Wednesday, July 29, 2015

আয় করুন ফেসবুক লাইক, টুইটার ফলো, ইউটিউব লাইক ইত্যাদি ছোট ছোট সোশ্যাল শেয়ারিং কাজের মাধ্যমে।


Likersvilla থেকে টাকা উত্তোলনের নিয়ম :
payza, paypal, Skrill or okpay এর মাধ্যমে ডলার তুলা যায়। payza, paypal or Skril এর জন্য 1 ডলার আর okpay তে মাত্র .2০ সেন্ট হলেই instant অর্থাৎ সাথে সাথে টাকা তুলা যায়। Likersvilla এ cashout option থেকে payza, paypal, Skrill or okpay এর ইমেইল দিয়ে ডলার উত্তোলন করতে হয়।
prament

আয় করুন ফেসবুক লাইক, টুইটার ফলো, ইউটিউব লাইক ইত্যাদি ছোট ছোট সোশ্যাল শেয়ারিং কাজের মাধ্যমে। এখানে join করার সাথে সাথে পাবেন ১০০ পয়েন্ট।এছাড়া প্রতিদিন ফ্রি ২০০ পয়েন্ট পাবার সুযোগ। চাইলে আপনার ফেইসবুক পেইজের লাইকও বাড়িয়ে নিতে পারেন।
আর মুল কথা হলো এই সাইট টা হুবহু likesplanet এর মত। যারা আগে likesplanet এ কাজ করেছেন তাদের জন্য likersvilla তে কাজ কোরতে অনেক সহজ হবে। এই সাইটে likesplanet থেকে কাজ বেশি পাওয়া জায়।
প্রথমে এখানে ক্লিক করুন নিচের মত একটি পেইজ আসবে
Regএখানে username এর স্থানে আপনার পছন্দ মত একটি নাম দিন। তারপর আপনার email, repeat email এর স্থানে আপনার ইমেইল টি লিখুন এবং password এর বক্সে গোপন নাম্বার দিন Referral এর বক্সে দিন shihabiee এবং Captcha পুরন করে এবং Register বাটনে কিল্ক করুন।
Email confirmation করা লাগবে না। এখন username ও password দিয়ে login করুন।
আয়ও করতে
Earn points/Money থেকে facebook like/ photo like/ Website View ইত্যাদি করলেই আয় হবে। like করার সময় facebook account new tab a login করে রাখেত হবে। এই ভাবে twitter follow,google pluse,youtube video like ইত্যাদি কাজ করে আয় করতে পারবেন।
এই সাইটে আপনি প্রতিদিন পাবেন ফ্রি ২০০ পয়ন্ট নিছের ছবিতে দেখেন প্রতিদিন ১৫ হিট করলে আপনি পাবেন ৫০ পয়ন্ট আর ১০০ হিট করলে আপনি পাবেন ১৫০ পয়ন্ট এই হলো ২০০ পয়ন্ট।
200 point bonas
Likersvilla থেকেবেশি আয় করার কৌশল:
এখানে রেজিস্টার করার পর আপনি একটি referral link পাবেন এই link দ্বারা যতজন join করবে তাদের আয় এর ৫০% আপনি পাবেন। ধরুন আপনি ১০ জনকে referrals করলেন তারা প্রতিদিন ৪০ সেন্ট করে আয় করে তাহলে আপনার আয় হবে.২০*১০=২ ডলার প্রতিদিন। যত-বেশি refers এত-বেশি আয়।
সত্রকতাঃ- Likersvilla এ কখনো একটা পিসি থেকে একটার বেশি একাউন্ট খুলবেন না।তাহলে সবগুলো একাউন্ট বল্ক করে দিবে।

OKpay তে একাউন্ট খুলতে এইখানে ক্লিক করুন

Wednesday, July 22, 2015

যাদের ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে তাদের জন্য সহজ আয়ের একটি উপায়।

http://popcash.net/register/18698

 

আমরা অনেকে ইন্টারনেট থেকে সহজে আয় করতে চায় আসলে সহজে আয় করার জন্য কোন সহজ উপায় নেই। তাও অনেক খোজ খবর নিয়ে আপনাদের জন্য আজ একটি সহজ আয়ের পথ নিয়ে আসলাম । যারা এই সম্পর্কে জানেন তার কমেন্ট করে জানাবেন এবং আপনি কত আয় করেছেন তা বলতে ভুলবেন না।

আসুন আসল কথায় আসি
1. কাজ নাম: বিজ্ঞান প্রকাশ করে আয় (পপ আপনার সাইটে কেউ 2. ভিজিট করলে অটো বিজ্ঞাপন দেখাবে)
3. যারা করতে পারবে : যাদরে ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে তারা ।
4. কত টাকা আয় হবে : এক কথায় উত্তর দিতে পারবো না।
5. কত টাকা হলে উঠাতে পারব: ১০ দশ ডলার
6. কীভাবে উঠাব : পেপাল, পেইজা ইত্যাদি।

প্রশ্ন উত্তর শেষ এখন কাজ শুরু করি: ধাপে ধাপে
১. প্রথমে এই popcash  একাউন্ড করুন। একটি ফরম আসবে তা পূরণ করুন।
২. আপনার ওয়েব সাইট বা ব্লগ যোগ করুন। (এপপ্রোপ করতে ২৪ ঘন্টা সময় নিবে)
৩. এর পর আপনি কোড লগ অন করে কোড এ যাবেন
৪. সেখানে যে কোন আছে তা আপনার ওয়েব সাইটে বা ব্লগে HTML অংশে এড এ গেজেট এর মাধ্যমে যোগ করবেন।
৫. কাজ শেষ ।
৬. আশা করি ১০-১৫ মধ্যে আপনার একাউন্ডে ১০ $ বা তার বেশি টাকা জমা হবে।
ওয়েব সাইট টির প্রথম পাতা:
আমার একান্ডটের নমুনা পাতা:

Wednesday, July 15, 2015

যাদের নিজের WEB সাইট আছে,আজ হতে তারা আয় শুরু করুন। 200-500 USD(নতুনদের জন্য)

গুগল অ্যাডসেন্স - এ আবেদন করতে করতে আজ ক্লান্ত হয়ে পড়েছেন? তার পরও ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় করতে চান তাহলে নিজের এনার্জি কে রিচার্জ করে এদিকে আসুন। এবার আপরনাদের সামনে তুলে ধরছি একটি জনপ্রিয় টেক্সট লিংক অ্যাডভার্টাইজিং সম্পর্কে। প্রশ্ন করতে পারেন ইন টেক্সট অ্যাডভার্টাইজিং আবার কি? ইহা খায় নাকি পড়ে? তাহলে তো বিস্তারিত বলতেই হয়। তাহলে জেনে নিন-কি


ইন টেক্সট অ্যাডভার্টাইজিং কি এবং কিভাবে কাজ করে?

