Sunday, August 30, 2015

Latest version তিনটি ব্রাউজার একসাথে (Offline Installer)। আর দেরি কেন? জলদি করুন

আশা করি সবাই ভাল আছেন। আজকে পিসির জন্য নিয়ে এলাম একদম লেটেস্ট ভার্সনের তিনটি ব্রাউজার। এখন নেট ব্রাউজ করুন Super speed এ। তো চলুন বিস্তারিত জেনে নেই। হ্যা বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি Opera 30.0, Google Chrome StandaloneSetup এবং Mozila Firefox Setup 40.0b8 ভার্সন। আমরা সাধারনত এই তিনটি ব্রাউজার দিয়েই নেট ব্রউস করি। আর এগুলো সবই Offline Installer তাই এগুলো Setup দিতে নেটের প্রয়োজন নেই। একবার ডাউনলোড করবেন আর সারা জীবন Use করবেন কোন জামেলা ছাড়াই। এ তিনটি Browser এতো ভাল কাজ করে যে আপনি ব্যবহার না করলে বুঝবেনই না। আমার নিজের পিসিতেও এই তিনটি ব্রাউজারই সেটআপ দেওয়া আছে এবং আমি তিনটি ব্রাউজার দিয়েই নেট ব্রাউজ করি। যখন যেটা মনে হয় তখন সেটা দিয়েই নেট ব্যবহার করি এগুলোর মধ্যে আমি বেশি Use করি Opera ব্রাউজার। এটি চরম একটি ব্রাউজার। এর বড় একটি সুবিধা রয়েছে তা হল- এটি ব্যবহার করলে ব্যন্ডউইথ (মেগাবাইট) খরচ কম হয়। আমি নিজেই Opera এর ফ্যান হয়ে গিয়েছি আমার বিশ্বাস আপনিও হবেন। ওকে বন্ধুরা আর দেরি না করে এখনই Download করে নিন Browser ৩টি। Just download করবেন Setup দিবেন আর Enjoy করবেন।
Opera Browser download করতে নিচের Opera download এ ক্লিক করুন।
OPERA DOWNLOAD
Google Chrome Browser download করতে নিচের Chrome download এ ক্লিক করুন।
CHROME DOWNLOAD
Mozila Firefox Browser download করতে নিচের Firefox download এ ক্লিক করুন।
MOZILA DOWNLOAD
Download করতে কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্টস করে জানাবেন Reply দেওয়ার চেষ্ট করবো।
কোন প্রকার ভূলত্রুটি হলে দয়া করে মাফ করবেন। সবাই অনেক অনেক ভাল থাকবেন।

Saturday, August 29, 2015

এডসেন্স একাউন্ট নেই তাতে কি, এডসেন্সের পরিবর্তে এটা ব্যবহার করে আয় করুন, ১০০% গেরান্টি সহকারে।

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই ? আজ আমি আপনাদের যাদের এডসেন্স একাউন্ট নাই তাদের জন্য একটা দারুন সাইট নিয়ে কথা বলব। আপনারা এই সাইট এর এড আপনার ব্লগ বা সাইট এ ব্যবহার করে আয় করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের এড ব্যবহারের সুবিধা আছে। নিচে বর্ণনা করা হলঃ
ব্যানার এডঃ এটা আপনার যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন।
পপ আপ এডঃ এটা ব্যবহার করলে আপনার সাইট বা ব্লগ এ ঢোকা মাত্র পপআপ এড আসবে। এর উপরে একটা লাল বাটান থাকবে এড সরানোর জন্য। কিন্তু এমতাবস্তায় যেখানেই ক্লিক করুক না কেন আপনার এড ক্লিক হয়ে যাবে।
লেয়ার এডঃ এটা ব্যবহার করলে ভিজিটর আপনার সাইট এর যেখানেই ক্লিক করুক না কেনো আপনার এড ক্লিক হয়ে যাবে।
এছাড়াও আসে ফুল পেজ এড, রিডাইরেক্ট এড, প্রি পপ এড।
সবচেয়ে বড় কথা হল এখানে আপনার ৫-১০০০ ডলার পর্যন্ত পেয়াউট নিতে পারবেন।
চেক বা ব্যাংক এর মাধ্যমে নিতে লাকবে ১০০ ডলার। সবচেয়ে বড় সুবিধা হল আপনি পেয়জা, পেপাল এর মাধ্যমেও পেয়াউট নিতে পারেবন ৫ ডলার থেকে। ৫ ডলার পেয়াউট নিলে তারা ০.৫০ ডলার কেটে রাখে। তাহলে আর দেরি নাকরে শুরু করে দিন।
Yllix এর সুবিধাদি হচ্ছেঃ
১) যে কোন ধরনের সাইট হলেই চলবে।
২) সাইটের জন্য জটিল কোন পলিসি নাই।
৩) আরনিং ও আদসেন্সের প্রায় সমান।
৪) এক্টিভ রেফারেল যোগার করতে পারলে রেফারেল প্রতি ৫০ ডলার বোনাস।
৫) নূড সাইটে ও কোন সমস্যা নাই।
৬) এটা ছিটিকা, এডব্রাইট ইত্যাদির পাশাপাশি ব্যবহার করা যাবে।
৭) কমপক্ষে ১ ডলার হলেই পেমেন্ট দেয়া হয়।
8) এর পেমেন্ট পেইজা, পেইপাল এবং চেক এর মাধ্যমেও পাওয়া যায়।
Yllix.com এর অসুবিধাদি হচ্ছেঃ

১) এটা গুগল আদসেন্সের পাশাপাশি ব্যবহার করা যাবেনা, করলে গুগল অ্যাডসেন্স ব্যান।
২) এটাতে একটানা ৭ দিন কোন ইম্প্রেশন না থাকলে  অ্যাকাউন্ট স্থগিত হতে পারে। তাহলে নিচে ক্লিক করে রেজিষ্ট্রেশন

http://yllix.com/publishers/223887
 করে নিন আর ইচ্ছে মতো আয় করুন

সম্পূর্ণ trafficmonsoon এর মত নতুন একটি সাইট, লেজেন্ড ক্লিকস (Legend Clicks) থেকে আয় করুন ১০০% রেফার ক্লিক

লেজেন্ড ক্লিকস (Legend Clicks) কি?:  লেজেন্ড ক্লিকস (Legend Clicks) একটি পিটিসি + টার্গেট ট্রাফিক + শ্রেষ্ঠ রাজস্ব শেয়ারিং সাইট। লেজেন্ড ক্লিকস (Legend Clicks) সাইটটির মালিক Robert Prewett । এটি 2 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পরিশোধ করে থাকে। লেজেন্ড ক্লিকস (Legend Clicks) এর মাধমে আপনি আপনার ব্যবসার  উন্নীত করতে পারবেন, এবং আপনার ওয়েব সাইটের জন্য প্রয়োজন মত  টার্গেট ট্রাফিক  নিতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন মডিউল দ্বারা আয়  অর্জন করতে পারবেন। লেজেন্ড ক্লিকস (Legend Clicks) যাত্রা শুরু করে ২০১৫ সালের ২৪শে আগস্ট।  তাই এখনও এটি নতুন ওয়েবসাইট, কিন্তু ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে।

