আমাদের অনেকের ওয়েবসাইট আছে । কেউ হয়তো অনেক কষ্ট করে Google Adsencs,Chitika,Infolink পেয়ে ওয়েবসাইটে লাগাই । কিন্তু তাদের অনেক নিয়ম থাকার কারনে সোনার হরিন টা হাতে আসার আগে সব কিছু শেষ হয়ে যায় ।তাছাড়া এসব এড ১০০০ জন ক্লিক করলে পে করে মাত্র ১ ডলার । আর এখন ভিজিটররা অনেক চালাক হয়ে গেছে তারা এখন আর এডে ক্লিক করে না । তাই অনেক দিন সাইটে এড লাগিয়ে রাখলেও তেমন ভালো আয় হয় না । সে জন্য আজ আমি আপদেরকে এমন একটি সাইটের সন্ধান দিব যেটা দিয়ে ওয়েবসাইট থেকে ভালো আয় করা যাবে, সাইট টার নাম হলো পপক্যাশ ।
পেম্যান্ট :-
আজ এই পর্যন্ত ,ভূল হলে ক্ষমা করে দিবেন।
- কোন ক্লিক করতে হবে না
- ভালো রেভিনিউ দেয়
- সাইটে কোন এড শো করবে না শুধু ভিজিটর আসলে একটা পপ আপ পেইজ খুলবে
- মাত্র ১০ $ ডলারে ক্যাশ আউট
- পাইজা (payza)
- পেপাল (paypal)
- পেক্সাম (paxum)
আজ এই পর্যন্ত ,ভূল হলে ক্ষমা করে দিবেন।
No comments:
Post a Comment