Friday, May 8, 2015

ফ্রি ডাউনলোড!! দরকারী সব সফটওয়্যার ডাউনলোড করে নিন একসাথে!!!


কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। টাইটেল দেখেই বুঝতে পারছেন এই পোষ্টটি ফ্রি সফটওয়্যার ডাউনলোড নিয়ে। ইন্টারনেটে  কাজ করতে  হলে   বিভিন্ন ধরনের  সফটওয়্যার   ব্যবহার করতে হয় ।  সফটওয়ার  এর ব্যবহার জানতে   হলে আগে  সফটওয়্যার টি    ডাউনলোড করতে হবে । সফটওয়ার  ডাউনলোড  করতে গিয়ে  অনেকে  অনেক ঝামালায় পড়েন। কি  ধরনের সফটওয়ার   ডাউনলোড করবেন,  কোথা থেকে  ডাউনলোড করবেন তা  অনেকেই বুঝতে পারেন না। অনেক  সময় দেখা যায়  কেঊ  একটা সফটওয়্যার   ডাউনলোড  করার জন্য একটা লিঙ্ককে  ক্লিক  করেছে  কিন্তু ওই লিঙ্কটা  আর একটা  লিঙ্ক কে রেফারেন্স করছে।
এভাবে আপনি বিভিন্ন লিঙ্ক এর মাধ্যমে ঘুরছেন কিন্তু কাজ এর কাজ কিছুই হচ্ছে  না   আপনে  কোথায় গিয়ে  সফটওয়্যার  ডাউনলোড করবেন তা বুঝে ওঠতে  পারছেন না।  এই সমস্যায়  আপনাকে যেন আর না পরতে হয়  তার জন্য আমার  ছোট্ট এই প্রচেষ্টা।
এই  লিঙ্ক কে   লিক করুন  ঢুকে  যান ডাউনলোডের  জগতে।

সওয়্যার ডাউনলোডফট

1. Avast free antivirus 2014

2. KM Player

3. CCleaner

4.Youtube Downloader

5. DriverMax

6. PhotoScape

7. Malwarebytes Anti-Malware

8. WinRAR (32-bit)

9. ManyCam

10. WinZip
11.VLC Media Player
12.Mozilla Firefox

laravel   এর  কোড  ডাউনলোড  করতে    নিচের  সাইট  গুলো ব্যাবহার করতে পারি।

1.Laravel 

2. Laravel  site

আরো অনেক অনেক নামী-দামী সফটওয়্যার পেতে আমাদের সঙ্গে থাকুন।

1 comment:

  1. I've used Kaspersky protection for a couple of years now, and I'd recommend this Anti virus to everybody.

    ReplyDelete