অনেকদিন ব্লগিং করার পর প্রায় ব্লগারই একটা সমস্যায় পড়েন। সেটা হল বিষয়বস্তু নির্বাচনে জটিলতা। দেখা অনেক দিন ব্লগ লেখার পর নতুন কোন আইডিয়া মাথায় আসে না। কি নিয়ে লিখব সেই চিন্তায় মস্তিষ্ক হয়ে যায় বিভর। তবে আজকে কয়েকটি কৌশল আলোচনা করব যা অনুসরন করলে ভবিষ্যতে লেখার উপাদানের অভাব অনেকটা দূর হবে।
জনপ্রিয় ব্লগগুলো বিশ্লেষন করুন
যখন একান্তই লেখার উপকরেনের অভাব হবে তখন বিভিন্ন জনপ্রিয় ব্লগগুলো ঘেটে, সেইসব ব্লগের বিভিন্ন পোস্ট পড়ে নতুন বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। তাদের লেখাগুলো বোঝার চেষ্টা করুন, তারা কি বিষয়ের ওপর লিখছে সেই সমস্ত বিষয়গুলো আচঁ করুন এবং সেই সমস্ত বিষয় সম্পর্কে নিজের আলোকে লেখার চেষ্টা করুন। দেখবেন লেখার টপিকের অভাব হবে না।
জনপ্রিয় ব্লগগুলো বিশ্লেষন করুন
যখন একান্তই লেখার উপকরেনের অভাব হবে তখন বিভিন্ন জনপ্রিয় ব্লগগুলো ঘেটে, সেইসব ব্লগের বিভিন্ন পোস্ট পড়ে নতুন বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। তাদের লেখাগুলো বোঝার চেষ্টা করুন, তারা কি বিষয়ের ওপর লিখছে সেই সমস্ত বিষয়গুলো আচঁ করুন এবং সেই সমস্ত বিষয় সম্পর্কে নিজের আলোকে লেখার চেষ্টা করুন। দেখবেন লেখার টপিকের অভাব হবে না।
No comments:
Post a Comment