আশা করি সবাই ভাল আছেন। বেশী কথা না বলে কাজের কথায় আসি। “Recovery Toolbox For CD”-নাম শুনেই হয়ত বুঝতে পারছেন এটা কি কাজের।এটা ছোট হলেও অত্যন্ত কাজের একটি রিকভারী সফ্টওয়ার । আর এটা ফ্রিওয়ার সফ্টওয়ার হওয়ায় লাইসেন্স এর কোন ঝামেলা নেই। এটা দিয়ে আপনি নষ্ট অথবা দাগ পড়া অথবা আপনার সিডি রমে চলেনা এমন CD,DVD,HD-DVD,Blu-Ray ইত্যাদি সহ যে কোন প্রকার ডাটা রিকভার করতে পারবেন।
আমাদের অনেক CD/DVD থাকে যাতে অনেক গুরুত্বপূর্ন তথ্য-উপাত্থ্ব আমরা ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখি, কিন্তু যখন দেখি সেটি বেশী পুরাতন হওয়ায় বা দাগ পড়ে নষ্ট হয়ে যাওয়ায় আর চলেনা, তখন বেশ চিন্তায় পড়ে যাই। তাই আপনাদের এই দু:চিন্তা দূর করতে নিয়ে এলাম “Recovery Toolbox For CD”। যা দিয়ে আপনি অনায়াসে আপনার সকল তথ্য CD/DVD থেকে আপনার হার্ডডিস্কে সংরক্ষন করতে পারবে। তাহলে আর দেরি না করে নিচের(পোষ্টের শেষে) ডাউনলোড লিঙ্ক হতে ডাউনলোড করে নিন এক্ষুনি।নিচের স্কিনশট গুলো দেখুন তাহলে এর ব্যবহার বুঝতে পারবেন।
স্কিনশট :- ১
আপনার অচল অথবা নষ্ট CD/DVD টি ড্রাইভে প্রবেশ করিয়ে “Recovery Toolbox For CD” ওপেন করুন নিচের চিত্রের মত আসবে।
স্কিনশট :- ২
স্কিনশর্ট :- ৩
স্কিনশর্ট :- ৪
No comments:
Post a Comment