Saturday, August 29, 2015

এডসেন্স একাউন্ট নেই তাতে কি, এডসেন্সের পরিবর্তে এটা ব্যবহার করে আয় করুন, ১০০% গেরান্টি সহকারে।

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই ? আজ আমি আপনাদের যাদের এডসেন্স একাউন্ট নাই তাদের জন্য একটা দারুন সাইট নিয়ে কথা বলব। আপনারা এই সাইট এর এড আপনার ব্লগ বা সাইট এ ব্যবহার করে আয় করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের এড ব্যবহারের সুবিধা আছে। নিচে বর্ণনা করা হলঃ
ব্যানার এডঃ এটা আপনার যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন।
পপ আপ এডঃ এটা ব্যবহার করলে আপনার সাইট বা ব্লগ এ ঢোকা মাত্র পপআপ এড আসবে। এর উপরে একটা লাল বাটান থাকবে এড সরানোর জন্য। কিন্তু এমতাবস্তায় যেখানেই ক্লিক করুক না কেন আপনার এড ক্লিক হয়ে যাবে।
লেয়ার এডঃ এটা ব্যবহার করলে ভিজিটর আপনার সাইট এর যেখানেই ক্লিক করুক না কেনো আপনার এড ক্লিক হয়ে যাবে।
এছাড়াও আসে ফুল পেজ এড, রিডাইরেক্ট এড, প্রি পপ এড।
সবচেয়ে বড় কথা হল এখানে আপনার ৫-১০০০ ডলার পর্যন্ত পেয়াউট নিতে পারবেন।
চেক বা ব্যাংক এর মাধ্যমে নিতে লাকবে ১০০ ডলার। সবচেয়ে বড় সুবিধা হল আপনি পেয়জা, পেপাল এর মাধ্যমেও পেয়াউট নিতে পারেবন ৫ ডলার থেকে। ৫ ডলার পেয়াউট নিলে তারা ০.৫০ ডলার কেটে রাখে। তাহলে আর দেরি নাকরে শুরু করে দিন।
Yllix এর সুবিধাদি হচ্ছেঃ
১) যে কোন ধরনের সাইট হলেই চলবে।
২) সাইটের জন্য জটিল কোন পলিসি নাই।
৩) আরনিং ও আদসেন্সের প্রায় সমান।
৪) এক্টিভ রেফারেল যোগার করতে পারলে রেফারেল প্রতি ৫০ ডলার বোনাস।
৫) নূড সাইটে ও কোন সমস্যা নাই।
৬) এটা ছিটিকা, এডব্রাইট ইত্যাদির পাশাপাশি ব্যবহার করা যাবে।
৭) কমপক্ষে ১ ডলার হলেই পেমেন্ট দেয়া হয়।
8) এর পেমেন্ট পেইজা, পেইপাল এবং চেক এর মাধ্যমেও পাওয়া যায়।
Yllix.com এর অসুবিধাদি হচ্ছেঃ

১) এটা গুগল আদসেন্সের পাশাপাশি ব্যবহার করা যাবেনা, করলে গুগল অ্যাডসেন্স ব্যান।
২) এটাতে একটানা ৭ দিন কোন ইম্প্রেশন না থাকলে  অ্যাকাউন্ট স্থগিত হতে পারে। তাহলে নিচে ক্লিক করে রেজিষ্ট্রেশন

http://yllix.com/publishers/223887
 করে নিন আর ইচ্ছে মতো আয় করুন

No comments:

Post a Comment