Saturday, October 31, 2015

ইন্সট্রাগ্রাম এর মাধ্যমে মার্কেটিং করার কিছু এক্সক্লোসিভ টিপস

চলুন শুরু করি আজকের টিউন পর্ব টি।আমরা অনেকেই আছি যারা ব্লগিং করতে চাই।কিন্তু  পর্যাপ্ত ভিজিটর এর অভাবে কিছু দিন পরেই সব কিছু অঙ্করেই বিনষ্ট হয়ে যায।আজ মি আপনাদেরকে দেখাব কিভাবে  ইন্সট্রাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্লগ ও ব্যবসাকে সফল করে তুলবেন।চলুন শুরু করা যাক আজকের টিউন।

ইন্সট্রাগ্রাম হচ্ছে একটি সোসাল নেটওয়ার্কিং সাইট এবং খুব কম সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে,তাদের বর্তমান ইউজার সংখ্যা প্রায় ৩০০ মিলিয়ন।
ইন্সট্রাগ্রাম এর দ্রুত বৃদ্ধি নিম্নলিখিত কারণ গুলো হল-
ইন্সট্রাগ্রাম একাউন্ট করার জন্য কাউকে কোন জটিল সাহায্যের কিংবা  প্রশ্নাবলীর  সম্মুখীন হতে হয় না যা একজন ইউজারকে বিব্রত করে।
একজন ইউজারের জন্য এটি একটি ভার্চুয়াল ডায়েরী হিসেবে পরিচিতি পেয়েছে,যা অন্য সোসাল নেটওয়ার্কিং সাইট থেকে আলাদা।
চলুন কাজের কথায় আসা যাক-
ভাল কন্টেন্ট তৈরি করুন এবং হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করুন কারন ইন্সট্রাগ্রাম ফেসবুকের মত আপনার ইমেজ কোয়ালিটি  কমিয়ে দিবে না।এমন কিছু শেয়ার করুন যা দেখে মানুষ আকর্ষিত হতে পারে,আপনি নিজেকে একজন কাষ্টমার হিসেবে টিউন দেয়ার চেষ্টা করুন,দেখবেন আপনি আপনার টার্গেটেট কাষ্টমার পেয়ে যাবেন।
আন্যদের সাথে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন তাদের টিউনে লাইক করুন এবং গঠনমুলক টিউমেন্ট করার চেষ্টা করুন,নিজের একটা কমিউনীটি তৈরি করুন,এতে করে সবাই আপনার ওপর ভরসা করতে শুরু করবে এবং আপনি পেয়ে যাবেন আপনার টার্গেটেট কাষ্টমার,আমি আমার ফাইবার এর ১ম সেল ইন্সট্রাগ্রাম থেকে পেয়েছিলাম।
আপনি নিজের ফলোয়ার বারানোর চেষ্টা করুন যদিও রাতারাতি এটা সম্ভব না,তথাপি লেগে থাকেন পেয়ে যাবেন,আপনার প্রোডাক্ট সম্পর্কে গুছিয়ে লিখুন এবং রিলেটেড ইমেজ ব্যবহার ক্রুন,এমন কিছু শেয়ার করবেন না যেটা আপনার লুক নষ্ট করবে।
আজ এই পর্যন্তই,সবাই ভাল থাকবেন,সামনে আরো বিস্তারিত লিখার ট্রাই করব।
আমার টিউনটি ভাল লাগলে আমার টেমপ্লেট ডাউনলোড এর সাইটটি থেকে ঘুরে আসতে ভুলবেন না।
শেষ কথা- যেকোন প্রকার প্রিমিয়াম টেমপ্লেট এর ফ্রি ভার্সন কিংবা ওয়েব সাইট জনিত যেকোন সমস্যার জন্য আমাদের ফেসবুক পেজে রিকুয়েস্ট করুন।আমরা চেষ্টা করব আপনাদের কে সাহায্য করার। লাইক দিতে ভুলবেন না কিন্তু।আল্লাহ হাফেজ।

আপনার হার্ডডিস্ক ফরমেট হয়ে গেছে? No Problem! সকল ফাইল ফিরিয়ে আনুন দারুন একটি রিকভারি সফটওয়ার দিয়ে!!

আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিউন দেব৤ যা আপনার অনেক উপকারে আসতে পারে৤ অনেক সময় আমাদের অজানা সত্বে হার্ডডিস্ক ফরমেট হয়ে যায়, অথবা অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়ে ফাইল মুছে যেতে পারে বা হার্ডডিস্ক ফরমেট বা পার্টিশন করতে হতে পারে৤ কিন্তু সবারই হার্ডডিস্কে অনেক গুরুত্বপূর্ন ফাইল বা তথ্য থাকে যা মুছে গেলে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়৤ তােই আমি আজ আপনাদের একটি দারুন রিকভারি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব৤ এই সফটওয়ারটি আপনার ফরমেট হয়ে যাওয়া হার্ডডিস্কের সকল ফাইল ফিরিয়ে এনে দিতে পারে নিখুতভাবে৤ রিকভারি দেয়ার জন্য অনেক সফটওয়ার রয়েছে৤ কিন্তু সব সফটওয়ার ঠিকমত কাজ করেনা৤ বিভিন্ন সফটওয়ার দিয়ে রিকভারি করার পরেও ফাইলগুলো চলেনা বা কাজ করেনা৤ কিন্তু এই সফটওয়ারটি অত্যন্ত সুন্দরভাবে আপনার সকল ফাইল ফিরিয়ে দিবে এবং সব ফাইল ভালভাবে কাজ করবে৤ সফটওয়ারটির নাম হচ্ছে Stellar Phoenix Windows Data Recovery. সফটওয়ারটির ডাউনলোট লিংক এবং লাইসেন্স নিচে দিয়ে দিলাম ৤ আমি নিজে এই সফওয়ার ব্যবহার করে রিকভারি করেছি এবং আমার সব ফাইল সুরক্ষিত আছে এবং ঠিকঠাকমত কাজ করে৤ তাই সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করলাম৤
Instruction: *প্রথমে সফটওয়ারটি ওপেন করুন৤
*তারপর  Recovery অপশন থেকে Drive recovery সিলেক্ট করুন
*তারপর এডভান্স Recovery অপশন থেকে NTFS সিলেক্ট করে রিকভারি দিন৤
আশা করি সফটওয়ারটি ব্যবহার করে উপকৃত হবেন৤
WindowsDataRecovery-Professional

LICENSE
User Name – http://Www.IamBidyuT.CoM
Key – 9DC5-4C00-DD18-52BF-A7E5-E955-C42C

এবার PC থেকেই viber এ ভিডিও কল করুন।আপনার Android phone না থাকলেও সমস্যা নেই।(১০০% পরিক্ষিত)

“ডেক্সটপ কিংবা লেপটপ থেকে viber এ ভিডিও কল এর মাধ্যমে সরাসরি ফ্রি কথা বলুন দেশ-বিদেশ।আপনার যদি মাল্টিমিডিয়া phone না থাকে তাও কোন সমস্যা নেই।”
আসসালামু আলাইকুম।আমার (টেকনোলজী প্রিয়) সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন?আমি আল্লাহর রহমতে ভাল আছি।নতুন চাকরি তে জয়েন্ট করেছি তাই খুব ব্যাস্ত ছিলাম  বিগত ২টা মাস।এখন ব্যাস্ততা কম তাই বসে পড়লাম লেপটপের সামনে।বরাবরের মত  টিকটিউনস কে ধন্যবাদ যার কারনে আমি কিছু শিখতে এসে শিখাতে পারছি।আমার টিউনগুলো সবার মাঝে এত গ্রহনযোগ্যতা পাবে সত্যিই টিউন করার আগে ভাবতে পারিনি।যাই হোক কথা  বাড়িয়ে আপনাদের ধর্য্যচূতি ঘটাব না।সরাসরি ‍টিউনে চলে যাচ্ছি।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে ডেক্সটপ/লেপটপ থেকে দিয়ে ভাইভার এ কথা বলা যায় বিশ্বের যে কোন প্রান্তে।আপনার যদি এনডোরেড ফোন নাও থাকে তাতে সমস্যা নেই।এখন থেকে আপনার লেপটপ ই হবে আপনার এনডোরেড ফোন। পিঃ :-)
কাজের ধাপঃ(দয়া করে তাড়াহুড়া করবেন না।আস্তে আস্তে ধাপগুলো খেয়াল করুন)
১.প্রথমে এখান থেকে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করে নিন Download (102mb)
2.ডাউনলোড হয়ে গেলে এখন নিম্মের ছবিটির মত করে  ইন্সটল করুন।

Clear data দিন।তাহলে sign out হয়ে যাবে। এখন নিম্মের মত করে আপনার নাম্বারটি রেজিস্টার করুন।

আপনার নাম্বারটি প্রবেশ করান।একটি বিদেশি নাম্বার থেকে প্রথমে কল আসবে কলটি রিসিভ করুন।অতঃপর অপেক্ষা করুন,এখন আপনার নাম্বারটি যেই মোবাইলে আছে সেটায় দেখুন একটিভিশন কোড এসেছে।ঐ কোডটি প্রবেশ করান।

6.ব্যাস আপনার নাম্বারটি রেজিস্টার হয়ে গেছে। আপনার নাম সম্পাদান করুন।এখন(3)নং এ চলে যান। PC থেকে ভাইবার সফট্ওয়্যারটিতে এসে নাম্বারটি প্রবেশ করান(যেটা ভাইবার রেজিস্টার করা হয়েছে)তাহলে দেখবেন একটিভিশন কোড চলে আসছে মোবাইলে।

এইরূপ ছবির মত একটি কোড আসবে আপনার মোবাইলে তখন ঐ কোডটি PC ভাইবার একটিভিশনের জায়গায় প্রদান করুন।তাহলেই ব্যাস completed হয়ে গেল।এখন যার ফোন তাকে দিয়ে দিন।দেওয়ার আগে অবশ্যই ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন।(Clear data দিলে আপনার নাম্বারটি sign out hobe jabe)।
7.এখন ফ্রি সারাদিন সারারাত  আরামসে পিসি কিংবা লেপটপে সরাসরি  ভয়েস কিংবা ভিডিও কথা বলুন কোন প্রকারের আটকা আটকি ছাড়া।ভয়েস ক্লিয়ারিটি ভাইবারের খুব সুন্দর।নয়েজও খুব কম।

উপরের পদ্ধতি ব্যবহার করে আপনি চাইলে আপনার দুইটি নাম্বার অনলাইন করে কথা বলতে পারেন।একটি মোবাইলে একটি লেপটপে/ডেক্সটপে।
[ডেক্সটপে ভিডিও কল করতে হলে ওয়েব ক্যামেরা সেট করতে হবে।নয় শুধু আপনি দেখতে পারবেন,অপর পক্ষ আপনাকে দেখবে না।]