লেজেন্ড ক্লিকস (Legend Clicks) প্রোগ্রাম বিবরণ: লেজেন্ড ক্লিকস (Legend Clicks) এ অর্থ উপার্জন করা খুব সহজ।  শুধু বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনি অর্থ পাবেন, লেজেন্ড ক্লিকস (Legend Clicks) কে অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে। আমার মতে আপনি যদি ট্রাফিক মনসুন -এ কাজ করে উপার্জন করতে পারেন, তাহলে এই সাইট-এ ও পারবেন। লেজেন্ড ক্লিকস (Legend Clicks) সাইটের প্লাস পয়েন্ট হল  বিনামূল্যে সদস্য হয়ে প্রতিদিন 5 থেকে 10 মিনিট বা এর অধিক কিছু সময় দিয়ে 7টি পিটিসি বিজ্ঞাপনে ক্লিক করে $ 0.10 উপার্জন করতে পারেন।
বিস্তারিত কৌশল এবং কাজঃ  লেজেন্ড ক্লিকস (Legend Clicks) -এ উপার্জন করতে পারেন 3টি বিভিন্ন উপায়ে। (১). ক্লিক করে। (২).  রাজস্ব শেয়ারিং। (৩). 100% রেফারেল কমিশন।
রেফারেল আয়:  শ্রেষ্ঠ রাজস্ব শেয়ারিং, টার্গেট ট্রাফিক, এবং পিটিসি। আপনার রেফার লিঙ্কের  মাধ্যমে নতুন কেউ জয়েন করলে, আপনি 0.05$ বোনাস পাবেন (এই বোনাস কোম্পানি আপনাকে দিবে )। প্রতিদিন আপনি রেফার ছাড়াই ১০ সেন্ট আয় করতে পারবেন। আর যদি আপনার এক জন রেফার থাকে তাহলে আপনার  প্রতিদিন ২০ সেন্ট আয় হবে।  কারণ এই সাইট ১০০% রেফার আয় দিয়ে থাকে (Trafficmonsoon এর মত ১০০% রেফার আয় দিয়ে থাকে)।  সুতরাং আপনার যদি ১০ জন রেফার থাকে তাহলে প্রতিদিন আপনার আয় হবে $১.১০ এক ডলার দশ সেন্ট। নিচের উদারন টি দেখুন:-
যদি আপনার ১০ জন রেফার থাকে তাহলে প্রতিদিন আপনার আয় $১ (এক ডলার), আর মাসে আপনার আয় $৩০ (একত্রিশ ডলার)।
যদি আপনার ২০ জন রেফার থাকে তাহলে প্রতিদিন আপনার আয় $২ (দুই ডলার ), আর মাসে আপনার আয় $৬০।
যদি আপনার ৫০ জন রেফার থাকে তাহলে প্রতিদিন আপনার আয় $৫, আর মাসে আপনার আয় $১৫০।
যদি আপনার ১০০ জন রেফার থাকে তাহলে প্রতিদিন আপনার আয় $১০, আর মাসে আপনার আয় $৩০০।
এছাড়াও আপনি  10% কমিশন পাবেন, আপনার রেফারের ইনভেস্ট থেকে এবং ২% কমিশন পাবেন আপনার রেফারের ডলার Withdraw  থেকে।
রাজস্ব শেয়ারিং: এই প্রোগ্রামটির মাধ্যমে টাকা বিনিয়োগ করে লেজেন্ড ক্লিকস (Legend Clicks) থেকে উপার্জন করতে হয়। তাই কাজ করার জন্য, আপনাকে  $ খরচ করে একটি “Adpack” কিনতে হবে।  আর এই “Adpack” কে কয়েকটি ভাগেভাগ  করা হয়েছে, নিচে দেখুন:-
ক্লিক করে আয়ঃ  যারা লেজেন্ড ক্লিকস (Legend Clicks)  -এ বিনামূল্যে কাজ করতে চান তাদের জন্য সবচেয়ে ভাল প্রদ্ধতি হল, প্রতিদিন ৫ থেকে ১০টি বিজ্ঞাপন লিঙ্ক ভিউ করুন। প্রতিটি বিজ্ঞাপনের মূল্য $ 0.01 থেকে $ 0.02,  মোট 5-10 মিনিট সময় দিতে হবে আপনাকে, যা 10টি বিজ্ঞাপন লিঙ্ক এ ক্লিক করে প্রতিদিন $0.10 পর্যন্ত উপার্জন করতে পারেন। কিন্তু এর আগে অবশ্যই আপনাকে প্রতিদিন  ৫টি surf এড নিয়মিত দেখতেই হবে।  আপনি যখন রেফারেল বানাবেন যদি আপনি এই এডগুলো না দেখেন তাহলে আপনার একাউন্টে আপনার রেফারেলের আয় আসবে না। এমনকি একাউন্ট একটিভ করতে হলেও  আপনাকে ৫ টি  “Surf Ads” দেখতেই হবে।  লগিং করার পর “Revenue Pack” এ ক্লিক করে সামান্য নিচে “Surf Ads”  বাটনে ক্লিক একটি একটি করে ৫ টি  এড দেখে নিবেন। এর পরে পেইড এড দেখার জন্য “Paid To Click” এ ক্লিক করে সামান্য নিচে “Today’s Task” এ ক্লিক করে সব গুলো এড দেখে নিবেন।  
 
পেমেন্ট সিস্টেমঃ  Payeer, payza ও Solid Trust Pay, Bitcoin এবং Perfect Money এর  মাধমে পেমেন্ট দিয়ে থাকে এবং 2 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে থাকবেন।
কোনো রেফারেল ছাড়াও আপনার নিজের বিজ্ঞাপন ক্লিক থেকে শুধুমাত্র উপার্জন করা খুব সহজ, কিন্তু আপনি আরো উপার্জনের জন্য, আপনার অধীনে আরো মানুষ জয়েন করাতে পারবেন। আপনার রেফারাল প্রতিটি বিজ্ঞাপন ক্রয় থেকে আপনি 10% কমিশন পাবেন।
অতএব “লেজেন্ড ক্লিকস (Legend Clicks)” থেকে আয় করতে চান তাহলে  –>>এখান থেকে <<– জয়েন করতে পারেন। আর এর বাইরে কোন কিছু জানতে চাইলে মন্তব্য করতে পারেন। পরবর্তিতে আলাপ করবো কিভাবে লেজেন্ড ক্লিকস (Legend Clicks) কাজ করবেন এবং আরো অনেক কিছু ।
আর সর্বশেষ কথা, আপনি যদি কাজ করতে চান তবে একটু ধৈর্য ধরে কাজ করবেন। তাহলে সফলতা পাবেন-ই। আর আমার সাথে টিম হয়ে কাজ করতে চাইলে এখানে  অথবা ইমেজে ক্লিক করে একাউন্ট খুলে ফেচেবুক- গ্রুপে জয়েন করুন। আমার টিম মেম্বারদের উপরে তুলে নেওয়ার দায়িত্ব আমার। শুধু সৎ ইচ্ছে টা আপনার।

Friday, August 28, 2015

গুগল এডসেন্স এর শ্রেষ্ঠ বিকল্প বিজ্ঞাপন প্রতিষ্ঠান রিভিনিউহিটস,ইনকাম করুন এডসেন্সের থেকে বেশি।

আমরা প্রায় সকল ওয়েবমাস্টারই কম বেশি গুগল এ্যডসেন্স একাউন্টের জন্য অনেক চেষ্টা করি। কেউ খুব সহজেই পেয়ে যাই আবার কেউ অনেক চেষ্টা করেও পাননা। গুগল এ্যডসেন্স এখন ডিম পাড়া মুরগির মতন। গুগল এ্যডসেন্স একাউন্ট পাওয়া যতটা কঠিন, একাউন্টটিকে ঠিকঠাক রাখা তার চেয়েও কঠিন। কেননা গুগলের অনেক বাধ্যবাধকতা আছে। যা মেনে চলা অনেক কঠিন। অনেক ক্যাটাগরির সাইট বিশেষ করে এডাল্ট, কপি-পেস্ট, ডাউনলোডিং সাইটেতো গুগল এ্যডসেন্স ব্যবহারই করা যাবেনা। ব্যবহার করলেই একাউন্ট ব্যান হবে। তাই আজকে আমি Google Adsense এর শ্রেষ্ঠ বিকল্প বিজ্ঞাপন প্রতিষ্ঠান সাইট সম্পর্কে বলতে যাচ্ছি। সাইটটির নাম RevenueHits. নিচে সাইটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। কিভাবে রিভিনিউহিটস ব্যবহার করবেন সেটা একদম টিউনের শেষে পাবেন। তবে তার আগে রিভিনিউহিটস সম্পর্কে জেনে নিন।

RevenueHits কি ?

RevenueHits একটি ইসরাইল ভিত্তিক অনলাইন বিজ্ঞাপন প্রতিষ্ঠান যা একটি ওয়েবসাইটের ট্রাফিক থেকে অর্থ উপার্যন করতে সহায়তা করে। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। এটি ইসিপিএম এর মধ্যে সর্বোচ্চ $30 পর্যন্ত বহন করে এবং এটি একটি সিপিএ ভিত্তিক বিজ্ঞাপন নেটওয়ার্ক। এরা বিজ্ঞাপনদাতার চাহিদার তুলনায় প্রকাশকের আনা ট্রাফিকের ওপর নির্ভর করে অফার বা বিজ্ঞাপন প্রকাশ করে থাকে। এটি দেশ ভিত্তিক লক্ষপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্যপূর্ণ বিজ্ঞাপন নেটওয়ার্ক।

RevenueHits কিভাবে অর্থ প্রদান করে ?

RevenueHits সম্পকে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি এড ইম্প্রেশন বা ক্লিকে অর্থপ্রদান করেন না। এটি সিপিএ ভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান যেমন- কর্ম ভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান।
বর্তমানে সিপিএ নেটওয়ার্ক গুলো বিজ্ঞাপন ইম্প্রেশন বা ক্লিকের ওপর অর্থ দেয়না বরং ব্যবহারকারীর কর্মের ওপর অর্থ দেয়। ব্যবহারকারীর কর্ম যেকোন ধরনের হতে পারে যেমন, ওয়েবসাইট ভিজিট, ইউজার ইমেইল, আইডি, মোবাইল নম্বর, অন্যান্য তথ্য, কোন সফটওয়্যার ইনিস্টল বা একাউন্ট তৈরি ইত্যাদি ইত্যাদি যা বিজ্ঞাপনদাতা চায়। সুতরাং বিভিন্ন ফোরাম সাইটে বল্গারদের টিউন বা টিউমেন্টে আপনার দ্বিধাবোধ হতে পারে যে 10000 ভিজিটরে প্রতিদিন $50 - $60 ইনকাম হয় আবার অন্য দিন বা অন্য ব্লগারের কোন ইনকামই হয়না। তবে একটা কথা বলে রাখি রিভিনিউহিটস কিন্তু রিভিনিউ দেখায় 2 দিন পরে। প্রথম দিনই আপনার মনে হতে পারে যে এটি ফেইক। কারন আপনি যখন ড্যাসবোর্ডে ঢুকবেন তখন আপাকে রিভিনিউহিটস দেখাবে আপনার সাইটে কতগুলা ইম্প্রেশন হয়েছে, কতটা ক্লিক হয়েছে এবং কত রিভিনিউ হয়েছে। সেখানে দেখবেন ইম্পেশন এবং ক্লিক হয়েছে অনেক, কিন্তু রিভিনিউ এ কোন টাকা দেখাচ্ছেনা। এটা দেখে চিন্তার কিছু নাই। পরের দিন ঠিকই আপনার টাকা দেখাবে।
RevenueHits ব্যবহার করে অনেকেই অল্প ট্রাফিক বা ভিজিটর দিয়ে দিনে $5 - $10 ইনকাম করছে।
তবে RevenueHits এর বিশেষ একটি দিক হচ্ছে এটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান। মনে করুন আপনি ইউ.কে তে আছেন আপনার কাছে কখনই ইউ.এস ভিত্তিক আমাজনের বিজ্ঞাপন প্রকাশ হবেনা। আপনার কাছে ইউ.কে ভিত্তিক কোন লক্ষ্যপূর্ণ বিজ্ঞাপন প্রকাশিত হবে। ফলে ইসিপিএম রেটটাও বেশি থাকবে এবং সর্বোচ্চ উপার্যনের সুযোগ থাকবে।

