সবাই কেমন আছেন। এটা টেকটিউনস এ আমার ৭ম টিউন। আমাদের প্রায় সকলএরই ফেসবুকে একাউন্ট আছে। বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল ব্যাপার। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনের বেশিরভাগ সময়টাই ফেসবুকে ব্যয় করি। আর বলতে গেলে প্রায় সবারই একাধিক আইডি আছে। ফেসবুক পেজও আছে। যাদের পেজ আছে তাদের নিশ্চই জানা আছে যে ফেসবুক পেজ এ একজন একজন করে ইনভাইট করা কত বিরক্তিকর। আমি যখন প্রথম পেজ খুলি তখন ফেসবুকে ইনভাইট করতে করতেই বিরক্ত হয়ে যেতাম। এরপরে পেজ চালানোই বাদ দিয়ে দেই। কারন পেজে ফ্যান না থাকলে পেজ চালায় মজা নাই। তাহলে আর বেশি কিছু বলছি না। সরাসরি আসল কথায় আসি। কিভাবে আপনি এক ক্লিকে আপনার পেজে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করবেন ?
১. প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। অ্যাড্রেস বার এ গিয়ে "chrome://extensions/" লিখে এন্টার চাপুন।
২. এরপর আপনি ওপরের চিত্রের মত দেখেতে পাবেন। এখন "Get More Extensions" এ ক্লিল্ক করুন।
৩. এরপর সার্চ বক্স এ Invite All Your Facebook Friends PRO লিখে সার্চ করুন।
৪. এখন এই এক্সটেনশনটি গুগল ক্রোমে এড করুন।
১. প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। অ্যাড্রেস বার এ গিয়ে "chrome://extensions/" লিখে এন্টার চাপুন।
২. এরপর আপনি ওপরের চিত্রের মত দেখেতে পাবেন। এখন "Get More Extensions" এ ক্লিল্ক করুন।
৩. এরপর সার্চ বক্স এ Invite All Your Facebook Friends PRO লিখে সার্চ করুন।
৪. এখন এই এক্সটেনশনটি গুগল ক্রোমে এড করুন।
৫. এক্সটেনশনটি এড করার পর ফেসবুকে লগিন করুন।
৬. এরপর আপনি যেই পেজে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চান সেই পেজে যান।
৭. পেজে গেলে হাতের বাম পাশে দেখবেন Invite Friends To Like This Page লেখা আছে। সেখানে ক্লিক করুন।
৮. এমনটা দেখাবে। অ্যাড্রেস বারের একদম ডান পাশে দেখুন লাল দাগ দিয়ে সার্কেল করা একটি আইকন আছে। সেটিতে ক্লিক করুন।
৯. এরপর স্বয়ংক্রিয়ভাবে আপনার ফ্রেন্ডসরা ইনভাইট হতে থাকবে।
১০. ইনভাইট করা শেষ হয়ে গেলে এমনটি দেখতে পাবেন। এরপর Close করে দিন।
No comments:
Post a Comment