ইন টেক্সট অ্যাডভার্টাইজিং হলো একটি অনলাইন অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম যা ব্লগ বা ওয়েব সাইটের টেক্সট বা কনটেন্ট এর উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখিয়ে থাকে। একটি উদাহরনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন। ধরা যাক আপনার ব্লগ বা ওয়েব সাইটে Norton Antivirus নামে টেক্সট আছে। এ অবস্থায় আপনি যদি কোন ইন টেক্সট অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম ব্যবহার করেন তাহলে এই টেক্সটি লিংক হিসেবে দেখাবে। যা আপনার সাইটে থাকা লিংকের চাইতে হবে ভিন্ন। এখন আপনার সাইটের ভিজিটর যদি লিংকটির উপর কার্সর নিয়ে যান তাহলে একটি বিজ্ঞাপন সামনে দৃশ্যমান হবে। এভাবে ইন টেক্সট অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম কাজ করে থাকে।

ইনফোলিংকস্‌ কি?


ইনফোলিংকস্‌ হচ্ছে একটি জনপ্রিয় ইন টেক্সট অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। এটি ২০০৭ সালে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রথম দিকে জনপ্রিয়তা না থাকলেও এটি বর্তমানে বেশ জনপ্রিয়। সর্বোচ্চ রেভনিউ শেয়ার করার প্রতশ্রুতি নিয়ে ইনফোলিংকস্‌ বিশ্বের সকল প্রান্তের পার্টনারদের নিয়ে কাজ করে যাচ্ছে। ইনফোলিংকস্‌ এর অফিশিয়াল ওয়েবসাইট

ইনফোলিংকস্‌ থেকে আয়ের জন্য কি কি প্রয়োজন?

ইনফোলিংকস্‌ থেকে আয়ের জন্য প্রথমত প্রয়োজন হবে একটি নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট। আর দ্বিতীয়ত প্রয়োজন হবে ব্লগ বা ওয়েবসাইটটিতে প্রচুর পরিমানে কোয়ালিটি কনটেন্ট। আপনার সাইটে যদি প্রচুর পরিমানে টেক্সট না থাকে তাহলে ইনফোলিংকস্‌ আপনার আবেদন গ্রহন নাও করতে পারে। তাই আবেদনের পূর্বে সাইটে প্রচুর পরিমানে টেক্সট সমৃদ্ধ করার চেষ্টা করুন। ইফোলিংকস্‌ কোয়ালিটি দেখেনা দেখে কোয়ানটিটি।

ইনফোলিংকস এর পেমেন্ট পদ্ধতি কি?

অন্যান্য অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠানের মতো ইনফোলিংকস্‌ প্রচলিত অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে। এগুলো হলো - PayPal, Payoneer Prepaid Debit MasterCard®, Bank Wire, ACH, Western Union। তবে আমাদের দেশের জন্য শুধু মাত্র Payoneer এবং চেক। চেক পেমেন্ট এর ক্ষেত্রে মিনিমাম ১০০ ইউএস ডলার হতে হবে। আর Payoneer Prepaid Debit MasterCard® এর ক্ষেত্রে ৫০ ইউএস ডলার হতে হবে। বাকী গুলো অর্থাৎ PayPal, Bank Wire, ACH বাংলাদেশ সাপোর্ট করে না। ৪৫ দিনের মধ্যে ইনফোলিংকস্‌ থেকে পেমেন্ট দিয়ে থাকে।

ইনফোলিংকস্‌ - এ রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া ঃ

ইনফোলিংকস্‌ - এর সার্ভিস ব্যবহারের জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই লিংক এ ক্লিক করুন অথবা ভিজিট করুন। উক্ত লিংকে গেলে আপনার ব্রাউজারে ইনফোলিংকস্‌ এর Join US পেজ আসবে। অর্থাৎ নিচের ছবির মতো একটি রেজিসেট্রশন পেজ আসবে।

এখানে আপনার কাছে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে। তথ্য গুলো হলো ওয়েব সাইট ইউআরএল, ওয়েবসাইট ল্যাংগুয়েজ, আপনার নামের প্রথম অংশ, আপনার নামের শেষ অংশ, আপনার ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড ইত্যাদি। তথ্য গুলো যথা স্থানে দিন। নিচের দিকে থাকা ইউজার এগ্রিমেন্টে একসেপ্ট করার জন্য চেকমার্ক বক্সটিতে টিক দিন এবং ক্যাপচা পূরন করুন। সবশেষে Join বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাপলিকেশনটি সাবমিট করুন।
পরবর্তি পেজে আপনাকে নিচের মতো একটি কোড দেওয়া হবে -
<script type="text/javascript">
var infolink_pid = 000000;
var infolink_wsid = 0;
</script>
<script type="text/javascript" src="http://resources.infolinks.com/js/infolinks_main.js"></script>
এই কোডটি আপনার সাইটে বসাতে হবে। পেজের ডান পাশে বিভিন্ন প্লাটফর্মের আইকন দেখতে পাবেন। এগুলোর মধ্য থেকে আপনার ওয়েসবাইটের প্লাটফর্ম অনুযায়ী কোড সাইটে বসাতে পারবেন। এবার নিচের দিকে থাকা Doneবাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। প্রথম ধাপে রেজিস্ট্রেশন করার অর্থ হলো অ্যাপলিকেশন সাবমিট করা। ইনফোলিংকস্‌ আপনার অ্যাপলিকেশনটি রিভিউ করবে তারপর অ্যাপু্রভ হলো ইমেইলে জানাবে। তারপর আপনি ইনফোলিংকস্‌ এর Main এরিয়া অ্যাক্সেস করতে এবং কাস্টমাইজ করতে পারবেন। তাহলে ইনফোলিংকস্‌ এর উত্তরের অপেক্ষায় থাকুন। ৪৮ ঘন্টার মধ্যে রিপ্লে পাবেন ইনশাল্লাহ্‌।
আগামীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে ইনফোলিংকস্‌ এর Main এরিয়া এবং বিভিন্ন কাস্টমাইজেশন প্রক্রিয়া সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।
ইচ্ছে হলে এখান থেকে ঘুরে আসতে পারেন।

Whaff দিয়ে প্রতিদিন আয় করুন ৪-৬+ ডলার! ভিপিএন ট্রিক! শেষ হওয়ার আগেই লুফে নিন!!