RevenueHits পেমেন্ট বা টাকা উত্তোলনের পদ্ধতি ?

RevenueHits এর টাকা উত্তোলনের পদ্ধতির মধ্যে রয়েছে পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার।
সর্বনিম্ন পেমেন্ট $20
পেমেন্ট ফ্রিকুয়েন্সি: NET.30
পেমেন্ট ফ্রিকুয়েন্সি: NET.30

RevenueHits পাবলিশার রিফারেলে বোনাস আছে ?

RevenueHits পাবলিশার রিফারেলে ১০০ ইউ.এস ডলার পর্যন্ত পাবার সুযোগ আছে। কিভাবে পাবেন তা ও বলছি। আপনার রিফারেলের কোন পাবলিশার যখন $10 ইনকাম করবে তখন আপনিয় $10 পাবেন। আরও $40 পাবেন যখন সেই পাবলিশারের $50 ইনকাম হবে। শুধু এইটুকুই নয়, সেই পাবলিশারের যদি $100 ইনকাম হয় তাহলে আপনি আরও $50 বোনাস পাবেন। তাহলে মোট $100 আপনি অতিরিক্ত পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে শুধু যদি ভাল মানের পাবলিশার রিফার করতে পারেন তাহলেই আপনার পকেট গরম হওয়া ঠেকায় কে ? নিচের ছবিটিতে দেখুন রিফারেল বোনাস 20 ডলার পেয়েছে।

RevenueHits কি কি ধরনের বিজ্ঞাপন সাপোর্ট করে ?

ব্যানার এ্যডস
পপআন্ডার এ্যডস
স্যাডো বক্স এ্যডস
সস্নাইডার এ্যডস
টপ / বটম / সাইড ব্যানার এ্যডস
বাটন এ্যডস
মোবাইল এ্যডস

RevenueHits এ্যকাউন্ট করা সহজ নাকি কঠিন ?

শুরুতেই বলেছিলাম গুগল অ্যাডসেন্স একাউন্ট পাওয়া অনেক কঠিন কাজ। তাছাড়া বিভিন্ন সনামধণ্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য অনেক বাধ্যবাধকতা থাকে যা অনেক ওয়েবমাস্টারের পক্ষ্যে সম্ভব হয়না। ফলে তারা আগ্রহ হারিয়ে ফেলে। কিন' RevenueHits এর ক্ষ্যেত্রে তেমন কোন বাধ্যবাধকতা নেই। মাত্র ৫ মিনিটেই আপনার একাউন্ট রেডি।
আপনি যদি নতুন ব্লগার হয়েথাকেন তাহলে আমি সাজেশন দিবো আপনি নির্দিধায় RevenueHits ব্যবহার করুন।

RevenueHits VS Google Adsense বা অন্যন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠান কোনটা বেশি ভাল ?

আমি এখানে শুধু এ্যডসেন্স এর সঙ্গে রিভিনিউহিটসের তুলনা করবো। কেননা আমরা সবাই জানি যে গুগল এ্যডসেন্স ই সেরা। তাই বাকি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের (ClickSor, InfoLinks,Chitika, Bidvertiser) সঙ্গে তুলনা করে শুধু শুধু সময় নষ্ট করছি না। তাহলে আসুন দেখি দুইটার মিল ও পার্থক্য।

RevenueHits ও Google Adsense এর মধ্যে মিল-

১. রিভিনিউহিটস ও অ্যাডসেন্স দুইটায় লক্ষ্যপূর্ণ বা কাঙ্খিত ভিজিটরদের টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।
২. দুইটাই ইসিপিএম, ক্লিক, ইম্প্রেশন (মাঝেমাঝে), রিভিনিউ ইত্যাদিতে টাকা দেয়।
৩. দুইটাই বিভিন্ন সাইজের মানাসই বিজ্ঞাপন সাইজ সাপোর্ট করে।
৪. ব্যবহার খুবই সহজ।

RevenueHits ও Google Adsense এর মধ্যে পার্থক্য-

১. অ্যাডসেন্স একাউন্ট পেতে হলে সাইটের বয়স কমপড়্গে ৬ মাস বয়স হতে হবে। কিন' রিভিনিউহিটস একাউন্ট পেতে মাত্র ৩ মিনিট সময় লাগতে পরে।
২. অ্যাডসেন্স ফেইক ট্রাফিক সাপোর্ট করেনা এবং ফেউক ট্রাফিকের কারনে একাউন্ট ব্যান করে দিতে পারে। কিন' রিভিনিউহিটস ফেইকট্রাফিকেউ অনেক সময় পে করে থাকে।
৩. অ্যাডসেন্স ব্যবহারে অনেক বাধ্যবাধকতা আছে কিন' রিভিনিউহিটসে কোন বাধ্যকতা নাই।
৪. অ্যাডসেন্স কপিরাইট সাইট সাপোর্ট করেনা। রিভিনিউহিটস কপিরাইটে প্রবলেম করেনা।
৫. অ্যাডসেন্সে পিন ও এড্রেস ভেরিফিকেসন করতে হয় কিন' রিভিনিউহিটসে কোন ভেরিফিকেসনের ঝামেলা নাই।
৬. এ্যডসেন্সের সাথে পপ অ্যাডস বা অন্য কোন অ্যাডস ব্যবহার করা যায়না। রিভিনিউহিটসে তেমন কোন সমস্যা নাই।
৭. অ্যাডসেন্স পেপাল বা পেওনিয়র সাপোর্ট করেনা। শুধুমাত্র ব্যাংক চেক এর মাধ্যমে পে করে থাকে। কিন' রিভিনিউহিটস পেপাল, পেওনিয়র, ব্যাংক সাপোর্ট করে।
৮. অ্যাডসেন্স ১০০ ডলার হলে টাকা দিয়ে থাকে কিন' রিভিনিউহিটস মাত্র ২০ ডলার হলে টাকা দেয়।
৯. রিভিনিউহিটস কোষ্ট পার একশান হিসেবে টাকা পে করে। যদিও রিভিনিউহিটস ইম্প্রেশন বা ক্লিকে টাকা দেয়না এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে খুব কম ভিজিটরই কোষ্ট একশান শর্ত পূরন করেন। তাহলে আর্ন হবে কি করে ? বিষয়টা হচ্ছে এমন যে অনেক ধরনের অ্যাডস আছে যেগুলা শুধু ভিজিট বা ইম্প্রেশন রিকুয়ার্ড। তবে যেইসকল বিজ্ঞাপনদাতা দের শর্ত বেশি তাদের শর্ত পূরন হলে ইনকামও বেশি। অ্যাডসেন্স এর বিষয়টা ঠিক ভালো ভাবে যানা নাই।
এখন আপনি নিজেই ভেবে দেখুন কোনটা ভাল ?

কিভাবে রিভিনিউহিটস এ্যকাউন্ট করবেন বা ব্যবহার করবেন ?

প্রথমে এই লিঙ্কে যান। তারপর "Join Now" বাটনে ক্লিক করুন। একটি ফর্ম আসবে তাতে ফাস্ট নেম, লাস্ট নেম, সাইট নেম, সাইট ইউআরেল, সাইট ট্রাফিক (WEB), এবং সাইট ক্যাটাগরি সিলেক্ট করে "Next Step" বাটনে ক্লিক করুন। এবার দ্বিতীয় ধাপে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, মোবাইল নম্বর কান্ট্রিকোড সহ, সিকিউরিটি প্রশ্নের উত্তর এবং টার্মস এনড কন্ডিশনের বক্স টিক দিয়ে "Submit" বাটনে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন করুন। আপনার অ্যাকাউন্ট রেডি। আপনার একাউন্টের ড্যাসবোর্ড এ "New Placement" এ ক্লিক করে অ্যাডস সেটআপ করুন এবং আপনার সাইটে যুক্ত করুন।

RevenueHits একাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন।


জেনে নিন সোশ্যাল বুকমার্কিং কি এবং এর সুবিধা এবং ৫০ টি সাইট লিস্ট।

সোশ্যাল বুকমার্কিং কি?

