Wednesday, November 4, 2015

গুগলে যে কোন তথ্য খোঁজার জন্য জেনে নিন চমৎকার কিছু Advance কৌশল ও টিপস সহ অনেক কিছু!.যা আপনার গুগল সার্চের অভিজ্ঞতাই পাল্টে দেবে। পড়ে দেখুন বাদ যাবে না কোনো কিছু

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্। আর অযথা কোনো কথা নয়! সরাসরি টিউনে চলে যাই→
এই কৌশলগুলি ব্যবহার করে
আপনার মূল্যবান সময়
বাঁচাতেপারবেন। তথ্য খুঁজতে আর
পেইজের পর পেইজ দেখা
লাগবে না … জাস্ট নিচের নিয়ম
মেনে সার্চ দিন, দেখবেন সব কিছু
কত সহজে পেয়ে গেছেন … একবার
দেখুন সার্চ করা ছাড়াও আর কি
কি করা যায় …।
✬✬ এই টিউনটি অবশ্যই
শেয়ার করে আপনার ফেইসবুক
টাইমলাইনে সেভ রাখুন
অথবা বুকমার্ক করে রাখুন… অথবা
মোবাইলে পেজ সেভ করে
রাখুন .. কারন এই টিপস ও কৌশল
গুলো আপনার লাইফে অবশ্যই
কাজে লাগবে … সম্পূর্ণ টিউন
দেখলেই তা বুঝতে পারবেন
তথ্য খোঁজার জন্য সবচেয়ে বেশি
যে সার্চ ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটা
হচ্ছে গুগল। অনেকে এটিকে শুধুমাত্র তাদের ব্রাউজার এর
ডিফল্ট সার্চ ইঞ্জিন
হিসেবেই ব্যবহার করে না
,তাদের হোমপেজ হিসেবেও
ব্যবহার করে। গুগলের এই
সফলতার পেছনে রয়েছে কিছু
ভাল কারন। গুগল শুধু একটি সার্চ
ইঞ্জিনই নয়, একটি স্মার্ট সার্চ
ইঞ্জিন।এটি সব বর্তমানকেই
তালিকা করে না বরং আর
বেশি কিছু করে।
বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সার্চইঞ্জিন হিসেবে গুগল সবার নিকট
পরিচিত। গুগলের এই সার্চ
ইঞ্জিনের আরও বহুবিধ
ব্যবহার রয়েছে। যেগুলো
আমাদের অনেকের জানা আবার
অনেকের অজানা। শব্দের অর্থ,
সময়, তারিখ,
কারেন্সি,কনভার্টার,
ক্যালকুলেটরসহ আরো কিছু
প্রয়োজনীয় তথ্য পেতে সহজ ও
মজার কিছু ফিচার যোগ করেছে
এ সার্চ ইঞ্জিন। ফলে কিছু টিপস
জানা থাকলেই গুগল ইঞ্জিনকে
আরো সহজ ও প্রয়োজনীয় টুলসে
পরিণত করতে পারবেন। আসুন এই
বিষয়গুলো জেনে নিই। এই টিউনে গুগলের
মোটামুটি সকল কৌশল তুলে
ধরার চেষ্টা করবো-
——————————————–
✬কোন একটি নির্দিষ্ট
ওয়েবসাইট এ নির্দিষ্ট শব্দ বা ওই
শব্দের কন্টেন্ট খুঁজে পেতে চাইলে প্রথমে
আপনি যেই শব্দটি খুঁজছেন সেইটা
লিখুন তারপর site: লিখে যেই
সাইটটি থেকে খুজে বের করতে
চান সেই সাইটের নাম লিখুন।
যেমন : আপনি Computerpdf শব্দটি বা এর কনটেন্ট tunebd ওয়েবসাইটে খুঁজে পেতে
চাইছেন,তাহলে গুগলে এভাবে লিখুন ” উদাহরণঃ
["Computerpdf
site:tunebdonline.blogspot.com"]
———————————
আপনি যদি একটি অডিও
ফাইল খুঁজে পেতে চান, তবে সহজ
এই কোড ব্যবহার করুন।
intitle:”indexof” mp3 “Your File name”
সাধারনতঃ Your Filename.mp3
উদাহরণ: ধরুন আপনি মাইকেল
জ্যাকসনের “ Billie Jean” গানটি mp3
ফরমেটে ডাউনলোড করতে চান।
তবে সার্চ বক্সেএই কোডটি
লিখুন
intitle:”index of” mp3 “Billie Jean”
আপনি যদি ভিন্ন ফরমেটেগানটি
ডাউনলোড করতে চান, তবে mp3
এর স্থানে ফরম্যাটের নাম লিখুন।
যেমন wma, wav,ACC ইত্যাদি।
যেভাবে কোন সফটওয়্যার খুঁজবেন–
————————
আপনি যদি সফটওয়্যার