এতক্ষন ধর্য্যসহকারে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। আপনার কাছে যদি আমার টিউনগুলো ভাল লেগে থাকে অবশ্যই আমাকে ধন্যবাদ জানাতে ভূলবেন না।  
আশা করি পরিস্কার ভাবে বুঝাতে পেরেছি।যদি তারপরেও কারো বুঝতে অসুবিধা হয় fb te আমাকে মেস্যাজ করুন।
[যেহেতু  আপনাদের শিখিয়ে, আমরা টউনাররা কোন আথির্ক ভাবে লাভবান হই না সুতরাং আপনাদের উচিৎ হবে আমাদেরকে উৎসাহ প্রদান করা।   ধন্যবাদ]


Friday, October 30, 2015

কথা বলার সোশাল নেটওয়ার্ক Free Unlimited

এসে গেল কথা বলার নতুন সোশাল নেটওয়ার্ক Talk, লিখে মনের ভাব আদান প্রদান করার চেয়ে কথা বলে চমকে দেয়া অনেক সহজ। লেখার ভিড়ে হারিয়ে যাওয়া আবেগকে ফিরে পেতে চালু হয়েছে এই সাইটটি। বন্ধুদের কথা শুনুন, তাদের সাথে গল্প করতে বসে পড়ূন। আড্ডাকেও নিয়ে আসুন আপনার মনিটরের পর্দায়। প্রিয়জনকে জন্মদিনে উইশ করুন, গান গান, আবৃত্তি করুন। এসব কিছুই হবে এখন Talk সাইটে।
এজন্য আপনার ল্যাপটপ কিংবা একটা হেডফোনই যথেষ্ট। শুধু সাইটটিতে লগিন করুন, আর শুনতে থাকুন সবার কথা। বলুন আপনার নিজের। শেয়ার করুন বন্ধুদের সাথে। মজার মজার জোকস শুনিয়ে দিন একেবারে নিজের গলায়। আর হ্যাঁ, সাইটটা এখন পরীক্ষামূলক ভার্সন এ রয়েছে। তাই নতুন কোন ফিচার চাইলে আমাদের জানান।
তাহলে ঝটপট ক্রোম কিংবা ফায়ারফক্স খুলে বসুন আর মেতে থাকুন Talk নিয়ে।
http://adf.ly/1QnWyb

ব্লগার ব্লগের হোম পেজের ফটো গুলোকে অটো রিসাইজ করুন

বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন । যাই হোক আজকে আমি আপনাদের জন্য ব্লগার ব্লগের দারুন একটি টিপস নিয়ে এলাম আশাকরি অনেকেরি ভালো লাগবে সঙ্গে কাজেও লাগবে । ইতি মধ্যে অনেকে আমার কাছে এই বিষয়ে জানতে চেয়েছে আশাকরি তাদের এবার উপকার করতে পারবো । যাই হোক আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগের হোম পেজ এর ফটো রিসাইজ করবেন বুজতে পারলেন না ? আপনি যখুন আপনার ব্লগে পোস্ট করেন তখুন আপনি অবশ্যই একটি ফটো ব্যবহার করেন যেটা হোম পেজে শো করবে এখুন সেই ফটো আপনি কোন এক সাইজ এর ব্যবহার করে সেটা ৫০০ ✘ ৫০০ হতে পারে বা ৫০০ ✘ ৭০০ ও  হতে পারে কিন্তু আপনি আজকের টিপস অনুযায়ী কাজ করে আপনার পোস্টে যে সাইজ এরি ফটো পোস্ট করুন না কেন হোমে পেজে আপনি যে সাইজ রাখতে চান সেটাই শো করবে । তাহলে চলুন দেখে নিন কিভাবে করতে হবে ।
 আশাকরি আমি উপরে যেটা বুঝাতে চেয়েছি আপনারা সেটা বুজতে পেরেছেন । তবে বর্তমান সব থিমে এই সুবিধা এখুন যুক্ত করাই থাকছে অনেকে সময় আবারও থাকেও না আর যারা এই সুবিধা থেকে বঞ্চিত তারা আজকে থেকে নিজেই এই সুবিধা করে নিন । কাজ টি খুবি সোজা এটা আপনি দুই ভাবে করতে পারবেন যাই হোক আমি আপনাদের এটা Edit HTML থেকে কিভাবে করবেন সেটা দেখাবো । তাহলে চলুন শুরু করা যাক ।
১// আপনার ব্লগার ব্লগ অ্যাকাউন্ট লগইন করুন ।
২// ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।
৩// তারপর আপনার কীবোর্ড Ctrl+F প্রেস করে নীচের ট্যাগটি খুজে বের করুন ।
]]></b:skin>
৪// উপরের ট্যাগের ঠিক উপরে নীচের CSS কোড গুলো কপি পেস্ট করুন ।
.post-body img {
width: 500px!important;
height: 500px!important; }
নোটঃ width: 500px এবং height: 500px মুছে আপনি আপনার পছন্দের সাইজ দিন ।
৫// সব কাজ শেষ এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন । ব্যাস এবার আপনার ব্লগ হোম পেজ এর ফটো গুলো দেখুন আশাকরি সব এক সাইজ হয়েগেছে । এটা আমি নিজেই পরীক্ষা করেছি তাই এটা ১০০% কাজ হবে ।

তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবো নতুন কিছু নিয়ে । পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাকেও জানাতে পারেন । কোন সমস্যা হলে আমাকে জানান ফেচেবুক বা এই ব্লগে কমেন্ট করে যানাতে পারেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

আপনার কাছের ISP এবং তাদের ইন্টারনেট Package বের করুন খুব সহজে সাথে ডাউনলোড ও মিডিয়া সার্ভার

সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন
কাজের কথাই আশি
আপানারা হয়তো লক্ষ্য করবেন যে আমদের Broadband ইন্টারনেট খুঁজে পেতে অনেক সমস্যা হয় বিশেষ করে তাদের package এবং তাদের Contact Number এবং তাদের Location আর এর ফলে আমরা আমাদের পছন্দ মত ভালো Broadband Internet খুঁজে পাইনা

এর তাই আমি আজ আপনাদের পরিচয় করিয়ে দিব একটি সাইট এর সাথে যা আপনাকে আপনার Area অনুযায়ী আপনার Broadband ISP খুঁজে বের করে দিবে ১৩০+ ISP listed আছে তাদের এইখানে এবং ওই ISP দের সব FTP,Media & TV সার্ভার এবং ওই ISP দের Contact Number ও ঠিকানা

যার ফলে আপনাকে এর বেশী টাকা দিয়া মডেম চালাতে হবে না তাও low speed er মডেম High Speed দাম lol 
সাইট টি হলও Paitaar ISP Finder
এবং Mirror Paitara DEV
এবং ISP সার্ভার Paitara ISP Networking V3.0

আদের এইখানে গিয়ে আপনি আপনার location বা area অনুযায়ী আপনার পছন্দ মত ISP নির্বাচন করতে পারবেন
এই ধরুন আপনি থাকেন ঢাকা ধানমন্ডি
তাহলে আপনি প্রথমে ঢাকা নির্বাচন করবেন তারপর ঢাকা এর ভিতর ধানমন্ডি নির্বাচন করবেন
এখন আপনি দেখতে পারবেন যে ধানমন্ডি এর ভিতর অনেক গুলা ISP এর List আছে এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং কম টাকা এ ভালো স্পীড এর ISP নিতে পারবেন এর জন্য ঐখানে ওই ISP এর Contact নাম্বার এবং ঠিকানা FB page আর অনেক কিছু দেওওা আছে
আশা করি আমার এই টিউন টি আপনাদের কাজে দিবে
Bookmark করতে ভুলবেন না কিন্তু
ধন্যবাদ সবাইকে

ডাউনলোড করে নিন imo এবং ফেসবুক messengers এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন আর কথা বলুন ফ্রী তে।

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হয়তো আপনারা সবাই  imo ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো  imo এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন।
 

imo এর সুবিধা সমূহ -

  • ১। HD সাউন্ড কোয়ালিটির সাহায্যে ফ্রি ভিডিও কল।
  • ২। ফ্রী কল করতে পারবেন।
  • ৩। সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে।
  • ৪। আপনার অবস্থান শেয়ার করতে পারবেন।
  • ৫। কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন।

download link 1   download link 2

সোর্স ফাইল এখানে

ফেসবুক মেসেঞ্জার 

দেখে নিন কিছু Features
  • Sounds (can be disabled in settings)
  • Desktop notifications (enable them in settings)
  • Voice and video calls
  • Badge with the number of notifications in the dock/taskbar (OS X and Windows)
  • Auto-launch on OS startup (OS X, Windows)
  • Native notifications (all platforms)
  • System tray icon on Windows
  • 3 themes: Default, Dark and Mosaic
  • Auto-hide the left sidebar
  • Open links in browser or new window
  • Preferences in the right-click context menu (or menu bar for OS X, tray menu for Windows)

download link 1   download link 2

সোর্স ফাইল আর আরও ডিটেইলস এখানে


Thursday, October 29, 2015

On page SEO এর ৭টি কার্যকরি টিপস

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি ভালো।আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে On Page SEO.
আপনারা সকলেই নিশ্চয় জানেন SEO কি এবং কেন করতে হয়।
তাই আমি এতো ব্যাখ্যায় না গিয়ে সরাসরি মূল Topics এ চলে যাই।