সোশ্যাল বুকমার্কিং এর গুরুত্ব ওয়েব মাস্টাররা সবাই জানেন, সাইটের seo করতে এর বিকল্প নেই। সোশ্যাল বুকমার্কিং হচ্ছে মূলতঃ ভার্চুয়াল লিংক ডায়েরী। সাধারণতঃ আমরা যখন কোন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা ওয়েবলিংক খুজে পাই তখন সেটা ব্রাওজারে সেইভ করে বা বুকমার্ক করে রাখি। ঠিক একই কাজ আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটেও করতে পারি। তবে এক্ষেত্রে সুবিধা হচ্ছে লিংকটি আমরা যে কোন যায়গা থেকেই প্রবেশ করতে পারি এবং খুব সহজেই বন্ধুদের সাথেও শেয়ার করতে পারি।
আর তাই সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানাও জানা দরকার। ওয়েব মাস্টার দের কথা মনে রেখেই আমার এই টিউন। এখানে 50 -রও বেশি সোশ্যাল বুকমার্কিং সাইটের ঠিকানা দেয়া আছে। আশা করি কাজে আসবে সবার।
লিংক সংরক্ষণ ও শেয়ারের ধরণ অনুযায়ী সোশ্যাল বুকমার্কিং তিন প্রকারের হয়ে থাকে।
  • ১। Private Social Bookmarking Site– এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটে সংরক্ষিত লিংকগুলো যিনি সংরক্ষণ করেছেনে শুধুমাত্র তিনি দেখতে পারেন। সাধারনত Google Bookmarks এই ধরনের সেবা দিয়ে থাকে।
  • ২। Open Social Bookmarking Site –এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটে শেয়ার করা লিংক গুলো সবার জন্যই উন্মুক্ত থাকে। ফলে যে কেওই অন্যদের শেয়ার করা লিংক থেকে উপকৃত হতে পারেন। Digg হচ্ছে এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইটের সব চেয়ে বড় উদাহরণ।

সোশ্যাল বুকমার্কিং এর সুবিধা সমূহ কি কি?

বর্তমানে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো শুধুমাত্র বুকমার্কিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এতে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগের নানা সেবা। এছাড়া সার্চ ইঞ্জিনগুলো তাদের ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে সোশ্যাল বুকমার্কিং এর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। নিন্মে সোশ্যাল বুকমার্কিং এর প্রধান প্রধান সুবিধাগুলো তুলে ধরা হল-
  •  খুব সহজেই যেকোন ধরনের লিংক শেয়ার ও সংরক্ষণ করা যায়।
  • প্রযোজনীয় লিংকগুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাবস্থাপনা করা বা সাজিয়ে গুছিয়ে রাখা যায়।
  • “DoFollow Backling” পাওয়া যায়।
  • মানসম্পন্ন ভিজিটর পাওয়া যায়।
  • অন্য সদস্যদের সাথে বার্তা আদান প্রদান বা যোগাযোগ করা যায়।
  • গ্রুপ গঠন যায় এবং যেকোন গ্রুপে যোগদান করা যায়।
  • সোশ্যাল শেয়ারিং বাটন এর মাধ্যমে যে কোন সাইট থেকেই খুব সহজেই লিংক বুকমার্কিং করা যার।
  • অন্যদের শেয়ার করা লিংক থেকে খুব সহজেই নিজের প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়া যায়।
  • যেকোন লিংকের মানদন্ড বিচার করা যায় এবং অতিরিক্ত তথ্য ও টিউমেন্ট যোগ করা যায়।

50 Social Bookmark Site List

FreeSubmition.Com
FreeBacklinksiteList.Com
FreeBacklinkCreate.Com
CreateFreeBacklink.Com
MakeFreeBacklink.Com
BookmarkWebsiteList.Com
SocialBookmarkWeb.Com
FreeLinkSubmition.Com
Web2Backlink.Com
MakeBacklink.Com
FreeBookmarkWeb.Com
BookmarkSiteList.Com
FreeBookmarkk.Com
aFreeBookmark.Com
BookmarkLtd.Com
BestFreeBookmark.Com
BOOKMARK2SEO.COM
BACKLINKMAKE.COM
GoogleFreeBookmark.Com
QuickBookmark.Com
MakeaBookmark.Com
MySEObookmark.Com
HqBookmark.Com
MasterBookmark.Com
TopSeoLtd.Com
TopSEOInc.Com
BacklinkLtd.Com
WikipediaBookmark.Com
BookmarkHQ.Com
BookmarkCreate.Com
PeopleBookmark.Com
PostBookmark.Com
BookmarkCare.Com
LivePublicBookmark.Com
SEOLinkWeb.Com
InstaBookmark.Com
99Bookmark.Com
aPublicBookmark.Com
BacklinkHome.Com
SEObacklinkHome.Com
Free-Bookmark.Com
BookmarkDot.Com
BookmarkTech.Com
OnlineBookmarkWeb.Com
Global-Bookmark.Com
GeneralBookmark.Com
SocialBookmarkLab.Com
SocialBookmarkPlus.Com
VipSocialBookmark.Com
OwnBookmark.Com

Thursday, August 27, 2015

Web Builder সফটওয়্যারটি ডাউনলোড করুন বিনামূল্য যার দাম ৪৫০০ টাকা

আপনাদের কাছে নিয়ে এলাম একটি সুন্দর ওয়েব বিল্ডার সফটওয়্যার এবং ১০০% Working web ভার্সন।
Html, JavaScript, CSS, PHP, ASP এ দক্ষ না হয়েও নিজেই তৈরি করুন চোখ ধাঁধানো আকর্ষণীয় ডিজাইনের ওয়েবসাইট।
[সর্বশেষ] WYSIWYG Web Builder 10 (v10.3.4) ফুল ভার্সন ফ্রি ডাউনলোড! ডাউনলোড করে নিন ৪,৫০০/- টাকা দামের চমৎকার একটি Web Builder সফটওয়্যার একদম ফ্রীতে ! প্রথমেই জেনে নিন “WYSIWYG” ওয়েব বিল্ডার সফটওয়্যার কি? ওয়েব বিল্ডার সফটওয়্যার হল এমন একটি সফটওয়্যার, যেটির মাধ্যমে আপনি অফলাইনেই (ইন্টারনেট কানেকশন ছাড়া) আপনার ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারবেন HTML, JavaScript, CSS, PHP, ASP এ দক্ষ না হয়েও! কারণ, এটি আপনাকে শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে ওয়েবপেজ তৈরি করার সুবিধা দিবে । প্রতিটা কাজ করার পরে তা ওয়েব সাইটে কেমন দেখাবে, তা দেখার জন্য রয়েছে ব্রাউজারে প্রিভিউ দেখার সুবিধা । এ কারণে এটি দিয়ে কাজ করা অত্যন্ত সহজ ! এ ছাড়াও এই সফটওয়্যারে রয়েছে অনেক টেম্পলেট আর এর বিল্ড-ইন পাবলিশার দিয়ে আপনি আপনার তৈরি করা ওয়েব সাইটটি পাবলিশ করতে পারবেন আপনার ওয়েব সার্ভারে। যদি এটা দিয়ে আরও অ্যাডভান্সড কাজ করতে চান, তাহলে এই সফটওয়্যার এর জন্য এক্সটেনশনসমূহ ডাউনলোড করে নিবেন । আর হ্যাঁ, WYSIWYG এর মানে কিন্তু What You See Is What You Get!
ফাইল সাইজঃ ১১ মেগাবাইট মাত্র

ডাউনলোড করুন   
 WYSIWYG Web Builder 10 (v10.3.4) ফুল ভার্সন 
আপনাকে সাইট প্রকাশিত করতে হলে যা যা লাগবেঃ
★FTP হোস্টিং।
★একটি ডোমেইন।
★একটি ই-মেইল।
আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন

100% গেরান্টি সহকারে ফেসবুক (Facebook) হ্যাক করুন সফ্টওয়ারের মাধ্যমে।

বর্তমানে প্রায় সবারই একটা পার্সনাল কম্পিউটার থাকে। হোক সেটা ডেস্কটপ, লেপটপ, নোটবুক। যেটাই হোক আমরা যারা IBM সিরিজের পিসি ব্যবহার করি তারা প্রায় সবাই Windows ব্যবহার করেন। তাই আজকের ট্রিক্সটা Windows এর জন্য।
[আগেই বলে নেই। আমার দেয়া ট্রিক দারা কেও কারোর ক্ষতি করবেন না ]
প্রথমে আপনাকে একটি সফ্টওয়ার ডাউনলোড করতে হবে।

Facebook Password Hacker/Sniper

এখন সফ্টওয়ার টি রান কর। এটি রান করতে গেলে dotNetFx40_Full_setup টি আগে ইন্সট্রল করে নিতে হবে।
এবার সফ্টওয়ার ওপেন করুন এবং মজা নি।

দ্রুত বিটকয়েন আয়ের সহজ উপায়সমূহঃ (অনলাইন আর্নিং)