ডাউনলোড করতে চান, তবে এই
অনুসন্ধান ট্রিক্সটি ব্যবহার করুন।
intitle:”index of” exe “Your Application
name”
উদাহরণ: ধরুন আপনি Gom player
সফটওয়্যারটি ডাউনলোড করতে
চান।তবে সার্চ বক্সে এই কোডটি
লিখুন-
intitle:”index of” exe “Gom player”
এভাবে আপনি "exe" এর জায়গায় যেকেনো প্লাটফর্মের যেমন অ্যান্ডয়েড, আইফোন,সিম্বিয়ান,জাভা ইত্যাদি সফটওয়ার সহজে খুঁজে পাবেন।
কোনো ডকুমেন্ট যদি সহজে খুঁজে পেতে চান –————————
তাহলে সার্চ বক্সে এইভাবে লিখে দেখুন-
intitle:”index of” doc “bangla”
আশা করি আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন।
যেভাবে ই-বুক খুঁজবেন————————
সহজে কোনো ই-বুক খুঁজে পেতে চাইছেন,
তবে সহজ এই সার্চ কৌশলটি
ব্যবহার করুন।
intitle:”index of” +(“/ebooks”| “/book”)
+(chm|pdf|zip) +”Your book name”
উদাহরণ: ধরুন আপনি "Gateway fourline" ই-বুকটি
ডাউনলোড করতে চান। তবে গুগল
অনুসন্ধান বক্সে লিখুন
intitle:”index of”+(“/ebooks”| “/book”)
+(chm|pdf|zip) +”gateway fourline”
——————————————-
গুগোলের আরো কিছু সার্ভিস সমূহঃ
——————————————-
★ আপনার সকল সার্চ এর হিস্টরি
দেখতে চাইলে
https://history.google.com/history/
lookup ?
✩ ইমেজ সার্চ এর জন্য
http://images.google.com/
☆ বই এর জন্য যেতে পারেন এই ঠিকানায়→ http://books.google.com/books?hl=en
✯ কোনো কনটেন্ট বাংলায় অনুবাদ করার জন্য
https://translate.google.com/?hl=auto/bn/
✮ যে কোন ভাষায় অনুবাদের জন্য এই ঠিকানায় গিয়ে আপনার কাঙ্ক্ষিত ভাষা সিলেক্ট করুন আর হয়ে যান বহুভাষাবিধ!!!
http://translate.google.com
✬ ওয়েব সাইট অনুবাদ করার জন্য
http://translate.google.com/manager/
website/?hl=en
✲ যেকোনো ভিডিও দেখার জন্য যেতে পারেন এখানে
http://video.google.com
✷ গুগল আর্থ
http://www.google.com/intl/en/earth/
✸ ম্যাপ দেখার জন্য
http://maps.google.com
❅ যে কোন কিছুর ব্যাকঅাপ
রাখার জন্য
http://www.google.com.bd/drive/
✴ এমএস এক্সেল মত কাজ করতে
http://docs.google.com/spreadsheets
✯ এমএস ওয়ার্ড মত কাজ করতে
http://docs.google.com/document
✻ পাওয়ার পয়েন্টের মত কাজ
করতে
http://docs.google.com/presentation
http://docs.google.com/drawings
http://www.google.com/calendar/
গুগল সার্চ এর ক্ষেত্রে যা জানা
খুব প্রয়োজন
————————————————
✬গুগল কেস সেনসিটিভ নয়।
অর্থাৎ google, Google, GoOgle
ইত্যাদি একই ধরনের ফলাফল
দিবে।
✬গুগল সাধারণত what, how, where,is, of
ইত্যাদি শব্দ এবং যেকোন
সিঙ্গেল character ইগনর (অগ্রাহ্য)
করে। কিন্তু আপনিপ্রয়োজনে এসব
শব্দ/অক্ষর ব্যবহার করতে পারেন,
তবে সেজন্য সে শব্দ বা অরের
আগে + চিহ্ন ব্যবহার করতে হবে।
যেমন, +what +is capital of Bangladesh।
মনে রাখবেন, + চিহ্নেরআগে
অবশ্যই একটি স্পেস থাকতে হবে
এবং পরে কোন স্পেস রাখা
যাবে না।
✬Phrase search এর জন্য quotationmark
ব্যবহার করুন।
যেমন- “mosque of Bangladesh” phrase