ওন পেইজ এসইও কি?
ওন পেইজ এসইও হচ্ছে মূলতো একটা ওয়েভসাইটকে এসইও optimized করার জন্য সেই
সাইট এর ভিতরে যে change বা পরিবর্তনগুলা করতে হয় তাই
সাধারণত ওন পেইজ এসইও নামে পরিচিত।
তো আমরা এই টিউন এ ওন পেইজ এসইওর ৭টি প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানবো।
চলুন শুরু করা যাক।
টাইটেল ট্যাগ এর ব্যবহার।
প্রথমেই আসি টাইটেল ট্যাগ এর কথায়।আপনি গুগলে কোন কিছু লিখে সার্চ করলে
কিছু ওয়েবসাইট দেখায় আপনার সার্চ করা keyword সহ।
তার মানে যে কিওয়ার্ড (কি-ওয়ার্ড মানে আপনি গুগলে যা লিখে সার্চ করেন) লিখে সার্চ করেছেন তা সেই ওয়েভসাইটের টাইটেল ট্যাগ এবং Heading
হিসেবে ব্যবহৃত হচ্ছে।তাই ওন পেইজ এসইওর জন্য আপনার পোস্ট বা সাইট এর টার্গেট
কিওয়ার্ড যেন সেই ওয়েভসাইটের টাইটের ট্যাগ এবং Heading (h1) এর শুরুতে থাকে।
এসইও ফ্রেন্ডলি URL এর ব্যবহার।
এখন আসা যাক এসইও ফ্রেন্ডলি URL এর কথায়।
Example: www.site.com/123/23/post2 (এসইও আন ফেন্ডলি URL)
www.site.com/what-is-seo (এসইও ফেন্ডলি URL)
আশা করছি এসইও ফেন্ডলি URL এর ব্যপারটা উপরের Example দেখে মোটামুটি
বুঝতে পারছেন।
এসইও ফেন্ডলি URL এর মেইন ব্যাপারটা হচ্ছে আপনার সিলেক্ট করা কি-ওয়ার্ড
যেন আপনার পোস্ট বা সাইট এর URL বা লিঙ্ক এ থাকে।
মাল্টিমিডিয়া ব্যাবহার করা।
মাল্টিমিডিয়া বলতে আমি বুঝাতে চাচ্ছি আপনার সাইটে বা পোস্টে ছবি,ভিডিও ইত্যাদি এর
ব্যবহার করা।
এগুলোর ব্যবহার এর মাধ্যমে আপনি আপনার সাইট এর ভিজিটরদের attention দরে
রাখতে পারবেন যার ফলে বাউন্স রেট কমবে।
প্রথমে কি-ওয়ার্ড ব্যবহার করা।
আপনার ওয়েবসাইট বা পোস্ট এর  ১০০ শব্দের মধ্যে আপনার selected কি-ওয়ার্ড ব্যবহার
করুন এবং h1 h2 ট্যাগে নুন্যতম একবার করে।আর কি-ওয়ার্ড টি অবশ্যই পোস্ট এর অন্যান্য ওয়ার্ডগুলোর থেকে আলাদা করে লিখবেন।(h1,h2 অথবা strong ট্যাগ এর ব্যবহারকে বুঝাচ্ছি)
যাতে গুগল বুঝতে পারে আপনি এই পোস্ট এর জন্য কোন কি-ওয়ার্ড ব্যবহার করছেন।
সাইট এর লোডিং স্পিড।
গুগল এর নতুন আপডেটে গুগল ওয়েবসাইট এর লোডিং স্পিড এর উপর গুরুত্ত দিয়েছে।
তাই অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার ওয়েবসাইটের হোমপেইজ দ্রুত লোড হয়।
দেখা গেছে কোন ওয়েবসাইট যদি ৭সেকেন্ড এর বেশি সময় নেয় লোড হতে তাহলে
ভিজিটর সেই ওয়েবসাইট এ আর প্রবেশ করতে চান না।
সোশাল শেয়ারিং বাটন এর ব্যবহার।
যত বেশি শেয়ার ততো বেশি ভোট।
অর্থাৎ প্রতেক্যটি শেয়ার গুগল আপনার সাইট এর একটি করে ভোট হিসেবে
ব্যবহার করে।এটা আপনার সাইট রেংঙ্কিং বাড়ানোর জন্য খুবই জরুরি।তাই লক্ষ্য রাখবেন
যেন Facebook,Google+,Twitter,Apple শেয়ার বাটন আপনার সাইটে থাকে।
বড় ধরনের কন্টেন্ট পাবলিশ করা।
আপনি গুগলের 1st পেইজ এ থাকা যেকোনো সাইটে ভিজিট করলে দেখতে পারবেন
যে তাদের পোস্ট এ কমপক্ষে ১৫০০+ শব্দ ব্যবহার করা হয়েছে।
পোস্ট যতো informative হবে তার রেঙ্কিং ভালো হওয়ার সম্ভাবনা ততো বেশি।তাই অবশ্যই চেষ্টা করবেন
যেনো আপনার যেকোনো পোস্টে কমপক্ষে ১৫০০ এর শব্দের চেয়ে বেশি শব্দ থাকে।
so আজ এ পর্যন্তই।আবার কোনো একদিন আরো ভালো কোনো Tune নিয়ে দেখা হবে।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানান।
ধন্যবাদ।

Bangla Hadith Software | বাংলা হাদীস সফটওয়্যার

প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন নারহমান রহীম আল্লাহ্ তায়ালার নামে-
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি DBHT-(ডিজিটাল বাংলা হাদিস টিম)-কে পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন।

ইউনিকোড বাংলা হাদীস সফটওয়্যার “কপি”, “পেস্ট” করা যায়। সফটওয়্যারটি তিন ভাষা সম্বলিত।

সফটওয়্যারটির ভার্সন ০.৫ এ কি কি পাবেনঃ

  • – সম্পূর্ণ সহিহ আল বুখারী
  • – সম্পূর্ণ সহিহ মুসলিম
  • – ইবনু মাজাহ
  • – তিরমিযী
  • – আবূ দাউদ
  • – মুসনাদে আহমাদ
  • – হাদিসে কুদসী
  • – ইমাম নবরীর ৪০ হাদিস
  • – রিয়াযুস স্বলিহীন
  • – বুলুগুল মারাম
  • – আদাবুল মুফরাদ
  • – যঈফ ও জাল হাদীস সিরিজ
  • – শামায়েলে মুহাম্মাদিয়া
  • – হিসনুল মুসলিম

সুবিধা সমূহঃ

  • – মোট তিনটি ভাষায় (আরবী, ইংরেজী এবং বাংলা)
  • – উইন্ডোজের যে কোন ভার্সনে চলবে।
  • – সরাসরি ইংরেজি শব্দ দিয়ে সার্চ করতে পারবেন।
  • – অধ্যায় এবং অনুচ্ছেদ অনুসারে পড়ার সুবিধা
  • – ইমেইল, কপি-পেস্ট, ফেসবুক, টুইটার ইত্যাদি মাধ্যমে শেয়ার করার সুবিধা
  • – এবং হাদিস প্রিন্ট করা সহ আরও অনেক সুবিধা সম্বলিত।
ইউটিউবে আপলোডকৃত ভিডিওটি দেখুন। সহজেই বুঝতে পারবেন।

সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন (Version 0.5) [size – 58.3MB]

ভার্সন ০.৬ এ কি কি রয়েছে?

  1. সম্পূর্ণ সহিহ আল বুখারী
  2. সম্পূর্ণ সহিহ মুসলিম
  3. হাদিসে কুদসী
  4. ইমাম নববীর ৪০ হাদিস
  5. রিয়াযুস স্বালেহীন
  6. হিসনুল মুসলিম।
  7. ফতোয়া আরকানুল ইসলাম সহ হাজারো ফতোয়া বিভাগ সম্বলিত আকারে সাজানো হয়েছে
  8. দৈনন্দিন জীবন ঘনিষ্ট ইসলামী প্রশ্নোত্তর
  9. দেশ – বিদেশের আলেমগনের অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল ও অনুবাদ পাবেন।
  10.  ইংরেজিতে শায়খ সালেহ আল-মুনাজ্জিদের প্রায় ১৩,০০০ প্রশ্নোত্তর ও ফতোয়া পাবেন।
  11. বিভিন্ন ওয়েব সাঈট সফটওয়্যারের ভেতর হতে ভিজিট করতে পারবেন। (নেট কানেকশান থাকতে হবে)
  12. এন্ড্রয়েড এপস লোড ডিরেক্ট লিংক রয়েছে।

সুবিধা সমূহঃ

  1. এটা .exe format 0.6 version
  2. তিনটি ভাষায় হাদিস পড়তে পারবেন যথাক্রমে-আরবী,বাংলা ও ইংলিশ
  3. হাদিস খোঁজার জন্য শক্তিশালী সার্চ অপশন (বাংলা, ইংরেজী ও আরবীতে সার্চ দিতে পারবেন)
  4. সহিহ বুখারী, মুসলিম-এর তাখরিজ ও তাহকীক করা হাদিস
  5. হাদিস নেভিগেশন পয়েন্ট
  6. ইউনিকোড হাদিস কপি ও পেষ্ট করা যাবে বিভিন্ন ওয়েব সাইট ও সোশাল ওয়েব সাইটের জন্য
  7. হাদিস সহজে প্রিন্ট করা যাবে
  8. মিনিমাম sp3, 7, 8 Dual core- এর সাপোর্টেড প্রসেসর লাগবে
  9. কোন আলাদা সাপোর্টেড সফটওয়্যার লাগবেনা
  10. ১৭,০০০-এর বেশি হাদিস
  11. দেশ- বিদেশের আলেমগনের হাজারো মাসলা-মাসায়েল ও আপনার জিজ্ঞাসার উত্তর পাবেন।
  12. ফেসবুক সহ শেয়ারিং বাটন পাবেন।
  13. প্রতিটি অধ্যায় ও অনুচ্ছেদের জন্য বিস্তারিত নেভিগেশন লিংক পাবেন যার ফলে অতি দ্রুত সুনিদ্দিষ্ট হাদিসে পৌছাতে সক্ষম হবেন।
  14. ট্যাগ করা হাদিস পাবেন
  15. ডোনেশানের জন্য একাউন্ট পাবেন। আরো বহু মাল্টি ফাংশান রয়েছে….