অনলাইনে বিটকয়েন আয়ের সহজ উপায়সমূহঃ প্রথমে আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ লোখাটি পরেন।
প্রথমেই আমার সালাম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে সহজে বিটকয়েন অর্জন করে টাকা ইনকাম করতে পারেন। বিটকয়েনের মূল্য উঠা-নামা করে এই মহূর্তে দেখা যাচ্ছে 1BTC = 230$.
প্রথমে আপনাকে বিটকয়েন অ্যাড্রেস এর জন্য কয়েনবেস ওয়ালেটে একটি একাউন্ট করতে হবে। একাউন্ট করা খুব সহজ।
একাউন্ট তৈরি করার জন্য :mrgreen: প্রথমে এই লিংক প্রবেশ করুন । তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।
তারপর উপরের ছবির মত Registration form এ চিহ্নিত ঘরগুলো পূরণ করে একাউন্টে তৈরির কাজ শেষ করুন। তারপর একাউন্টে Login করলে নিচের ছবির মত একটি ড্যাসবোর্ড দেখতে পাবেন।

এরপর আপনার ড্যাসবোর্ড Account এ ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন।
এরপর আপনি ছবিতে চিহ্নিত Get bitcoin address এ ক্লিক করলে নিচের ছবির মত একটি bitcoin address পেয়ে যাবেন।
বিটকয়েন অ্যাড্রেস পাওয়া গেল। এবার বিটকয়েন অর্জন করার পালা।
বিটকয়েন অর্জনের প্রথম পদ্বতিঃ (পিসি দিয়ে)
প্রথমে আপনি :mrgreen: এই লিংক এ প্রবেশ করুন । তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।

এখানে আপনার bitcoin address বসিয়ে Claim এ ক্লিক করে একটি একাউন্ট তৈরি করে নিন। একাউন্ট তৈরি হলে আপনার একাউন্ট এ প্রবেশ করে Bitcoin/Satoshi আয় করার জন্য নিচের ছবির মত চিহ্নিত অংশগুলো ক্লিক করুন।

আপনি প্রতি ৩ মিনিট পর পর একরার করে ক্লিক করতে পারবেন। এতে আপনার Minimum 340 Satoshi আর Maximum 340 22950 Satoshi এর মধ্যে পাবেন। যা আন্যান্য সাইটের চেয়ে অনেক ভালো। নিচের ছবিটি দেখুন।
বিটকয়েন অর্জনের প্রথম পদ্বতিঃ (এনড্রয়েড ফোন দিয়ে)
প্রথমে আপনাকে :mrgreen: এই লিংকে প্রবেশ করে :mrgreen: একটি App ডাউনলোড করুন। তারপর একটি একাউন্ট তৈরি করুন। তারপর একাউন্টে Login করলে নিচের ছবির মত দেখতে পাবেন। ছবিতে চিহ্নিত Kill an Alien এ ক্লিক করে সহজেই Satoshi আয় করুন।


Free Bitcoin

উভয় সাইট প্রতি সপ্তাহ্নের মঙ্গলবার আপনার কয়েনবেস ওয়ালেটে প্রমেন্ট করবে। যদি আপনার Minimum 20000 Satoshi একাউন্টে থাকে।
আজ এ প্রর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন। কোন সমস্যা হলে আমাকে টিউমেন্ট করুন অথবা মোবাইল 01911-064806/01919-921601 অথবা স্কাইব java.it1 এ নক করুন।

ফ্রিল্যান্সিং বা অনলাইনে আয় শুরু করার জন্য গাইড লাইন।

  • ফ্রীল্যান্সিং কেন করব।
  • ফ্রীল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায়?
  • আমি কোন কাজ পারি না, আমি কিভাবে ফ্রীল্যান্সিং করব?
  • ফ্রীল্যান্সিং নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি কি করব?
  • আমার কি কি শিখা উচিত?
  • আমি কোন সাইটে কাজ করা শুরু করব?
  • আমি কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করব।
  • আমি মোটামুটি কাজ পারি, কিন্তু কি করব বুঝতে পারছি না,।।
  • আমি কাজ পারি, বিড করে যাচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না।
  • কভার লেটার লেখার নিয়ম
  • টাকা কিভাবে পাবো?
  • টাকা কি সত্যিই পাবো?
  • টাকা কিভাবে খরচ করব

ফ্রিল্যান্সিং কি এবং কেন করব।

ফ্রীল্যান্সিং কেন করবেন, তার উত্তর পাবেন আমার আগের লেখা দুটি টিউনে। আমি এখানে লিঙ্ক দিয়েছি, আপনি যদি আগে পড়ে না থাকেন প্লিজ আগে পড়ে তার পর নিচের লেখা গুলো পড়বেন।

 এবার লিখব ফ্রীল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায় তা নিয়ে।

একদম সহজ থেকে শুরু করি, আপনি যা জানেন তা দিয়েই কাজ শুরু করতে পারবেন। নিচে ওডেস্কে কি কি জব পাওয়া যায় তার একটা স্কিনসর্ট। ছবির উপর ক্লিক করলে বড় করে দেখা যাবে। 

এখানে ইল্যান্সে কি কি জব পাওয়া যায় তার একটা স্কিনসর্টঃ

Browse Jobs   Elance
এগুলো দেখে একটা ধারনা নেওয়া যাবে অনলাইনে কি কি কাজ পাওয়া যায়, কি ধরনের কাজ পাওয়া যায়। আপনি যদি উপরের যে কোন একটি কাজও পারেন, তাহলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন। যদিও এ গুলো ছাড়াও আরো অনেক ধরনের কাজ অনলাইনে রয়েছে। আপনাকে তা খুজে নিতে হবে। আপনি যদি এ কাজ গুলোর একটিও ভালো মত না পারেন, তাহলে আপনার কাছে যে কাজটা ভালো লাগে এমন একটা কাজ শিখে নিতে পারেন। তারপর আপনি কাজ শুরু করতে পারেন। কাজ শিখে নিতে বেশি সময় লাগবে না। ভয় ফেলে বা শুরু না করলে কিভাবে শিখবেন? আজকের দিনটি  আপনার প্রিয় বিষয়টি শেখা শুরু করার জন্য কি একটি ভালো দিন নয়?

আমি কোন কাজ পারি না, আমি কিভাবে ফ্রীল্যান্সিং করব?

কোন কাজ না জানলে শিখে নিন। যে কোন কিছুই শিখতে পারেন। বা উপরের স্কিনশর্ট থেকে দেখে যে সব বিষয় ভালো লাগে, সে গুলো নিয়ে পড়ালেখা করতে পারেন। এ লেখাটি দেখতে পারেনঃ
একটা কথা কি, মানুষ যা নিয়ে ঘটাঘাটি করে সে দিকেই এক্সপার্ট হয়। কেউ প্রথম দিন ই সফল হয় না। আপনি যদি আজ থেকেই ফ্রীল্যান্সিং শুরু করেন তাহলে আজই না হোক কাল বা এক মাস পর অথবা এক বছর পর এক জন সফল ফ্রীল্যান্সার হতে পারবেন। আর আপনি যদি ফ্রীল্যান্সিং করতে গিয়ে ধোঁকা খান তাহলে আগামি কাল আপনি ঐসব দিক এড়িয়ে ভালো দিকে যেতে পারবেন। আপনি যদি প্রথা গত চাকরি করতে না চান, তাহলে আজ থেকেই ফ্রীল্যান্সিং সম্পর্কে জানা শুরু করুন। এখানে কাজের অভাব নেই। বিষয়ের ও অভাব নেই। আপনি সহযেই আপনার পছন্দের বিষয় নির্বাচন করে সামনে এগুতে পারবেন। অথবা একটা বিষয় নির্বাচন করলেন। তার পর দেখলেন আপনার ভালো লাগে না, আপনি সহজেই অন্য বিষয়ে পরিবর্তন করতে পারবেন। তবে একটা বিষয় কে নির্বাচিত করে সামনে এগুনো ভালো। একটা বিষয় নিয়ে যে যত ঘাটবে সে তত ঐ বিষয় নিয়ে দক্ষ হতে পারবে। সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি গ্রাফিক্সের কাজ যেনে থাকেন তাহলে চেষ্টা করবেন সব সময় গ্রাফিক্সের কাজ করার জন্য। দক্ষ মানুষের স্থান সব সময়েই উপরের দিকে, এবার তা যে বিষয়েই হোক না কেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এক জন ফ্রীল্যান্সারকে এক সাথে অনেক কিছুর কাজ করতে হয়। সাজতে হয় ওয়ান ম্যান আর্মি। যাই করুন না কেন, আপনার লক্ষ্য কিন্তু স্থির রাখতে হবে।

আমার কি কি শিখা উচিত?