প্লে স্টোর থেকে অ্যাপ install করে টাকা আয় করার জন্য অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপ আছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো WHAFF Rewards। এর অসাধারন সব ফীচার একে দারুন জনপ্রিয় করে তুলেছে।
এতে টাকা আয় করতে হলে আপনাকে এতে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটি কোড চাইবে। আপনি তখন এই কোডটি ইউজ করবেন BQ08630 . এই কোডটি ব্যবহার করলে আপনি ইন্সট্যান্টলি $0.3০ পাবেন।
এবার দেখা যাক কিভাবে আয় করতে পারবেন : এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি অ্যাপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা সহজ। চলুন দেখি আয় করার পদ্ধতি গুলো:
  • প্লে স্টোর থেকে WHAFF এ দেয়া কোন অ্যাপ Install করলেই পবেন $0.05-$0.12 পর্যন্ত।
  • WHAFF দিয়ে Install করা অ্যাপটি প্রতিদিন ব্যবহার করলেই পাবেন $0.02-$0.1 পর্যন্ত। তবে একটি নির্দিষ্ট সময় দিন পর্যন্ত পাবেন।
  • WHAFF দিয়ে install করা অ্যাপটি uninstall না করলে প্রতিদিন পাবেন $0.01-$0.1 পরযন্ত।
    প্রতিদিন WHAFF এ attendance চেক করলে পাবেন $0.01
  • প্লে স্টোরে WHAFF এর উপর রিভিও কররে পাবেন $0.1
  • গুগল প্লাসে WHAFF কে অ্যাড করলে পাবেন $0.1
  • এটি রেফারেলও সাপোট করে। তাই রেফারেল করেও টাকা আয় করতে পারবেন।
টাকা Payout করার পদ্ধতি সমূহ:
  • Google Play Gift Card(কমপক্ষে $12)
  • Amazon Gift Card(কমপক্ষে $10.5)
  • Paypal (কমপক্ষে 10.5)
  • Itunes Gift Card(কমপক্ষে $12)
  • Xbox Gift Card(কমপক্ষে $10.5)
  • Facebook Gift Card(কমপক্ষে $12)
  • PlayStation Gift Card(কমপক্ষে $10.5)
  • Steam Gift Card(কমপক্ষে $22)
WHAFF-2_2
WHAFF ডাউনলোড : নিচের থেকে যেকোন একটি ডাউনলোড করার অপশন নির্বাচন করুন:
Playstore থেকে ডাউনলোড
ড্রপবক্স থকে ডাউনলোড
এছাড়া আরো অনেক সুবিধা পাবেন যেগুলো WHAFF ব্যবহার করলেই বুঝতে পারবেন। মজার ব্যাপার হলো আপনি যদি কোন ভিপিএন ইউজ করেন যেমন Betternet, তাহলে প্রতিদিন ৪-৫ ডলার ইনকাম করতে পারবেন শুধু কিছু অ্যাপ ডাউনলোড করেই।

হ্যাপী আর্ণিং! 
Payment Proof :

বাংলা SmS Collection ঈদের জন্য নিয়ে রাখুন, ঈদ Collection ২০১৫

আসালামালাইকুম সামনে আসছে  খুসির   ঈদ  তাই  সবার ঈদ  এর  সময়  এসএমএস  লাগে
তাই  আমি একটু আগে  দিয়ে  দিলাম
(1): Prem kori Tomar sathei,Valobasi tomakei,tai sobar age wish korlam tomakei. . . . . . . . . . EID Mobarak. . . . . . . .

(2): Sonali SHOKAL, Rodela DUPUR, Poronto BIKEL, Godhuli SONDHA, Chandni RAAT,SOB rong-a Rangiyea thak apnar sarata bochor, sarata jibon.
Ai kamonay-
"EID MUBARAK"

(3): Megla akash, Megla din,Eider baki 1din. . . . . . .
Asbe sobar khusir din,
Kapor chupor kine nin,
Gorib dukhir khobor nin, dawaath roilo eider din.
. . .Eid Mubarak.

(4): .+""+._.+"'+.". EID .""+. __ .+"
.+"""+._.+"""+
". MUBA ."
"+ . _ _ .+ "
.+""+._.+""+.
". RAK ."
"+. __ .+" Fulto onek foote "GOLAPER" moto noy, din to onek hoy "EID"-er moto noy. Amar ogrem shuveccha tumar & tumar poribarer jonno. EID MUBARAK"

(5): Aamar bari NETROKONA(Teligati), 2mar bari koi ?
Ashbe kn2 EiD'r din, hok problem jotoi.
Khusir dine notun saje aste hobe bari.
SMS kore address deyo,
patheya debo gari...!!!
(EiD MUbAROk)
(6): 1din roja bollo hese, biday amr khub kache. Kosto diyeche onek din kivabe dibo sei rin? Tai EIDer din dilam 2my, khusi hoiyo 2mra sobai...
(EID MUBARAK)
(7): anesi prem priti valobasa,anesi akotar gan,anese hasi khusir joyar,aj dhoni doridro shob hoto,aj gota prithibi miloner gane mokhor,nei kono vada ved,dhonno tumi Eid dhonno@EID MUBAROK

(8): Halka halka hawa ekto ekto shith,Ei niye choLe elo kOrbanir EID.Polaw, korma khete kotto Shad. Chole Eso 2mi, RoiLo Eider Dawat. "EID MUBARAK"

(9): Akash e otheche notun chad." dilam 2my eid er dawat". Dawat dilam asbe bole, na asle anbo dhore" . Tateo jodi nja aste chaw, sms diye
::eid_mubarak:: janao. . .

(10): Meghla Akash Meghla Din, Eider Baki 15 din, Ashbe Shobar Kusir Din, Goru Sagol Kine Nin, Notun Jama Notun Sari, Daowat Roylo Amar Bari.

নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন এক নিমিষে একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে।

আমাদের অনেকের ই  মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

>>>ডাউনলোড করুন<<<

এবার সেটআপ দিন। তারপর আপনার নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার টি OPEN করুন তারপর আপনার মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS সিলেক্ট করুন Quick Format সিলেক্ট করুন THEN Start বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।

অ্যাপটির সাইজ মাত্র ২  MB। আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।
টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার প্রথম ৫টি টিউন আপনারা দেখতে পারেন।

১। নির্দিষ্ট সময়ে বন্ধ করূন আপনার কম্পিউটার।

২। যারা চাকরি চান তারা অতি সত্ত্বর ডাউনলোড করে নিন।

৩। ১.৮০ ডলারের AfterFocus Pro v1.7.2 ব্যবহার করে ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন।

৪। যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে ডাউনলোড করুন ডিজিটাল তোতাপাখি।

৫।

ডাউনলোড করে নিন ২৪ ডলার মুল্যের জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার uTorrent Plus ফ্রীতে।

আপনার কম্পিউটার এবং Android এর Sound কাস্টমাইজেশন করার জন্য DFX Audio Enhancer v11.113 pro.

অনেকদিন হয়ে গেল কোন প্রকার টিউন করতেছিনা, কারন আমি খুব ব্যস্ত ছিলাম আমার অফিস নিয়ে।
যাক আজ ছুটির দিনে একটা টিউন লিখব বলে আজ আপনাদের জন্য এই টিউন টি।এটি তেমন কোন বিশেষ সফটওয়্যার না, তবে  এর কয়েকটা বিশেষ কাজ আমার খুব ভাল লাগে তাই হয়তো আজ আপনাদের সাথে শেয়ার করা।
সফটওয়্যার টির নাম  DFX Audio Enhancer v11.113 
একটি পেইড সফটওয়্যার, যার দাম  ২৯.২৯ $ বাংলাদেশি টাকায় প্রায় ২৩৯৯ টাকা। চিন্তার কোন কারন নেই আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি প্রো ভার্সন।
নিচের লিঙ্ক থেকে আগে ডাউনলোড করে নিন
 
 




এন্ড্রয়েড এর জন্য
[Android ব্যবহারকারীরা শুধু ডাউনলোড করে ইন্সটল করেন আর ব্যবহার কিভাবে করবেন আপনারা আমার থেকে ভাল জানেন।]
নাম তো শুনলেন এইবার কাম টা শুনবেন না??
DFX Audio Enhancer কাজ হলঃ

বিনোদনের জন্য আপনার সিস্টেম ব্যাপী HD মানের সাউন্ড প্রদান, সব পিসি অডিও প্লেব্যাক বাড়ায়.

যেখানে যেখােন কাজ করে এই সাউন্ড সিস্টেম

প্রায় সব ধরনের সাউন্ড সিস্টেম, অডিও, ভিডিও, খেলা ও সব ওয়েবসাইটে

●ইউটিউব   ●আশার   ●Netflix  ●Hulu   ●Vimeo   ●Last.fm   ●Amazon.com ●ফেসবুক   ●ইয়াহু    ●TuneIn রেডিও  ●VEVO  ●আই টিউনস ট্রেইলার   ●এবং প্রত্যেক ওয়েবসাইট মিডিয়া প্লেয়ার, ভিডিও চ্যাট,  ●আই টিউনস  ●Spotify  ●উইন্ডোজ মিডিয়া প্লেয়ার  ●স্কাইপ   ●VirtualDJ   ●VLC মিডিয়া প্লেয়ার   ●উইনঅ্যাম্প     ●কুইকটাইম প্লেয়ার  ●রিয়েলপ্লেয়ার   ●DivX প্লেয়ার  ●GOM প্লেয়ার  ●JetAudio     ●যেকোন সাউন্ড সম্বলিত সফটওয়্যারে।

এইবার আসেন ফুলভার্সন করবেনঃ
ডাউনলোড করে rar File টি Extract করে একটা ফোল্ডারে রাখুন।
  1. আমরা সবাই যেকোন সফটওয়্যার সেটাপ করতে পারি,স্বাভাবিক সফটওয়্যার এর মত সেটাপ দিবেন।তবে সেটাপ দেওয়ার সময় যদি Audio Icon সহ কোন driver install চায় তা হলে Yes দিবেন।
  2. সেটাপ দেওয়ার পর শেষ অংশ গিয়ে launch DFX option থাকলে টিক্ মার্ক তুলে দিয়ে finish Button click korun.
  3. এখন্ Extract kora folder ফোল্ডার থেকে Keymaker থেকে keygen এ ডাবল ক্লিক করুন।
  4. Keygen program টি রান হলে generate Button এ ক্লিক করুন এবং ক্লোজ করে দিন।
  5. তারপর Start>All program>DFX Adudio Enhancer>Click.
বিঃদ্রঃ আপনার কম্পিউটারে যদি কোন এন্টিভাইরাস থাকে তাহলে এটি কিছুক্ষনের জন্য pause করে নি(Pause protection)
আপনাদের সুবিধার্থে স্ক্রিনশর্ট দিলাম।


ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় আগাম ঈদ মোবারক।

ম্যাপে দেখুন আপনি এখন কুন জায়গাতে আছেন। নিয়ে নিন দারুণ একটি Android Software।

আমি আপনাদের সাথে যে এপটি শেয়ার করতে যাচ্ছি এটা সত্যি খুব কাজের এবং মজার এপ। এই এপের সাহায্যে আপনি এটা জানতে পারবেন যে আপনি বর্তমানে কুন জায়গায় আছেন,আপনার নেটওয়ার্ক এবং আরো অনেক তথ্য। আপনার বর্তমান লোকেশন আপনি ম্যাপের মাধ্যমেও দেখতে পারবেন। তবে এই এপ ব্যবহার করতে হলে অবশ্য-ই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই এপ ব্যবহার করা মানে আপনার লোকেশন নিশ্চিত করা।

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: Location
 প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:Click Here to Download

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

Saturday, July 11, 2015

আপনার ফোল্ডার লক করুন লেটেস্ট Folder Lock 7.5.1 সঙ্গে Crack ফাইল !!!

