Sunday, August 2, 2015

যারা লিংক শেয়ারকরে অনলাইনে আয় করছেন বা করতে চান তাদের জন্য

অনলাইনে আয় এখন বাংলাদেশে অতি পরিচিত শব্দ। এখন রাস্তায় বের হলে অলিতে গলিতে বিভিন্ন টিউনার বিলবোর্ডের মাধ্যমে অনলাইনে আয় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বাহারী বিজ্ঞাপন দেখা যায়।অনেকেই সেই সব প্রতিষ্ঠানে কোর্স করে অনলাইনে আয় করছে কেউবা প্রতারিত হচ্ছে। ভাল প্রতিষ্ঠানের চেয়ে খারাপ প্রতিষ্ঠানের সংথ্যাই বেশী সেই বিষয়ে কোন সন্দেহ নাই। আবার অনেকেই অনলাইনে বিভিন্ন কাজ শিখতে গিয়ে বেছে নেন a d f l y এর মত সাইট। যেখানে রেফারেলের মাধ্যমে অন্যের সাইটে ভিজিটর পাঠালে সামান্য কিছূ টাকা প্রদান করে (আসলেই প্রদান করে কিনা আমার অভিজ্ঞতা নেই। আমি কখনো করি নাই)। সেই টাকাটা এতটাই সামান্য। ১০০০০ ভিজিটরের জন্য ৫ ডলার।
আসুন একটু বিকল্প চিন্তা করি
আমি ধরে নিচ্ছ্ আপনার একটি সাইট আছে। হতে পারে সেটা ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস ডট কমের। কোন সমস্যা নাই। আপনি আপনার সাইটের জন্য ২০/২৫ টা মৌলিক আর্টিকেল লিখলেন এবং অ্যাডসেন্সের জন্য আবেদন করলেন। আমার হিসাবের সুবিধঅর জন্য ধরে নিলাম আপনি অ্যাডসেন্স পেয়েছন।
http://adf.ly/?id=2299326
আসুন একটি যোগ বিয়োগের অংক করি
মোট ভিজিটর / ইম্প্রেশণ = ১০০০০
সিটিআর (ক্লিক করেছে) = ৭.৫%
মোট ক্লিকের সংখ্যা = ৩৭৫
প্রতি ক্লিক (সিপিসি) = ০.০৮ ডলার
তাহলে আপনার আয় কত ??
http://adf.ly/?id=2299326
মোটা মুটি ৩০ ডলারের মত আয় করা সম্ভব। আমি হিসাবের সুবিধার্থে আরও বাদ দিলাম ২০ ডলার।আপনি সেই সব সাইট থেকে কত ডলার পাবেন ৫ ডলার। প্রতিটি লিংক শেয়ার করার পর আপনাকে ভিজিটররা গালি দেয়। কারণ ৫ সেকেন্ড অপেক্ষা করতে হয়। বিরক্তির জন্য এর পর সাইটে ভিজিটর ঢুকে না। আরও কত কি...
যারা এসইও করেন তাদের সাথে আপনাদের পার্থক্য কি ??
যারা এসইও করেন তাদের আর আপনাদের মুল কাজ একই। সাইটে ভিজিটর আনা। এসইও স্পেশালিষ্টরাও বিভিন্ন জায়গায় লিংক শেয়ার করেন ভিজিটর আনার জন্য আপনারাও করেন। কিন্তু এসইও স্পেশালিষ্টরা করেন নিয়মতান্ত্রিক উপায়ে যা বিরক্তির কারণ হয না।মুল লক্ষ্য কিন্তু একটাই ভিজিটর।
http://adf.ly/?id=2299326
তাই যারা অ্যাড লি a d f l y এর কাজ করেন তাদের উদ্যেশ্যে বলছি, এসইও শিখূন। খুব বেশী কঠিন কিছু নয়। একমাস ভাল মত প্রাকটিস করলেই এসইও এর বেসিক বিষয়গুলো বুঝে ফেলবেন।দেখবেন অ্যাড লি a d f l y  এর জন্য যা করছেন তার অনেক কিছুই এসইও এর অংশ। এসইও বিষয়ক কিছু আর্টিকেল নিচের লিংক এ।

No comments:

Post a Comment