প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন নারহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-
ইউটিউবে আপলোডকৃত ভিডিওটি দেখুন। সহজেই বুঝতে পারবেন।
সৌজন্যে: ইসলামের আলো বিডি
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি DBHT-(ডিজিটাল বাংলা হাদিস টিম)-কে পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন।
ইউনিকোড বাংলা হাদীস সফটওয়্যার “কপি”, “পেস্ট” করা যায়। সফটওয়্যারটি তিন ভাষা সম্বলিত।
সফটওয়্যারটির ভার্সন ০.৫ এ কি কি পাবেনঃ
- – সম্পূর্ণ সহিহ আল বুখারী
- – সম্পূর্ণ সহিহ মুসলিম
- – ইবনু মাজাহ
- – তিরমিযী
- – আবূ দাউদ
- – মুসনাদে আহমাদ
- – হাদিসে কুদসী
- – ইমাম নবরীর ৪০ হাদিস
- – রিয়াযুস স্বলিহীন
- – বুলুগুল মারাম
- – আদাবুল মুফরাদ
- – যঈফ ও জাল হাদীস সিরিজ
- – শামায়েলে মুহাম্মাদিয়া
- – হিসনুল মুসলিম
সুবিধা সমূহঃ
- – মোট তিনটি ভাষায় (আরবী, ইংরেজী এবং বাংলা)।
- – উইন্ডোজের যে কোন ভার্সনে চলবে।
- – সরাসরি ইংরেজি শব্দ দিয়ে সার্চ করতে পারবেন।
- – অধ্যায় এবং অনুচ্ছেদ অনুসারে পড়ার সুবিধা।
- – ইমেইল, কপি-পেস্ট, ফেসবুক, টুইটার ইত্যাদি মাধ্যমে শেয়ার করার সুবিধা।
- – এবং হাদিস প্রিন্ট করা সহ আরও অনেক সুবিধা সম্বলিত।
সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন (Version 0.5) [size – 58.3MB]
ভার্সন ০.৬ এ কি কি রয়েছে?
- সম্পূর্ণ সহিহ আল বুখারী
- সম্পূর্ণ সহিহ মুসলিম
- হাদিসে কুদসী
- ইমাম নববীর ৪০ হাদিস
- রিয়াযুস স্বালেহীন
- হিসনুল মুসলিম।
- ফতোয়া আরকানুল ইসলাম সহ হাজারো ফতোয়া বিভাগ সম্বলিত আকারে সাজানো হয়েছে
- দৈনন্দিন জীবন ঘনিষ্ট ইসলামী প্রশ্নোত্তর
- দেশ – বিদেশের আলেমগনের অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল ও অনুবাদ পাবেন।
- ইংরেজিতে শায়খ সালেহ আল-মুনাজ্জিদের প্রায় ১৩,০০০ প্রশ্নোত্তর ও ফতোয়া পাবেন।
- বিভিন্ন ওয়েব সাঈট সফটওয়্যারের ভেতর হতে ভিজিট করতে পারবেন। (নেট কানেকশান থাকতে হবে)
- এন্ড্রয়েড এপস লোড ডিরেক্ট লিংক রয়েছে।
সুবিধা সমূহঃ
- এটা .exe format 0.6 version
- তিনটি ভাষায় হাদিস পড়তে পারবেন যথাক্রমে-আরবী,বাংলা ও ইংলিশ
- হাদিস খোঁজার জন্য শক্তিশালী সার্চ অপশন (বাংলা, ইংরেজী ও আরবীতে সার্চ দিতে পারবেন)
- সহিহ বুখারী, মুসলিম-এর তাখরিজ ও তাহকীক করা হাদিস
- হাদিস নেভিগেশন পয়েন্ট
- ইউনিকোড হাদিস কপি ও পেষ্ট করা যাবে বিভিন্ন ওয়েব সাইট ও সোশাল ওয়েব সাইটের জন্য
- হাদিস সহজে প্রিন্ট করা যাবে
- মিনিমাম sp3, 7, 8 Dual core- এর সাপোর্টেড প্রসেসর লাগবে
- কোন আলাদা সাপোর্টেড সফটওয়্যার লাগবেনা
- ১৭,০০০-এর বেশি হাদিস
- দেশ- বিদেশের আলেমগনের হাজারো মাসলা-মাসায়েল ও আপনার জিজ্ঞাসার উত্তর পাবেন।
- ফেসবুক সহ শেয়ারিং বাটন পাবেন।
- প্রতিটি অধ্যায় ও অনুচ্ছেদের জন্য বিস্তারিত নেভিগেশন লিংক পাবেন যার ফলে অতি দ্রুত সুনিদ্দিষ্ট হাদিসে পৌছাতে সক্ষম হবেন।
- ট্যাগ করা হাদিস পাবেন
- ডোনেশানের জন্য একাউন্ট পাবেন। আরো বহু মাল্টি ফাংশান রয়েছে….
বাংলা হাদীস সফটওয়্যার (এনড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য)
অ্যাপ্সটি ফ্রি ডাউনলোড করুন
সফটওয়্যারটি ইনস্টল করতে সর্বনিম্ন এনড্রয়েড ভার্শন লাগবে ৪.০।
কৃতজ্ঞতায়: হাদীস বিডি ও ইসলাম জানুক ও ডিজিটাল বাংলা হাদীস টিমসৌজন্যে: ইসলামের আলো বিডি
No comments:
Post a Comment