আগে যে কোন একটা বিষয়ে দক্ষ হতে হবে। এরপর? এরপর অনলাইন মার্কেটপ্লেস গুলতে একটু সময় দিতে হবে। ঘাটাঘাটি করতে হবে। যারা অনেক দিন থেকে কাজ করে, তাদের প্রোফাইল দেখতে হবে। তাদের প্রোফাইল দেকে তাদের প্রোফাইলের মত নিজের প্রোফাইল সাজাতে হবে। এবং ইংরেজীতে একটু দক্ষ হতে হবে। এমন না যে ফ্লুয়েন্টলি আপনাকে কথা বলতে হবে বা লিখতে হবে। অন্তত একটি জব টিউন পড়ে কি কি করতে বলছে, কি কি করতে হবে এবং ক্লায়েন্টের সাথে কথা বলার মত ইংরেজী জ্ঞান থাকতে হবে।

আমি কোন সাইটে কাজ করা শুরু করব?

আপনি যদি কিছু কাজ জানেন, তাহলে নিচের যেকোন একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ করার জন্য বিড করতে থাকুন। যে কাজটি পারবেন বলে মনে হয় তাতে বিড করুন। ক্লায়েন্টকে সুন্দর একটা মেসেজ দিন। কাজ পেতে বেশি সময় লাগবে না। আমি এখানে কিছু মার্কেটপ্লেসের লিঙ্ক দিচ্ছি। এর বাহিরে আরো অনেক গুলো মার্কেটপ্লেস রয়েছে।

আমি মোটামুটি কাজ পারি, কিন্তু কি করব বুঝতে পারছি না।।

কাজের জন্য বিড করুন, নিয়মিত করবেন। একটা না একটা এপলিকেশনের রিপ্লাই পাবেনই। তখন স্মার্ট হয়ে কথা বলার চেষ্টা করবেন। যদি দেখেন আপনি স্মার্ট ভাবে কথা বললেও কাজে পেতে সমস্যা, তাহলে আপনার কথার মধ্যে বিনয়ী ভাব আছে কিনা তা দেখবেন।
যে কাজ আপনি ১০০% পারবেন বলে মনে করেন তা কম টাকায় করে দেওয়ার অফার করবেন। প্রথম প্রথম দুই একটা কাজের জন্য যত ইচ্ছে খাটুন। দেখবেন কোনএকদিন আপনার এ খাটার কষ্ট উঠে আসবে। একটা প্রবাদঃ “Wounded Mind most powerful then normal”
স্টিব জবসের “Stay Hungry, Stay foolish” এটা মনের মধ্যে গেথে ফেলুন। ক্ষুধা কিন্তু দুই ধরনের হয়, পেটের ক্ষুধা আর মনের ক্ষুধা। আপনার মনের ক্ষুধাকি জ্ঞানের? জ্ঞানের ক্ষুধা ছাড়া অন্য গুলো কিন্তু কাজে দিবে না। শেখার চেষ্টা করুন। আপনার জীবনের কষ্ট গুলো থেকেও।

কভার লেটার লেখার নিয়ম

আপনি যদি নিয়মিত বিড করে থাকেন, তারপর ও কোন কাজ না পান তাহলে আপনার কভার লেটার টা একটু অন্যরকম ভাবে লেখার চেষ্টা করুন। ক্লায়নেটের জাগায় আপনাকে চিন্তা করুন। কিভাবে একজন এপ্লাই করলে আপনি তাকে হারায় করতেন। আশাকরি কাজ হবে।  প্রথম প্রথম প্রয়োজনে দুই তিনটা মার্কেটপ্লেসে এক সাথে কাজের জন্য এপ্লাই করুন। সবাই চায় অভিজ্ঞতা।
কভার লেখার নিয়ম বলতে আসলে কিছু না। বিশাল একটা মেসেজের থেকে সিম্পল, সরাসরি কাজের কথা দিয়ে কভার লেটার লিখলে সহজেই ক্লায়েন্টের আকর্ষন পাওয়া যায়। জব টিউনটি পড়বেন, এরপর ক্লায়েন্ট কি কোন প্রশ্ন করেছে কিনা, সে গুলো কভারলেটারে উল্ল্যেখ করবেন। আপনার কোন প্রশ্ন আছে কিনা, সে প্রশ্ন করবেন। আপনি কিভাবে কাজটি সম্পুর্ণ করবেন তা লিখবেন। কেন আপনি জবটি কমপ্লিট করতে পারবেন, তা লিখবেন। এভাবেই পারফেক্ট কভার লেটার লিখে ফেলতে পারবেন।। অন্য কাউকে ফলো না করে নিজের মনের থেকে যেটা লিখতে ইচ্ছে করবে তাই লিখবেন কভার লেটারে।
কাজ না করলে অভিজ্ঞতা কিভাবে হবে তাই না? যদি প্রথমে কেউই কাজ দিতে না চায়, তাহলে ফ্রী কাজ করার চেষ্টা করুন। নিচের লেখাটা দয়া করে পড়ুন।

টাকা কিভাবে পাবো?

আশা করি আপনি কাজ পাবেন। যদি কাজ না পান, তাহলে হতাশ হবে না। নতুন কিছু শেখার চেষ্টা করুন নিয়মিত। কাজ পান নাই বলে বসে থাকার কোন মানে হয় না। আর কাজ পেলে কাজ কমপ্লিট করার পর আপনার একাউন্টে টাকা জমা হবে। সেখান থেকে আপনি ব্যাঙ্কে ট্রন্সফার করতে পারবেন। ওডেস্ক, ইল্যান্স ইত্যাদি ব্যাঙ্ক সাফোর্ট করে। অন্যান্য মার্কেটপ্লেস থেকে আপনি মানিবুকার্স বা এমন কোন সিস্টেমে টাকা আনতে পারবেন। টাকা রুজি করলে দেখবে হাতে আসার অনেক গুলো পথ পেয়ে যাবেন। কিভাবে টাকা হাতে পাবেন, সে চিন্তা আপাতত না করলেও হবে। সবার আগে কিভাবে একটি জব কমপ্লিট করতে পারবেন, তা নিয়ে কাজ করতে থাকুন। কাজ কমপ্লিট করার পর টাকা ক্লায়েন্ট রিলিজ দেওয়ার পর আপনার মার্কেটপ্লেসের একাউণ্টে জমা হবে। এবং ঐখান থেকে সহজেই অনেক গুলো পথে আপনার নিজের হাতে টাকা নিয়ে আসতে পারবেন। পেপাল নেই, বা আপনার কার্ড নেই, এসব নিয়ে এখন চিন্তা না করলে হবে। এবং এসব নেই বলে কাজ করা বন্ধ করার কোন মানে হয় না।
টাকা হাতে আনার জন্য আপনি মাস্টারকার্ড ব্যবহার করতে পারেন। আপনাকে কার্ড দিবে। আপনি ওডেস্ক বা ইল্যান্স থেকে কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং বাংলাদেশের যে কোন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। কার্ডের জন্য ফ্রী আবেদন করার জন্য  পেওনিয়ারের সাইটে গিয়ে সাইন আপ করুন। নাম, ঠিকানা, ইমেইল, ইত্যাদি দেওয়ার সম একটু নির্ভুল ভাবে দেওয়ার চেষ্টা করুন। এর পর আপনার ঠিকানায় কার্ড চলে আসবে। পরে যে কোন সময় কার্ডে টাকা ট্রান্সফার করে একটিভ করতে পারবেন। আর একটিভ করার পর আপনি যে কোন মার্কেটপ্লেসে কার্ড যুক্ত করে কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন।

টাকা কি সত্যিই পাবো?

জ্বি, যে কোন কাজ সম্পুর্ণ করলে ইনশাহ আল্লাহ, সত্যিই টাকা পাবেন। টাকা না, ডলার আরকি।
ধরে নিচ্ছি আপনি অনেক কিছু শিখছেন, তারপর কাজ শুরু করেছেন, অনেক টাকা রুজি করছেন, এবার তো খরচ করার সময় হয়েছে তাই না? কিভাবে খরচ করবেন তা বলে দিচ্ছি। একটা পার্টির ব্যবস্থা করুন। তারপর আমাকে দাওয়াত দেন এক সাথে আপনার টাকা গুলো খরচ করব।
দোয়া করি আপনার ফ্রীল্যান্সিং জীবন অনেক সুন্দর হোক।

Wednesday, August 26, 2015

নিয়ে নিন একটি বেস্ট-অনলাইন Article Spinner ফ্রী ,তৈরি করুন আপনার ঊনিক আর্টিকেল ১০০% হিউম্যান রিডএবেল ।