দিয়ে সার্চ করলে “mosque of
Bangladesh” হুবহু রয়েছে গুগল শুধুমাত্র
সেইসব রেজাল্ট দেখাবে। এতে
আপনার সার্চ রেজাল্ট অনেক
কমে আসবে। ফলে সঠিক জিনিস
খুঁজে পেতে সুবিধা হবে।
✬গুগল সার্চ বক্সে কোন কীওয়ার্ড
লিখে I’m Feeling Lucky বাটনে ক্লিক করলে গুগল আপনাকে কোনসার্চ
রেজাল্ট প্রদর্শন না করে প্রাপ্ত
রেজাল্টের প্রথম সাইটে
সরাসরি আপনাকে নিয়ে যাবে।
✬(-) ব্যবহার করে আপনি একটি
শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ করতে
পারবেন। যেমন – আপনি যদি
সোশ্যাল মিডিয়াগুলোর
রেজাল্ট লিষ্টে টুইটার বাদে
অন্যগুলোর দেখতে চান তাহলে
এইভাবে লিখুনঃ Socialmedia –Twitter
✬অনুসন্ধান থেকে একটি সাইট
অপসারণ করতে চান আপনার
সার্চ রেজাল্ট থেকে তাহলে
গুগলে লিখুন এইভাবে-
উদাহরণ→ Social Networking – site:techtunes.com.bd
✬কোন একটি নির্দিষ্ট ওয়েব
সাইটের লিংক কোথায় কোথায়
আছে তা গুগল সার্চ থেকে খুব
সহজেই জেনে নেয়া সম্ভব। কোন
ওয়েব সাইটের লিংক
কোথায়কোথায় আছে তা
জানার জন্য গুগল সার্চে Link
অপারেটরটি ব্যবহার করতে হবে।
ধরা যাক,techtunes এর লিংক
কোথায় কোথায় আছে তা আমরা
জানতে চাই। তাহলে গুগল
সার্চে গিয়ে
উদাহরণ→link:forum.techtunes.com.bd
লিখে সার্চ দিতে হবে। যে
রেজাল্ট আসবে সেইসব
সাইটেরকোন এক জায়গায় techtunes
এর লিংক দেওয়া আছে।
✬সমার্থক শব্দঃ শব্দের সমার্থক
খুঁজতেও গুগলের জুড়ি নেই। শব্দটির
আগে টিল্ড চিহ্ন (~) লিখুন।
যেমন ~fallen
✬ইউনিট কনভারশন :
উচ্চতা, ওজন এবং আয়তন
ইত্যাদি রাশির এককের রূপান্তর
করতে গুগল ব্যবহার করতে পারেন।
এজন্য সার্চ বক্সে কাঙ্ক্ষিত
রূপান্তরলিখুন। যে
যেমন: kg in pound,inch in km
✬কারেন্সি কনভারশন :
গুগলকে খুব সহজেই বিভিন্ন
দেশের মুদ্রার তুলনা করা যেতে
পারে। অর্থাৎ একে কারেন্সি
করভার্টার হিসেবে ব্যবহার করা
যেতে পারে। এজন্য
সার্চবারে প্রয়োজনীয় মুদ্রা
লিখে সার্চ দিলেই হবে।
যেমন: USD in BDT
✬স্থানীয় সময় নির্দিষ্ট স্থানের
নামেরআগে “time” শব্দটি লিখুন।
যেমন: time Dhaka
স্থানীয় আবহাওয়া শহর বা
রাজ্যের নামের আগে “weather”
শব্দটি লিখুন।
যেমন: weather Dhaka
✬সূর্যদয় ও সূর্যাস্তঃ Sunrise
বাSunset শব্দের সাথে প্রসিদ্ধ
শহরের নাম লিখে সার্চ দিলে ঐ
শহরের সূর্যদয় ও সূর্যাস্তেরসময়
জানা যাবে। তবে যুক্তরাষ্ট্রের
ক্ষেত্রে জিপ-কোডই যথেষ্ট।
যেমন, sunset:dhaka
✬ভাষান্তর সার্চ:- Translate লিখে
কোনশব্দ। যেমনঃ translate portakal
লিখে সার্চ দিলে সবচেয়ে
কাছের ম্যাচ করা শব্দটি গুগল
(তুর্কী ভাষায় কমলা) ভাষান্তর
করে দেবে।
✬ফুল ভার্সন সফটওয়্যার সংশ্লিষ্ট
সফটওয়্যারের নাম লিখে একটি
স্পেস দিয়ে .94fbr লিখতে হবে।
যেমন :Google Crome.94fbr
✬পিডিএফ ফাইল সংশ্লিষ্ট
পিডিএফ ফাইলের নাম লিখে :pdf
লিখতে হবে। যেমন: Around the World in 80 Days:pdf
✬airlines/flight schedule জানতে
নির্দিষ্টairlines এর নাম লিখে
একটি স্পেস দিয়ে ফ্লাইট নম্বর
দিতে হবে। যেমন :Emirates Flight 215 .