বাংলা হাদীস সফটওয়্যার (এনড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য


অ্যাপ্সটি ফ্রি ডাউনলোড করুন

সফটওয়্যারটি ইনস্টল করতে সর্বনিম্ন এনড্রয়েড ভার্শন লাগবে ৪.০।
কৃতজ্ঞতায়: হাদীস বিডি ও ইসলাম জানুক  ডিজিটাল বাংলা হাদীস টিম
সৌজন্যে: ইসলামের আলো বিডি

PC/LAPTOP এ android এর গেম খেলুন বা অ্যাপ চালান

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে পিসির জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে এলাম যা দিয়ে আপনারা আপনাদের pc/laptop এ androoid গেম খেলা বা অন্যান্য অ্যাপ চালাতে পারবেন। আপনারা নিশ্চয় বিশ্বাস ই করতে পারছেন না
। কিন্তু এটাই সম্ভব করে দেখিয়েছে ১৩  mb এর এই সফটওয়্যার টি। আমি অনেকদিন থেকে এটা দিয়ে গেম খেলছি। আজ আপনাদের জন্য শেয়ার করছি।
ANDROID খুব জনপ্রিয় একটি মোবাইল অপারেটিং সিস্টেম। অনেকেই এখনও সিম্বিয়ান  অথবা জাভাANDROID কেনার আশা মনের মধ্যে পুষে রেখেছেন। আপনার ডেক্সটপ আর ল্যাপটপ এখনANDROID অপারেটিং  সিস্টেম চলবে। কিন্তু এটা কোন অপারেটিং সিস্টেম হিসেবে না, এমুলেটর এর মত করে চলবে। তবে আপনি পাবেন ANDROID এর সব মজা। আমি ব্যবহার করেছি তাই বলতে পারি সফটওয়্যার টি চলবে।
মোবাইল ব্যবহার করছেন। এবং একটি
 

ডাউনলোড লিঙ্ক

সফটওয়্যার টি একটি ফ্রী ওয়্যার। আপনাকে এটি রেজিস্টার করা নিয়ে টেনশন করতে হবে না। অনেক এ সফটওয়্যার টি সম্পর্কে জেনে থাকবেন। যারা জানেন না এখন জেনে নিন।

ডাউনলোড লিঙ্ক


জানার বিষয়

  • নিন্মে জিবি রেম লাগবে সফটওয়্যার টি চালাতে!
  • ৮ এমবি এর ইন্সটলার টি ওপেন করার পর ইন্সটল সময়ে windows অনুযায়ি এর ডাটা ডাউনলোড করবে। তাই অবশ্যই ডাটা অন রাখবেন।
  • আপনার পিসি এর রেম যতই থাকুক এটি ৭০০-৮০০ এমবি রেম ব্যবহার করে।
  • যদি antivirus ভুলে একে adware ডিটেক করে  antivirus কিছু সময়ের জন্য অফ রাখবেন।

৫ টি ফেসবুক মাকের্টিং যা প্রত্যেক ব্লগারদের জানা দরকার

ফেসবুক হলো জনপ্রিয় মাধ্যম আপনার ব্লগ টিউনকে সবার সামনে তুলে ধরে ধরার জন্য। আর তা আপনি করতে পারেন ফেসবুক শেয়ারের মাধ্যমে। কিন্তু আপনি যা করবেন তা কি সঠিক হবে ? এই জন্য ৫ টি ফেসবুক টিপস যা আপনি ব্লগার হলে জানা দরকার।



১. অন্যদের সাথে যোগাযোগ স্থাপন

সোস্যাল মিডিয়া হলো সবার সাথে যোগাযোগের পথ।আপনি অন্যদের সাথে যত বেশি Engage হবেন ততবেশি আপনার সাফল্য আসার পথ সুগম হবে।
কিভাবে সবার সাথে Engage হবেন-
  • কাউকে প্রশ্ন করতে লজ্জা করবেন না।
  • অন্যদেরকে প্রশংসা করতে শিখুন
তবেই আপনার সাথে অন্যদের একটা শক্ত সম্পর্ক তৈরী হবে।  আপনার ব্লগ টিউন শেয়ার করার মাধ্যমে ভালো ফল পেতে পারেন।

২. শুধু আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন না

আপনি যদি নতুন ব্যবহারকারী হোন,তাহলে আপনাকে নিয়ে ব্যস্ত থাকবেন না। আপনার ছাড়া অন্যদের টিউনও শেয়ার করবেন। এককথায় ভালো জিনিসের কদর করবেন।

৩. হ্যাশ ট্যাগ ব্যবহার করা

হ্যাশ ট্যাগ ব্যবহার করে আপনার শেয়ার করা টিউনকে সবার জন্য সার্চ রেজাল্টে আনতে পারেন খুব সহজে। যেমন, facebook নিয়ে টিউন শেয়ার করলে আপনি হ্যাশ ট্যাগ দিতে পারেন #facebook।এতে করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কেউ facebook শব্দ নিয়ে সার্চ করলে আপনার শেয়ার করা টিউন সার্চে আসবে।

৪. ব্লগ টিউন শেয়ার করা্র সংখ্যা

অনেকেই একবার টিউন শেয়ার করে আর করে না,এতে করে অনেক আগের লিখা টিউন ফেসবুক ব্যবহারকারী থেকে হারিয়ে যায়।এক টিউন আপনি অনেকবার শেয়ার করতে পারেন।

৫. Schedule টিউন

মনে করেন আপনি বাংলাদেশ থেকে ব্লগ টিউন লিখতেছেন। আর আপনার ভিজিটর আমেরিকা কেন্দ্রিক।তাই তাদের সময় বুঝে টিউন করতে হবে। এই জন্য আপনি টিউন Schedule করে রাখতে পারেন।

ফটো ভেরিফাই চাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করুন খুব সহজেই এখনই!

সবাইকে জুবিটেক এর পক্ষ হতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আশা করছি, সবাই ভালো আছেন। আজকের পস্তের বিষয়বস্তু হচ্ছেঃ কিভাবে ফটো ভেরিফাই করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং রিকভার করবেন? তাহলে চলুন শুরু করা যাক। বিঃদ্রঃ এই পোস্টটি নেট হতে সংগৃহীত। 

আজ আমি আপনাদের সাথে এমন একটি জিনিস শেয়ার করবো যেটা প্রায় ফেসবুক ব্যবহার কারীর হয়ে থাকে
সেটা হল ফেসবুকে ফটো ভেরিফাই চাওয়া
এটা একটা এমন জিনিস যে ঠিক হওয়া খুব মুশকিল হয়ে পড়ে
কিন্তু আজ আমি আপনাদের বলবো যে কিভাবে এটা আপনি ঠিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারেন
আমার নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট টিতে গতকাল ফটো ভেরিফাই চাইছিল
আমি আমার এক ফেসবুক বন্ধুর কাছে ফোনে জানতে পারি একটি ইংরেজি সাইটের কথা যেখানে এই ব্যাপারে
পোস্ট লিখা ছিল
সেই ভায়ের সাইটে গিয়ে আমি পোস্ট টি পড়ি এবং স্টেপ টু স্টেপ কাজ করে আমার অ্যাকাউন্ট টি উদ্ধার করি
তাই আমি আজ আপনাদের সাথে সেই পোস্টটি শেয়ার না করে পারলাম না
আজ আমি সেই পোস্ট টিই বাংলাতে আপনাদের কাছে শেয়ার করলাম
আপনি শুধুমাত্র নিচের স্টেপ অনুযায়ী কাজ করুন
১) প্রথমে এখান থেকে
Tulbear vpn অ্যাপটি নামিয়ে নিন
2) এটি ইনস্টল দিয়ে ওপেন করুন
৩) তারপর এখানে আপনি আপনার নাম , ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন
৪) অ্যাকাউন্ট খোলা হলে আপনার ইমেইল এ একটি কনফার্মেশন ইমেইল যাবে সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট টি অ্যাকটিভ করে নিন
৫) এবার অ্যাপটি কে আবার ওপেন করে লগইন করুন
৬) লগইন করে দেখুন অ্যাপটির নিচে একটি অপশন আছে সেখানে ক্লিক করে Japan দেশ এ ক্লিক করুন এবং উপরে অ্যাকটিভ বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন অ্যাকটিভ হতে কিছুক্ষণ সময় লাগবে
৭) অ্যাকটিভ হয়ে গেলে অ্যাপটি বন্ধ না করে আপনার এ্যান্ড্রয়েড ফোনের হোম বাটান টিপে মিনিমাইজ করে রাখুন
৮) এরপর আপনার সেটের opera mini,chrome বা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে আপনার ফটো ভেরিফাই চাওয়া ফেসবুক অ্যাকাউন্ট টি লগইন করুন
৯) লগইন করে দেখুন আপনার ফেসবুক এ ফটো ভেরিফাই না চেয়ে ফেসবুক এ সেভ করা মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার কোড যাবে সেই কোড আপনি এখানে লিখে ok করুন
১০) এবার দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি ওপেন হয়ে গেছে
আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধা হলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন
আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের আমার এই সাইটের কথা জানাবেন
সবাই ভালো থাকুন ধন্যবাদ।

নিয়ে নিন ফেসবুকে AutoFollower এবং AutoFriend Request আর হয়ে যান ফেসবুক সেলেব্রেটি (Mega Post)

ইদানিং সবার মাথায় একটা ব্যাপার ব্যাপক আকার ধারণ করছে তা হলো ফেসবুক সেলেব্রেটি হওয়া, বিপুল পরিমাণ লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করার প্রবণতা।  এখনো অনেক লোক আছেন যারা জানেনই না ফেসবুক সেলেব্রেটি কি বা ফেসবুক সেলেব্রেটি কাকে বলে? আসুন তবে জেনে নেই

ফেসবুক সেলেব্রেটি কি?
যাদের প্রফাইলে অতিমাত্রায় ফলয়ার, বন্ধু সংখ্যা অনেক এবং যাদের প্রফাইলের বিভিন্ন প্রকার এ্যাকটিভিটি যেমনঃ  ফেসবুক স্টেটাস, প্রফাইল ছবি এবং অন্যান্য সব কিছুতেই অতিমাত্রায় Like এবং Comment পড়ে এবং ফলোয়ারের সংখ্যা বেশি।
ফেসবুক সেলেব্রেটি হওয়ার সহজ উপায় ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি করা । এর জন্য প্রয়োজন ফেসবুক অটো ফলোয়ার । অনেক অটো ফলোয়ার সাইট আছে কিন্তু তাদের মধ্য অধিকাংশ গুলো সেফটি প্রদান করে না। তাই আপনাদের সাথে একটি নতুন অটো ফলোয়ার সাইট এর পরিচয় করিয়ে দিব। সাইটের নাম Autofollower । এখান থেকে অটো ফলোয়ার বা অটো ফ্রেন্ড রিকোয়েস্ট নিলে কোন প্রকার স্পাম হবে না। যেটার ১০০% গ্যারান্টি আমি দিচ্ছি । এখান থেকে অটো ফলোয়ার এবং অটো ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে, বর্তমানে আমার ফলোয়ারের সংখ্যা 2.4 k হয়েছে।
নিচে টিউটোরিয়াল সহ দিলাম।
প্রথমে Autofollower এই এড্রেস এ আপনাকে যেতে হবে।
এবার Get Access Token বার থেকে এক্সেস টোকেন সংগ্রহ করুন এবং হোম পেজে Login বারে টোকেন বক্সে পেস্ট করে Login বাটনে ক্লিক করুন ।


এর পর ড্যাশবোর্ড পেজ আসলে সেখান থেকে আপনার চাহিদা মত বাটনে ক্লিক করুন বা Use AutoFollower অথবা Use AutoAdder বাটনে ক্লিক করুন ।

এর পর নতুন পেজ ওপেন হলে সেখান থেকে Get Followers বা Get Adders বাটনে ক্লিক করুন । ফলোয়ার বা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হয়ে গেলে নিচে Success দেখাবে। এবার Log out বাটনে ক্লিক করুন।