আস্-সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।অনেকদিন ধরেই ভাবছিলাম টেকটিউনস-এ একটি নোতুন টিউনটি করব।কিন্তু কি নিয়ে করব তা-ই বুঝতেছিলাম না।অবশেষে আপনাদের সম্মুখে একটি চমৎকার খবর নিয়ে হাজির হলাম আজ।আমাদের অনেকের-ই ওয়েবসাইট আছে ।আমরা অনেকেই ব্লগ লেখা-লেখি করি ।ব্লগিং করার জন্য এত আর্টিকেল প্রয়োজন হয় যে মাঝে মাঝে হিমশিম খেতে হয়!ইদানীং অনলাইন-এ অনেক প্রকার আর্টিকেল স্পিনের সফটওয়্যার পাওয়া যায় যা ব্লগার-দের বিপুল সময় বাঁচাতে সাহায্য করে।আর এদের কার্যকারিতাও বেশ পরীক্ষিত।
 এই আর্টিকেল স্পিনের সফটওয়্যার গুলোর দামও নাকি অনেক বেশি। কিন্তু অনলাইন-এ অনেক ফ্রী Article Spinner ওয়েবসাইট পাওয়া যায়ে এর মদ্দে কিছু কিছু ওয়েবসাইট দিয়ে খুব ভাল অনলাইন-এ Article Spinner করা যায়ে, সারাদিন Internet ঘেঁটে আমি কেবলমাত্র একটি Article Spinner ওয়েবসাইট ভালো পেয়েছি।এখান থেকে আপনি খুব সুন্দের ভাবে ১০০% হিউম্যান রীডএবেল আর্টিকেল করে নিতে পারবেন,তাও আব্র সম্পূর্ণ ফ্রীতে, এই ওয়েবসাইটির মূল বিশিষ্ট হছে এর মাধ্যমে যে কোন আর্টিকেল Rewrite করে Fully Unique এ রুপান্তর করা সম্ভব। একটা জিনিস লক্ষ্য করলাম এই সাইটির ইঙ্কাম Source হচ্ছে অ্যাডসেন্স থেকে,এতো সুন্দর একটা সার্ভিস ফ্রীতে দিচ্ছে,তাই আমাদের উচিৎ একটি আর্টিকেল স্পিন করলে অন্তত অ্যাড-এ একটি ক্লিক করা  :-)

এখনি একটি ভোটার আইডি কার্ড তৈরি করুন, illustrator এর মাধ্যমে। সাথে থাকছে ai ভেক্টর ফাইল।



আপনারা যারা টেম্পোরারি ব্যবহার এর জন্য ভোটার আইডি কার্ড বানাতে চান। তাদের জন্য এই টিউন। আর যাদের ভোটার আইডি কার্ড আছে তারাই বানাবেন প্লিজ। অন্য কেউ এই কাজটি করবেন না।
প্রথমে আমার দেওয়া ফাইল টি illustrator এর মাধ্যমে ওপেন করেন। ওপেন করার সময় আপনাকে ইমেজ রিপ্লেস করতে হবে তাই যে দুটি ইমেজ আছে ডাউনলোড লিংক এ আপনি ওই দুইটি ইমেজ রিপ্লেস করে নেন। আমি বিষয় টি আরো ক্লিয়ার করে বলতেছি রিপ্লেস এ ক্লিক করলেই ইমেজ লোকেশন সিলেক্ট করতে বলবে তখন ডাউন লোড লিংক এ দেওয়া ইমেজ রিপ্লেস করেন।
এখান থেকে জিপ ফাইল টি ডাউনলোড করে নেনঃ লিংক
আর যারা মোবাইল থেকে ডাউনলোড করতে চান তারা আপনার ফোন এর সাথে থাকা ডিফল্ট ব্রাউজার থেকে ডাউনলোড করুন না হলে ডাউনলোড হবে না। পিসি ইউজার রাও ডাউনলোড করতে পারবেন।


illustrator এ ওপেন করলে এই রকম দেখতে একটি ভেক্টর ফাইল পাবেন। ফাইল টির সব কিছু এডিট করতে পারবেন।

প্রথমে আপনি লিংক এ ক্লিক করেন তারপর নিছে দেওয়া স্কিন সর্ট ফলো করেন। ডাউন লোড হবে ১০০%। সবাই বলে ডাউনলোড হয় না
তাই এই সারভার থেকে কিভাবে ডাউনলোড করবেন দেখেন।
লিংক এ ক্লিক করার পর এমন আসলে মার্ক করা যায়গা থেকে ক্লোজ করে দিন।


তার পর এমন দেখতে পাবেন। এখানে আপনাকে ৫ সেকেন্ড ওয়েট করতে বলবে না বললে নাই।
নিছের চিত্র তে মার্ক করা যায়গায় ক্লিক করুন।
অন্য দিকে ডাউনলোড লিংক এ খেয়াল না করে মার্ক করা যায়জায় ক্লিক করুন।

http://adf.ly/1NKjE7

তারপর এমন একটি পেজ পাবেন। লেখা দেখাবে Your Ip address use in 24 hour  এতো কিছুর কথা না ভেবে আপনি মার্ক করা যায়গায়
ক্লিক করুন।


তার পর আইডিএম থাকলে ওপেন হবে ডাউনলোড করুন। ব্রাউজার থেকেও ডাউনলোড হবে।
ধন্যবাদ আমাকে অনেকে বলতেছিল এই টিউন টি করতে তাই করলাম। আর ফন্ট প্রব্লেম হলে আগের ফন্ট কেটে নতুন করে বিজয় দিয়ে অথবা অভ্র দিয়ে টাইপ করে বিজয় এ কনভার্ট করুন। এটা অভ্র থেকেই করা যায় সেটিং এ দেখবেন Unicode to Bijoy converter নামে একটা অপশন আছে।

Monday, August 24, 2015

আপনার ওয়েব সাইট এ ভিজিটর বাড়িয়ে নিন। সফটওয়্যারের মাধ্যমে।

আজকে আমি যেটা নিয়ে টিউন করবো সেটা হল কিভাবে সফটওয়্যার দিয়ে ওয়েব সাইট এর ট্রাফিক বাড়ানো যায়।
আপনাকে প্রথমে একটি ওয়েব সাইট এ সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনাকে সাইট টির Traffic Exchange নামে যে মেনু টি আছে সেখানে ক্লিক করতে হবে। তাহলে ডাউনলোড নামে একটি অপশন পাবেন ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নিন। বাকি সব আপনি বুজতে পারবেন।
 
 তার পরও বলি প্রথমে আপনার ওয়েব সাইট টি এড করুন।  যেটার ভিজিটর বারাতে চান। এড হয়ে গেলে আপনি Traffic Exchange এ ক্লিক করুন
এবং মিনিট আর্ন করুন। আর মিনিট আর্ন হতে থাকলেই আপনার ওয়েব সাইট এ ভিজিটর যাবে। সাইন আপ লিঙ্ক
এভাবে যতো খুসই আর্ন করতে থাকেন। আপনাকে কিছু করতে হবে না সফটওয়্যার নিজে নিজে মিনিট আর্ন করবে সুধু নেট কানেক্ট অন করলেই হবে।

আর মিনিট আর্ন করতে গেলে মেগা বাইট বেশি  কাটে তাই আপনি এই লিঙ্ক নেট লিমিটার সফটওয়্যার টি ব্যবহার করুন ১০০ মেগাবাইট এ ৩০০০+ ভিজিটর নিতে পারবেন।
কিভাবে নেটলিমিটার ব্যবহার করবেন স্কিন সর্ট দিলাম।
প্রথমে ডাউনলোড করুন লিঙ্ক থেকে তার পর ইনস্টল করুন। ওপেন করে নিছের ছবিটির মতো করে মার্ক করে দিন।


ব্যাস কাজ সেস এবার মিনিট আর্ন করুন আর ভিজিটর বারান। ১০০ এম্বি তে ৩০০০+ ভিজিটর।
ভুল হলে ক্ষমা করবেন।  আর সমস্যা হলে টিউন্মেন্ট করবেন।

যাদের WiFi রাউটার নাই আজ তাদের জন্য নিয়ে এলাম Virtual WiFi রাউটার,

বন্ধুরা কেমন আছেন, আজ আমি একটা কষ্টের কথা বলব, গ্রামীন ফোন আমাদের এলাকাতে কিছুদিন হলো ৩জি নেট দিয়েছে কিন্তু আমার রুমের ভেতরে নেট পাইনা তাই কেবলের মাধ্যমে বাহিরে রাউটার বসিয়ে নেট ব্যবহার করা শুরু করি। কিন্তু গতকাল সন্ধায় বৃষ্টি হয়েছিল আমার মনে নেই আমার রাউটার যে বাহিরে তাই রাউটারটি বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। আমি অনেক কষ্ট পেয়েছি এটার জন্য, কিন্তু আমিতো রাউটার ব্যবহার করে অভ্যাস মডেম দিয়ে আমার কোন কাজ হবেনা, তাছাড়া মোবাইলে নেট ব্যবহার করতে পারছিলামনা তাই নেটে অনেক খুজে একটা ব্যাবস্থা করেছি, তাই ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করি, যদি আমার মতো কারো কোন উপকার হয়।এটা একটি Virtual wifi রাউটার software এটা উইন্ডোজ 7, উইন্ডেজ 8 এ কাজ করবে, খুব সহজে এটা ইনষ্টল করতে পারবেন। ইনষ্টল হয়ে গেলে wifi setting থেকে আপনার wifi name and passward দিয়ে ok করবেন, ব্যাস হয়ে গেল, আপনি হয়ে গেলেন একজন wifi রাউটারের মালিক। এখন মোবাইলের wifi open করে সার্স দেন দেখবেন আপনার wifi name show করছে, আপনি আপনার দেয়া  passward প্রবেশ করে আরামে wifi ব্যবহার করতে থাকেন।

http://adf.ly/1NEygJ
 ডাউনলোড বাটনে ক্লিক করুন তাহলেই ডাউনলোড হয়ে যাবে।যদি কারো উপকার হয় তাহলে আমাকে টিউমেন্ট করে জানাবেন, তাহলে আমার কষ্ট বৃথা যাবেনা, ব্যবহার করতে যদি কারো সমস্যা হয তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্ঠা করবো সমাধান করতে। অবশেষে আপনাদেরকে আবার শুভ কামনা জানিয়ে আজকের টিউন এখানেই শেষ করলাম। ভাল থাকবেন সবাই।

Hack all Shorten url site and earn 50+$ Every day

 Shorten url site গুলার আজ হালকা Band বাজানোর সময় 

কথা না বাড়িয়ে কাজের কথায় আসি.

