টিজে bdwebs তারিখ 03 November 2011 বিভাগ ফ্রিল্যান্সিং পড়েছেন 8,052 জন 17 টি মন্তব্য
১. Payperpost:
আর্টিকেল লিখার অনেক জনপ্রিয় সাইট হলো পেপার পোষ্ট ।তবে এই সাইট থেকে কাজ পেতে হলে আপনার অবশ্যই একটি সাইট থাকতে হবে ।আর আপনার সাইটের বয়স মিনিমাম ১ মাস ও মিনিমাম ১০ টি পোষ্ট থাকতে হবে ।আপনি এই সাইটে একাউন্ট খোলার সময় আপনার সাইটের ঠিকানা দিবেন তারপর বায়ার রা আপনার সাইট দেখবে এবং আপনার সাইটের অবস্খা ভালো থাকলে ওরা আপনাকে কাজ দিবে ।
পেমেন্ট মেথড: এই সাইট পেপালের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে ।প্রতি ৩০ দিন পর পর পেমেন্ট পাওয়া যায় ।মিনিমাম ২০ ডলার হলে পেমেন্ট দিয়ে থাকে ।
২. SocialSpark:
সোসিয়াল পার্ক একটি নতুন সাইট তবে এরা ১০০% পেমেন্ট দিয়ে থাকে ।এই সাইট থেকে আর্টিকেল লিখার কাজ নিতে হলে আপনার সাইটের মিনিমাম ৩ মাস হতে হবে ।
পেমেন্ট মেথড: এই সাইট পেপালের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে ।
৩. ReviewME:
রিভিউ মি আর্টিকেল রাইটিং সাইটের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি ।এই সাইটে কাজ নিতে হলে আপনার সাইটের google page rank মিনিমাম ৪ হতে হবে ।আর প্রতিদিন মিনিমাম আপনার সাইটে ১০০০ পেইজ ইমপ্রেশান থাকতে হবে ।
পেমেন্ট মেথড: এই সাইট পেপালের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে ।মিনিমাম ২০ ডলার হলে পেমেন্ট দিয়ে থাকে ।প্রতি রিভিউ এর জন্য আপনি মিনিমাম ২০ ডলার আর্ন করতে পারবেন ।
৪. TextLinkAds:
এই সাইটটি ও ReviewME এর মত । ।এই সাইটে কাজ নিতে হলে আপনার সাইটের google page rank মিনিমাম ৪ হতে হবে
পেমেন্ট মেথড:পেমেন্ট মেথড পেপাল ,চেক ব্যাংক ট্রান্সফার ।মিনিমাম ২৫ ডলার হলে টাকা উত্তোলন করা যায় ।
৫. LinkWorth:
এটা ও জনপ্রিয় একটা সাইট ।এই সাইট আপনাকে paid links, review, banners and text link এর অফার দিয়ে থাকে বলে আয় করাটা খুব সহজ ।
পেমেন্ট মেথড:পেমেন্ট মেথড পেপাল ,চেক ব্যাংক ট্রান্সফার ।মিনিমাম ২৫ ডলার হলে টাকা উত্তোলন করা যায় ।পেপালে ২৫ ডলার আর চেকে ১০০ হলে টাকা উত্তোলন করা যায় ।
৬. LoudLaunch :
LoudLaunch আর্টকেল রিভিউ লেখার একটি অন্যতম সাইট ।তাদের একটি সমস্যা হল কোন সাইটকে তাদের ব্যকাছে সাবমিট করলে এপ্রোভ করতে অনেক সময় লাগে ।আপনার সাইটের বয়স মিনিমাম ২ মাস হতে হবে ।
পেমেন্ট মেথড:পেমেন্ট মেথড পেপাল ।
৭. Smorty :
Smorty এর পেমেন্ট মেথড খুবই ভালো তারা প্রতি সপ্তাহে পেমেন্ট দিয়ে থাকে ।এই সাইট থেকে কাজ পেতে হলে ব্লগের বয়স মিনিমাম ৩ মাস হতে হবে ।
পেমেন্ট মেথড:পেমেন্ট মেথড পেপাল ।
৮. Blogsvertise:
Blogsvertise একটি আর্টিকেল লিখার আরেকটি জনপ্রিয় সাইট ।
পেমেন্ট মেথড:প্রতি মাসের শেষে তারা পেপালে পে করে ।
৯. SponsoredReviews:
SponsoredReviews আরেকটি ভালো সাইট ।এই সাইটে কাজ পেতে হলে আপনকে অবশ্যই বিড করতে হবে ।আর বায়ার রা আপনার বিড দেখবে তারপর আপনার সাথে যোগা যোগ করবে । এই সাইট থেকে কাজ নিতে হলে আপনার সাইট সার্চ ইন্জিন এড
হওয়ার তিনমাস হতে হবে।
পেমেন্ট মেথড: এই সাইট থেকে আপনি প্রতি মাসে র শেষে পেপালে টাকা উত্তোলেন করতে পারবেন ।
১০. BuyBlogReviews:
এই সাইটটি ও ঠিক উপরের সাইট SponsoredReviews এর মত ।তাই বেশি কিছু লিখলাম না ।
ও আসল কথাই তো বলিনি আপনাদেরকে সাইট নিয়ে তো বললাম কিন্তু কাজ করতে আপনার যা যা লাগবে তা হলো : আপনার অবশ্যই ইংলিশ ভালো জানতে হবে ।আর্টিকেলে কোন ভুল থাকা যাবেনা ।আর্টিকেলটি সাবমিট করার আগে কয়েক বার ভালো করে দেখে নিবেন কোন ভুল আছে কিনা থাকলে তা ঠিক করে নিন ।আর যে কোন সাইট থেকে কাজ নিতে হলে সাইন আপ করার সময় অবশ্যই আপনার একটি সাইট থাকতে হবে ।কারন আর্টিকেল গুলো সাবমিট করতে হবে আপনার সাইটে ।আর আপনার সাইটে ভিজিটর তো থাকা লাগবেই ।সেজন্য আগে সি ই ও করে নিবেন ।
তো আর কথা না বাড়াই নেমে পড়ুন কাজে । আর যে কোন সমস্যায় আমি তো আছি ।
No comments:
Post a Comment