এবার ফেসবুকে গিয়ে দেখুন আপনার ফলোয়ারের সংখ্যা বেরে গেছে। এভাবে প্রতিদজাবে ৮-১০ বার নিলে কয়েক দিনেই আপনার ফলোয়ারের সংখ্যা ৫ হাজার বেরে যাবে।
কোন প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন। কমেন্টে অবশ্যই মতামত জানাবেন।

ফেসবুক পেজে এক ক্লিকে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করুন।

সবাই কেমন আছেন। এটা টেকটিউনস এ আমার ৭ম টিউন। আমাদের প্রায় সকলএরই ফেসবুকে একাউন্ট আছে। বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল ব্যাপার। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনের বেশিরভাগ সময়টাই ফেসবুকে ব্যয় করি। আর বলতে গেলে প্রায় সবারই একাধিক আইডি আছে। ফেসবুক পেজও আছে। যাদের পেজ আছে তাদের নিশ্চই জানা আছে যে ফেসবুক পেজ এ একজন একজন করে ইনভাইট করা কত বিরক্তিকর। আমি যখন প্রথম পেজ খুলি তখন ফেসবুকে ইনভাইট করতে করতেই বিরক্ত হয়ে যেতাম। এরপরে পেজ চালানোই বাদ দিয়ে দেই। কারন পেজে ফ্যান না থাকলে পেজ চালায় মজা নাই। তাহলে আর বেশি কিছু বলছি না। সরাসরি আসল কথায় আসি। কিভাবে আপনি এক ক্লিকে আপনার পেজে সকল ফ্রেন্ডসদের ইনভাইট করবেন  ?

১. প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। অ্যাড্রেস বার এ গিয়ে "chrome://extensions/" লিখে এন্টার চাপুন।
২. এরপর আপনি ওপরের চিত্রের মত দেখেতে পাবেন। এখন "Get More Extensions" এ ক্লিল্ক করুন।

৩. এরপর সার্চ বক্স এ Invite All Your Facebook Friends PRO লিখে সার্চ করুন।

৪. এখন এই এক্সটেনশনটি গুগল ক্রোমে এড করুন।

৫. এক্সটেনশনটি এড করার পর ফেসবুকে লগিন করুন।

৬. এরপর আপনি যেই পেজে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চান সেই পেজে যান।

৭. পেজে গেলে হাতের বাম পাশে দেখবেন Invite Friends To Like This Page লেখা আছে। সেখানে ক্লিক করুন।

৮. এমনটা দেখাবে। অ্যাড্রেস বারের একদম ডান পাশে দেখুন লাল দাগ দিয়ে সার্কেল করা একটি আইকন আছে। সেটিতে ক্লিক করুন।

৯. এরপর স্বয়ংক্রিয়ভাবে আপনার ফ্রেন্ডসরা ইনভাইট হতে থাকবে।

১০. ইনভাইট করা শেষ হয়ে গেলে এমনটি দেখতে পাবেন। এরপর Close করে দিন।

ইউটিউব থেকে আয় করার সম্পূর্ণ নির্দেশনা সহ বাংলা টিউটোরিয়াল ইবুক!

সবাইকে কেমন আছেন? আশা করছি বেশ ভাল। আমিও ভালই আছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউন।

আমাদের আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছে ইউটিউব থেকে আয় বা ইনকাম করা।
বর্তমানে অনেকেইইউটিউব ব্যবহার করে নানা ধরণের ভিডিও টিউটোরিয়াল তৈরির মাধ্যমে বেশ ভাল আয় করছেন ইউটিউব থেকে। আপনিও কি করতে চান? হ্যা, আমি জানি মোটামুটি সবাই এব্যাপারে আগ্রহী।
তবে ইউটিউব থেকে আয় করতে চাইলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়ম ও পরিপূর্ণ ইন্সট্রাকশন ব্যাতীত ইউটিউব থেকে আয় করা অসম্ভব। কিন্তু কিভাবে আপনি পাবেন সেই ইন্সট্রাকশন??
সেজন্য আমি আপনাদের কাছে নিয়ে এলাম ইউটিউব থেকে আয় করার একটি এক্সক্লুসিভ ইবুক। এই ইবুকটিতে A-Z বেশ ভালোভাবে পরিপূর্ণ টিউটোরিয়াল এর মাধ্যমে আয় করা শেখানো হয়েছে। এই ইবুক টী পড়ে আপনি একদম গোঁড়া থেকে অর্থাৎ বিগিনার লেভেল হতে শুরু করে প্রো মানে এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখতে পারবেন। ইউটিউব আর্নিং এর খুঁটিনাটি জানতে পারবেন।
তাহলে আর দেরী কেন?? তাড়াতাড়ি ডাউনলোড করে নিন ইবুকটির একটি কপি এবং আপনিও শুরু করুন আপনার ইউটিউব চ্যানেল থেকে আয়!
আজ এখানেই শেষ করছি। কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তীতে আরও ভাল এবং আকর্ষণীও কোন টিউন নিয়ে ফিরে আসবো আপনাদের সকলের মাঝে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।

ফেসবুকে আইডি অথবা পেজে ১০০০০+ লাইক,ফলোয়ার নিয়ে নিন কোন Autolike Use না করে

আশা করি সবাই ভালো আছেন।আমার আজকের টিউন হচ্ছে আপনি কিভাবে কোনো প্রকার Autolike সাইট ব্যবহার না করে ১০০০০+ লাইক,ফলোয়ার পেতে পারেন আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে। আপনারা হয়তো জানেন যে অটো লাইক সাইট যেমনঃ Hublaa.me,djliker.com,myliker.com ইত্যাদিতে অটো লাইক উঠাতে গেলে আপনার ফেসবুক আইডি দাঁরা লগিন করতে হবে। এবং একটি সফটওয়্যার অ্যাড করতে বলে যার মাধ্যমে আপনি একটি লিঙ্ক পাবেন,তা তাদের সাইটে বসালেই আপনি পাবেন ২০০ লাইক বা টিউমেন্ট অথবা ফলোয়ার। আসলে আপনি লাইক পেলেও জানেন না আপনি কি ভুল করেছেন। কারন সেই সফটওয়্যার আপনার আইডির সকল তথ্য ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে। বিশ্বাস না হলে বলুন তো আপনাকে তারা যে লাইক দিলো তা কোথা থেকে? আসলে আপনার মতো যারাই এই লাইক নিতে যায় তাদের সকলের তথ্য এই সফটওয়্যারে জমা হয়।এবং এই আইডি গুলই আপনাকে লাইক দিয়েছে।এমন কি তারা জানেও না যে তারা আপনাকে লাইক দিয়েছে। কেউ যদি এটা ব্যবহার করে থাকেন তবে দেখুন আপনির লাইক লিস্টে হাজার হাজার নাম আছে।যাদের আপনি চিনেনই না তাদের আইডিতে আপনার লাইক। তাই বলে কি এখন স্পামিং ছাড়া আপনি লাইক পাবেন না?তা হবে কেনো?এমন অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি লাইক পেতে পারেন কোন আইডি লগিন ছাড়াই। এবং বিশুদ্ধ লাইক,টিউমেন্ট,শেয়ার।যাই হোক বিষয়টা লিখে পুরপুরি বুঝানো সম্ভব নয়।এই স্পামিং ছাড়া লাইক পাওয়ারবাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুনঃ
১০০০০+ ফেসবুক লাইক
এই পদ্ধতি ব্যবহার করে আপনি সহজেই ১০০০০+ লাইক উঠাতে পারবেন কোনো স্পামিংএর শিকার না হয়ে। সকলকে ধন্যবাদ।

Google এর মজার কয়েকটি Hiden Tricks,দেখেনিন এখনই

আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউনটি শিক্ষামুলুকের চেয়ে মজার বেশি। আমরা জানি যে Google বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঙ্গিন। আমরা সকলেই Google ব্যবহার করি।সার্চ দেই অনেক কিছু। এবং পেয়ে যাই সকল তথ্য। কিন্তু এমন অনেক কিছু আছে যা নিয়ে আমরা জানি না। কিন্তু Google এর ওই বিষয় গুলো অনেক মজার। যেমন ধরুন আপনি একটি জিনিষ সার্চ দিলেন আর Google এর পেজ অটোমেটিক ঘুরতে শুরু করলো। আবার ধরেন এমন একটি ওয়ার্ড সার্চ দিলেন যাতে গুগল সার্চ ইঙ্গিন থেকে গেমসে পরিবর্তন হয়ে গেলো।আবার সার্চ দেয়ার সাথে সাথে গুগলের লোগো কাঁপতে শুরু করে ভেজ্ঞে গেলো। আগে আমরা অনেকেই ইউটিউবে হয়তো এই Tricks গুলো দেখে ছিলাম কিন্তু এটা এখন গুগলেও সম্ভব। এবং এর মজা দিগুণ হবে কারন ইউটিউবের চেয়ে গুগলকেই আমরা বেশি ব্যবহার করি। এমন কি ছোট্ট একটি সার্চ দিয়ে আপনি গুগলের সকল প্রোগ্রাম কোড গুলোও জেনে নিতে পারবেন। এমন কি ১৯৯৮ সালের গুগল কেউ আপনি ব্যবহার করতে পারবেন অনেকটা টাইম মেশিনের মতো চলে যাবেন গুগল ১৯৯৮ এ। এই সার্চ গুলো মূলত গুগলের হিডেন কোড। যে কোড গুলো গুগল বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করে ছিলো কিন্তু তা রিমুভ না করায় কিছু সার্চ আছে যা সেই কোড গুলোকে রান করায়।যেমন do a barrel roll গুগল সার্চে লিখেই দেখুন কি হয়?এরকম আরও কোড আছে যা একটি বাংলা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সুন্দর ভাবে দেখনো হয়েছে আপনাদের সুবিধায়ঃ
গুগল হিডেন Trick Tutorial
সবাইকে ধন্যবাদ।কেমন লাগলো জানাবেন

Tuesday, October 27, 2015

Advanced SystemCare Ultimate 8+ নিয়ে নিন ফ্রীতে (No Crack/Patch/Any File)

