আজ আর কনো কথা না বারিয়ে কাজের কথায় আসি । আজ আমি আপনাদের দেখাব কিভাবে আলু দিয়ে আগুন ধরানো যায় ! কি ভয় পেলেন ! ভয় পাওার কিছু নাই । LED লাইটের আগুন।
যা যা লাগবে
- একাধিক আলু ।
- ২ টা বা তার বেশি zinc এর লুহা
- ২টা বা তার বেশি copper-এর লূহা
- কিছু তার ।
১. দেখতেই পারতেছেন , এখানে ২টা আলু ,২ টা করে zinc আর copperএর লো হা । এগুল বাজারে কিনতে পাবেন।
২. এখানেও বুঝতে পারতেছেন কি করতে হবে ।
৩. এখানেও কি কিছু বুঝেন নাই । আরে ভাই ! অই nail গুলা আলুতে ডুকাইতে হবে ।
৪. একাধিক আলু হলে এভাবে রাখেন । একাধিক আলুর দরকার হতে পারে কারন ১টা আলু দিয়ে অনেক সময় লাইট জ্বলে না । তাই একাধিক আলুর দরকার হয় । যেমন আমি ব্যবহার করেছি ।
৫. এখন আপনি একাধিক তার হলে এখানে আমি যে ভাবে আড়া আড়ি ভাবে লোহা দুইটা যোগ করলাম , আর বেশি আলু হলেও একি ভাবে যোগ করবেন । যত বেসি আলু হবে লাইটে তো তো বেশি power পাবেন ।এক তার copper লোহার সাথে আর আরেকটা zinc -এর লোহার সাথে সংযোগ করবেন ।
৬. এখন just আলুর বাকি দুই প্রান্ততে লাইটের দুই প্রান্ত যোগ করে দিন ।
লাইট জ্বলে উঠবেই ।আমার এই experiment -টা আপনার ভাল লাগলে facebook-এ আমাকে এড করতে পারেন । আমাকে শেখানেই পাবেন ।
আরেকটা কথা । কারো FB তে যদি Photo verification চায় তাহলে আমাকে ADD করতে পারেন। আমি এটা ঠিক করে দিতে পারি । তবে কিছু শর্ত সাপেক্ষে করে দিবো । আজ আর না অনেক রাত হলো ঘুমাইতে হবে।
আরেকটা কথা ভুলে গেলাম, এই experiment-টা গাজর দিয়াও করা যায় । হা...হা...
.......-.________
----/ \_)_______) 'Am here @ FACEBOOK.
........... ()___)
................()__)
----\___()_)
আমার আরও টিউনসঃ
- ১। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !
- ২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !
- ৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !
- ৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।
- ৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!
- ৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !
- ৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]
- ৮. Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।
- ৯. প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !
- ১০. একটু দেখে যান !আপনার পক্ষে উত্তর দিবে আপনার মেইল।
- ১১. পুরস্কার বিজয়ী তিন নারী ফ্রিল্যান্সা
- ১২. যত্নে থাকুক আপনার সাধের ল্যাপটপ
- ১৩. বীপ শুনে বুঝুন পিসির বর্তমান অবস্থা কি ?
- ১৪. কোন সফটওয়্যার ছাড়া ড্রাইভ হাইড করুন !
- ১৫. মোবাইল কোম্পানি এবং তাদের মালিকের নাম
- ১৬. ভিসা ছাড়া বিদেশে ভ্রমন করুন !
- ১৭. মোটরসাইকেলের দামে চার আসনের প্রাইভেট CAR !
No comments:
Post a Comment