আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউনটি শিক্ষামুলুকের চেয়ে মজার বেশি। আমরা জানি যে Google বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঙ্গিন। আমরা সকলেই Google ব্যবহার করি।সার্চ দেই অনেক কিছু। এবং পেয়ে যাই সকল তথ্য। কিন্তু এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা জানি না। কিন্তু Google এর ওই বিষয় গুলো অনেক মজার। যেমন ধরুন আপনি একটি জিনিষ সার্চ দিলেন আর Google এর পেজ অটোমেটিক ঘুরতে শুরু করলো। আবার ধরেন এমন একটি ওয়ার্ড সার্চ দিলেন যাতে গুগল সার্চ ইঙ্গিন থেকে গেমসে পরিবর্তন হয়ে গেলো।আবার সার্চ দেয়ার সাথে সাথে গুগলের লোগো কাঁপতে শুরু করে ভেজ্ঞে গেলো। আগে আমরা অনেকেই ইউটিউবে হয়তো এই Tricks গুলো দেখে ছিলাম কিন্তু এটা এখন গুগলেও সম্ভব। এবং এর মজা দিগুণ হবে কারন ইউটিউবের চেয়ে গুগলকেই আমরা বেশি ব্যবহার করি। এমন কি ছোট্ট একটি সার্চ দিয়ে আপনি গুগলের সকল প্রোগ্রাম কোড গুলোও জেনে নিতে পারবেন। এমন কি ১৯৯৮ সালের গুগল কেউ আপনি ব্যবহার করতে পারবেন অনেকটা টাইম মেশিনের মতো চলে যাবেন গুগল ১৯৯৮ এ। এই সার্চ গুলো মূলত গুগলের হিডেন কোড। যে কোড গুলো গুগল বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করে ছিলো কিন্তু তা রিমুভ না করায় কিছু সার্চ আছে যা সেই কোড গুলোকে রান করায়।যেমন do a barrel roll গুগল সার্চে লিখেই দেখুন কি হয়?এরকম আরও কোড আছে যা একটি বাংলা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সুন্দর ভাবে দেখনো হয়েছে আপনাদের সুবিধায়ঃ
গুগল হিডেন Trick Tutorial
সবাইকে ধন্যবাদ।কেমন লাগলো জানাবেন
গুগল হিডেন Trick Tutorial
সবাইকে ধন্যবাদ।কেমন লাগলো জানাবেন
No comments:
Post a Comment