Wednesday, August 26, 2015

এখনি একটি ভোটার আইডি কার্ড তৈরি করুন, illustrator এর মাধ্যমে। সাথে থাকছে ai ভেক্টর ফাইল।



আপনারা যারা টেম্পোরারি ব্যবহার এর জন্য ভোটার আইডি কার্ড বানাতে চান। তাদের জন্য এই টিউন। আর যাদের ভোটার আইডি কার্ড আছে তারাই বানাবেন প্লিজ। অন্য কেউ এই কাজটি করবেন না।
প্রথমে আমার দেওয়া ফাইল টি illustrator এর মাধ্যমে ওপেন করেন। ওপেন করার সময় আপনাকে ইমেজ রিপ্লেস করতে হবে তাই যে দুটি ইমেজ আছে ডাউনলোড লিংক এ আপনি ওই দুইটি ইমেজ রিপ্লেস করে নেন। আমি বিষয় টি আরো ক্লিয়ার করে বলতেছি রিপ্লেস এ ক্লিক করলেই ইমেজ লোকেশন সিলেক্ট করতে বলবে তখন ডাউন লোড লিংক এ দেওয়া ইমেজ রিপ্লেস করেন।
এখান থেকে জিপ ফাইল টি ডাউনলোড করে নেনঃ লিংক
আর যারা মোবাইল থেকে ডাউনলোড করতে চান তারা আপনার ফোন এর সাথে থাকা ডিফল্ট ব্রাউজার থেকে ডাউনলোড করুন না হলে ডাউনলোড হবে না। পিসি ইউজার রাও ডাউনলোড করতে পারবেন।


illustrator এ ওপেন করলে এই রকম দেখতে একটি ভেক্টর ফাইল পাবেন। ফাইল টির সব কিছু এডিট করতে পারবেন।

প্রথমে আপনি লিংক এ ক্লিক করেন তারপর নিছে দেওয়া স্কিন সর্ট ফলো করেন। ডাউন লোড হবে ১০০%। সবাই বলে ডাউনলোড হয় না
তাই এই সারভার থেকে কিভাবে ডাউনলোড করবেন দেখেন।
লিংক এ ক্লিক করার পর এমন আসলে মার্ক করা যায়গা থেকে ক্লোজ করে দিন।


তার পর এমন দেখতে পাবেন। এখানে আপনাকে ৫ সেকেন্ড ওয়েট করতে বলবে না বললে নাই।
নিছের চিত্র তে মার্ক করা যায়গায় ক্লিক করুন।
অন্য দিকে ডাউনলোড লিংক এ খেয়াল না করে মার্ক করা যায়জায় ক্লিক করুন।

http://adf.ly/1NKjE7

তারপর এমন একটি পেজ পাবেন। লেখা দেখাবে Your Ip address use in 24 hour  এতো কিছুর কথা না ভেবে আপনি মার্ক করা যায়গায়
ক্লিক করুন।


তার পর আইডিএম থাকলে ওপেন হবে ডাউনলোড করুন। ব্রাউজার থেকেও ডাউনলোড হবে।
ধন্যবাদ আমাকে অনেকে বলতেছিল এই টিউন টি করতে তাই করলাম। আর ফন্ট প্রব্লেম হলে আগের ফন্ট কেটে নতুন করে বিজয় দিয়ে অথবা অভ্র দিয়ে টাইপ করে বিজয় এ কনভার্ট করুন। এটা অভ্র থেকেই করা যায় সেটিং এ দেখবেন Unicode to Bijoy converter নামে একটা অপশন আছে।

1 comment: