একটি ওয়েব সাইটে ফর্মের প্রয়োজনীয়তা বিভিন্ন কারনে হয়ে থাকে। যেমন ওয়েব সাইটে কাউকে ইনভাইট করতে। অথবা কোন ডাটা নিতে অথবা অন্য কোন কারনে। কিন্তু ব্লগার সাইটে আপনি এটা কিভাবে করবেন ? আসুন দেখে নেই।
প্রথম ধাপঃ-
আপনার Google Account থেকে Drive এ প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপঃ-
More থেকে Google Form এ প্রবেশ করুন। আর তৈরি করুন নতুন ফর্ম। আপানার চাহিদা মতো।
তৃতীয় ধাপঃ-
এবার Send Form এ যান।চতুর্থ ধাপঃ-এখান থেকে Embed এ যান।
পঞ্চম ধাপঃ-
এবার কোডটি কপি করুন।
ষষ্ঠ ধাপঃ-
এবার নতুন একটি পেজ ওপেন করে কোডটি কপি করে দিন। তবে কোডটি কপি করার সময় অবশ্যই HTML মুড এ লিখবেন।
No comments:
Post a Comment