Friday, October 5, 2012

এবার দেখুন জিপি সিম হ্যাক করে কেমন করে ফ্রীতে নেট চালানো যাই।

আজকেও আমি একটি হ্যাকিং টিপস লিখব, তবে আজকেরটা একটু অন্যরকম। কি বুজতে পারলেন না ?
থাক আপনাদের আর হতাশ হতে হবে না, আমি বলছি। আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে জিপি সিম হ্যাক করে আপনার পিসিতে ইন্টারনেট চালানো যাই।
তাহলে দেখুন কেমন করে এই কাজটি করা যাই।
এভাবে ইন্টারনেট চালাতে হলে আপনার ব্রাউজার সিলেক্ট করতে হবে মজিলা ফায়ার ফক্স।
এবার আপনার জিপি সিম টিতে  P1 ইন্টারনেট সার্ভিসটি চালু করুন (সিমে টাকা কম রাখুন, মানে ১৫ টাকার মত)
আপনার মজিলা ফায়ার ফক্সটি ওপেন করুন।
Tools মেন্যু থেকে অপশন নির্বাচন করুন।
এবার সেটিংস সিলেক্ট করে ম্যানুয়েলি প্রক্সি কনফিগারেশন এ ক্লিক করুন।

প্রক্সি ঘরে 66.90.79.172 দিন পোর্ট ঘরে 80 দিন এবং ওকে দিয়ে সেভ করুন।

এবার আপনার মডেমটি পিসিতে লাগিয়ে আপনার ইচ্ছা মত ব্রাউজ ও ডাউনলোড করুন ইচ্ছামত ।
কোন দরনের সমস্যা হলে মন্তব্বের মাধ্যমে জানাবেন, ধন্যবাদ

No comments:

Post a Comment