Sunday, November 8, 2015

রিলিজ হল বাংলাদেশের নতুন এন্ড্রয়েড এপ “নামাজ শিক্ষা”

এন্ড্রয়েড সফটওয়্যার "নামাজ শিক্ষা"। আইটিনেটবিডি এর পক্ষ হতে সবাইকে স্বাগতম। এটি Itnetbd এর প্রথম এন্ড্রয়েড এপ্লিকেশন। প্রথমেই বলে নেই, এটি একটি লাইট ভার্সন। ফুল ভার্সনটি আপনারা
এর অফিশিয়াল সাইট হতে কষ্ট করে ডাউনলোড করে নিবেন। কারন ফুল ভার্সনের সাইজ কিছুটা বেশি হয়ে যাওয়ায় সেটি প্লে স্টোরে আপলোড করি নি। ফুল ভার্সনে কিছু প্রয়োজনীয় সূরাসমূহের উচ্চারণ সাউন্ডসহ দেয়া হয়েছে। শুধু নামাজ শিক্ষা নয়, আরো ইসলামিক আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কালিমা, রোজা, হজ্জ, যাকাত নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।স্ক্রিনশটঃ



আসুন দেখে নেই "নামাজ শিক্ষা" এপ এর কিছু ফিচারঃ
* পরিপূর্ণ নামাজ শিক্ষা
* সালাতের সময়সূচী (ইন্টারনেট কানেকশন লাগবে না)
* দিক নির্ণয়ের জন্য কম্পাস
* প্রয়োজনীয় সূরা সাথে উচ্চারণ
* কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
* আরো অনেক কিছু
* ইউজার ইন্টারফেইস ডিজাইনটা অনেক ভাল করেছে
আরো নতুন ফিচার যোগ করার কাজ করে যাচ্ছে তারা...। সবাই ডাউনলোড করবেন এবং রিভিউ করে উৎসাহ যোগাবেন...। এই এপটিতে ভুল থাকতে পারে...। দয়াকরে আপনারা স্কিনশট সহকারে তাদের ইমেইলে অথবা ফেইসবুক পেইজে জানাবেন...। আর কি কি যোগ করলে আপটি আরো ভাল হয় তা জানাবেন...। ধন্যবাদ সবাইকে...।
Play Store LinK:
http://bit.ly/namajshikkha

No comments:

Post a Comment