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো লেটেস্ট Folder Lock 7.5.1 সঙ্গে  Crack ফাইল !!! তাহলে আর কথা না বাড়িয়ে নিচে থেকে ডাউনলোড করেনে নিন সঙ্গে দেখে নিন  কিভাবে ফুল ভার্সন করবেন ।

Setup File  ডাউনলোড লিঙ্ক :- এখানে ক্লিক  করুন

Crack File  ডাউনলোড লিঙ্ক :- এখানে ক্লিক  করুন


ডাউনলোড করার নিয়ম –


আসাকরি ডাউনলোড করে ফেলেছেন এবার দেখে নিন কিভাবে এটা ফুল ভার্সন করবেন ।। এর জন্য নিচের টিপস গুল লক্ষ করুন …

    ১// আপনার ডাউনলোড করা RAR ফাইলটি Winrar দিয়ে ওপেন করুন ।
    ২// এবার সেটআপ ফাইলে ক্লিক করুন লেটেস্ট ভার্সন ইন্সটল করে নিন ।
    ৩// এবার আমার দেওয়া Crack টি ওপেন করুন ।
    ৪// এবার Crack বাটনে ক্লিক করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন ফুল ভার্সন হয়ে যাবে ।

আসাকরি কোন সমস্যা হবার কারন না আর ব্যবহার করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন ।

ধন্যবাদ সবাইকে।

এবার ডাউনলোড করে নিন Avast 2015 ফুল ফ্রী।

আজ আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি এভাস্ট ২০১৫ লেটেস্ট ভার্সন ফ্রী। এটি দিয়ে দিবো প্রায় ২০৫০ পর্যন্ত লাইসেন্স। খুবি ভালো একটি সফটওয়্যার। সবকিছু ফ্রী।
ডাউনলোড করেতে এখানে ক্লিক করুন।

এবং কিভাবে সেটিংস্‌ করবেন তার একটি ভিডিও।

Thursday, July 9, 2015

আসুন দেখি কিভাবে একটা পেজা একাউন্ট খুলবেন আর সেটি ভেরিফাই করবেন।

পেজা অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্টান যার মাধ্যমে আপনার অনলাইন থেকে ইনকাম করা অর্থ বাংলাদেশে আনতে পারবেন । অনলাইনে অনেক সাইট আছে যারা আপনাকে পেজার মাধ্যমে পেমেন্ট করবে । তাই অনলাইনে যারা কাজ করতে চান তাদের জন্য পেজা আকাউন্ট থাকা অনেক সুবিধাজনক । আজকে আমরা দেখবো কিভাবে একটা পেজা একাউন্ট করা যায় আর সেটি ভেরিফাই করা যায় ।
প্রথমে এই লিংকে ক্লিক করুন  www.Payza.com । তারপর sign up বাটনে ক্লিক করুন । এরপর আমার দেওয়া স্টেপ গুলো ফলো করুন।


Step 1
Sign Up বাটনে ক্লিক পর দেখুন এমন একটি পেজ আসবে এখান থেকে আপনি Personal এ ক্লিক করুন ।

Step 2
Personal এ ক্লিক করার পর আপনার নাম  বসান (ভোটার ID কার্ড অনুযায়ী ) Email , Password বসান । Get Started বাটনে ক্লিক করুন।

Step 3
Get Started বাটনে ক্লিক করার পর আপনাকে Email Verification করতে হবে ।

Step 4
আপনার Email চেক করুন দেখবেন আপনাকে Email এ একটা Mail এসেছে Payza থেকে Mail  টা  Open করুন এবং Validate my email লিংকে ক্লিক করুন । এবার দেখুন আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে এখান থেকে Complete profile setup ক্লিক করুন আর আপনার বাকি তথ্য গুলো বসান। ঠিকানা অবশ্যই Bank Statement এর সাথে হুবহু মিল রেখে পুরন করবেন। লক্ষ্য রাখবেন কোন বানান যেন ভুল না হয় ।

Step 5
Complete Profile Setup কাজ শেষ এবার আমরা একাউন্ট ভেরিফাই  করবো । একাউন্ট ভেরিফাই  করার জন্য আপনার Full Name এর উপর ক্লিক করুন দেখবেন নিচে একটা Menu মত এসেছে এখান থেকে Verification  লেখাতে ক্লিক করুন ।

Step 6
Verification  লেখাতে ক্লিক করার পর দেখবেন ২ টা অপশন এসেছে । এখান থেকে অপশন A  ক্লিক করুন ।

অপশন A  ক্লিক করার পর আপনার ভোটার ID কার্ড সাথে Bank Statement Scan করে Upload   করুন । ( Bank Statement ১ মাসের  বেশি পুরনো যেন না হয় )। Bank Statement পাবার জন্য আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকে যোগাযোগ করুন । ভোটার ID কার্ড আর Bank Statement Upload করা হলে দেখবেন ২-৩ দিনের মধ্যেই আপনার একাউন্ট Verified হয়ে গেছে । তারপর আপনি বাংলাদেশের যে ব্যাংকে টাকা আনতে চান সেই ব্যাংকটি যুক্ত করুন পেজাতে ।
কোন সমস্যা হলে জানাবেন । ধন্যবাদ সবাইকে ।
FACEBOOK ।।

যাদের ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে তাদের জন্য সহজ আয়ের একটি উপায়। ইউজাররা এড ক্লিক করতে হবে না, নিজে নিজেই ক্লিক হয়ে যাবে।update

আমরা অনেকে ইন্টারনেট থেকে সহজে আয় করতে চাই আসলে সহজে আয় করার জন্য কোন সহজ উপায় নেই। তাও অনেক খোজ খবর নিয়ে আপনাদের জন্য আজ একটি সহজ আয়ের পথ নিয়ে আসলাম । যারা এই সম্পর্কে জানেন তার কমেন্ট করে জানাবেন । এবং আপনি কত আয় করেছেন তা বলতে বুলবেন না।
PopAds.net - The Best Popunder Adnetwork

আসুন আসল কথায়

  • ১. কাজের নাম: বিজ্ঞান প্রকাশ করে আয় (পপ আপনার সাইটে কেউ ভিজিট করলে অটো বিজ্ঞাপন দেখাবে, ক্লিক করতে হবে না।)
  • ২. কারা আয় করতে পারবে? : যাদরে ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে তারা ।
  • ৩. কত টাকা আয় হবে? : আপনার সাইটে ভিজিটর যতো বেশি আপনার আয়ও তত বেশি।
  • ৪. কত টাকা হলে উঠাতে পারব?: ১০ দশ ডলার।
  • ৫. কীভাবে উঠাব? : পেপাল, পেইজা ইত্যাদি।
আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন উত্তর দেয়ার যথেষ্ট চেষ্টা করবো।

