর মাধ্যমে হাজার টাকা হতে লক্ষ টাকা আয় করছেন। এই ব্লগিং এর উতস হচ্ছে পাবলিশার হিসাবে গুলল অ্যাডসেন্স, বিডভারটাইজার কিংবা অন্য কোন পাবলিশার সাইট সংযুক্ত করেছেন।
১০। এই কথা সত্যি যে, গুগলের প্রতিদ্বন্দী কেবল গুগলই। গুগল অ্যাডসেন্সে ইমেজ এবং ক্লিক রেট বেশী পাওয়া যায়। তবে বিডভারটাইজারও অনেক জনপ্রিয়। হয়ত ক্লিক রেট গুগল থেকে ৩/৪ সেন্ট কম-বেশী হতে পারে। তাছাড়া গুগলের মতো অযথা বিডভারটাইজার অ্যাকাউন্ট ব্লক হবার সম্ভাবনা ৯০% কম। তাই যারা ব্লগিং করছেন তাদের সাইটে আজই পাবলিশার একাউন্ট যুক্ত করে নিন। আরেকটি কথা

কিভাবে বিডভারটাইজার সাইটে পাবলিশার একাউন্ট ওপেন করবেন।

১। প্রথমে এখানে ক্লিক করুন Bidvertiser

২। একটি ফর্ম আসবে> সেখানে আপনার নামের ১ম ও শেষ অংশ লিখুন, মোবাইল নং, ইউজার নেম, মেইল ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে এবার Get Activation Code এ- ক্লিক করুন। উক্ত ফর্মটি বন্ধ করবেন না।
৩। তাহলে আপনার প্রদেয় মেইলে একটি Activation কোড যাবে সেটি কপি করে এনে ফাকা বক্স্রে পেস্ট করে দিন। নিচের চিত্রের মতো-
৪। এবার উক্ত বক্সের Agrement হিসাবে সব কয়টিতে টিক মার্ক দিন> Continue এ- ক্লিক করুন।
৫। ব্যাস একাউন্ট তৈরি হয়ে গেল। এবার ইউজার নেম ও পাসওয়ার্ড দ্বারা লগইন করুন।

আপনার সাইটে কিভাবে পাবলিশার অ্যাড প্রকাশ করবেন?

১। আপনার বিডভাইজার সাইটে প্রবেশ করুন> বিডভাইজার সাইটের উপরের টাস্কবারে Ad new BidVertiser অংশে ক্লিক করুন > একটি ফর্ম আসবে  সেখানে-

ক। BidVertiser Title : এখানে যে কোন টাইটেল নাম দিতে পারেন যেমন: About, pchelplab, Deshbangla ইত্যাদি।
খ। URL of your website: এখানে অআপনার সাইটের ঠিকানা দিন। 3rd party ad server / URL forwarding: (optional) এ- কোন টিক মার্ক দেবার প্রয়োজন নাই।
গ। Primary language of your website: এখানে ভাষা নির্বাচন করুন বাংলা অথবা ইংরাজী।
ঘ। Select a category that most accurately describes your website: এখানে ক্যাটাগরী নির্বাচন করে Finish করুন। তাহলে সাইট যুক্ত হয়ে যাবে।
ঙ। এবার আপনার সাইটে কি রকম সাইজের অ্যাড পাবলিশ করতে চান, সাইটের কোন অংশে দিতে চান তাহলে Choose Template অংশ হতে কাষ্টমাইজ করে নিতে পারেন। এবং Get a Code অপশন হতে কোডটুকু কপি করে অআপনার Text/Javascript অপশনে পেস্ট করে দিন। নিচের চিত্রের অনুসরনে।

সাইটে অ্যাড পাবলিশ হতে প্রায় ১৫ মিনিট সময় নিবে।
একটি ব্লগ সাইটে বিডভারটাইজারের বিজ্ঞাপন কিভাবে শো করে তা দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

এখানে

 আপনারা যদি BIdvertiser এ কাজ করতে চান তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্কাইপি shohanbd211

 আর যদি আপনারা নতুন হন তবে এবং ব্লগিং ও Google Adsense,Bidvertiser এই রকম আরও কাজ করে ব্লগ থেকে ইনকাম করতে চান তবে স্কাইপি তে আমার সাথে যোগাযোগ করতে পারেন...Amader ai course (Blogging+SEO+Google Adsense) Bidvertiser

Kono Problem a join korun Amader Facebook Group A