Monday, August 24, 2015

Microsoft Word শিক্ষার বাংলা ই-বুক। ই-বুকটি তে Microsoft Word এর A to Z

সবার সুস্থতা কামনা করে আজকের টিউনের সূচনা করছি। নিশ্চয়ই সবাই ভাল আছেন। আজ দেব Microsoft Word শিক্ষার বাংলা ই-বুক। ই-বুকটি তে Microsoft Word এর A to Z
কম্পিউটার শিক্ষা মানেই সর্ব প্রথম Microsoft Word শিক্ষা। তবে আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছিল। আমি কম্পিউটার শিখতে শুরু করছিলাম Adobe Illustrator দিয়ে! তবে Microsoft Word দিয়ে শুরু করাটাই সবচয়ে উত্তম। তাই যারা কম্পিউটার শিখতে শুরু করেছেন তাদের জন্য Microsoft Word একটি অতি প্রয়োজনীয় সফট। আর Microsoft Word কে আয়ত্ত করতে হলে শুধু একটি ই-বুক বা একজন শিক্ষকই যথেষ্ট নয়। প্রয়োজন আপনার অধিক আগ্রহের এবং চেষ্টার। তবে একটি ভালো মানের বাংলা ই-বুক আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। সেই প্রয়াসে আজ একটি Microsoft Word সম্পর্কিত ই-বুক শেয়ার করলাম। এখন যদি প্রয়োজন না থাকে তারপরও ডাউনলোড করে রাখতে পারেন। কারন হঠাৎ প্রয়োজন পড়তে পারে। এছাড়া আমাদের বন্ধু -বান্ধব বা আত্নীয় স্বজনদের মধ্যে যার কম্পিউটার শিখছে তাদেরকে আপনি এটি দিতে পারেন। মাত্র 1 মেগাবাইটের  PDF ফাইলটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Download Ms Word 2007 Bangla Ebook


ডাউনলোড করে নিন এখান  থেকে |


বেশি টিউন লিখে আপনাদের মুল্যবান সময় নষ্ট করতে চাইনা তাই অল্পতেই বুঝানর চেষ্টা করলাম, তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউন এ। আর হা আপনারা আমার টিউন থেকে যদি উপকার পেয়ে থাকেন তাহলে টিউমেন্ট এ জানাতে ভুল্বেন না কিন্তু।

No comments:

Post a Comment