নিকট ভবিষ্যতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে থাকবে রোবট। একবার চিন্তা করুন তো, ১৯৮৫ সালে আপনি যদি কোন ব্যক্তিকে বলতেন- তোমার রান্নাঘরেও থাকবে কম্পিউটার। হয়তো তখন মানুষ আপনাকে বোকা ভাবতো, নাহয় পাগল বলতো। রান্নাঘরে কম্পিউটার! এক উদ্ভট কথা! কিন্তু এখন আপনি আমি আমরা সবাই বাস্তবতা দেখছি। দেখছি আমাদের মাইক্রোওয়েভে, আমাদের স্টেরিওতে, আমাদের ফ্রিজে কম্পিউটার। তা নির্দিষ্ট একটি কমাণ্ডে চলে। ঠিক তেমনিভাবে রোবট নিয়ে যদি আজ বলা হয়, আগামী দিনগুলোতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রোবট মিশে থাকবে বলে যদি পূর্বাভাস করা হয় তাহলে অনেকেই নাক সিঁটকাতে পারেন। কিন্তু বিশ্বাস করুন আর না-ই করুন। মনে রাখবেন অবশ্যই গাড়িগুলো হয়ে যাবে রোবটচালিত। আমাদের বাসাবাড়িতে, হাসপাতালে, কল কারখানায় এমনকি সেনাবাহিনীতে থাকবে অনেক রোবট। এখনও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করা হলেও সেগুলো সশস্ত্র রোবট নয়। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে গুলি করতে সামর্থ্যবান রোবট আমরা তৈরি করতে পারি। যেখানে, যে অবস্থায় একজন মানুষ গুলি করতে সাহস পায় না, গুলি করতে পারে না, সেখানে ওই রোবট গুলি করে উদ্দেশ্য হাসিল করবে। কারণ, আমরা মানুষরা জীবনের পরোয়া করি, রোবটরা করে না। কোন একটি বিষয় কতটা ভয়ংকর বা ভয়ংকর নয় তা নির্ধারণ করা যাবে রোবট দিয়ে।
This Is Most Popular Technology And Earn Money From Internet,Free Without Invest.You Can Earn 1000-1500 Usd Per Month Easily.
Thursday, October 4, 2012
জীবনের সঙ্গে মিশে থাকবে রোবট
নিকট ভবিষ্যতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে থাকবে রোবট। একবার চিন্তা করুন তো, ১৯৮৫ সালে আপনি যদি কোন ব্যক্তিকে বলতেন- তোমার রান্নাঘরেও থাকবে কম্পিউটার। হয়তো তখন মানুষ আপনাকে বোকা ভাবতো, নাহয় পাগল বলতো। রান্নাঘরে কম্পিউটার! এক উদ্ভট কথা! কিন্তু এখন আপনি আমি আমরা সবাই বাস্তবতা দেখছি। দেখছি আমাদের মাইক্রোওয়েভে, আমাদের স্টেরিওতে, আমাদের ফ্রিজে কম্পিউটার। তা নির্দিষ্ট একটি কমাণ্ডে চলে। ঠিক তেমনিভাবে রোবট নিয়ে যদি আজ বলা হয়, আগামী দিনগুলোতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রোবট মিশে থাকবে বলে যদি পূর্বাভাস করা হয় তাহলে অনেকেই নাক সিঁটকাতে পারেন। কিন্তু বিশ্বাস করুন আর না-ই করুন। মনে রাখবেন অবশ্যই গাড়িগুলো হয়ে যাবে রোবটচালিত। আমাদের বাসাবাড়িতে, হাসপাতালে, কল কারখানায় এমনকি সেনাবাহিনীতে থাকবে অনেক রোবট। এখনও পর্যন্ত যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করা হলেও সেগুলো সশস্ত্র রোবট নয়। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে গুলি করতে সামর্থ্যবান রোবট আমরা তৈরি করতে পারি। যেখানে, যে অবস্থায় একজন মানুষ গুলি করতে সাহস পায় না, গুলি করতে পারে না, সেখানে ওই রোবট গুলি করে উদ্দেশ্য হাসিল করবে। কারণ, আমরা মানুষরা জীবনের পরোয়া করি, রোবটরা করে না। কোন একটি বিষয় কতটা ভয়ংকর বা ভয়ংকর নয় তা নির্ধারণ করা যাবে রোবট দিয়ে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment