Monday, May 18, 2015

ডাউনলোড করুন কিছু মুক্ত অপারেটিং সিস্টেম।

আসসালামুআলাইকুম। প্রিয় বন্ধুরা নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও দয়াময়ের মেহেরবাণীতে ভালো আছি।
আজকে কিছু উন্মুক্ত অপারেটিং সিস্টেম নিয়ে আমার সামান্য একটা পোস্ট। আমাদের দেশের অভ্যন্তরের মানুষের জন্যে এটা তেমন কোন আহামরি পোস্ট না। কারন এখানে ৩০-৫০ টাকায় যেকোন অপারেটিং সিস্টেম পাওয়া যায়। এটা প্রবসী ভাইদের জন্যে হয়তো কিছুটা উপকার করতে পারে, সাধারনত যে দেশে কপিরাইট আইন খুবই কার্যকর।
1. Windows XP SP-3 Build 5512 Final
http://adf.ly/1HNiBJ

2. Zorin OS 5.2 Core
3. Linux-Mint 12 Lisa
4. Ubuntu 11.10
ডাউনলোড সম্পন্ন হলে ISO ফাইলটি DVD বা CD তে রাইট করুন। Install করার জন্য এই ব্লগে অনেক টিউটোরিয়াল পাবেন অথবা Google এ Search দিন: How to install Linux or Ubuntu or Zorin OS.

No comments:

Post a Comment