আগে TuneUp Utilities,Registry Mechanic, CCleaner ইউজ করতাম, ঘটনাচক্রে Advanced SystemCare এর সন্ধান পাই। এটা আসলেই চমৎকার একটা এপস।  এরপরে Advanced SystemCare Ultimate 6 দিয়ে শুরু হয়, এরপর 7 গেল এখন ভার্সন 8 আছি। কোনপ্রকার Crack বা Patch অথবা আলাদা কোন ফাইল যেমন dll ছাড়াই শুধু আপডেট দিয়ে এবং একটার উপর আপডেট ভার্সন ফাইলটি রিপ্লেস  ইন্সটল করে সেই ভার্সন 6 থেকে 8 পর্যন্ত এসেছি।
এখানে বলে রাখা ভাল যে Advanced SystemCare Ultimate 6 Active করার সময় অন্যরা সাধারনত যে লাইসেন্স কোড দিয়েছিল, আমিও সেই একই কোড দিয়েছি। কোড নিদ্রিষ্ট করা নেই। গুগলে খুঁজলে অসংখ্যা লাইসেন্স কোড পাওয়া যাবে।
আপনার কম্পিউটারে Advanced SystemCare Ultimate 6 যদি থেকে থাকে তো একেবারে নতুন করে ইন্সটল দিন।
সফটওয়ারটি সংগ্রহে না থাকলে এখান থেকে ডাউনলোড করুন। লাইসেন্স কোড তো সেই আগেরটাই, গুগল মামার কাছে কি কোডের অভাব আছে    অথবা DFE08-21384-9ADD4-349D6 এটা দিয়ে ট্রায় করুন। একটিভ করার সময় ইন্টারনেট কানেকশান অবশ্যই বন্ধ রাখতে হবে। একটিভ হয়ে গেলে নেট কানেক্ট দিয়ে দেখুন Advanced SystemCare Ultimate 6 হয়ে গেছে। এন্টিভাইরাস আপডেট দিয়ে দেখুন সেটাও হচ্ছে। আসলে এই ইন্সটল প্রক্রিয়া  হয়তবা সবাই জনেন তারপরও বললাম।
এখন নতুন ভার্সন একটিভ করার পালা। খুবই ছোট কাজ, আমি এ পর্যন্ত একটিভ করেছি এভাবেই আল্লাহর রহমতে কোন সমস্যা হয়নি।
ইন্টারনেট কানেকশান বন্ধ করে Advanced SystemCare Ultimate 6  ইন্সটল থাকা অবস্থায় এর উপরেই আপনার ডাউনলোড করা Advanced SystemCare Ultimate 8 ইন্সটল করে দিন।  একই apps  দ্বিতীয়বার ইন্সটল করলে প্রথমটি আগে আন্‌ইন্সটল হয়ে তারপর দ্বিতীয়টি ইন্সটল হয় সে কারনে আগের ইন্সটল করা Advanced SystemCare Ultimate 6 টি প্রথমে অটোমেটিক আন্‌ইন্সটল হয়ে তারপর নতুনটি ইন্সটল হবে, এর মানে হল আপনি একই সফটওয়ারটির পুরানোটার উপরে নতুনটা রিপ্লেস করছেন। আসি এটা করেছিলাম 6 থেকে বর্তমান 8 পর্য়ন্ত এসেছি।
এছাড়াও আরেকটা কাজ করতে পারেন। ২ মাস আগে Windows সেটাপ দিয়েছি।  Advanced SystemCare Ultimate 8 এ পুরুনো কিছু কোড দিয়ে ট্রাই করে সফল হয়েছি। তবে অবশ্যই ইন্টারনেট কানেকশান বন্ধ রাখতে হবে। নতুন ভার্সন রিলিজ হলে একই প্রক্রিয়ায় চেষ্টা করে দেখতে পারেন।
আপনি এভাবে Advanced SystemCare Ultimate টি ইউজ করতে পারবেন যতদিন ইচ্ছে। যদি IObit চালাক হয়ে যায় তো সেকথা আলাদা হা হা হা।
আমার সংগ্রহে থাকা Advanced SystemCare Ultimate এর কয়েকটি কোড এখান থেকে ডাউনলোড করুন। আমি আমি আমার এক কাজিনের বাসায়, লিখছিও তার পিসি দিয়ে।
  স্কিনসট সহ আরও বিস্তারিত দিতে না পারার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি।  সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

ফেজবুক ফিসিং সাইট দিয়ে আইডি হ্যাক করুন (ভিডিও টিউটরিয়াল)

অনেক দিন পর আজ আবার টিউটরিয়াল তৈরি করলাম ৷
সাবাইকে সালাম। আশা করি সবাই ভাল আছেন আপনাদের
দোয়ায় আমিও ভাল আছি
চলুন কাজের কথায় আসিঃ
ফিসিং সাইট কি? ফিসিং সাইট সম্পর্কে অনেকে জানেন আবার
অনেকে জানেন্না।
যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে এততু
ধারনা দিচ্ছি:
ফিসিং সাইট হল এক ধরনের ফেসবুক হ্যাকিং সাইট ৷
এটা দেখতে
হুবাহু ফেসবুকের মত। এই সাইটে যদি কেও ID or password
দিয়ে লগিন কর তাহলে সেই ID or password আপনার
ইমেলে চলে আসবে,
অর্থাত তার আইডি পেয়ে যাবান
…… আসা করি কিছুটা হলেও বুঝতে
পারছেন।
এ আমি দেখিয়ে ছিলাম, কিভাবে ২০১২ সালের ১টা ফিশিং সাইট
হ্যাক করে, তার ভিতর এ জমা থাকা পাসওয়ার্ড দেখা যায়। এর পর
আমাকে অনেকেই ফেসবুক এ রিকুয়েস্ট করেছেন
কিভাবে ১টা ফেসবুক ফিশিং সাইট বানাতে হয় তা নিয়ে যাতে ১টা
টিউন করেছিলাম ৷ কিন্তু অনেকে কাজে সফল হতে পারে নাই।
তাই আমি ভিডিও টিউটরিয়াল করেছি ৷ আপনাদের দেখাবো কি ৷
কিকরে একটা সমপুর্ন ভাবে ফিসিং সাইট তৈরি করে ফেজবুক আইডি হ্যাক করা যায় আমি সুন্দর ভাবে ভিডিও গুলি ৩টা পার্ট করেছি ৷
যাতে আপনারা সুন্দর ভাবেই বুঝে যান ৷
ইউটিউবে ভিডিও গুলি দেখতে নিছে ক্লিক করুন,
☞ফেজবুক হ্যাকিং ভিডিও টিউটরিয়াল (Part-1)
☞ফেজবুক হ্যাকিং ভিডিও টিউটরিয়াল (Part-2)
☞ফেজুবক হ্যাকিং ভিডিও টিউটরিয়াল (Part-3)

বাংলায় হ্যাকিং শেখার অসাধারণ একটি টিউটোরিয়াল ইবুক! তাড়াতাড়ি নিয়ে নিন (এক্সক্লুসিভ)

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আপনারা সবাই কেমন আছেন? ভালই আছেন আশা করছি। বেশকিছুদিন ব্যাস্ত ছিলাম, এখন আবার ফিরে এলাম

তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউন।
হ্যাকিং শিখতে কে না চায়? ধুন্ধুমার সব হ্যাকিং সিনেমা দেখে আমারও একসময় শখ জাগছিলো হ্যাকার হওয়ার। অনেক আশা নিয়ে নেটে সার্চ দিলাম, সব আশায় গুরেবালি (!) অনেক সার্চ করেও বাংলা হ্যাকিং এর কোন ভাল টিউটোরিয়াল পেলাম না :(যাই হোক, এরপরে আমি আবার কিছুদিন চেষ্টা চালালাম ইংলিশে কিন্ত তেমন একটা লাভ হলোনা।
কিছুদিন আগেই হঠাত করে একটা ইবুক পাই। এই ইবুকটা লেখা হয়েছে সম্পূর্ণ হ্যাকিং এর উপরেই ডিপেন্ড করে! এখানে সম্পূর্ণ খাঁটি বাংলায় ওয়েবসাইট হ্যাকিং, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং, এসকিউএল হ্যাকিং, ডাটাবেজ হ্যাক সহ আরও অনেক বিষয় বিস্তারিত ভাবে শেখানো হয়েছে! নিঃসন্দেহে অসাধারণ একটি বই।
অনেক খুজেও এই ধরণের বই সচারচর পাওয়া যায়না, তাও আবার বাংলাতে! এতো একেবারে সোনায় সোহাগা। কিন্তু, শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কাছে রেখে কি হবে?? তাই শেয়ার করে দিলাম আমার প্রান প্রিয় টিউনার ভাইদের মাঝে।
দেরী না করে তাড়াতাড়ি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন বইটি।
আজকে এখানেই শেষ। যাচ্ছি কিন্তু যাচ্ছি না! ফিরে আসবো আবার নতুন কোন কাজের টিউন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

অটো ব্লগিং শুরু করুন আপনার সাইটে

প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আমিও ভালোই আছি। আপনাদের সামনে হাজির হলাম একটি ভিন্নধর্মী ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে।
এই প্লাগিনের কাজ হলো আপনার সাইট এ অটো ব্লগিং করা।
অটো ব্লগিং এর কাজ কি?
অটো ব্লগিং এর কাজ বিভিন্ন ব্লগ এর rss feed থেকে টিউন সংরক্ষণ করে আপনার ব্লগ এ আপডেট দেওয়া।
এর জন্য আপনাকে আপনার সাইটে কোনো টিউন লিখতে হবে না।
চিত্রঃ
অটো ব্লগিং প্লাগিনটি কিভাবে কাজ করে?
উদাহরণস্বরূপ, আমি আমার ব্লগ এ অটো ব্লগিং প্লাগিনটি ইন্সটল দিয়েছি।
সেখানে টেকটিউনস এর rss feed লিংক আমি সামিট করলাম। টেকটিউনস এ দিনে ২৪ ঘণ্টা আপডেট হয়। টেকটিউনসে যেসব টিউন আপডেট হয় তা আমার ব্লগ এও আপডেট হবে।
চিত্রে, আমি টেকটিউনসে একটি লিখেছিলাম। আমার টিউনটি অটো ব্লগিং প্লাগিন এর মাধ্যমে চিত্রে ২ নং ব্লগটি তা সংরক্ষণ করছে।
শুধু টেকটিউনসই না আপনি আরো অনেক সাইট এর rss ফিড লিংক
সাবমিট করতে পারেন।
প্লাগিন ডাউনলোড করুনঃ এখান থেকে
আজ আর লিখলাম না। ভুল হলে ক্ষমা চোখে দেখবেন।
আর সমস্যা হলে টিউনমেন্ট এ জানাবেন।
বিদায় নিলাম।

Monday, October 26, 2015

$24.95 মূল্যের নতুন ফিচার যুক্ত লেটেস্ট CCleaner Professional সিরিয়াল কি সহ লুপে নিন !!! পিসি কে করুন আরও বেগময়

$24.95 মূল্যের নতুন ফিচার যুক্ত লেটেস্ট CCleaner Professional সিরিয়াল কি সহ লুপে নিন লুফে নিন! পিসি কে করুন আরও বেগময় !