এইবার আসুন কাজ শুরু করি

  • ১. প্রথমে এইখানে ক্লিক করে  একাউন্ড করুন। একটি ফরম আসবে তা পূরণ করুন।
  • ২. এইবার হোম পেজের বাম পাশে দেখবেন Websites নামে একটা অপশন আছে, এইবার এই পেজ add new site  (একের অধিক সাইট বসাতে পারবেন।)ক্লিক করে আপনার ওয়েব সাইট বা ব্লগ যোগ করুন। (এপপ্রোপ করতে ২৪ ঘন্টা সময় নিবে)
  • ৩. এর পর আপনি কোড লগ অন করে  Get Codes এ যাবেন
  • ৪. সেখানে যে কোড আছে তা আপনার ওয়েব সাইটে বা ব্লগে HTML অংশে এড এ গেজেট এর মাধ্যমে যোগ করবেন। আর যাদের ওয়াপকা সাইট আছে তারা কোডটি Head auto content এ বসান।
  • ৫. কাজ শেষ।
  • ৬. আশা করি ১০-১৫ দিনের মধ্যে আপনার একাউন্ডে ১০ বা তার বেশি টাকা জমা হবে, যদি আপনার সাইটের ভিজিটর বেশি থাকে তো,।
  • আমি আমার এই সাইট টি তে ব্যবহার করি http://topchotigolpou.blogspot.com/

আর্ন করুন বিট কয়েন ঘণ্টাই মাত্র ১টি করে শব্দ লিখে।

আপনি কি জানেন বিটকয়েন কি? ১ বিটকয়েন সমান 295 ডলার।যা আপনি আপনার পিসি বা যেকোনো মোবাইল থেকে আর্ন করতে পারবেন।সবাই নিশ্চয়ই মোবাইলএ ফেসবুক বা বিভিন্ন ভাবে সময় পারকরি, প্রতি একঘণ্টা পর পর কি মাত্র ১ টা করে শব্দ লিখতে পারবেননা? জাভা ফোন থেকেও ভাল ভাবে করতে পারবেন । প্রতি ১ ঘণ্টাই ১ মিনিট সময় হলেই এনাফ।  আসুন দেখি তাহলে……।।
আপনার কাজ অ্যাকাউন্ট তৈরি করার পর প্রতি ঘণ্টাই ১ টা করে কেপচা লেখা আর কিছুইনা । এটা মূলত একটা গেম ।যে খেলাই আপনি ২০০ ডলারও পেতে পারেন । যেমন আমি ২ বার পেয়াছি ।আর প্রতিবার কয়েন তো পাবেনই। ৭ দিন পর পর আপনার ওয়ালেট এ অটো কয়েন জমা হয়ে যাবে।আসুন কাজের কথাই আসি।


১- প্রথম এই লিঙ্ক  এ  যান
২-“Create My Free Wallet” এ ক্লিক করুন ।এটা আপনার টাকা উত্তলনের অ্যাকাউন্ট।
৩- ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে  “Continue” এ ক্লিক করুন।
৪-এরপর “Wallet Recovery Mnemonic” শিরনাম এর একটা পপআপ আসবে। এটার ফুল টেক্সটটা কপি করে সেভ করে রাকবেন।কারন এটা আপনার অ্যাকাউন্ট রিকভার করতে লাগবে,যদি আপনি আপনার অ্যাকাউন্ট তথ্য হারিয়ে ফেলেন। ক্লিক “Continue”
৫-“Continue” করার পরবর্তি পেজে “Identifier -84ac4892-8f3c-4673-92e0-ca7375fd545e” আপনি এমন একটা কোড পাবেন।এটাও সেভ করে রাকবেন,এটা লগিন করতে লাগবে।
৬-এখন আপনি পাসওয়ার্ড দিয়ে লগিন করলে আপনার কয়েন এর পরিমান জানতে পারবেন, কয়েন সেন্ড করতে পারবেন।
৭-এখন  এই লিঙ্ক  এ যান এবং সাইনআপ করে লগিন করেন।
http://freebitco.in/?r=530220
৮-আপনার কাজ হচ্ছে  Captcha Word ১ টা প্রতি এক ঘণ্টা পরপর লিখে ROLL এ ক্লিক করা।আপনার গেম কয়েন উঠতেই থাকবে এমনকি ২০০ ডলার সমান কয়েনও পেতেপারেন ।আমি পেয়াছি এবং আমারপরিচিত অনেকে পেয়াছে ।রেফার করলে সকল রেফার আরনিংস এর ৫০%  বোনাস আপনি পাবেন।কয়েন রেট দেখলে সব পাবেন।

ADF.LY দিয়ে খুব সহজেই আয় করুন মাসে ৫০-১০০ ডলার (১০০% পেমেন্ট))

আমরা যারা অনলাইনে টাকা ইনকাম করার চেষ্টা করছি তাদের জন্য পোষ্টটি খুব কাজে লাগবে আশা করি। আজ আমি এমন একটা সাইট নিয়ে আলোচনা করব যা আপনাদের অতি পরিচিত আবার কেউ কেউ এটা সম্পর্কে জানেন না । যার নাম adf.ly


এই সাইটের মাধ্যমে সাইটের লিঙ্কগুলো ছোট করা হয়।
এই লিঙ্কগুলো বিভিন্ন সাইটে শেয়ার করতে হয়। যত লোক এই লিঙ্কে প্রবেশ করবে এবং Skip Ad এ ক্লিক করবে সেই ভিত্তিতে আপনি টাকা পাবেন। এটা দিয়ে আপনি কমপক্ষে নেট বিলের টাকা আয় করতে পারবেন । আর যদি একটু সময় দিতে পারেন তাহলে মাসে ৫০ – ১০০ ডলার আয় করতে পারবেন । অনেকে এটা দিয়ে মাসে ২০০ ডলার আয় করছেন । আমি নিজেও এই সাইট থেকে আয় করছি । আপনাকে প্রথমে এখানে
ক্লিক করে একাউন্ট খুলেন ।
http://adf.ly/?id=2299326
সাধারনভাবে প্রতি হাজার ভিজিটের জন্য ০.৫ ডলার থেকে ৪.৭ ডলার। পুরো পৃষ্ঠা বিজ্ঞাপনের জন্য প্রতি ১০০০ ক্লিকে ৩ ডলার দেয়া হয়। একে সামান্য মনে হতে পারে। বাস্তবে ভিজিটর যত বেশি আয় তত বেশি এই নিয়মে একসময় এটা যথেষ্ট হতে পারে। ব্যানার বিজ্ঞাপনগুলি দেখা যায় ওয়েবপেজের ওপরের দিকে। এগুলির জন্য প্রতি হাজার ক্লিকে ২ ডলার দেয়া হয়। এর বাইরে দেশ অনুযায়ী টাকা কমবেশি হয়। যেমন আমেরিকার ভিজিটরের জন্য বেশি টাকা।
এফিলিয়েটেড প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রচার করেও আয় করতে পারেন। আয়ের শতকরা ২০ ভাগ হারে টাকা দেয় তারা।
৫ ডলার হলেই adf.ly ডলার তুলতে পারবেন paypal এবং alertpay মাধ্যমে । প্রতি মাসের ১ তারিখ ডলার তুলতে পারবেন ।

