Tuesday, October 27, 2015

অটো ব্লগিং শুরু করুন আপনার সাইটে

প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আমিও ভালোই আছি। আপনাদের সামনে হাজির হলাম একটি ভিন্নধর্মী ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে।
এই প্লাগিনের কাজ হলো আপনার সাইট এ অটো ব্লগিং করা।
অটো ব্লগিং এর কাজ কি?
অটো ব্লগিং এর কাজ বিভিন্ন ব্লগ এর rss feed থেকে টিউন সংরক্ষণ করে আপনার ব্লগ এ আপডেট দেওয়া।
এর জন্য আপনাকে আপনার সাইটে কোনো টিউন লিখতে হবে না।
চিত্রঃ
অটো ব্লগিং প্লাগিনটি কিভাবে কাজ করে?
উদাহরণস্বরূপ, আমি আমার ব্লগ এ অটো ব্লগিং প্লাগিনটি ইন্সটল দিয়েছি।
সেখানে টেকটিউনস এর rss feed লিংক আমি সামিট করলাম। টেকটিউনস এ দিনে ২৪ ঘণ্টা আপডেট হয়। টেকটিউনসে যেসব টিউন আপডেট হয় তা আমার ব্লগ এও আপডেট হবে।
চিত্রে, আমি টেকটিউনসে একটি লিখেছিলাম। আমার টিউনটি অটো ব্লগিং প্লাগিন এর মাধ্যমে চিত্রে ২ নং ব্লগটি তা সংরক্ষণ করছে।
শুধু টেকটিউনসই না আপনি আরো অনেক সাইট এর rss ফিড লিংক
সাবমিট করতে পারেন।
প্লাগিন ডাউনলোড করুনঃ এখান থেকে
আজ আর লিখলাম না। ভুল হলে ক্ষমা চোখে দেখবেন।
আর সমস্যা হলে টিউনমেন্ট এ জানাবেন।
বিদায় নিলাম।

No comments:

Post a Comment