Saturday, October 31, 2015

আপনার হার্ডডিস্ক ফরমেট হয়ে গেছে? No Problem! সকল ফাইল ফিরিয়ে আনুন দারুন একটি রিকভারি সফটওয়ার দিয়ে!!

আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিউন দেব৤ যা আপনার অনেক উপকারে আসতে পারে৤ অনেক সময় আমাদের অজানা সত্বে হার্ডডিস্ক ফরমেট হয়ে যায়, অথবা অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়ে ফাইল মুছে যেতে পারে বা হার্ডডিস্ক ফরমেট বা পার্টিশন করতে হতে পারে৤ কিন্তু সবারই হার্ডডিস্কে অনেক গুরুত্বপূর্ন ফাইল বা তথ্য থাকে যা মুছে গেলে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়৤ তােই আমি আজ আপনাদের একটি দারুন রিকভারি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব৤ এই সফটওয়ারটি আপনার ফরমেট হয়ে যাওয়া হার্ডডিস্কের সকল ফাইল ফিরিয়ে এনে দিতে পারে নিখুতভাবে৤ রিকভারি দেয়ার জন্য অনেক সফটওয়ার রয়েছে৤ কিন্তু সব সফটওয়ার ঠিকমত কাজ করেনা৤ বিভিন্ন সফটওয়ার দিয়ে রিকভারি করার পরেও ফাইলগুলো চলেনা বা কাজ করেনা৤ কিন্তু এই সফটওয়ারটি অত্যন্ত সুন্দরভাবে আপনার সকল ফাইল ফিরিয়ে দিবে এবং সব ফাইল ভালভাবে কাজ করবে৤ সফটওয়ারটির নাম হচ্ছে Stellar Phoenix Windows Data Recovery. সফটওয়ারটির ডাউনলোট লিংক এবং লাইসেন্স নিচে দিয়ে দিলাম ৤ আমি নিজে এই সফওয়ার ব্যবহার করে রিকভারি করেছি এবং আমার সব ফাইল সুরক্ষিত আছে এবং ঠিকঠাকমত কাজ করে৤ তাই সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করলাম৤
Instruction: *প্রথমে সফটওয়ারটি ওপেন করুন৤
*তারপর  Recovery অপশন থেকে Drive recovery সিলেক্ট করুন
*তারপর এডভান্স Recovery অপশন থেকে NTFS সিলেক্ট করে রিকভারি দিন৤
আশা করি সফটওয়ারটি ব্যবহার করে উপকৃত হবেন৤
WindowsDataRecovery-Professional

LICENSE
User Name – http://Www.IamBidyuT.CoM
Key – 9DC5-4C00-DD18-52BF-A7E5-E955-C42C

No comments:

Post a Comment