Wednesday, July 8, 2015

ডাউনলোড করেনিন অসাধারন একটি Copy সফটওয়ার SuperCopier4 আর ভুলে জান আগের সব Copy সফটওয়ার-কে

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই টেকটিউন পরিবারের সাথে ভালোই আছেন। Techtunes এ প্রথম টিউন করছি তাই ভুল হলে ক্ষমা করে করবেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়ার শেয়ার করবো যেটি আমার কাছে সবথেকে  সেরা Copy সফটওয়ার মনে হয়েছে।সফটওয়ারটি হল SuperCopier4.
আমরা সবাই কোন না কোন Copier ব্যবহার করি যেমন TeraCopy,SuperCopier22 ইত্যাদি। কিন্তু আপনি এই Copier টি ব্যবহার করলে সব Copier কে ভুলে যাবেন ১০০%। কথা বাড়িয়ে সফটওয়ারটি নিচের ডাউনলোড Link ডাউনলোড করে নিন।
সফটওয়ারটির বিশেষ সুবিধা হল আপনি যদি একটি drive এর অনেক ফোল্ডার এ ফাইল কপি করতে চান তাহলে drive টিতে যেকোনো ফোল্ডার এ ফাইল দ্রাগ ছেড়ে দিন আর Yes করে দিন দেকবেন যে আপনার আগের কপির সাথে Add হয়ে যাবে। হয়তো ভাল করে বোজাতে পারলাম Tray করলেই বুজতে পারবেন।


ইনস্টল এর ধাপ:
১. SuperCopier4ডাউনলোড করুন।
২. ডাউনলোড করা ফাইল Winrar বা 7zip দিয়ে Extract করান।
৩. SuperCopier4 ইনস্টল করুন।
আরো ভালো পর্ফার্মেনস পেতে আর একটু  configuration করে নিন
taskbarএ notifications থেকে SuperCopier4 এর Icon এ Right Click করে configuration> Advanced> Copy window update interval এ 100 এর যায়গায় 10 করে দিন।
আর কোন অভিযোগ বা জিঙ্গাসা থাকলে টিউনমেন্ট এ অথবা আমার ফেসবুক এ বলুন যতটুক পারি সমাধান করার চেষ্টা করবো।
ডাউনলোড Click Here
http://adf.ly/1KTr7e
 ফেসবুক এ আমি Facebook

খুব সহজে আপনার পিসিতে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ ব্যবহার করুন কোন প্রকার সফটওয়্যার বা ভার্চুয়াল মেসিন ছাড়া

অ্যান্ড্রয়েড ডিভাইস এখন সবার কাছেই আছে, কিন্তু প্রতিনিয়ত যেই ভাবে তা আপগ্রেড হচ্ছে তাতে আমাদের সবার পক্ষে সম্ভব না
নিজেদের ডিভাইস আপগ্রেড করা তাই আজকে আমি আপানাদের কে দেখাবো কিভাবে আপনি আপনার পিসিতে খুব সহজে
অ্যান্ড্রয়েড এর সর্বশেষ ভারসন ললিপপ ৫.১ ব্যবহার করতে পারবেন কোন ভার্চুয়াল মেসিন ছাড়া।
তো চলুন  কথা না বারিয়ে কাজ শুরু করি।
১. প্রথমে নিচের লিঙ্ক থেকে  ললিপপ ৫.১ এর iso  ফাইল ডাউনলোড করুন।

""ললিপপ ৫.১ iso ফাইল ডাউনলোড করুন এখান থেকে""।
http://adf.ly/1KTqcM
 ২. এখন আমরা যেহেতু পেনড্রাইভ কে বুত (boot able) করাবো তাই তার জন্য ১ টা বুত করার সফটওয়্যার
ডাউনলোড করতে হবে। বুত করার অনেক সফটওয়্যার আছে কিন্তু আমি যেই সফটওয়্যার টা শেয়ার করছি সেইটা আমার কাছে সব থেকে
সহজ বলে মনে হয়.  নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন সফটওয়্যার টি ..
""পেনড্রাইভ বুত মেকার"' (Pendrive Boot able Maker Download)
http://adf.ly/1KTqek

৩.সব  ডাউনলোড হলে এখন নিচের স্ক্রীন সর্ট লক্ষ্য করুন।
প্রথমে Rufus portable  সফটওয়্যার ওপেন করুন,

তারপর স্ক্রীন সর্টের মত করে ডিভাইস এ ক্লিক করে আপনার ইউএসবি ডিভাইস দেখিয়ে দিন।
তার পর,

আপনার ডাউনলোড করা iso  ফাইল টি দেখিয়ে দিন.

তার পর স্টার্ট বাটনে ক্লিক করুন এবং ফাইল বার্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।।

বার্ন হওয়া শেষ হলে হলে ক্লোজ করে দিন। তার পর আপনার পিসিতে পেন ড্রাইভ টি বুত করান।
বুত করার সময় বুত ডিভাইস হিসাবে ইউএসবি সিলেক্ট করুন।। যখন ইউএসবি ডিভাইস সিলেক্ট করবেন তখন ৩ টি অপশন
পাবেন।
*Android -X86 ver Live
*Android -X86 ver Debug
*Android -X86 ver Install
আপনি এই খানে *Android -X86 ver Live সিলেক্ট করবেন . 
তাহলে আপনার কাঙ্ক্ষিত ললিপপ ৫.১ ওপেন হবে।। আর এতে করে আপনার অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হবে না।
ইউএসবি খুলেই আপনি আপনার অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন আবার ইউএসবি লাগিয়ে আপনার কাঙ্ক্ষিত ললিপপ ৫.১ ব্যবহার
করতে পারবেন।

