Thursday, October 29, 2015

৫ টি ফেসবুক মাকের্টিং যা প্রত্যেক ব্লগারদের জানা দরকার

ফেসবুক হলো জনপ্রিয় মাধ্যম আপনার ব্লগ টিউনকে সবার সামনে তুলে ধরে ধরার জন্য। আর তা আপনি করতে পারেন ফেসবুক শেয়ারের মাধ্যমে। কিন্তু আপনি যা করবেন তা কি সঠিক হবে ? এই জন্য ৫ টি ফেসবুক টিপস যা আপনি ব্লগার হলে জানা দরকার।



১. অন্যদের সাথে যোগাযোগ স্থাপন

সোস্যাল মিডিয়া হলো সবার সাথে যোগাযোগের পথ।আপনি অন্যদের সাথে যত বেশি Engage হবেন ততবেশি আপনার সাফল্য আসার পথ সুগম হবে।
কিভাবে সবার সাথে Engage হবেন-
  • কাউকে প্রশ্ন করতে লজ্জা করবেন না।
  • অন্যদেরকে প্রশংসা করতে শিখুন
তবেই আপনার সাথে অন্যদের একটা শক্ত সম্পর্ক তৈরী হবে।  আপনার ব্লগ টিউন শেয়ার করার মাধ্যমে ভালো ফল পেতে পারেন।

২. শুধু আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন না

আপনি যদি নতুন ব্যবহারকারী হোন,তাহলে আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন না। আপনার ছাড়া অন্যদের টিউনও শেয়ার করবেন। এককথায় ভালো জিনিসের কদর করবেন।

৩. হ্যাশ ট্যাগ ব্যবহার করা

হ্যাশ ট্যাগ ব্যবহার করে আপনার শেয়ার করা টিউনকে সবার জন্য সার্চ রেজাল্টে আনতে পারেন খুব সহজে। যেমন, facebook নিয়ে টিউন শেয়ার করলে আপনি হ্যাশ ট্যাগ দিতে পারেন #facebook।এতে করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কেউ facebook শব্দ নিয়ে সার্চ করলে আপনার শেয়ার করা টিউন সার্চে আসবে।

৪. ব্লগ টিউন শেয়ার করা্র সংখ্যা

অনেকেই একবার টিউন শেয়ার করে আর করে না,এতে করে অনেক আগের লিখা টিউন ফেসবুক ব্যবহারকারী থেকে হারিয়ে যায়।এক টিউন আপনি অনেকবার শেয়ার করতে পারেন।

৫. Schedule টিউন

মনে করেন আপনি বাংলাদেশ থেকে ব্লগ টিউন লিখতেছেন। আর আপনার ভিজিটর আমেরিকা কেন্দ্রিক।তাই তাদের সময় বুঝে টিউন করতে হবে। এই জন্য আপনি টিউন Schedule করে রাখতে পারেন।

No comments:

Post a Comment