———————–
আরো কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ
———————–
১। site: google.com/education
আপনি যদি গুগলে এইটা
লিখে সার্চ করেন, তাহলে
গুগলের ডোমেইনে education
সম্পর্কিত যত তথ্য আছে সব প্রদর্শিত
হবে।আসলে নির্দিষ্ট ডোমেইনে
তথ্য খোঁজার জন্য এই কমান্ড টি
ব্যবহার করতে পারেন।
২। intitle: educationengineering
গুগলে এইটা লিখলে গুগল সেইসব
রেজাল্ট সামনে আনবে, যেইসব
সাইটের টাইটেলে education
কথাটি আছে এবং
টেক্সটে engineering কথাটি আছে।
৩। allintitle:education bangla
এই কথাটি লিখলে,
যেইসবসাইটে education শব্দটি
আছে এবং তাদের টাইটেলে
bangla কথাটি আছে তা সামনে
চলে আসবে।
৪। inurl:myitzn apps
গুগল সার্চ এ এইটা লিখলেআপনার
সামনে সেইসব সাইট আসবে
যাদের url এর মধ্যে myitzn কথাটি
আছে, এবং টেক্সটেরapps মধ্যে
কথাটি আছে।
৫। allinurl:myitznapps একই কাজ,
আগেরটার মত।
৬। filetype: pdfengineering
এই টি লিখলে আপনার
সামনেসকল pdf এর url আসবে
যাদের মধ্যে engineering কথাটি
আছে। (আমার মনে হয় যারা
নিয়মিতassignment করেন, তাদের
জন্য এইটি খুব কাজ দিবে :D)
৭। link:http://www.google.com
এইটি লিখলে আপনার
সামনেসেইসব রেজাল্ট আসবে
যাদের সাথে গুগলের লিংক
করা আছে।
৮। +education
এইটি আপনার সামনে
সেইসবরেজাল্ট আসবে যেইসব
সাইটে বেশি করে education
কথাটি উল্লেখ আছে।
৯। -education
এইটি আপনার সামনে
সেইসবরেজাল্ট আনবে যাদের
মধ্যে education কথাটি উল্লেখ
নেই।
১০।“Beautiful Bangladesh ”
এইরকম দুই পাশে কমার মধ্যে যদি
আপনি কোন শব্দ গুচ্ছ লিখে সার্চ
দেন, তাহলে Beautiful Bangladesh
সম্পর্কিত শব্দগুলো যেইসব সাইটে
হাইলাইট করা আছে সেই গুলো
সামনে আসবে। (আমার মনে হয়,
যারাassignment করে তাদের
এইটাও কাজে আসবে)।
✬ওয়েবসাইট বিষয়ক তথ্য অনুসন্ধান :
————————————
গুগল সার্চে info: ট্যাগ ব্যবহার করে
একটি নির্দিষ্ট ওয়েবসাইটের
একাধিক তথ্য পাওয়া যায়। যেমন
ওয়েবসাইটের
ব্যাকলিঙ্ক,ওয়েবসাইটের ক্যাশ,
ওয়েবসাইটটি গুগলের ইনডেক্সে
অন্তর্ভুক্ত আছে কিনা ইত্যাদি।
সার্চবারে যেভাবে লিখবেন:
info:আপনার ডোমেইন। উদাহরণ:
info:techtunes.com.bd
✬ব্লক ওয়েবসাইটে প্রবেশ করুন খুব
সহজেই! আপনি কি এমন একটি
সাইটে প্রবেশ করতে চান, যেটা
আপনার কর্পোরেট ফায়ারওয়াল
অথবা আপনার দেশে নিষিদ্ধ?