First Create A Account

Sign up here

1.প্রথমে একটি Site এর থেকে শুরু করি যার নাম Hitleaper.

এখানে Account খুলে আপনি দিনে অনেক Hit পাবেন আপনার Link এ.খোলার পর দেখুন উপরে Min এর ওখানে 0.
https://hitleap.com/by/nusratbd
এখন চিত্র.2 Earn 100 Mineats এ খান থেকে আপনি Softwere ডাউনলোড করুন.Setupদিয়ে Softwere ওপেন করুন.
After open this softwere you see the main Hitleapar site in the softwere.আবার 2nd টায় যান এবং নিচে দেখে Target করা যায়গায় Active লেখা ওখানে Click করুন.
{{scnshot er jkhan e Not Runnying}}software e sakhane Active paben.

Now wait for sometime.20min

Then go to Hitleapar site.see you got some min.
মিনিট অর্জন হবার পর ধরুন 1০ মিনিট.আপনি 1 এ Click করুন আপনার Browser দিয়ে ওপেন করা সাইটে.নিচে Add url এ Click করুন.সর্বচ্চ বেছে নিন.10000 এ 10000 hit.
OK.done.

just wait 10min then see Your Sortn url account.   

 Use a Volt and get Hit on link :::
Download here
1.{{Softwere টা ওপেন করুন.}}

2.{{1..ওখানে Click করুন.}}

1.{{এখন উপরের 1 এ টিক দিন}}
2..{{লিংক দিন ২ এ}}
3..{{৩ এ প্রথমের টা Select করুন.1/1}}
4..{{4এ চাপ দিন}}
Ok.done.You can yous 4 link as a time
ওকে ওর মত চলতে দেন.যেদিন দিছেন তার পরের দিন দেখুন.Open Apni joto time open kre rakte pare.
See Down you saw how much ip visite your link
সতর্ককরন::::
Softwere টা Ativairs গুলা Scame হিসাবে নেয় তাই Please dsable your antivairs.
2.একটা Link একবারেব বেশি দিবেন না তাইলে আপনার আইডি শেষ এজন্য টেকটিউন বা আমাকে অববাদ দিয়েন না.
3.যেভাবে বলা আছে সেভাবে করুন.পাকামি না করাই ভাল.
Thats For Today
Next attraction::
1.Paidverts volt….
2.neobox volt…
3.auto clicker volt..
4..Bitcoin.in Hack
So what do you Want in next tune just comment
Contact with me..

বানিয়ে নিন আপনার H.S.C, S.S.C, Hons সার্টিফিকেট। পিএসডি এবং ইপিএস ফাইল। সাথে ফন্ট পাকেজ।

ফটোশপ আর গ্রাফিক্স দিয়ে মানুষ অনেক কিছু করতিছে। আপনি বসে একা একা বসে থাকবেন কান আপনিও বানান সার্টিফিকেট।
আজ আপনাদের সাথে সেয়ার করবো কিভাবে আপনি সাটিফিকেট বানাবেন। এটি খুব ই সহজ হবে আপনার জন্য। কারন পিসডি এবং ইপিএস ফাইল আছে।
প্রথমে আপনাকে সার্টিফিকেট ফন্ট ডাউনলোড করে নিতে হবে সাটিফিকেট ফন্ট পাবেন এখানে লিঙ্কঃ তারপর ফন্ট ইন্সটল করে
আপনি এস এস সি লিঙ্ক  /  এইচ এস সি লিঙ্ক অথবা অনার্স লিঙ্ক এর সার্টিফিকেট পিএস ডি ও ইপিএস ফাইল ডাউনলোড করে ফটোশপ এ ওপেন করবেন। নিছের ইমেজ এর মতো দেখাবে ওখানে আপনি এডিট করতে পারবেন সব কিছু। কারন পি এস ডি এবং ইপিএস এ সেভ করা আছে।




তার পর আপনার ইচ্ছা মতো নাম যাবোতিও বসিয়ে নিন এবং পি এন জি ফরমেট এ সেভ করুন।
প্রিন্ট করে রেখে দিন কাজে লাগবে কোন না কোন টাইম অথবা ফাইল গুলো ডাউনলোড করে রেখে দিলেন যেকোন সময় দরকার পরলে বানিয়ে নিতে পারবেন। খুব সহজে কালেকশন টা খারাপ না।
আপনি চাইলে সবগুলো এক সাথে ডাউনলোড করতে পারেন। সব গুলো ডাউনলোড করার লিঙ্ক এখানে
হয়ে গেলো আপনার সাটিফিকেট। বাজারে এক ধরনের কাগজ পাওয়া যায় কিছুটা মোটা এবং সার্টিফিকেট এর কাগজ এর মত। আপনি চাইলে ওই কাগজ ব্যবহার করে  প্রিন্ট ও করতে পারেন।
কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। বিপদ হলে অন্য কোন দায় ভার আমি নিবো না।

Microsoft Word শিক্ষার বাংলা ই-বুক। ই-বুকটি তে Microsoft Word এর A to Z

সবার সুস্থতা কামনা করে আজকের টিউনের সূচনা করছি। নিশ্চয়ই সবাই ভাল আছেন। আজ দেব Microsoft Word শিক্ষার বাংলা ই-বুক। ই-বুকটি তে Microsoft Word এর A to Z
কম্পিউটার শিক্ষা মানেই সর্ব প্রথম Microsoft Word শিক্ষা। তবে আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছিল। আমি কম্পিউটার শিখতে শুরু করছিলাম Adobe Illustrator দিয়ে! তবে Microsoft Word দিয়ে শুরু করাটাই সবচয়ে উত্তম। তাই যারা কম্পিউটার শিখতে শুরু করেছেন তাদের জন্য Microsoft Word একটি অতি প্রয়োজনীয় সফট। আর Microsoft Word কে আয়ত্ত করতে হলে শুধু একটি ই-বুক বা একজন শিক্ষকই যথেষ্ট নয়। প্রয়োজন আপনার অধিক আগ্রহের এবং চেষ্টার। তবে একটি ভালো মানের বাংলা ই-বুক আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর। সেই প্রয়াসে আজ একটি Microsoft Word সম্পর্কিত ই-বুক শেয়ার করলাম। এখন যদি প্রয়োজন না থাকে তারপরও ডাউনলোড করে রাখতে পারেন। কারন হঠাৎ প্রয়োজন পড়তে পারে। এছাড়া আমাদের বন্ধু -বান্ধব বা আত্নীয় স্বজনদের মধ্যে যার কম্পিউটার শিখছে তাদেরকে আপনি এটি দিতে পারেন। মাত্র 1 মেগাবাইটের  PDF ফাইলটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Download Ms Word 2007 Bangla Ebook


ডাউনলোড করে নিন এখান  থেকে |


বেশি টিউন লিখে আপনাদের মুল্যবান সময় নষ্ট করতে চাইনা তাই অল্পতেই বুঝানর চেষ্টা করলাম, তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউন এ। আর হা আপনারা আমার টিউন থেকে যদি উপকার পেয়ে থাকেন তাহলে টিউমেন্ট এ জানাতে ভুল্বেন না কিন্তু।

অসাধারন কিছু ইফেক্ট যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য



আসসালামু আলাইকুম,আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজ আমি আপনাদের জন্য এনেছি কিছু আসাধারন ইফেক্ট জারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য খুবই অসাধণ খুবই ভালো লাগবে  নিচে কিছু নিচে কিছু  Screenshot দিলাম  ভালো লাগলে,আপনার কাছে যদি মনে হ্য় ভালো তাহলে like দিবেন আমি চেস্ঠা করেছি ভালো কিছু উপহার দিতে যাতে আপনাদের উপকারে আসে,তাই সকলের সহযোগিতা কামনা করছি,আমার কাছে আরও অনেক আছে আপদের যদি ভালো লাগে জানালে আরও দিব আর না লাগলে এই পর্যন্তই,আমারকাছে বিয়ে,জন্মদিন,বিভিন্ন অনুস্ঠানের  ভিডিও এডিটিং এর কাজ করার হাজার হাজার ইফেক্ট আছে আপনাদের লাগলে জানাদের আমি দিয়ে দিব ভালো লাগলে ডাউনলোড করতে চাইলে টিউমেন্ট বক্স এ link দিয়েছি ডাউনলোড করে নিবেন।

 Screenshot-2
 Screenshot-3
 Screenshot-4
 Screenshot-5
 Screenshot-6
 Screenshot-7
 Screenshot-8
ইফেক্ট গুলোর ডোম দেখতে পারেন এখান থেকে
আমার পূর্বের টিউন গুলো দেখতে

এই ইফেক্ট গুলো আশাকরি সবার উপকারে আসবে। কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা টিউমেন্টে বলবেন
*** সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ***