ইন্টারনেট থেকে মুভি, গান বা অন্য কোনকিছু ডাউনলোড করতে চাইলে অনেক সময়ই দেখা যায় ৫ সেকেন্ডের একটি এড দেখানো হয় এবং এরপর Skip Ad এ ক্লিক করার পর ডাউনলোড লিঙ্কটি আসে। অর্থাৎ মূল ডাউনলোড লিঙ্কটি সরাসরি প্রকাশ করা হয় না। মূল ডাউনলোড লিঙ্কে যাওয়ার পূর্বে অন্য একটি পেজে ৫ সেকেন্ডের জন্য ভিজিটরদের সফর করানোর জন্য যেই পদ্ধতি ব্যবহার করা হয় তা “ইউআরএল শর্টনার” পদ্ধতি নামে পরিচিত।
আপনি কি জানেন, ভিজিটরদের ৫ সেকেন্ডের জন্য ঐ এডটি দেখানোর মাধ্যমে অনলাইনে আয় করা যায় !!
চাইলে আপনিও পারবেন এই পদ্ধতিতে অনলাইনে আয় করতে।
চাইলে আপনিও পারবেন এই পদ্ধতিতে অনলাইনে আয় করতে।
কিভাবে?
খুবই সহজ। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক। আর আমরা প্রায় সময়ই নানান রকমের নিউজ বা প্রয়োজনীয় লিঙ্ক ফেসবুকে বা ব্লগে অন্যদের সাথে শেয়ার করি। আর আপনার শেয়ার করা লিঙ্কে হয়তো হাজার হাজার ক্লিক পড়ে। এই লিঙ্কগুলো শেয়ার করার পূর্বে যদি কোন লিঙ্ক শর্টনার সাইটের মাধ্যমে লিঙ্কটি শর্ট করার পর শর্ট লিঙ্কটি শেয়ার করেন তাহলে মূল লিঙ্কে যাওয়ার আগে ৫ সেকেন্ডের জন্য অন্য একটি পেজে যাবে যার থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
কোথায় লিঙ্ক শর্ট করবেন? লিঙ্ক শর্টের মাধ্যমে কত টাকা আয় করা যাবে?
বর্তমানে প্রায় অনেকগুলো লিঙ্ক শর্টনার সাইট আছে। এগুলোর মধ্যে বিশ্বাসযোগ্য এবং ভালো মানের পে করে থাকে এমন কয়েকটি সাইটের পরিচয় এবং তাদের পেমেন্ট পলিসি সম্পর্কে নিচে আলোচনা করা হল।
১. AdFly
AdFly হচ্ছে সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত একটি সাইট। এই সাইট প্রতি ১হাজার ভিজিটরের জন্য $৫ থেকে $৮ পে করে থাকে। এখানে ইউনিক-ভিজিটর এবং র-ভিজিটরের জন্য রেট ভিন্ন ভিন্ন এবং বিভিন্ন দেশের ভিজিটরের জন্যও ভিন্ন ভিন্ন রেট। সাইটের একেবারে নিচের দিকে Payout Rates পেজে সকল দেশের ভিজিটরদের রেট দেয়া আছে।
AdFly এর মিনিমাম পেআউট $৫ অর্থাৎ $৫ এর কম হলে আপনি ডলার উইথড্র করতে পারবেন না।
২. LinkShrink
LinkShrink হচ্ছে অন্যতম একটি বিশ্বস্ত সাইট, এটি প্রতি ১হাজার ভিজিটের জন্য $২ থেকে $৫ পে করে। এই সাইটের পেআউট রেট দেশভেদে ভিন্ন ভিন্ন।
LinkShrink এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল ও পায়জা এর মাধ্যমে পেমেন্ট করে।
LinkShrink এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল ও পায়জা এর মাধ্যমে পেমেন্ট করে।
৩. Shortest
Shorte.st ভিজিটরের জন্য সবচেয়ে বেশি পে করে থাকে। এই সাইট থেকে প্রতি ১হাজার ভিজিটের জন্য $১০ পর্যন্ত পাওয়া যায়।
Shorte.st এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল, পেওনিয়র এবং ওয়েবমানি এর মাধ্যমে পেমেন্ট করে।
Shorte.st এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল, পেওনিয়র এবং ওয়েবমানি এর মাধ্যমে পেমেন্ট করে।
৪. Linkbucks
Linkbucks বিগত ১৩ বৎসর যাবত বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছে। প্রতি ১হাজার ভিজিটের জন্য $৩ থেকে $৬ পে করে।
Linkbucks এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল ও পেওনিয়র এর মাধ্যমে পেমেন্ট করে।
৫. URLCash
URLCash এড ভিজিটের জন্য অনেক উঁচুমাত্রার পেমেন্ট পে করে থাকে এবং তাদের পেমেন্ট শিডিউল ডেইলিবেস। এই সাইটের টোটাল ইনকামের সিংহভাগই মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়।
URLCash এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল, পায়জা, পেক্সাম এবং ব্যাংকচেক এর মাধ্যমে পেমেন্ট করে।
URLCash এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পেপাল, পায়জা, পেক্সাম এবং ব্যাংকচেক এর মাধ্যমে পেমেন্ট করে।
৬. BLV ME
BLV ME ইউআরএল শর্টনারের জন্য অন্যতম আরেকটি সাইট। ১হাজার ভিজিটের জন্য এর পেমেন্ট $১ থেকে $১০ পর্যন্ত হয়ে থাকে।
BLV ME এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পায়জা ও স্ক্রিলের মাধ্যমে পেমেন্ট করে।
BLV ME এর মিনিমাম পেআউট $৫ এবং এটি পায়জা ও স্ক্রিলের মাধ্যমে পেমেন্ট করে।
Are you looking to earn cash from your websites/blogs by popunder advertisments?
ReplyDeleteIn case you do, did you try using PopCash?