আসসামুওলাইকুম -সবাই কেমন আছেন?
ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কথা না বড়িয়ে কাজ শুরু করি। ইজি কাজ অনেক বস এহানেআছে তাও জানি। তাও লিখে যাই  ভাবি একজন উপকৃত হইলেই আমি সার্থক !
নতুন CCleaner Professional 5.10.5373 এখান থেকে নামিয়ে নিন।
সিম্পলই ইন্সটল দিন। এইবার CCleaner Professional  
অপশন এ যেয়ে রেজিস্টার এ যেয়ে আপনার নাম দিন এবং
ব্যাস কাজ শেষ !!!
পেজগুলা লাইক দিবেন নিজের দায়িত্ব থেকে। কোন জোর নাই! গুড নাইট ! কাল ক্লাস আছে! অনেক কিছু শেয়ার করার ছিল! সময় পাচ্ছি না!

একাধিক ফেসবুক একাউন্ট করে নিন কয়েক মিনিটেই

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের দেখাবো কিভাবে একাদিক ফেসবুক একাউন্ট  খুলবেন।আপনার কোন ইমেল লাগবে না। অনেক সময় অনেকের ফেক ফেসবুক আইডি প্রয়োজন শুধু তাদের জন্য টিউন  টি করলাম। আমি কথায় নয় কাজে বিশ্বাসী তাই আমি আপনাদের ভিডিওটি দিলাম ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে করতে হয়

                                    WATCH THE VIDEO

 

ব্লগিং করে প্রতি মাসে আয় করুন ১৫০ থেকে ২০০ ডলার, বাংলা ইংলিশ বা যে কোন ভাষার ব্লগ থেকে (ভিডিও টিঊটোরিয়াল)

আগেই বলে রাখা ভালো যে, আমি আজ আপনাদরে যে টিঊটোরিয়ালটা দেখাবো তা নিয়ে অতিতে অনকে টিউন হয়েছে তাউ আবার “টেকটিউনসে”
তাহলে প্রশ্ন হতে পারে আমি কেন আবার টিউন করলাম?
আমি দেখিছি অতিতে টিউন হবার পরেউ অধিকাংশ লোক কাজ করতে পারছে না, তাই তাদের কথা মাথায় রেখে একটা ভিডিও টিঊটোরিয়াল করলাম।
নিচে যে লেখা গুলা আছে তা পুরাই কপি করা (ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবনে সবাই)

ভিডিও দেখুন এখানে

আমরা প্রায় সকল ওয়েবমাস্টারই কম বেশি গুগল এ্যডসেন্স একাউন্টের জন্য অনেক চেষ্টা করি। কেউ খুব সহজেই পেয়ে যাই আবার কেউ অনেক চেষ্টা করেও পাননা। গুগল এ্যডসেন্স এখন ডিম পাড়া মুরগির মত। গুগল এ্যডসেন্স একাউন্ট পাওয়া যতটা কঠিন, একাউন্টটিকে ঠিকঠাক রাখা তার চেয়েও কঠিন। কেননা গুগলের অনেক বাধ্যবাধকতা আছে। যা মেনে চলা অনেক কঠিন। অনেক ক্যাটাগরির সাইট বিশেষ করে এডাল্ট, কপি-পেস্ট, ডাউনলোডিং সাইটেতো গুগল এ্যডসেন্স ব্যবহারই করা যাবেনা। ব্যবহার করলেই একাউন্ট ব্যান হবে। তাই আজকে আমি Google Adsense এর শ্রেষ্ঠ বিকল্প বিজ্ঞাপন প্রতিষ্ঠান সাইট সম্পর্কে বলতে যাচ্ছি। সাইটটির নাম RevenueHits. নিচে সাইটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। কিভাবে রিভিনিউহিটস ব্যবহার করবেন সেটা একদম টিউনের শেষে পাবেন। তবে তার আগে রিভিনিউহিটস সম্পর্কে জেনে নিন

RevenueHits কি ?

RevenueHits একটি ইসরাইল ভিত্তিক অনলাইন বিজ্ঞাপন প্রতিষ্ঠান যা একটি ওয়েবসাইটের ট্রাফিক থেকে অর্থ উপার্যন করতে সহায়তা করে। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। এটি ইসিপিএম এর মধ্যে সর্বোচ্চ $30 পর্যন্ত বহন করে এবং এটি একটি সিপিএ ভিত্তিক বিজ্ঞাপন নেটওয়ার্ক। এরা বিজ্ঞাপনদাতার চাহিদার তুলনায় প্রকাশকের আনা ট্রাফিকের ওপর নির্ভর করে অফার বা বিজ্ঞাপন প্রকাশ করে থাকে। এটি দেশ ভিত্তিক লক্ষপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্যপূর্ণ বিজ্ঞাপন নেটওয়ার্ক।

RevenueHits কিভাবে অর্থ প্রদান করে ?

RevenueHits সম্পকে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি এড ইম্প্রেশন বা ক্লিকে অর্থপ্রদান করেন না। এটি সিপিএ ভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান যেমন- কর্ম ভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান।
বর্তমানে সিপিএ নেটওয়ার্ক গুলো বিজ্ঞাপন ইম্প্রেশন বা ক্লিকের ওপর অর্থ দেয়না বরং ব্যবহারকারীর কর্মের ওপর অর্থ দেয়। ব্যবহারকারীর কর্ম যেকোন ধরনের হতে পারে যেমন, ওয়েবসাইট ভিজিট, ইউজার ইমেইল, আইডি, মোবাইল নম্বর, অন্যান্য তথ্য, কোন সফটওয়্যার ইনিস্টল বা একাউন্ট তৈরি ইত্যাদি ইত্যাদি যা বিজ্ঞাপনদাতা চায়। সুতরাং বিভিন্ন ফোরাম সাইটে ব্লগারদের টিউন বা টিউমেন্টে আপনার দ্বিধাবোধ হতে পারে যে 10000 ভিজিটরে প্রতিদিন $50 – $60 ইনকাম হয় আবার অন্য দিন বা অন্য ব্লগারের কোন ইনকামই হয়না। তবে একটা কথা বলে রাখি রিভিনিউহিটস কিন্তু রিভিনিউ দেখায় 2 দিন পরে। প্রথম দিনই আপনার মনে হতে পারে যে এটি ফেইক। কারন আপনি যখন ড্যাসবোর্ডে ঢুকবেন তখন আপাকে রিভিনিউহিটস দেখাবে আপনার সাইটে কতগুলা ইম্প্রেশন হয়েছে, কতটা ক্লিক হয়েছে এবং কত রিভিনিউ হয়েছে। সেখানে দেখবেন ইম্পেশন এবং ক্লিক হয়েছে অনেক, কিন্তু রিভিনিউ এ কোন টাকা দেখাচ্ছেনা। এটা দেখে চিন্তার কিছু নাই। পরের দিন ঠিকই আপনার টাকা দেখাবে।
RevenueHits ব্যবহার করে অনেকেই অল্প ট্রাফিক বা ভিজিটর দিয়ে দিনে $5 – $10 ইনকাম করছে। তবে RevenueHits এর বিশেষ একটি দিক হচ্ছে এটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রতিষ্ঠান। মনে করুন আপনি ইউ.কে তে আছেন আপনার কাছে কখনই ইউ.এস ভিত্তিক আমাজনের বিজ্ঞাপন প্রকাশ হবেনা। আপনার কাছে ইউ.কে ভিত্তিক কোন লক্ষ্যপূর্ণ বিজ্ঞাপন প্রকাশিত হবে। ফলে ইসিপিএম রেটটাও বেশি থাকবে এবং সর্বোচ্চ উপার্যনের সুযোগ থাকবে।

RevenueHits পেমেন্ট বা টাকা উত্তোলনের পদ্ধতি ?

http://www.revenuehits.com/lps/v41/?ref=@RH@VpXiysMKnws1ksAx6i4xhw
RevenueHits এর টাকা উত্তোলনের পদ্ধতির মধ্যে রয়েছে পেপাল, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার।
সর্বনিম্ন পেমেন্ট = $20
পেমেন্ট ফ্রিকুয়েন্সি = NET.30
RevenueHits পাবলিশার রিফারেলে ১০০ ইউ.এস ডলার পর্যন্ত পাবার সুযোগ আছে। কিভাবে পাবেন তা ও বলছি। আপনার রিফারেলের কোন পাবলিশার যখন $10 ইনকাম করবে তখন আপনিয় $10 পাবেন। আরও $40 পাবেন যখন সেই পাবলিশারের $50 ইনকাম হবে। শুধু এইটুকুই নয়, সেই পাবলিশারের যদি $100 ইনকাম হয় তাহলে আপনি আরও $50 বোনাস পাবেন। তাহলে মোট $100 আপনি অতিরিক্ত পাচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে শুধু যদি ভাল মানের পাবলিশার রিফার করতে পারেন তাহলেই আপনার পকেট গরম হওয়া ঠেকায় কে ? নিচের ছবিটিতে দেখুন রিফারেল বোনাস 20 ডলার পেয়েছে।

RevenueHits কি কি ধরনের বিজ্ঞাপন সাপোর্ট করে ?

  • Banner Ads
  • Pop under advertisement
  • Shadow box ads
  • Slider Ads
  • Pop/Button/Side banner Ads
  • Button Ads
  • Mobile Ads

RevenueHits এ্যকাউন্ট করা সহজ নাকি কঠিন ?

শুরুতেই বলেছিলাম গুগল অ্যাডসেন্স একাউন্ট পাওয়া অনেক কঠিন কাজ। তাছাড়া বিভিন্ন সনামধণ্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য অনেক বাধ্যবাধকতা থাকে যা অনেক ওয়েবমাস্টারের পক্ষ্যে সম্ভব হয়না। ফলে তারা আগ্রহ হারিয়ে ফেলে। RevenueHits এর ক্ষ্যেত্রে তেমন কোন বাধ্যবাধকতা নেই। মাত্র ৫ মিনিটেই আপনার একাউন্ট রেডি। আপনি যদি নতুন ব্লগার হয়েথাকেন তাহলে আমি সাজেশন দিবো আপনি নির্দিধায় RevenueHits ব্যবহার করুন।

RevenueHits VS Google Adsense বা অন্যন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠান কোনটা বেশি ভাল ?

