দু চোখে স্বপ্ন নিয়ে
নীল নীল আকাশে
বিহঙ্গের কাকলিতে
হিমেল বাতাসে।
ভেসে ভেসে উড়ে যাই
দূর থেকে দূরে যাই
দূর থেকে বহুদূরে।
নীল সাগর ছাড়ি
নীল আকাশ পাড়ি
সবুজ পাহাড় দূরে ঠেলে।
চাঁদের কাছে এসে
তারাদের পাশে রেখে
আমি কোথায় হারিয়ে যাই।
আমি ভেসে যাই
আমি উড়ে যাই।
দূর থেকে আরো দূরে
আমি চলে যাই।
দূরের সীমানায়
মনের ঠিকানায়
নীল নীল আকাশে
হিমেল বতাসে
আমি ভেসে বেড়াই।
No comments:
Post a Comment