অনলাইনের আয়ের আরেকটি মাধ্যম হল ভাল মানের বই বা টিউটোরিয়ার তৈরী করে তা বিক্রি করা। যা অায়ের খুবই সহজ উপায়। আপনি যে বিষয়ে দক্ষ বা পারদর্শী তা নিয়ে আপনি একটি সুন্দর ও ইউনিক লেখা নিয়ে বই তৈরী করতে পারেন। যা পিডিএফ আকারে প্রকাশ করে তা বিত্রিুর জন্য উপযোগী করে তুলতে পারেন। আপনি সফটওয়্যার, হার্ডওয়্যার, আনলাইন আয়, গুগুল, এডসেন্স, গল্প,কবিতা, উপন্যাস, রাজনৈতিক, সামাজিক ইত্যাদি বিষয়ে লেখা লিখে সেই লেখাগুলো আপনি বিক্রি উপযোগী করে আয় করতে পারেন।
কিন্তু কোথায় এগুলো বিক্রি করবেন তার জন্য নিচে কিছু সাইটের লিংক ও নাম দেওয়া হল । সেইসব সাইট এ আপনি রেজিস্ট্রেশন করে বইগুলো পাবলিস্ট করতে পারেন।
উপরের সাইটগুলো থেকে আপনারা অনলাইলে খুব সহজেই আয় করতে পারবেন। আজ তাহলেই এই পর্যন্তই । আশা করি পরবর্তী আরো ভাল পোস্ট নিয়ে হাজির হব।
eki boi ki bibivinno site-e dea jai?
ReplyDelete