Sunday, August 2, 2015

শিল্পি না হয়েও গান গাও শিল্পির মত, গানের মিউজিক বাজবে আর আপনি শুধু দেখে দেখে গাইবেন। দেখুন মজা কাকে বলে।

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই, নিশ্চয় অনেক ভাল আছেন।
প্রতিবারের মত আজও আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি।
অনেকে আছেন যারা গান গাইতে পছন্দ করেন কিন্তু খালি গলায় আর কতক্ষণ গাওয়া যায়। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম গান গাওয়ার এক শ্রেষ্ঠ মাধ্যম, আর তা হল কারাওকে মাধ্যম।
আপনি শুধু দেখে দেখে গাইবেন আর হয়ে যাবে অসাধারণ সব গান। নিজেও মজা পাবেন আবার সবাইকে মজা দিতে পারবেন।
যে কোন পার্টি বা ছোট খাটো কোন অনুষ্ঠানে গাইতে পারবেন খুব সহজে।
তাহলে আর দেরি কেন একই শুরু হউক শিল্পি হবার চেষ্ঠা।

1. আগে কি সুন্দর দিন কাটাইতাম

2. যে প্রেম স্বর্গ স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রই 

3. ওরে নীল দরিয়া আমায় যারে

 বন্ধুগণ, আজ এ পর্যন্তই।
আগামী পর্বে আবারো দেখা হবে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই রইল। আল্লাহ হাফেজ।
যদি কোন প্রশ্ন থাকে টিউমেন্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
ইমেইল করতে পারেন  - tunebd19@gmail.com
ফেইসবুকে আমি আছি আপনাদের সাথে - https://www.facebook.com/tunebdonline
আমার ইউটিউব চ্যানেল - https://www.youtube.com/channel/UCxqX2g5hs6tXJ0sDGse57CA

 

No comments:

Post a Comment