যদি কোথাও বুঝতে সমস্যা হয়,
Facebook

Thursday, July 2, 2015

আপনার সাইটে লক্ষ লক্ষ ভিজিটর নিন।আর আয় করুন হাজার হাজার টাকা।

আপনার সাইটে কি ভিজিটর একদম কম তাহলে, ২-৩দিনে লক্ষ লক্ষ ভিজিটর নিয়ে হাজার হাজার টাকা আয় করুন।
যদি আপনি আপনার সাইটে ভিজিটর পেতে চান তাহলে নিচের পোস্টি ভালো করে পড়ুন।এটা ১০০% কাজ করে আপনি নিজেই পরিক্ষা কররে দেখেন।
বিসমিল্লাহির রাহমানির রহীম।
আস্সালামু আলাইকুম। আমাদের
সাইটের পক্ষ থেকে সবাইকে রমজান
মোবারক। কেমন আছেন সবাই? আশা
করি সবাই ভাল আছেন রোজা
রেখেছেন। আপনাদের দোয়া আমি
ভাল আছি। তাই আপনাদের জন্য নিয়ে
এলাম আজ নতুন একটি অবিশ্বাস ট্রিক..
এটা দ্বারা আপনি আপনার সাইটে
হাজার হাজার ভিজিটর পাবেন।
আপনাকে বেশি কিছু করতে হবে না।
চলুন কাজ করি।
তারপর আপনি
সেখানে Signup ক্লিক করে একটি
autosurf
Account খুলুন। তারপর My Sites এ ক্লিক করে
আপনার সাইট সেখানে এড করুন। কিছু
সময় পরে আপনের সাইট Active করা হবে।
তারপর আপনি ২০০ Credit পাবেন। আপনি
পরে আরো Credit আয় বা কিনতে করতে
পারবেন। এখন আপনি Easy Distribution
ক্লিক করে ইচ্ছা মতো আপনার Credit
দিয়ে ভিজিটর নিতে পারবেন।
তাহলে আর কি?? হাজার হাজার
ভিজিটর নিন। আর আমাদের সাথেই
থাকুন।
আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন http://bit.ly/19It7QU

উইন্ডোজ ৮.১ এক্টিভেট করুন সবচেয়ে সহজ পদ্ধতিতে ।

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আজ আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ ৮.১ এক্টিভেট করবেন ।
উইন্ডোজ ৮.১ এর ব্যাপারে মাইক্রোসফট সত্যিই অনেক সতর্ক ছিল । আমরা তা বুঝলাম কারন মাইক্রোসফট লিক হওয়া কী সাথে সাথে ব্লক করে দেয় ফলে স্কাইপি ব্যাবহার করে এক্টিভেট করা প্রায় অসম্ভব হয়ে পরেছে । যদিও আমি একটি কি পেয়েছিলাম এবং সেটি ব্যাবহার করে স্কাইপি আইডি জেনারেট করে ফেলেছিলাম । কিন্ত্য এর পরের দিন ই কী টি ব্লক হয়ে যায়।

আজ আপনাদের সাথে এমন একটি একটিভেটর শেয়ার করবো যেটা দিয়ে আপনি খুব সহজেই উইন্ডোজ একটিভ করতে পারবেন । এটি আপনার
পিসির কোন ক্ষতি করবে না । এটি আপনার সিস্টেম এর কোনো ফাইল ও রিপ্লেস করবে না কেজে এক্টিভেটর এর মতো । আপনি শুধু উইন্ডোজ
ইন্সটল করে এটি রান করুন । ব্যাস !!! আর কিছু করার দরকার নেই ।
ডাউনলোড লিঙ্ক –   এখানে ক্লিক করুন  ।।
ডাউনলোড করার জন্য firefox  বা internet explorer ব্যবহার করুন 
এটি উইন্ডোজ ৭,৮,৮.১, অফিস ২০১৩ এক্টিভেট করতে সক্ষম !!! আসলেই চরম । স্কাইপির মতো এটাতে এতো ঝামেলা নেই । শুধু ডাউনলোড করে ইন্সটল করুন । এর পরে দেখুন মজা !!!!! অনেকেই বলে এটি শুধু ১৫০ দিন এর জন্য এক্টিভেট করে । হ্যা কথাটা সত্য কিন্তু ১৫০ দিন পর নিজে নিজে সে আবার ১৫০ দিন এর জন্য এক্টিভেট হয়ে যাবে । নো ঝামেলা !!! আর এটি দিয়ে আপনি উইন্ডোজ আপডেট ও করতে পারবেন । এক  কথায় পুরো অরিজিনাল উইন্ডোজ ব্যাবহার এর মতো । আচ্ছা আসি যাদের এটি ইন্সটল করলেও উইন্ডোজ এক্টিভেট হয় না । আপনারা এটি ইন্সটল এর সময় উইন্ডোজ স্মার্ট স্ক্রিন অফ  রাখুন ( ইন্সটল এর পরে আবার অন করতে পারেন ) । উইন্ডোজ ইন্সটল করার জন্য নিচের লিঙ্কের কী টি ব্যাবহার করুনঃ
এখানে ক্লিক করুন
আইএসো তে না চললে নতুন কিছু দিয়ে ট্রাই করুন ।

চমকপ্রদ লাঞ্চার যা আপনার এন্ডয়েডের চেহারা পাল্টে দিবে। একবার ব্যবহার করেই দেখুন। 0

সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজকে আপনাদের সাথে চমৎকার একটি লাঞ্চার শেয়ার করব যা আপনার এন্ডয়েডের চেহারাই পাল্টে দিবে। শুধু তাই নয় ব্যবহার ও সহজ। অনেক লাঞ্চার আছে যেগুলি ব্যবহার করলে আপনার এন্ডয়েড স্লো হয়ে যায় এবং ব্যবহারও অনেক কঠিন। কিন্তু এর ব্যবহার খুবই সহজ।

লাঞ্চারটির আউটলুক ফাটাফাটি। গত July 1, 2015 তারিখে এপটি আপডেট করা হয়েছে। এর আগেরও কিছু ভার্সনও ছিল এই লাঞ্চারটির তবে এই ভার্সনটি অনেক লাইট ও সহজে ব্যবহারযোগ্য। প্রায় সব এন্ডয়েডেই এটা ব্যবহার করা যায়।

এর বৈশিষ্টগুলো দেখে নেইঃ


-SIMPLE, LIGHT, FAST

-Low resource requirements, save RAM and battery

- Material design

- Quick access to your favourite apps

- Double tap on an icon to start a second app

- Your apps list is automatically sorted by categories

- Search bar for quick search in apps, contacts and web

- Notifications on homescreen

- Turn off the screen with a double tap or just by leaving your device on a flat surface

- Integrated lockscreen with notifications

- Highly personalizable. Tons of themes and lockscreen, support for almost all iconpack

- Plugin architecture. You can download and enable only the features you want

- Security: You can hide apps from the apps grid and protect them with password

- Optimized to be comfortably used both in portrait and landscape mode

- Runs on almost every Android device. Runs on phone, tablet and Google TV

- Community driven development।


তাহলে দেরি না করে Smart Launcher ৩ নামের লাঞ্চারটি ডাউনলোড করে নিন।

  ডাউনলোড