এক্ষেত্রে গুগল আপনাকে সাহায্য
করতে পারে। এই ভাবে একবার
চেষ্টা করেদেখুন। সার্চ বারে
যেভাবে লিখবেন: cache:আপনার
ডোমেইন। উদাহরণ:
cache: techtunes.com.bd
✬টেলিফোন নম্বর সার্চঃ
————————-
যদিও আমাদের জন্য খুব
একটা উপকারী নয় তবুও আপনি যদি
যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তির
টেলিফোন নম্বর পেতে চান,
তাহলে তার নাম ও state (রাজ্যের নাম) লিখে
সার্চ দিতে পারেন। যেমন
আপনি যদি Tom Smith:CA লিখে
সার্চ দেন,তাহল ক্যালিফোর্নিয়া
ষ্টেটের Tom Smith নামক ব্যক্তির
টেলিফোন নম্বরগুলো আপনাকে
দেখাবে। এই সার্চকে আরেকটু
নিদিষ্ট করার জন্য আপনি
rphonebook:অথবা bphonebook: লিখে
সার্চ দিতেপারেন। rphonebook:
Tom Smith, CA আপনাকে Tom Smith
নামক ব্যক্তির বাসার
আর bphonebook: Tom Smith,CA
আপনাকে তার বিজনেস ফোন
নম্বর সার্চ করে বের করবে।
✬নির্দিষ্ট কোন ওয়েবসাইটের শুধু
ছবিগুলো দেখা: ইন্টারনেটে
ছবি সার্চ করার জন্য গুগলের
images.gO0gLe.com বেশ ভালো ও
শক্তিশালী একটি সার্চ ইঞ্জিন।
যেকোন কী- ওয়ার্ড লিখে
এখানে সার্চ করলেই মুহূর্তের
মধ্যে ঠিক সেই বিষয়ের অসংখ্য
ছবি এসে যাবে। কিন্তু সেই
ছবিগুলো আসে বিশ্বের বিভিন্ন
ওয়েবসাইট থেকে পেজ
র্যাংকিং অনুযায়ী।এখন আপনার
হয়তো কখনও সারা বিশ্বের
বিভিন্ন ওয়েবসাইট থেকে
খোঁজার পরিবর্তে
শুধুমাত্র নির্দিষ্ট কোন সাইটের
ছবি খোঁজার প্রয়োজন।
এক্ষেত্রে আপনি image.GooGle.com
এর site অপারেটরটি ব্যবহার করতে
পারেন। ধরি, techtunes থেকে লেডী গাগার
ছবি খুঁজতে চাচ্ছেন।
সেক্ষেত্রে আপনি যদি
উদাহরণ→ image.gOOgle.com এ গিয়ে site:
techtunes.com.bd Gaaga লিখে সার্চ করেন,
তাহলেই কাঙ্খিত ফলাফল
পেয়ে যাবেন। এই পদ্ধতিতে
কোন নির্দিষ্ট ছবি খোঁজার
পাশাপাশি আপনি ইচ্ছে করলে
যে কোন সাইটের সবগুলো ছবিও
দেখতে পারেন। যেমন আপনি
যদি এখানে শুধুমাত্র site: techtunes
লিখে সার্চ দেন, তাহলে
টেকটিউনস এর সবগুলো ছবি
সার্চ রেজাল্ট হিসেবে
প্রদর্শিত হবে। যদি আপনি কোন
সাইট “visualy” ব্রাউজ করতে
চান তাহলে এই বিশেষ পদ্ধতিটা
আপনার কাজে লাগতে পারে।
এছাড়া কোন নির্দিষ্ট সাইটের
শতশত লেখার মধ্য থেকে একটি
প্রয়োজনীয় লেখা পড়ে পড়ে
খুঁজে বের করার চেয়ে ছবি
দেখে খুঁজে বের করা অনেক সহজ।
সেক্ষেত্রে আপনি G00gle ইমেজে
প্রদর্শিত সাইটের সবগুলো ছবি
থেকে প্রয়োজনীয় ছবিগুলোর
উপর ক্লিক করে সেই ছবি
সম্পর্কিত নিবন্ধগুলোপড়ে নিতে
পারেন।
আজ এ পর্যন্তই। আরো কিছু জানতে চাইলে টিউমেন্টে জানাতে পারেন।
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্।

No comments:

Post a Comment