Sunday, May 3, 2015

ব্লগ থেকে আয় করতে চান ? কিন্তু গুগল অ্যাডসেন্স পাচ্ছেন না… নিয়ে নিন বিকল্প পদ্ধতি

আমরা ব্লগ খুলি মূলত কিছু টাকা আয় করার জন্যে। আর ব্লগ থেকে টাকা আয় করার সবচেয়ে কার্যকর উপায় হইল গুগুল অ্যাডসেন্স। কিন্তু গুগল মামু তো সবাইকেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দেয় না। তাই বলে কি তারা ব্লগ থেকে আয় করতে পারবে না ?
 অবশ্যই পারবে

গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসেবে রয়েছে পপক্যাশ
আপনার ব্লগে পপক্যাশ অ্যাড করলে এটি পপআপ এর মাধ্যমে অ্যাড শো করবে...
তবে চিন্তার কোন কারন নে। কেননা এটি একজন ইউজারের ক্ষেত্রে বারবার অ্যাড শো করবে না...
কাজেই আপনার ব্লগের ইউজারও তেমন বিরক্ত বোধ করবে না।
আর এর আরও একটি সুবিধা হচ্ছে ইউজার আপনার ব্লগে প্রবেশ করলে অ্যাডে ক্লিক পড়বেই...
কোন মিস হবে না।
তাহলে ক্লিক পড়বে কি না পড়বে সে চিন্তা থেকে আপনি মুক্ত।

এবার চলুন দেখি কিভাবে এটি আপনার ব্লগে অ্যাড করবেন
http://popcash.net/register/18698
  • রেজিস্ট্রেশন করা হলে লগইন করুন
  • এরপর নিচের চিহ্নিত স্থানে ক্লিক করুন
http://popcash.net/register/18698
  • এখন নিচের ছবিতে লাল রঙে মার্ক করা স্থানে ক্লিক করে আপনার ডোমেন লিংক Add করুন
  • Add হয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে কালো রঙে মার্ক করা জায়গার মত Approved লেখা আসলে নীল রঙে মার্ক করা জায়গায় ক্লিক করে HTML Code কপি করুন।
http://popcash.net/register/18698
  • এখন আপনার ব্লগারে প্রবেশ করে Template এ গিয়ে HTML এ যান।
  • এখন একদম নিচে গিয়ে নিচের ছবির মত মার্ক করা জায়গায় HTML Code টি পেস্ট করে সেভ দিন।
  • ব্যাস আপনার কাজ শেষ। আপনার ব্লগে পপক্যাশ অ্যাড হয়ে গেছে
  • এখন নাকে তেল দিয়ে ঘুমান আর আরামছে আয় করতে থাকুন

সবাই ভালো থাকবেন
















No comments:

Post a Comment