আমি এখানে শুধু এ্যডসেন্স এর সঙ্গে রিভিনিউহিটসের তুলনা করবো। কেননা আমরা সবাই জানি যে গুগল এ্যডসেন্স ই সেরা। তাই বাকি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের (ClickSor, InfoLinks,Chitika, Bidvertiser) সঙ্গে তুলনা করে শুধু শুধু সময় নষ্ট করছি না। তাহলে আসুন দেখি দুইটার মিল ও পার্থক্য।

RevenueHits ও Google Adsense এর মধ্যে মিল-

  1. রিভিনিউহিটস ও অ্যাডসেন্স দুইটায় লক্ষ্যপূর্ণ বা কাঙ্খিত ভিজিটরদের টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।
  2. দুইটাই ইসিপিএম, ক্লিক, ইম্প্রেশন (মাঝেমাঝে), রিভিনিউ ইত্যাদিতে টাকা দেয়।
  3. দুইটাই বিভিন্ন সাইজের মানাসই বিজ্ঞাপন সাইজ সাপোর্ট করে।
  4. ব্যবহার খুবই সহজ।

RevenueHits ও Google Adsense এর মধ্যে পার্থক্য-

  1. অ্যাডসেন্স একাউন্ট পেতে হলে সাইটের বয়স কমপক্ষে ৬ মাস বয়স হতে হবে। রিভিনিউহিটস  একাউন্ট পেতে মাত্র ৩ মিনিট সময় লাগতে পরে।
  2. অ্যাডসেন্স ফেইক ট্রাফিক সাপোর্ট করেনা এবং ফেইক ট্রাফিকের কারনে একাউন্ট ব্যান করে দিতে পারে। রিভিনিউহিটস ফেইকট্রাফিকেউ অনেক সময় পে করে থাকে।
  3. অ্যাডসেন্স ব্যবহারে অনেক বাধ্যবাধকতা আছে কিন্তু রিভিনিউহিটসে কোন বাধ্যকতা নাই।
  4. অ্যাডসেন্স কপিরাইট সাইট সাপোর্ট করেনা। রিভিনিউহিটস কপিরাইটে প্রবলেম করেনা।
  5. অ্যাডসেন্সে পিন ও এড্রেস ভেরিফিকেসন করতে হয় কিন্তু রিভিনিউহিটসে কোন ভেরিফিকেসনের ঝামেলা নাই।
  6. এ্যডসেন্সের সাথে পপ অ্যাডস বা অন্য কোন অ্যাডস ব্যবহার করা যায়না। রিভিনিউহিটসে তেমন কোন সমস্যা নাই।
  7. অ্যাডসেন্স পেপাল বা পেওনিয়র সাপোর্ট করেনা। শুধুমাত্র ব্যাংক চেক এর মাধ্যমে পে করে থাকে। কিন্তু রিভিনিউহিটস পেপাল, পেওনিয়র, ব্যাংক সাপোর্ট করে।
  8. অ্যাডসেন্স ১০০ ডলার হলে টাকা দিয়ে থাকে কিন্তু রিভিনিউহিটস মাত্র ২০ ডলার হলে টাকা দেয়।
  9. রিভিনিউহিটস কোষ্ট পার একশান হিসেবে টাকা পে করে। যদিও রিভিনিউহিটস ইম্প্রেশন বা ক্লিকে টাকা দেয়না এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে খুব কম ভিজিটরই কোষ্ট একশান শর্ত পূরন করেন। তাহলে আর্ন হবে কি করে ? বিষয়টা হচ্ছে এমন যে অনেক ধরনের অ্যাডস আছে যেগুলা শুধু ভিজিট বা ইম্প্রেশন রিকুয়ার্ড। তবে যেইসকল বিজ্ঞাপনদাতা দের শর্ত বেশি তাদের শর্ত পূরন হলে ইনকামও বেশি। অ্যাডসেন্স এর বিষয়টা ঠিক ভালো ভাবে যানা নাই।

কিভাবে Revenuehits এ্যকাউন্ট করবেন বা ব্যবহার করবেন ?

প্রথমে এই লিঙ্কে যান। তারপর “Join Now” বাটনে ক্লিক করুন। একটি ফর্ম আসবে তাতে ফাস্ট নেম, লাস্ট নেম, সাইট নেম, সাইট ইউআরেল, সাইট ট্রাফিক (WEB), এবং সাইট ক্যাটাগরি সিলেক্ট করে “Next Step” বাটনে ক্লিক করুন। এবার দ্বিতীয় ধাপে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, মোবাইল নম্বর কান্ট্রিকোড সহ, সিকিউরিটি প্রশ্নের উত্তর এবং টার্মস এনড কন্ডিশনের বক্স টিক দিয়ে “Submit” বাটনে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন করুন। আপনার অ্যাকাউন্ট রেডি। আপনার একাউন্টের ড্যাসবোর্ড এ “New Placement” এ ক্লিক করে অ্যাডস সেটআপ করুন এবং আপনার সাইটে যুক্ত করুন।
RevenueHits একাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন।

শেষ কথা:

অ্যাডসেন্স তো অ্যাডসেন্সই। এর কোন বিকল্প হবেনা। তবে আমি মনে করি যারা ডাউনলোডিং সাইট এর জন্য বিজ্ঞাপন সাইট খুজছেন অথবা অ্যাডসেন্স পাচ্ছেন না তাদের জন্য গুগল অ্যাডসেন্স এর সেরা বিকল্প রিভিনিউহিটস। নিজেই ব্যবহার করে দেখুন তাহলেই বুঝবেন। জানিনা টিউনটি কেমন হয়েছে, কতটুকু বুঝাতে পেরেছি বা কতটুকু ভুল করেছি কিন্তু অনেক চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে লিখতে। ভুল হতেই পারে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং টিউমেন্টে ভুলগুলো ধরিয়ে দিবেন। সবাই কে ধন্যবাদ এতক্ষন ধরে টিউনটি পড়ার জন্য।
টিউনটা ভালো লাগলে আমার ব্লগটা একবার দেখে আসবনে
 

Sunday, October 25, 2015

নষ্ট হার্ডডিস্ক ঠিক করুন নিজেই কিছুক্ষনের মধ্যে কোনো ঝামেলা ছাড়া, মাত্র ১ এম্বির সফটওয়্যার সিরিয়াল কি সহ


আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনারা কিছু সময়ের মধ্যে আপনাদের পিসি বা ল্যাপটপের নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্ক ঠিক করতে পারবেন। এর জন্য আপনাদের হার্ডডিস্ক  খোলা বা এ ধরনের কোনো কাজ করতে হবেনা। আমি আমার একটা ল্যাপটপ এর  হার্ডডিস্ক এই সফটওয়্যার এর মাধ্যমে ঠিক করেছি অর্থাৎ আমি এই সফটওয়্যার টা পরীক্ষা করেই আপনাদের জন্য নিয়ে এলাম। আমার জানামতে অনেকের ই এই সফটওয়্যার টা প্রয়োজন হবে। আনেকেরি হয়তবা নষ্ট হার্ডডিস্ক আছে যা কিনা এই সফটওয়্যারের অভাবে পরে আছে। যদি এই সফটওয়্যার টা কারো উপকারে আছে তাহলে আমার এই টিউনটি সার্থক হবে।

কাজের ধাপ সমুহঃ
১. এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।
২. নষ্ট হার্ডডিস্ক টি আপনার ল্যাপটপের বা পিসির ২য় হার্ডডিস্ক হিসেবে লাগান।
৩. উপরের সফটওয়্যারটি আপনার পিসিতে ইনিস্টল করুন।
৪. সফটওয়্যারটি ওপেন করুন, আপনি ২টি হার্ডডিস্ক দেখতে পাবেন একটা আপনার রানিং হার্ডডিস্ক আর একটা নষ্ট হার্ডডিস্ক।
৫. এবার নষ্ট হার্ডডিস্ক টি সিলেক্ট করুন এবং continue বাটনে ক্লিক করুন।
৬. তারপর LOW LEVEL FORMAT এ ক্লিক করে FORMAT THIS DEVICE এ ক্লিক করুন এবং কিছু ক্ষন অপেক্ষা করুন।
ব্যাস আপনার কাজ শেষ। হার্ডডিস্ক ঠিক হতে হার্ডডিস্ক এর সাইজ আনু্যায়ী কিছু সময় নিতে পারে। ইনশাল্লাহ আপনার হার্ডডিস্ক ঠিক হয়ে যাবে।
বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই টিউমেন্স করবেন। আল্লাহ হাফেয।

facebook এ সকল ফ্রেন্ডকে একসাথে পেজে ইনভাইট করুন ১ ক্লিকে। এবং সকল ফ্রেন্ড রিক্যোয়েস্ট accpet করুন ১ ক্লিক এ

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই আশাকরি ভালো আছেন।  আমরা আজকে শিখবো কিভাবে সকল ফেসবুক ফ্রেন্ডদের একসাথে ইনভাইট করতে হয়।  এবং কিভাবে ফেসবুকের সকল রিকোয়েস্ট একসাথে accept করতে হয়।
ফেসবুকে আমাদের অনেকেরই পেজে ইনভাইট করতে হয়।  অনেক ফ্রেন্ড হলে ইনভাইট করতে অনেক ঝামেলা হয়। বার বার ক্লিক করে করে ইনভাইট করা সম্ভব নয়। তাই এক্ষেত্রে আমরা google chorom এর একটি extension ব্যবহার করতে পারি। এর মাধ্যমে মাত্র ১ টি ক্লিকে সকল ফ্রেন্ডকে ইনভাইট করা যায়।
extention 
এটি add করার পরে এরকম দেখাবে!

তারপরে আপনি আপনার পেজে গিয়ে invite friends to like this page এ ক্লিক করুন
তারপর টিক দেয়া icon টিতে ক্লিক করুন। তারপর সকল ফ্রেন্ড একসাথে ইনভাইট হয়ে যাবে।
* ফেসবুকে সকল ফেন্ড রিকোয়েস্ট একসাথে accept করতে ও একটি এক্সটেন্সান আছে।
Extention   এটি অ্যাড করুন। তারপর  নিচের মত আসবে

প্রথমে ফেসবুকের সকল ফ্রেন্ড রিকোয়েস্ট ওপেন করুন।  তারপর  নিচের  মত

তারপর accept all friend request এ ক্লিক করুন আর এটি খুব কম সময়ে সব রিকোয়েস্ট accept করে দিবে। ফেসবুকের নতুন নিওম হয়েছে যে চেনা পরিচিত না হলে রিকোয়েস্ট accept করা যাবে না।  আর করলে ফেসবুক তাকে ফট ভেরিফাই করে দিবে,।  আর এই extension টি ব্যবহার করলে ফেসবুকে আর ফট ভেরিফাই করে দিবে না।
আজ এ টুকুই।